Badsha fahad official

Badsha fahad official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Badsha fahad official, Rajshahi.

27/11/2025

যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত
সে জীবন বাঁধা মানে না।

25/11/2025

এক অভিশপ্ত লোক বিএনপি'র মিটিং-এ এসে আল্লাহ তায়ালাকে নিয়ে অশ্লীল কথা বললো। পুলিশ তাকে এরেস্ট করলো।

এর প্রতিবাদে ছাত্রদল, এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাউল গানের আয়োজন করলো।

কী ভয়ংকর কথা! এরা কি নিজেকে আল্লাহদ্রোহী বানিয়ে নিয়েছে? এরা কি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে?

14/11/2025

" বর্তমানে ক্যাম্পাসগুলোকে যারা নেশা, ভয়–ভীতি, আতঙ্ক, ধান্দাবাজি ও কট-বাণিজ্যের স্বর্গরাজ্যে পরিণত করতে চায়—শুধুমাত্র তারাই ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শান্তিপূর্ণ, আদর্শিক ও শুদ্ধ কাজ নিয়ে আতঙ্কিত ও শঙ্কিত থাকে। "

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ...
02/11/2025

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

আবু সাইদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। #জুলাই #সনদ #সুন্দরগঞ্জ
30/10/2025

আবু সাইদ, মুগ্ধ,
শেষ হয়নি যুদ্ধ।

#জুলাই
#সনদ
#সুন্দরগঞ্জ

২৮ অক্টোবর ঐতিহাসিক ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন...
29/10/2025

২৮ অক্টোবর ঐতিহাসিক ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখা।



বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আয়োজিত “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” সফলভাবে সম...
28/10/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আয়োজিত “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” সফলভাবে সম্পন্ন হয়েছে। 🌿 আলহামদুলিল্লাহ 🌿

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
ইউসুফ আল-কারযাভী
সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
গাইবান্ধা জেলা শাখা।

তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের আত্মগঠন, নৈতিকতা, ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এই উদ্যোগে অংশগ্রহণকারী ও সহযোগী সকল ভাইদের প্রতি জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
আল্লাহ তায়ালা যেন আমাদের এই প্রয়াসকে কবুল করে কল্যাণের পথে এগিয়ে যাওয়ার তাওফিক দান করেন — আমীন। 🤲



#সুন্দরগঞ্জ_পৌর_শাখা

সন্মান দেওয়ার মালিক তো মহান আল্লাহ,
27/10/2025

সন্মান দেওয়ার মালিক তো মহান আল্লাহ,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন্দরগঞ্জ পৌর থানা শাখা-এর উদ্যোগে তাত্ক্ষণিক HSC A+ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়, আলহামদুলি...
16/10/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন্দরগঞ্জ পৌর থানা শাখা-এর উদ্যোগে তাত্ক্ষণিক HSC A+ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়, আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
ইউসুফ আল কারযাভি ভাই,
সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাইবান্ধা জেলা শাখা।

তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের আত্মগঠন, নৈতিক মূল্যবোধ ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকল অংশগ্রহণকারী ও সহযোগী ভাইদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

আল্লাহ তায়ালা যেন আমাদের এই উদ্যোগকে কবুল করে দেন এবং ভবিষ্যতে আরও কল্যাণমুখী কর্মে অংশগ্রহণের তাওফিক দান করেন — আমীন। 🤲



#সুন্দরগঞ্জ_পৌর_শাখা
ংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আয়োজিত “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” সফলভাবে সম...
15/10/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আয়োজিত “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” সফলভাবে সম্পন্ন হয়েছে। 🌿 আলহামদুলিল্লাহ 🌿

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
ডা. মোঃ শাওন
সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
রংপুর মেডিকেল কলেজ শাখা।

তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের আত্মগঠন, নৈতিকতা, ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এই উদ্যোগে অংশগ্রহণকারী ও সহযোগী সকল ভাইদের প্রতি জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
আল্লাহ তায়ালা যেন আমাদের এই প্রয়াসকে কবুল করে কল্যাণের পথে এগিয়ে যাওয়ার তাওফিক দান করেন — আমীন। 🤲



#সুন্দরগঞ্জ_পৌর_শাখা

05/10/2025

“সল্লাল্লা-হু আ'লাইহি ওয়াসাল্লাম” 💚

03/10/2025

কারো কাছ থেকে সুন্দর কথা, প্রশংসা, ভালো আচরণ, সহানুভূতি, পরামর্শ, সাহায্য, ভালোবাসা কিংবা যত্ন—কোনো কিছুর প্রতিই আর কোনো প্রত্যাশা নেই।

কে কী বললো, গালি দিলো না প্রশংসা করলো, ভালো বললো না মন্দ, মূল্য দিলো না উপেক্ষা করলো, খুশি হলো না বিরক্ত হলো—এসবের কিছুই আর কেয়ার করার মতো এনার্জি বা ইচ্ছা নেই।

এমন প্রত্যাশাহীন জীবনই আসলে অনেক বেশি সুন্দর। 🙂
প্রত্যাশা যত কম, জীবনের ঝামেলাও তত কম।

-------- লেখক Nowshin Mahomud Nisho

Address

Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badsha fahad official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share