SaeeD সাহেব

SaeeD সাহেব ✰You should collect memories
so that the upcoming generation could get
something special they missed✰
(1)

If anyone nowadays ask me ..... How are you mate? How is your study going?My answer is......(see the picture 🙂) কেহ আমাক...
25/04/2024

If anyone nowadays ask me ..... How are you mate? How is your study going?
My answer is......(see the picture 🙂) কেহ আমাকে পড়াশোনার কথা জিজ্ঞেস করতে হলে খেয়ে দেয়ে পরে জিজ্ঞেস কইরেন প্লিজ।

যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি ...
24/04/2024

যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে।হুজুগে লাগালেন,কিন্তু গাছ বাঁচলো না,লাভ নাই ত।

সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়।ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না।খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।

একটা লিস্ট দিচ্ছি,চাইলে ফলো করতে পারেন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন।এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।

রাস্তার ধার (Roadside):
1. নিম ()
2. রেইন ট্রি ( )
3. জারুল ()
4. কদম()
5. সিলভার ওক ( )
6.সোনালু
7.কৃষ্ণচূড়া

রাস্তার বিভাজক (Road Divider):
1. জবা ()
2. কান্টিকারা ( )
3. রতনগাছ ( )
4.হিজল ()

পার্ক (Park):
1. বটগাছ ( )
2. কদম ()
3. চাপালিশ ()
4. কনক চাঁপা ()
5. অশোক ()

ফুটপাথ (Footpath):
1. পারুল
2. সিঙ্গাপুরের চেরি
3. ঝাউ গাছ
4.দেবদারু

খোলা জায়গা (Open Space):
1. মেহগনি ()
2. কৃষ্ণচূড়া ()
3. শিমুল ()
4. অর্জুন গাছ ()

শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
1. আম ()
2. কাঁঠাল ()
3. জাম্বুল ()
4. বেল ()
5. পাকুড় ()

বাড়ির আঙ্গিনা (Homestead):

ফলের গাছ
1. আম
2. কাঁঠাল
3. লিচু
4. পেয়ারা
5. নারিকেল
6. কলা গাছ
7. পপাই
8. জাম্বুল
9. কামরাঙ্গা
10. বেল

কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।
ধন্যবাদ।

সংগ্রথিত।


সেন্টু গেন্জির দিন শেষ, এসি গেন্জির বাংলাদেশ। 😌
23/04/2024

সেন্টু গেন্জির দিন শেষ,
এসি গেন্জির বাংলাদেশ। 😌

বিরাট কোলি নাকি?🤔
21/04/2024

বিরাট কোলি নাকি?🤔

সব স্কুলে এমন একজন স্যার থাকবেনই।🌹
21/04/2024

সব স্কুলে এমন একজন স্যার থাকবেনই।🌹

এইভাবে চাইতে পারিনি বলে আজোও সিঙ্গেল রয়ে গেলাম।🙂
20/04/2024

এইভাবে চাইতে পারিনি বলে আজোও সিঙ্গেল রয়ে গেলাম।🙂

20/04/2024

আমার এলাকার এক লোক আছে, তার অনেক টাকা, কিন্তু কাপর কম।
কম কেন?
গরম আসছে থেকে লোকটা গায়ে একটা সেন্টুগেন্জি পর্যন্ত দেয় না। উদলা গায়েই থাকে😩
ওনারে কি নাম দেওয়া যায়, সবাই পরামর্শ দেন প্লিজ।🥹

19/04/2024

কারেন্ট তুমি কার?
না দিলা ঠান্ডা না দিলা বাতাস
শুধুই করিলা হতাশ।🙂

তাইত! 🙂
19/04/2024

তাইত! 🙂

🫰
19/04/2024

🫰

ছোট বেলায় আম্মায় খাইতে দিতেন না,........., ইয়ে টাইট হয়ে যাবে বলে।😑🤣
17/04/2024

ছোট বেলায় আম্মায় খাইতে দিতেন না,........., ইয়ে টাইট হয়ে যাবে বলে।😑🤣

আমের সিজন আইচ্ছে।🤤😋
17/04/2024

আমের সিজন আইচ্ছে।🤤😋

17/04/2024

আজ ৪ঠা (চৌঠা) বৈশাখ। ১৪৩১ বঙ্গাব্দ।
সবস্কুলেই একজন স্যার আছেন।
যিনি ৪ঠা কে চৌঠা না বলে চার টা বলেন।🤣

14/04/2024

পড়াশোনাকে আমি এত ভালোবাসলাম।😇
পড়াশোনা আমাকে ভালোবাসলো না।
বিনা দোষে দোষী হইলামরে আমিরে।😞

Address

Jagannathpur, Kolkolia
Sunamganj
3060

Telephone

+8801301244685

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaeeD সাহেব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SaeeD সাহেব:

Share