অযোগ্যতা প্রকাশ করছি.. রিলিজ হয়েছে মরনের কত দিন বাকি মরমী গজলটি।
প্রবাসে আসার পর যে গজল করেছি প্রথমটা কথাতে ভুল হলে, এটা দ্বিতীয়। মোবাইলের করা ভয়েস আর রেকর্ডিং স্টুডিও রেকর্ড রাত দিন ব্যবধান। এজন্যই দেশে ভয়েস মাস্টার এর জন্য দিলাম দেখলাম ভয়েস দেই একরকম আসে অন্যরকম। চেষ্টা করেছি অনুভূতি নিয়ে গাওয়ার বাকিটা আপনারা শুনবেন।
আমিরাতে একটা স্টুডিওতে কথা বলেছিলাম বলে দিয়েছে এক ঘন্টা বাবদ রেকর্ড ৬০০দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় ২০,০০০।সুতরাং এটা অসম্ভব। বিদেশে থাকাকালীন এভাবেই চলবে।পরামর্শ দিবেন??
https://youtu.be/D-GIrIcPSJk?si=7xo4tbPlhRm3xeK-
তাকে বললাম পাথরের শেষ অস্তিত্ব কি জানো?
উহু করে বলল, আত্মা নগরে আকাশ পরিমাণ কষ্ট নিয়ে ধৈর্য্য ধরে কারো অপেক্ষায় পথে চেয়ে থাকা!
® Golam Mawla- গোলাম মাওলা
একদিন ভোরবেলা হঠাৎ
আমায় আর দেখতে পাবেনা
পাশের বালিশ ফাঁকা থাকবে
থাকবেনা বাকশক্তি স্বান্তনা দেবার!
সেদিন কি মনে পড়বে?
আমায় থাকাকালিন সময়ের কথা!
® Golam Mawla- গোলাম মাওলা
#কার্নিশে #foryouシ #poem #poetry #Bangladesh
আরশের অধিপতির কাছে আমার অভিযোগের হালখাতা পরিপূর্ণ
বারবার দরজায় কড়া নাড়ায়,
আমায় মনে করিয়ে দেয় অন্তিমকাল!
জীবন পূর্ণ জীর্নতায়.
কাটছে অবেলা নিঠুর শূন্যতায়!
® Golam Mawla- গোলাম মাওলা
কুয়াশার ভোর!
কুয়াশায় ঘেরা ঠাণ্ডার সকালে হাটতে গিয়ে টং দোকানের এক কাপ চা অন্য রকমের তৃপ্ততার অনুভূতি!
® Golam Mawla- গোলাম মাওলা