Golam Mawla- গোলাম মাওলা

Golam Mawla- গোলাম মাওলা না বলা সকল কথার আশ্রয়স্থল

জীবনে কিছু মানুষকে পূর্ণতা করে পাওয়ার চেয়ে অপূর্ণতাই শ্রেয়।পেয়ে গেলে আপনার অস্বস্তি বাড়বে, যন্ত্রণার শিকল মজবুত হবে, তখন...
19/12/2024

জীবনে কিছু মানুষকে পূর্ণতা করে পাওয়ার চেয়ে অপূর্ণতাই শ্রেয়।
পেয়ে গেলে আপনার অস্বস্তি বাড়বে, যন্ত্রণার শিকল মজবুত হবে, তখন হয়তো আপনার আক্ষেপের চিৎকারও অভিমান করে বসবে,
তার চেয়ে বরং এমন একটা মানুষ না আসুক যে মানুষটা অনুভূতি শূন্য আপনাকে যত্ন করে ভাঙবে,

সব বিরহ সইতে পারলেও পূর্ণতার জন্য কাউকে পেয়ে তার মাঝে অপূর্ণতার মুখোশ পেলে সেই বিরহটা আমৃত্যুর শেষ স্টেশন অবধি থেকে যাবে।

তখন পাখির বাসার মতো নিজের মাঝে একটি বিরহের বাসা বাঁধতে হবে!

তার চেয়ে বরং না পাওয়ার তীব্র যন্ত্রণা নিয়েই হোক পথচলা...

_গোলাম মাওলা

17/12/2024

আমাকে দুঃখ পেতে বারণ করো
আবার তুমিই কি না দুঃখ হয়ে জড়ো!

® Golam Mawla- গোলাম মাওলা

তোমার চলে যাওয়ার ক্ষনেইবৃষ্টির জল নামলো তবে সেটা আকাশ থেকে নাআমার চোখ ভর্তি উপচে পড়া জল!সেই জলে আপাদমস্তক ভিজে না ভিজে গ...
15/12/2024

তোমার চলে যাওয়ার ক্ষনেই
বৃষ্টির জল নামলো তবে সেটা আকাশ থেকে না
আমার চোখ ভর্তি উপচে পড়া জল!
সেই জলে আপাদমস্তক ভিজে না
ভিজে গলার নিচের বুক!

® Golam Mawla- গোলাম মাওলা

06/12/2024

অযোগ্যতা প্রকাশ করছি.. রিলিজ হয়েছে মরনের কত দিন বাকি মরমী গজলটি।
প্রবাসে আসার পর যে গজল করেছি প্রথমটা কথাতে ভুল হলে, এটা দ্বিতীয়। মোবাইলের করা ভয়েস আর রেকর্ডিং স্টুডিও রেকর্ড রাত দিন ব্যবধান। এজন্যই দেশে ভয়েস মাস্টার এর জন্য দিলাম দেখলাম ভয়েস দেই একরকম আসে অন্যরকম। চেষ্টা করেছি অনুভূতি নিয়ে গাওয়ার বাকিটা আপনারা শুনবেন।
আমিরাতে একটা স্টুডিওতে কথা বলেছিলাম বলে দিয়েছে এক ঘন্টা বাবদ রেকর্ড ৬০০দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় ২০,০০০।সুতরাং এটা অসম্ভব। বিদেশে থাকাকালীন এভাবেই চলবে।পরামর্শ দিবেন??

https://youtu.be/D-GIrIcPSJk?si=7xo4tbPlhRm3xeK-

আমি আমার মাঝে নিখোঁজহারানো এই মিথ্যা শহরে, আজও খুঁজে পাইনি নিজেকেঢেউয়ের এই সাগরে!® Golam Mawla- গোলাম মাওলা
29/11/2024

আমি আমার মাঝে নিখোঁজ
হারানো এই মিথ্যা শহরে,
আজও খুঁজে পাইনি নিজেকে
ঢেউয়ের এই সাগরে!

® Golam Mawla- গোলাম মাওলা

দুঃখ ভাগাভাগি করার জায়গা!
27/11/2024

দুঃখ ভাগাভাগি করার জায়গা!

কতটা ঘাত এ পরাজয়ের বুকযতনে চাষি কতশত দুখ,কত সন্ধ্যা যে চুপে হয় পারভোর কড়া দেয় জানালার কিনার!® Golam Mawla- গোলাম মাওলা
26/11/2024

কতটা ঘাত এ পরাজয়ের বুক
যতনে চাষি কতশত দুখ,
কত সন্ধ্যা যে চুপে হয় পার
ভোর কড়া দেয় জানালার কিনার!

® Golam Mawla- গোলাম মাওলা

26/11/2024

প্রয়োজন নেই এমন সুখের যে সুখ আমাকে রবের কাছাকাছি যেতে বারণ করে, তার চেয়ে বরং আমার যন্ত্রনাই ভালো যে আমাকে হিদায়াতের পথে অবিচল রাখে!

® Golam Mawla- গোলাম মাওলা

বিষাদময় এই জীবনে কিছু অপূর্ণতা থাক না,সব পেয়ে গেলে তো জীবনের মর্ম বুঝা যায় না,আর জীবন যদি উপলব্ধি করা নাই যায়,এ জীবনের অ...
24/11/2024

বিষাদময় এই জীবনে কিছু অপূর্ণতা থাক না,
সব পেয়ে গেলে তো জীবনের মর্ম বুঝা যায় না,
আর জীবন যদি উপলব্ধি করা নাই যায়,এ জীবনের অস্তিত্ব কি?
কিন্তু আপনি কি জানেন কিছু না পাওয়ার মাঝে পূর্ণতার পুরো স্বাদ রয়েছে!

® Golam Mawla- গোলাম মাওলা

24/11/2024

তাকে বললাম পাথরের শেষ অস্তিত্ব কি জানো?
উহু করে বলল, আত্মা নগরে আকাশ পরিমাণ কষ্ট নিয়ে ধৈর্য্য ধরে কারো অপেক্ষায় পথে চেয়ে থাকা!

® Golam Mawla- গোলাম মাওলা

ভোরের কুয়াশায় হারিয়ে গেলে অচিন পথেআত্মা নগরীর রাস্তাঘাট খুঁজে আমি প্রায় একাকার, পথ চলতে থেমে গেলাম তুমি ফিরবে বলেকুয়াশার...
24/11/2024

ভোরের কুয়াশায় হারিয়ে গেলে অচিন পথে
আত্মা নগরীর রাস্তাঘাট খুঁজে আমি প্রায় একাকার,
পথ চলতে থেমে গেলাম তুমি ফিরবে বলে
কুয়াশার আঁধার কেটে গেলো অথচ তুমি ফিরলে না!

তোমার পথে বুঝি এখনো ঘারো অন্ধকার
হ্যাঁ! হতেই পারে.
আমার নীড়ে ফিরতে তো কুয়াশা নেই
আছে শুধু ঘা কাপানো শীতল ঠান্ডা
আমার গায়ের চাদর মুড়িয়ে কি ফেরা যায় না?

® Golam Mawla- গোলাম মাওলা

আমরা ভুলেই গেছি আমাদের মরণ অনিবার্য যেকোনো সময় যেকোনো স্থানে যেকোনো অবস্থায় মৃত্যু হতে পারে।কোন ভরসা নিয়ে আপনি আগামী দিন...
23/11/2024

আমরা ভুলেই গেছি আমাদের মরণ অনিবার্য যেকোনো সময় যেকোনো স্থানে যেকোনো অবস্থায় মৃত্যু হতে পারে।কোন ভরসা নিয়ে আপনি আগামী দিনের অপেক্ষায় অনুশোচনার পথে ফেরার জন্য,অনেক হয়েছে এবার থামুন আসুন রবের, অনুশোচিত কন্ঠে খুব করে কেদে বলুন ফেলে আসা সকল পাপের কথা আপনার রব বুঝে নিয়ে বুকে জড়িয়ে নিবেন..

দেখেন না কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আক্ষেপ করছে যদি সুস্থ থাকতে সময়টা রবের পথে ব্যয় করতাম..তার মনের অজান্তে অশ্রু বেয়ে জল ঝরে আঁখি হতে। হৃদয়ে আগ্রহ জন্মে যখন যেদিন যেসময় সুস্থ হয়ে বাসায় ফিরবে আর কোনদিন জায়নামাযে সিজদাহ্ দিতে ভুল হবে কিন্তু ভাগ্যিস সে আর জায়নামাজ চোখে দেখার শক্তি হয়ে ওঠেনি..
আমরা কি পারিনা সুস্থতা নেয়ামত কে রবের জন্য খরিদ করা...

® Golam Mawla- গোলাম মাওলা

চাইলাম আলো দিতে অথচ দিলে জ্বালিয়ে!
23/11/2024

চাইলাম আলো দিতে অথচ দিলে জ্বালিয়ে!

হৃদয়ে রক্তক্ষরণ কষ্টের ফাইলগুলো জমা থাকবেআসমানী আদালতে মহান মালিকের দরবারে!ডায়েরির পাতা" #কার্নিশে ঝুলে থাকা কবিতা® Gola...
23/11/2024

হৃদয়ে রক্তক্ষরণ
কষ্টের ফাইলগুলো জমা থাকবে
আসমানী আদালতে
মহান মালিকের দরবারে!

ডায়েরির পাতা"
#কার্নিশে ঝুলে থাকা কবিতা
® Golam Mawla- গোলাম মাওলা

অজানা মানুষকে নিয়ে কি এতো অনূভুতি পোষন করা উচিত?
22/11/2024

অজানা মানুষকে নিয়ে কি এতো অনূভুতি পোষন করা উচিত?

22/11/2024

একদিন ভোরবেলা হঠাৎ
আমায় আর দেখতে পাবেনা
পাশের বালিশ ফাঁকা থাকবে
থাকবেনা বাকশক্তি স্বান্তনা দেবার!
সেদিন কি মনে পড়বে?
আমায় থাকাকালিন সময়ের কথা!

® Golam Mawla- গোলাম মাওলা

#কার্নিশে

ভোরের কুয়াশায় হারিয়ে যাওয়া পাখিগুলো রবের গান গেয়ে বেরিয়ে যায় রিজিকের সন্ধানে,পেট ভরে ফিরায় মহীয়ান সন্ধ্যায় আপন...
22/11/2024

ভোরের কুয়াশায় হারিয়ে যাওয়া পাখিগুলো
রবের গান গেয়ে বেরিয়ে যায় রিজিকের সন্ধানে,
পেট ভরে ফিরায় মহীয়ান সন্ধ্যায় আপন নীড়ে
কাউকে সে করেনা ভরসা আল্লাহ মালিক বিনে!

® Golam Mawla- গোলাম মাওলা

Address

Sylhet
Sunamganj

Telephone

+8801794957968

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golam Mawla- গোলাম মাওলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golam Mawla- গোলাম মাওলা:

Videos

Share