Haor Trust News24

Haor Trust News24 বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর

ধন্যবাদ বর্তমান সরকার প্রধানকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। আহারে বাঙালি 😭 আহারে স্বাধীনতা😭
05/09/2024

ধন্যবাদ বর্তমান সরকার প্রধানকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। আহারে বাঙালি 😭 আহারে স্বাধীনতা😭

01/08/2024

হাওরে ঢেউয়ের গর্জন

05/07/2024

হাওর কন্যা দীপ্তি রাণী তালুকদারের একটি ধামাইল সংগীত।

22/06/2024

পানি বন্দী হাওর পাড়ের মানুষ।

15/06/2024

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের বীরাঙ্গনা জমিলা বেগম স্বাধীনতা যুদ্ধে তার অবদান অপরিসীম। গতকাল সন্ধ্যায় ব্রেইন স্ট্রোকে তিনি মারা যান। এটাই ছিল বীরাঙ্গনা জমিলা বেগমের শেষ সাক্ষাৎকার। উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি।

29/05/2024

সাবেক ভাইস চেয়ারম্যান এড, দিপু রঞ্জন দাশ কর্তৃক শাল্লা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রুপচাঁদ দাসের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন শাল্লার সচেতন ছাত্র সমাজ।

19/05/2024

দিরাই উপজেলার শ্যামারচর বাজারে ১৯ মে (রবিবার) সকাল ৮ টায় অভিযান করে সুমন রায়ের গোডাউন থেকে ৩৩ বস্তা ভারতীয় চিনি আটক করে দিরাই থানা পুলিশ।

08/05/2024

কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ট পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিসাইটিং কর্মকর্তা হিসেবে নিয়োজিত অপু মাষ্টারকে উদ্দেশ্যে প্রনোদিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন চব্বিশা গ্রামের নূরুল গণি।
ভিডিও সংগৃহীত :

08/05/2024

শাল্লা উপজেলার চব্বিশা নির্বাচনী কেন্দ্রে সংঘর্ষ।
ভিডিও সংগৃহীত

08/05/2024
07/05/2024

৬ষ্ট পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে শাল্লার প্রতিটি ভোট কেন্দ্রে প্রশাসনের সার্বিক নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু।

29/04/2024

শাল্লা উপজেলার ১নং আঁটগাও ইউনিয়নের শরীফপুর গ্রামে টিউবওয়েল থেকে পানি নিতে এসে সংঘর্ষে লিপ্ত হয়ে দুই জনকে আহত করে শর্মা গ্রামের সজীব মিয়া, রেজাউল মিয়া ও জুয়েল মিয়া গং। আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

23/04/2024

শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মার্কা।

অবনী মোহন দাশ: ঘোড়া
গনেন্দ্র চন্দ্র সরকার: আনারস
দিপু রঞ্জন দাশ: মোটরসাইকেল

18/04/2024

রুহটারে কব্জা কইরা, আজরাইলে নিব ধইরা, সংগীত শিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) আজ সকালে সিএনজি ও বাস মুখোমুখি সংঘর্ষে নিহত হন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা জানিয়ে শেষকৃত্যের ব্যবস্থা করা হবে।

14/04/2024

পহেলা বৈশাখ ১৪৩১বাংলা উপলক্ষে শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা।

ঈদ মানে আনন্দঈদ মানে খুশিপবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিরাই শাল্লা সহ সর্বস্তরের জনগণকে Haor Trust Tv এর পক্ষ থেকে জানাই পব...
10/04/2024

ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিরাই শাল্লা সহ সর্বস্তরের জনগণকে Haor Trust Tv এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

07/04/2024

বিগত ২ এপ্রিল (মঙ্গলবার) বিকাল আনুমানিক ৪ টায় দিরাই উপজেলার লৌলারচর গ্রামে পারিবারিক কলহের জের ধরে জব্বার মিয়া ও তার পরিবারকে হত্যার চেষ্টায় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসী সোহেল মিয়া গং। এই নির্মম বর্বরোচিত হত্যা চেষ্টার বর্ণনা দেন আহত জব্বার মিয়া ও তার পরিবার সহ প্রত্যক্ষদর্শীরা। জানাযায়, জব্বার মিয়ার মেয়ে পাখি আক্তার এখনো সিলেট এমওজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


06/04/2024

মহা বারুণী গঙ্গাস্নানে লাখো সনাতনী পূণ্যার্থীদের সমাগম।

05/04/2024

শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর ধামে আগামীকাল মধুকৃষ্ণ তিথিতে সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বারুণী স্নান অনুষ্ঠিত হবে। সেই স্নানকে কেন্দ্র করে লাখ সনাতনীদের সমাগম হয় এই যাদুকাটা নদীর পাড়ে।
সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন🙏🙏


01/04/2024

সুনামগঞ্জের মরমি কবি দেওয়ান হাছন রাজা চৌধুরীর সংক্ষিপ্ত আত্মজীবনী:::

নামঃ দেওয়ান হাসন রাজা চৌধুরী, ডাক নামঃ হাসন রাজা।

জন্ম তারিখঃ ৭ পৌষ ১২৬১ বাংলা (২১ ডিসেম্বর ১৮৫৪ খ্রিষ্টাব্দ)

উচ্চতাঃ ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)

জন্মস্থান/বসবাসঃ তেঘরিয়া (লক্ষণশ্রী), সুনামগঞ্জ (বৃহত্তর সিলেট)

পৈত্রিক বাড়িঃ রামপাশা, বিশ্বনাথ, সিলেট

মায়ের বাড়ি (নানার বাড়ি)ঃ খালিয়াজুড়ি, নেত্রকোনা (বৃহত্তর ময়মনসিংহ)

পিতাঃ দেওয়ান আলী রাজা চৌধুরী (১২০৭-১২৭৬ বঙ্গাব্দ) (১৮০০-১৮৬৯ খ্রিঃ)

মাতাঃ মোসাম্মত হুরমত জান বিবি (১২৩৫-১৩১০ বঙ্গাব্দ) (১৯২৮-১৯০৩ খ্রিঃ)

ভাইঃ দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী (১৮৩২-১৮৬৯), দেওয়ান মোজাফ্ফর রাজা চৌধুরী (১৮৫২-১৮৭৯)। বোনঃ সহিফা বানু (১৮৫০-১৯১৭)

শখঃ গান রচনা ও গানের আসর জমানো, গায়কি দল নিয়ে নৌকা ভ্রমণ, নৌকা বাইচ, ঘোড় দৌড়, কোড়া ও অন্যান্য পাখি শিকার ও পালন, হাতির সোয়ারী হওয়া এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। হাসন রাজার আর এক মজার শখ ছিল ছোট ছোট ছেলেমেয়েদের জড়ো করে রুপোর টাকা ছড়িয়ে দেওয়া। বাচ্চারা যখন হুটোপুটি করে কুড়িয়ে নিত তা দেখে তিনি খুব মজা পেতেন।

শিক্ষাগত যোগ্যতা:: বংশের নিয়মানুসারে তিনি প্রথমে আরবী এবং পরে বাংলা ভাষায় পাঠ শুরু করেন। হাসন রাজা যে যুগে জন্মেছিলেন সে যুগে মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার তত প্রচলন না থাকায় বিদ্যালয়ের পড়াশুনায় তিনি বেশিদুর অগ্রসর হতে পারেন নি। নিজে আধুনিক শিক্ষায় বেশি অগ্রসর হতে না পারলেও শিক্ষা প্রসারে তিনি উদার হাতে সাহায্য-সহযোগিতা প্রদান করতেন। সুনামগঞ্জের প্রধান ক’টি শীর্ষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকল্পে তাঁর অফুরন্ত দান ছিল। এর মধ্যে সুনামগঞ্জ জুবিলী হাই স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য জায়গা প্রদান উল্লেখযোগ্য।

হাসন রাজার শারীরিক ধরণঃ হাসন রাজা সত্যিকার অর্থে সুপুরুষ ছিলেন। তাঁর উচু দেহ, দীর্ঘ বাহু, ধারালো নাক এবং কোকড়ানো চুল প্রাচীন আর্যদের চেহারা স্মরণ করিয়ে দেয়।

হাসন রাজার পোষাকের ধরণঃ সামগ্রিক ভাবে তাঁর পোষাক-পরিচ্ছদে ছিল আভিজ্যাত্যের পরিচয়। তিনি মখমলের চোগা, চাপকান ও জরির পাগড়ি ছাড়া বাইরে বের হতেন না। তাছাড়া লুঙ্গির মতো করে পেচিয়ে ধুতি ও হাতাওয়ালা গেঞ্জি নিয়মিত পরতেন।

জমিদারিত্ব গ্রহণঃ ১২৭৬ বাংলা (১৮৬৯ খ্রিঃ) ১৫ বছর বয়সে যে বছরে হাসন রাজার বড় ভাই ও বাবা পরলোক গমন করেন।

হাসন রাজার প্রথম রচিত বইঃ সৌখিন বাহার, রচনা কালঃ ১৮৬৫-১৮৬৯ খ্রিঃ), প্রকাশ কালঃ ১৯৩১ (প্রথম ছেলে গণিউর রাজা কর্তৃক)

হাসন রাজার দ্বিতীয় রচিত বইঃ হাসন বাহার, রচনা কালঃ ১৮৭২-১৯১৪ খ্রিঃ, প্রথম প্রকাশঃ ১৯০৭ (হাসন রাজা কর্তৃক), দ্বিতীয় প্রকাশঃ ১৯২৪ খ্রিঃ, হাসন রাজার ছেলে খান বাহাদুর দওয়ান গণিউর রাজা কর্তৃক।

গানের সংখ্যাঃ ৫৫৩। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশী।

জমিদারি এলাকাঃ সিলেট ও সুনামগঞ্জ উল্লেখযোগ্য পরগণা। (পরগণা= এখনকার তিন থেকে চারটি ইউনিয়নের সমান প্রায়)। লক্ষণশ্রী (বর্তমান সুনামগঞ্জ শহরে ও আশেপাশের কয়েকটি এলাকা), মহারাম, অচিন্ত-পুর, লাউড়, পাগলা, পলাশ, বেতাল, চামতলা, কৌড়িয়া, কুরুয়া ইত্যাদি পরগণা। দেওয়ান মোহাম্মদ আজরফের মতে তিনি প্রায় ৫ লক্ষ ২৭ হাজার বিঘা জুড়ে জমির অধিকারী ছিলেন।

জীবনের উল্লেখযোগ্য ঘটনাঃ ১৫ বছর বয়সে হাসন রাজা উনার বড় ভাই ও বাবাকে হারান যে বছরে তাঁরা দুজনই ৪০ দিনের ব্যবধানে ইহলোক ত্যাগ করেন। সেই সময় থেকেই উনার আধ্যাত্মিক সাধনা ও চিন্তাধারার সুত্রপাত ঘটে এবং সেই সাথে মরমী গান লেখার শুরু। ১৮৯৭ সালে আসাম ও সিলেট জুড়ে এক বিরাট ভূমিকম্পের আবির্ভাব ঘটে। অত্র এলাকায় এর ধ্বংশলীলার ব্যাপকতার রেকর্ড এ পর্যন্ত ছাড়িয়ে যায়নি। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৮।

হাসন দর্শন সম্পর্কে রবীন্দ্রনাথঃ “পূর্ব বাংলার এই গ্রাম্য কবির মাঝে এমন একটি গভীর তত্ত্ব খুঁজে পাইঃ ব্যক্তি স্বরূপের সাথে সম্মন্ধ সূত্রে বিশ্ব সত্য।”

স্ত্রীঃ আজিজা বানু, বোরজান বিবি, সাজেদা বানু, জোবেদা খাতুন, লবজান চৌধুরী।

পুত্রঃ খান বাহাদুর দেওয়ান গণিউর রাজা চৌধুরী (১২৮৩-১৩৩৯ বাংলা), দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী (১২৮৫-১৩৫১ বাংলা), খান বাহাদুর দেওয়ান একলিমুর রাজা চৌধুরী (১২৯৬-১৩৭১ বাংলা) দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী (১৩০৩-১৩৬২ বাংলা)

কন্যাঃ রওশন হুসেইন বানু, রওসন হাসান বানু, আলী হুসেইন বানু, রওশন আখতার বানু।

মৃত্যু তারিখঃ ২২ অগ্রহায়ণ ১৩২৯ বাংলা, (৬ ডিসেম্বর ১৯২২ খ্রিঃ)

কবরস্থানঃ লক্ষণশ্রী, সুনামগঞ্জ (মায়ের কবরের পাশে, যে কবরখানা মৃত্যুর পুর্বেই নিজে প্রস্তুত করেন। )

তথ্যঃ হাসন রাজা যাদুঘর থেকে সংগৃহীত,।
#হাছনরাজা


29/03/2024

প্রাচীন কালের সনাতন ধর্মীয় উৎসব "চড়ক পূজা"।

29/03/2024

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আজীবন ত্যাগী ও বিশিষ্ট সমাজসেবক কমরেড অমর চাঁদ দাসের উপর সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নার্স ও ডাক্তার কতৃক শারীরিক নির্যাতনের প্রতিবাদে শাল্লায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

28/03/2024

শাল্লা সদরের (ঘুঙ্গিয়ারগাঁও বাজার) সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন, বাহাড়া ইউনিয়ন পরিষদের পাশে এবং থানার সামনে স্বপ্ন এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী সঞ্জয় তালুকদারের দোকানে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক জনগণ ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা হয়। জানা যায় ইউএনও এবং ওসি মহোদয় সহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

28/03/2024

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের নির্দেশনায় সারাদেশের মতো শাল্লা উপজেলায় গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহসান শাহ, বিশেষ অতিথি সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম এবং শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

Address

Shalla
Sunamganj
3050

Alerts

Be the first to know and let us send you an email when Haor Trust News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share