News Agency

News Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Agency, Digital creator, Sunamganj.

21/10/2024

অস্ট্রেলিয়ার সিনেটর লিডিয়া থর্প এর কলিজা আছে। রাজা তৃতীয় চার্লসকে সামনাসামনি অস্বীকার।😮

10/10/2024

আবারও শুরু হল জনপ্রিয় একুশের চোখ অনুষ্ঠান। এ অনুষ্ঠান ইলিয়াস আলীকে নিয়ে।

27/09/2024

ভারতে পুরোহিত রামগিরি ও বিধায়ক নীতিশ রানে কর্তৃক রাসুল (সা.) কে অবমাননা করায় প্রতি-বাদ সমাবেশ করেছে পশ্চিম পাগলার সাধারণ মুসল্লীরা।
#রাসুল #অবমাননা #রামগিরি #বিধায়ক_নীতিশ_রানে #ভারত #মুসলিম #প্রতিবাদ #সমাবেশ

15/09/2024

যে কবিতা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছিল।❤️❤️
#অধ্যাপক #জাহাঙ্গীরনগর #গণঅভ্যুত্থান

11/09/2024

জার্মানিতে মেয়ে আগে ইসলাম ধর্ম গ্রহণ করে, মাকে ইসলামের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে এসে ইসলাম গ্রহণ করার জন্য মা যখন কালেমা পড়ছে মেয়েটি খুশিতে কান্না করে দিছেন।🥲 । #আলহামদুলিল্লাহ #দ্বীন #ইসলামের #আলো #ঘরে #ঘরে #জ্বালো #ইসলাম #শান্তির #ধর্ম

08/09/2024

নাটক কম করো পিও!
ইংরেজি কি?😅

07/09/2024

নো ক্যাপশন।

07/09/2024

জাতীয় সংগীত নিয়ে আহমাদুল্লাহ হুজুরের মন্তব্য!
#আহমাদুল্লাহ

06/09/2024

হযরত উপাধি! তেলবাজি!

05/09/2024

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী স্যার মৃ/ত্যু ভ'য় উ'পেক্ষা করে তিনি অদম্য সাহস দেখিয়েছিলেন সেদিন। তাঁর হৃদয় ছোয়া বক্তব্য শুনে দেশবাসী আবেগ ধরে রাখতে পারেনি। আর এখন সবাই নিজের ক্রেডিট প্রচার করতে ব্যস্ত!
#গোলাম_রব্বানী #জাহাঙ্গীরনগর #বিশ্ববিদ্যালয় #অধ্যাপক

04/09/2024

একজন ব্যখা দিলেন এই বিতর্ক নিয়ে....

ধ্বজভঙ্গ জাতীয় সঙ্গীত নিয়ে আমার প্রতিবাদ অনেক পুরোনো। এই লেখা 2019 সালের। আরো বেশ কিছু লেখা আছে এই বিষয়ে।

"গুরুত্বপুর্ন এবং ঐতিহাসিক ভাবে সফল এমন কিছু দেশের জাতীয় সঙ্গীত এর লিরিকস পড়লাম ।

পৃথিবীর সব চাইতে স্বাধীনচেতা, ঐতিহাসিক ভাবে যারা পরাশক্তি ছিল, তাদের জাতীয় সঙ্গীত গুলো হচ্ছে এক্কেবারে রণসঙ্গীত বলতে বাংলায় যা বোঝানো হয় সেই জিনিস।

পৃথিবীর ইতিহাসের প্রথম পরাশক্তি হচ্ছে পারসিয়ান সাম্রাজ্য, যার আজকের মূল ধারক বাহক হচ্ছে ইরান। ইরানের জাতীয় সঙ্গীত বাংলায় তরজমা করলে এমন শোনাবেঃ

"দূর আকাশে উঠছে পূর্বের সূর্য
বিশ্বাসীর চোখে আলো হয়ে জ্বলছে সুবিচার।
ও ইমাম, তোমার স্বাধীনতা আর মুক্তির বানী আমাদের অন্তরে গাথা
ও শহীদ, তোমাদের হাতের ঝনঝনি আমাদের সময়ের কানে বাজছে
সহিন্সু, বহমান, ও চিরকালীন [হয়ে টিকে আছে]
ইসলামিক প্রজাতন্ত্রী ইরান।"

অটোম্যান সাম্রাজ্যের এখনকার রূপ হচ্ছে আধুনিক রাষ্ট্র তুরস্ক। তাদের জাতীয় সঙ্গীত বাংলায় তরজমা করলে শুনাবে এমনঃ

" ভয় পেয় না। কেননা আমাদের ক্রিমসন রঙের পতাকা উড়বে আজকের ভোরে। মলীন হবে না কখনো।

যতদিন আমাদের জাতির শেষ অগ্নী কুণ্ডে আগুন জ্বলবে
ততদিন (চিরকাল) আমাদের তারাটা জ্বলজ্বল করবে।

এই তারা শুধু আমার, এবং এই তারার মালিক শুধু আমার দেশ।..
আমরা স্বাধীন ছিলাম সময়ের শুরু থেকে, স্বাধীন থাকবো চিরকাল।
কোন পাগল আমাদের পায়ে শিকল পড়াতে আসবে?
আমরাতো শেকল বলতে কি বুঝায় সেটাই জানি না?

আমরা ধাবমান বন্যার মতো, আমরা শক্তিশালী ও স্বাধীন।
আমরা পাহাড় ভেঙ্গে চুরমার করি, আমরা আকাশ ভেদ করে ফেটে পড়ি।
..আমাদের পশ্চিমের সীমানা (ইউরোপের) হতে পারে লোহার বর্মে ঢাকা,
কিন্তু আমাদের দেশের সীমানা পাহাড়া দিচ্ছে বিশ্বাসীর পরাক্রম শালী বুক..."

খেয়াল করেন কিভাবে একজন তুর্কী নাগরিক তার দেশের স্বাধীনতা, ইতিহাস, মুক্তির কথা গরগর করে বলে চলছে রক্ত গরম করে।

আগামীর পরাশক্তি গণ চীনের জাতীয় সঙ্গীতটা তরজমা করলাম এভাবেঃ

"উঠে দাড়াও তোমরা।

দাড়াও তোমরা যারা আর দাস থাকতে চাও না।

নিজের শরীরের মাংস দিয়ে একটা নতুন চীনের প্রাচীর বানাও।

আমাদের মানুষেরা এখন পৌছে গেছে খুব বিপদের এক সময়ে
তাই আমাদের প্রত্যেককে বাধ্য হয়ে দিতে হবে শেষ হুঙ্কার ।

উঠে দাড়াও, উঠে দাড়াও, উঠে দাড়াও।

আমরা শত কোটি, কিন্তু আমাদের হৃদয় শুধু এক্টাই।

শত্রুর গুলি উপেক্ষা করে, ঝাপিয়ে পড়।
ঝাপিয়ে পড়, ঝাপিয়ে পড়, ঝাপিয়ে পড়।"

এর পরে আসেন আমেরিকার জাতীয় সঙ্গীতে। এই জাতীয় সঙ্গীত হচ্ছে একে বারে অন্য লেভেলের মার-দাঙ্গা। পুরাই মিলিটারিলিস্টীক। কিছু লাইনের তর্জমা করছিঃ

" তুমি কি দেখতে পাও, ভোরের ক্ষীণ আলোতে
দেখতে কি পাও আমাদের পতাকার সাদা-নীল দাগ আর উজ্জ্বল তারা? যা জলছে সাঙ্ঘাতিক যুদ্ধের ডামাডলে?
.. আকাশে উড়া রকেটের লাল আভা, আর বাতাসে উড়া বোমের মাঝে আমরা প্রমান পেয়েছি যে আমাদের পতাকাটা এখনো টিকে আছে..

সেই তারা খচিত পতাকাটা দেখো এখনো উড়ছে
এই মুক্ত এবং সাহসী মানুষের দেশে।"
..আমাদের মাটিতে যারা [শত্রুরা] তাদের ময়লা পায়ের পদধুলি দিয়েছিল
আমরা তাদের রক্ত দিয়ে তাদের সেই ময়লা ধুয়ে দিয়েছি।

[আমাদের যারা আক্রমন করবে] তাদের কোন ভাড়াটিয়া সৈনিক কিংবা দাস পালানোর জায়গা খুঁজে পাবে না।
পারবে না তারা পালাতে, পালানোর ভয় কিংবা মৃত্যুর দুঃখ থেকে।

যদি আমাদের কোন কিছু দখল করতে হয় আমরা করবো, যদি কিনা দখলের কারনটা সঠিক থাকে।
আর আমাদের নীতিই হচ্ছে, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা। ..
এবং আমাদের তারকা খচিত পতাকাটা উড়বে বিজয়ীর বেশে
উড়বে এই মুক্ত এবং সাহসী মানুষের দেশে।"

জার্মানী হচ্ছে এক সময়ের পরাক্রমশালী দেশ, তাদের জাতীয় সংগীতেও স্বাধীনতা, মুক্তি, সমৃদ্ধির কথা।

ইংল্যান্ড ও জাপান হচ্ছে দুইটা পরাক্রম শালী, সমুদ্র পথে যুদ্ধের ওস্তাদ, দুইটি রাজতন্ত্রী দ্বীপ রাষ্ট্র, যারা এক সময়ে প্রচন্ড সাম্রাজ্যবাদী ছিল। তাদের উভয়ের জাতীয় সঙ্গীত হচ্ছে তাদের রাজা-রানীকে নিয়ে। তাদের রাজা রানীর রাজত্ব যেন চির কাল টিকে সেটা নিয়ে তাদের গান।

জাপানের জাতীয় সঙ্গীত হচ্ছে পৃথিবীর সব চাইতে পুরানা জাতীয় সঙ্গীত। আর ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বেশ কয়েকবার পরিবরতন করে সেটার যুদ্ধাংদেহী কথাবারতা বাদ দেয়া হয়েছে।

আলোচিত শক্তিশালী রাষ্ট্র গুলোর মার-দাঙ্গা জাতীয় সঙ্গিতের মাঝে তাদের চিন্তাশক্তি, স্বাধীনচেতা মনোভাব পাওয়া যায়। নিজ দেশের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় যেকোন প্রতিপক্ষকে উড়িয়ে ফেলার একটা মনোভাব প্রতিফলিত হয়।

যদিও "রাষ্ট্র গঠনে জাতীয় সঙ্গিতের ভুমিকা" সংক্রান্ত কোন রচনা বই খুঁজে পাই নাই এখনও। ফেইসবুকে কেউ খুঁজে পেলে জানাবেন।

যুদ্ধ-ফুদ্ধ বাদ দেন। মামুলি একটা খেলার শুরুতে এই দেশ গুলোর খেলোয়াররা তাদের মার-দাঙ্গা জাতীয় সঙ্গীত গেয়ে খেলা শুরু করে। আর অন্য অনেক দেশের খেলোয়ার খেলা শুরু করে ফুল, পাতা, নদি নালা, মিষ্টি খই, আর সুমিষ্ট আখের গুড়ের নাড়ুর গুনাগুণ বর্ননা করে। পুরো খেলায় না হোক, অন্তত খেলার প্রথম ওভার কিংবা প্রথম হালফ পর্যন্ত হলেও গানের লিরিক্সের এমন তারতম্যের একটা কুপ্রভাব দ্বিতীয় বর্নীত দেশ গুলোর খেলায় পরার সম্ভাবনা প্রবল।"

04/09/2024

বাংলাদেশ জাতীয় সংগীত বিতর্ক...

#বাংলাদেশ

দুই দুইটা পরমাণু বো*মা ফেলে লক্ষ মানুষ মে*রেও আমেরিকা যদি জাপানের বন্ধু হতে পারে 🙂২০০ বছর সীমাহীন শোষণ করেও ইংল্যান্ড ভা...
03/09/2024

দুই দুইটা পরমাণু বো*মা ফেলে লক্ষ মানুষ মে*রেও আমেরিকা যদি জাপানের বন্ধু হতে পারে 🙂
২০০ বছর সীমাহীন শোষণ করেও ইংল্যান্ড ভারতের বন্ধু হতে পারে 🙂
তাহলে কোন যুক্তিতে পাকিস্তান বাংলাদেশের বন্ধু হতে পারে না?? পাকিস্তান যত খারাপই হোক ভারত কে সঠিক লাইনে আনতে তারা আমাদের সাথে বেই*মানি করবে না । এখন পাকিস্তানের সাথে সামরিক বেসামরিক লেনদেন ব্যবসা বাণিজ্য পুরোদমে চালু করা হোক। আর যাদের পাকিস্তানের নাম শুনলেই গা জ্ব*লে তারা যেনো ভারতে পাড়ি জমায়।

কে কোন শব্দ বেশি ব্যবহার করেছেন?
01/09/2024

কে কোন শব্দ বেশি ব্যবহার করেছেন?

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share