Ahmed Numan

Ahmed Numan পা না ভিজিয়ে সাগর পাড়ি দেয়া যায়।
কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না।

সমস্ত শীত মনে হয় শুধু আমার একার।।
28/01/2025

সমস্ত শীত মনে হয় শুধু আমার একার।।

হেমইদ দিয়ে পানি হিছার অভিজ্ঞতা কার কার আছে।। আপনার এলাকায় এটার নাম কি।। আমাদের সুনামগঞ্জে এটার নাম হেমইদ।।
25/01/2025

হেমইদ দিয়ে পানি হিছার অভিজ্ঞতা কার কার আছে।।
আপনার এলাকায় এটার নাম কি।।
আমাদের সুনামগঞ্জে এটার নাম হেমইদ।।

প্রতি দিন ঘুমানোর আগে নিজের অতীত সৃতি দেখে খুব কষ্ট লাগে।। অতীত টা কতই না সুন্দর ছিল।।
24/01/2025

প্রতি দিন ঘুমানোর আগে নিজের অতীত সৃতি দেখে খুব কষ্ট লাগে।। অতীত টা কতই না সুন্দর ছিল।।

গতকাল আমার জন্মদিন ছিল।। যারা যারা আমার জন্মদিন উপলক্ষে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে...
20/01/2025

গতকাল আমার জন্মদিন ছিল।। যারা যারা আমার জন্মদিন উপলক্ষে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।।

18/01/2025

বেশি বেশি দুরুদ পরার গুরুত্ব।।

মরেই যখন যেতে হবে তবে কেন এত বড়াই করো।।
15/01/2025

মরেই যখন যেতে হবে তবে কেন এত বড়াই করো।।

দুইদিনেই এখন সব অতীত সৃতি হয়ে গেল।। সেই আবার আগের মত সবাই চলে গেল।। আর যে কখন দেখা হবে তা আমার জানা নেই।। তবে আসা করি বন...
14/01/2025

দুইদিনেই এখন সব অতীত সৃতি হয়ে গেল।।
সেই আবার আগের মত সবাই চলে গেল।।
আর যে কখন দেখা হবে তা আমার জানা নেই।।
তবে আসা করি বন্ধুত্বের বন্ধনে আবার দেখা হবে কোন একদিন।।

13/01/2025
13/01/2025

বয়ান পেশ করছেন।।
আবু তোহা মোহাম্মদ আদনান।।
সিরাতুন্নাব (সাঃ) পরিষদ এর ওয়াজ মাহফিল।।
ইসলামগঞ্জ বাজার, গৌরারং, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।।
ভিডিও টা শেয়ার করে দেশ বিদেশের সবাইকে দেখার ব্যাবস্থা করে দিবেন।।

13/01/2025

সিরাতুন্নাবী (সাঃ) পরিষদের ওয়াজ মাহফিল।।
স্থানঃ- ইসলামগঞ্জ বাজার, গৌরারং, সুনামগঞ্জ।।

প্রধান আকর্ষণঃ !!আবু তোহা মোহাম্মদ আদনান!!
কিছুক্ষণ পরেই ওয়াজ নসিহত পেশ করবেন।।

আসা করি সবাই লাইভটি শেয়ার করে দেশ বিদেশের সবাইকে দেখার ব্যাবস্থা করে দিবেন।।

13/01/2025

সিরাতুন্নাবী (সাঃ) পরিষদের ওয়াজ মাহফিল।।
স্থানঃ- ইসলামগঞ্জ বাজার, গৌরারং, সুনামগঞ্জ।।

প্রধান আকর্ষণঃ !!আবু তোহা মোহাম্মদ আদনান!!
বাদ এশা ওয়াজ নসিহত পেশ করবেন।।

আসা করি সবাই লাইভটি শেয়ার করে দেশ বিদেশের সবাইকে দেখার ব্যাবস্থা করে দিবেন।।

বড্ড ফিরে পেতে ইচ্ছে করে!! হারিয়ে যাওয়া সেই দিনগুলো!! যেই সময় তোদেরকে প্রতিদিন দেখতাম!!
13/01/2025

বড্ড ফিরে পেতে ইচ্ছে করে!! হারিয়ে যাওয়া সেই দিনগুলো!! যেই সময় তোদেরকে প্রতিদিন দেখতাম!!

একঝাক সিনিয়র জুনিয়র ইয়াকুবিয়ানদের সাথে একটি সৃতি, অমর হয়ে থাকবে এই হৃদয়ের মনিকোঠায়।।
12/01/2025

একঝাক সিনিয়র জুনিয়র ইয়াকুবিয়ানদের সাথে একটি সৃতি, অমর হয়ে থাকবে এই হৃদয়ের মনিকোঠায়।।

12/01/2025

আসছেন আবু তোহা মোহাম্মদ আদনান।।
১৩/০১/২০২৫ ইং সোমবার।।
বয়ান পেশ করবেন বাদ এশা।।
ইসলামগঞ্জ বাজার, গৌরারং, সুনামগঞ্জ।।
এতে আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হল।।

ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলনমেলায়, আমি আমার পরিবার নিয়ে হাজির।। আমরা দুজনেই প্রাক্তন...
11/01/2025

ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলনমেলায়, আমি আমার পরিবার নিয়ে হাজির।। আমরা দুজনেই প্রাক্তন।। আর আমার মেয়ে ও হয়ত ইয়াকুবিয়ান হবে ভবিষ্যতে।।

মিলনমেলার অগ্রীম কিছু আনন্দ আপনাদের মধ্যে শেয়ার করলাম।।
10/01/2025

মিলনমেলার অগ্রীম কিছু আনন্দ আপনাদের মধ্যে শেয়ার করলাম।।

🤲🤲🤲🤲সুবহানাল্লাহ🤲🤲🤲🤲
10/01/2025

🤲🤲🤲🤲সুবহানাল্লাহ🤲🤲🤲🤲

09/01/2025

সবাইকে আমাদের মিলনমেলায় আসার অনুরোধ রইল।।

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Numan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Numan:

Videos

Share

Category