Topic of Islam

Topic of Islam Allah amar rob

09/10/2023

আল্লাহু আকবার ❤️

ইসরাইলের পতাকা ফেলে দিয়ে, সেখানে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আজান দেওয়ার মত সুন্দর মুহুর্ত আর কি হতে পারে।

اللهم انصرنا اخوان المجاهدين في سبيلك....اللهم انصر اخوان المجاهدين الفليسطين...

আল্লহু আকবার❤️❤️❤️❤️

29/09/2023

মক্তবের ছাত্রের কন্ঠে অসাধারণ সংগীত।

03/08/2023

আমিন 🤔🙃🙃

♦♦ ছাত্র হত্যার প্রতিবাদে শায়খ মাহমূদুল হাসান সাহেবের কঠোর বিবৃতি,আজ ৩১ শে জুলাই, রোজ সোমবার জোহরের নামাজের পরে মেম্বার...
31/07/2023

♦♦ ছাত্র হত্যার প্রতিবাদে শায়খ মাহমূদুল হাসান সাহেবের কঠোর বিবৃতি,
আজ ৩১ শে জুলাই, রোজ সোমবার জোহরের নামাজের পরে মেম্বারে বসেন হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম শায়েক মাহমূদুল হাসান সাহেব।

♦♦ তিনি বলেন,
আমার কলিজার টুকরা হত্যার প্রতিবাদে আমি সরকারের কাছে এমন কঠোর বিবৃতি দিয়েছি যা আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশ জানতে পারবে।
আমার এই কঠোর বিবৃতির সাথে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত দল ঐক্যমত পোষণ করেছে।

♦♦ এমন কঠোর পদক্ষেপ নিয়েছি যেন আর জীবনে কোনদিন কেউ কওমি মাদ্রাসার ছাত্রদের দিকে চোখ তুলে তাকাবার সাহস করতে না পারে। এবং কারাবন্দি সমস্ত ছাত্র ও আলেম-ওলামাদেরকে যেন মুক্তি দিতে বাধ্য হয়।

♦♦ তিনি বলেন,
যে সকল রাজনৈতিক রাজনৈতিক দল বা ব্যক্তি আমাদের পক্ষ নিয়ে মিছিল মিটিং করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।

♦♦ তিনি আরো বলেন,
কাজ করতে হয় বুদ্ধি দিয়ে, জজবা দিয়ে নয়। আমার ৫২ বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যখন একটা দুর্ঘটনা ঘটে এরপরে জ্বাঁলাও পোড়ও আন্দোলন ইত্যাদির ফলে দেখা যায় পরবর্তী বিশৃঙ্খলার বিচার করতে করতে প্রথম দুর্ঘটনা ঢাকা পড়ে যায়। আমরা আর তার বিচার পাই না। তাই এমন কৌশলে কাজ করতে হবে যেন আমাদের উদ্দেশ্য হাসিল হয় এবং উপযুক্ত এবং যথার্থ বিচার পাই।

♦♦ তিনি আরো বলেন,
তোমরা সতর্ক থেকো!
কওমি বিরোধী একটি প্ল্যাটফর্ম আছে যেগুলো জ্বালাময়ী ভাষণ দিয়ে তোমাদেরকে ব্যবহার করতে চায়। তারা চায় কওমি মাদ্রাসাগুলোকে প্রশ্নবিদ্ধ করে কিভাবে তারাবন্ধ করা যায়।
তাদের থেকে সাবধান থেকো।

♦♦ পরিশেষে তিনি মোনাজাতে বলেন,
হে আল্লাহ আমরা তো বেঁচে আছি কিন্তু আমাদের ভাই বেঁচে নাই।
তুমি তার পরিবারকে সবরে জামিল দান করো! এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো!
এবং তার উসিলায় কওমি মাদ্রাসাগুলোকে সরকার কর্তৃক সম্পূর্ণভাবে হেফাজতের ব্যবস্থা করে দাও।

বিডিও ক্লিপ কমেন্টে👇
©

17/04/2023

সিলেট কদমতলি পয়েন্ট, ইয়াছিন প্লাজা ফল মার্কেটে আগুন লেগেছে,,,,

আল্লাহ তায়ালা হেফাজত করেছেন।

05/02/2023

ইন্না-লিল্লাহ 😭
ব্রাহ্মণবাড়িয়া, নবিনগর থানা,শরীফপুর মুইন্না বুডা,মা ও দুইটা বাচ্চাকে কুপিয়েছে চুরের দল।😭

01/02/2023

মাশাআল্লাহ ❤️
এমন পুলিশ অফিসার প্রত্যেক ঘরে ঘরে দরকার।

28/01/2023

সুনামগঞ্জের গৌরব,হাজরো আলেমের উস্তাদ, যখন উটের উপরে মনে হচ্ছে যেনো উমরের উত্তরসুরী।

24/01/2023

আলহামদুলিল্লাহ,
ছেলের হাতে বাবা কালেমা পড়ে মুসলমান হলেন।

23/01/2023

اللهم بارك لنا فى رجب و شعبان و بلغنا رمضان.

12/01/2023

বিনোদন 😆😆

29/12/2022

বর্তমান বক্তাদের সম্পর্কে এটা কি বললেন,?আল্লামা মুশতাকুন্নবী কাসেমী(দাঃবাঃ)

মুফতির প্রকারভেদ। —আবদুর রহমান হোসাইনী→আরবি ইবারত পড়তে না পারা ছেলেটাও এখন ইফতা বিভাগের মুফতি।→"নাকিলে ফাতওয়া" এর ছয়টি গ...
06/12/2022

মুফতির প্রকারভেদ।
—আবদুর রহমান হোসাইনী

→আরবি ইবারত পড়তে না পারা ছেলেটাও এখন ইফতা বিভাগের মুফতি।

→"নাকিলে ফাতওয়া" এর ছয়টি গুণের কোনো একটি গুণও তার মাঝে নেই। এরপরও সে মুফতি।

→ইস্তেখরাজে মাসাইলের জন্য উসুলে ফিকহের বিকল্প নেই। অথচ উসুলে ফিকহের একটা উসুলও পবিত্র কুরআন থেকে বের করতে না পারা লোকটাই আজ মুফতিদের উস্তাদ।

→বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বাংলা ম্যাগাজিন পড়ে সে মুহাক্কিক ও মুফতি ।

→সাপ্তাহিক মুফতি। ইমাম ও মুয়াজ্জিন এর দায়িত্ব আদায় করার পাশাপাশি প্রতি সপ্তাহে একদিন বিকেলে ইফতা বিভাগে হাজির হয়েই মুফতি হয়ে যায়।

→মাসিক মুফতি। মাসে একদিন ক্লাস করে মুফতি হয়। (হাঁ, মাসিক ফি কিন্তু আদায় করতে হবে।)

→ত্রৈমাসিক মুফতি। ক্লাসে উপস্থিত হওয়ার দরকার নেই। বছরে তিনটা পরীক্ষা দিলেই হবে। (হাঁ, মাসিক ফি কিন্তু আদায় করতে হবে।)

→বাৎসরিক মুফতি। কেবলমাত্র বাৎসরিক পরীক্ষা দিলেই মুফতি হওয়া যায়। (হাঁ, মাসিক ফি কিন্তু আদায় করতে হবে।)

→ অনলাইন মুফতি। অনলাইনে দু'চারদিন ক্লাস করে মুফতি হয়েছে।

→গুগল মুফতি। গুগলে খোঁজাখুঁজি করে ফতওয়া লেখে প্রদান করা।

→কপি পেস্ট মুফতি। অন্যের লেখা ফতওয়া কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া।

→ মিক্সড মুফতি। একসাথে ইফতা ও আদব পড়েছে। কেউ কেউ শিক্ষকতার পাশাপাশি সপ্তাহে একদিন বা মাসে একদিন ক্লাস করে মুফতি হয়েছে।

→ আরো কিছু লোক মনে করে, ইফতা বিভাগে ভর্তি হয়ে ১/২ বছর বা তিন বছর পড়ালেখা করলেই মুফতি হওয়া যায়। কি আশ্চর্য !!!

→ "মুফতি" না হলে প্রোগ্রামের দাওয়াত আসে না।এজন্য নামের শুরুতে "মুফতি" লাগায়।

√ মুফতি একটি শরয়ি উপাধি। শরিয়াহ মুফতির যে মানদণ্ড দিয়েছে, সেই মানদণ্ডে যিনি উত্তীর্ণ হবেন, একমাত্র তাঁকে মুফতি বলা হবে।

(এত এত মুফতিদের ভিড়ে এখন হাকিকি মুফতি পাওয়া খুবই কঠিন)

https://youtu.be/32R-RlGw-n8
30/10/2022

https://youtu.be/32R-RlGw-n8

মাওলানা নজরুল ইসলাম দোয়ারা বাজার নতুন ওয়াজ ২০২২ Maulana nazrul Islam duyarabazar new Bangla waz 2022

চিনতে পারছেন?এই সেই নুপুর শর্মা,👉👩‍🦰ভারতে বিজেপির বহুল আলোচিত নেত্রী নূপুর শর্মার টুইট বার্তাঃ-👇"প্রিয় মুসলিমগণ! মুসলমান...
03/10/2022

চিনতে পারছেন?এই সেই নুপুর শর্মা,👉👩‍🦰

ভারতে বিজেপির বহুল আলোচিত নেত্রী নূপুর শর্মার টুইট বার্তাঃ-👇

"প্রিয় মুসলিমগণ! মুসলমান হওয়া সত্ত্বেও আপনারা যারা দুর্গাপূজার নাচের উৎসবে অংশ নিচ্ছেন, মনে রাখবেন, এটা মায়ের পূজা; হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান; কোনো বিনোদন নয়। সত্যিই যদি আপনি এতে অংশ নিতেই চান, তাহলে দয়া করে হিন্দু ধর্মে চলে এসে দুর্গোৎসবে যোগদান করুন। ধন্যবাদ।"

এখন আমার কথা হলো, যেসব মুসলমানের সন্তান এই উৎসবে অংশগ্রহণ করছে, তারা কি আগে হিন্দু ধর্ম কবুল করেছে❓

আফসোস! এভাবেই আমাদের ঈমান চলে যাচ্ছে,আমরা টের পাচ্ছি না।

আলহামদুলিল্লাহ,,,সুদীর্ঘ কারাভোগের পর মুক্তি পেলেন,জমিয়তেরকেন্দ্রীয় সহ সভাপতি,দেশ নন্দিত আলোচক,খতিবে বাঙাল আল্লামা জুনায়...
02/10/2022

আলহামদুলিল্লাহ,,,
সুদীর্ঘ কারাভোগের পর মুক্তি পেলেন,জমিয়তের
কেন্দ্রীয় সহ সভাপতি,দেশ নন্দিত আলোচক,
খতিবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফি।

যে পোস্টের কারণে যুবককে আটক করা হয়েছে, সেটাই তো হলো ইসলামের মূল বিশ্বাস। একজন মুসলিম ব্যক্তি কি ইসলামের মূল বিশ্বাসটাও প...
02/10/2022

যে পোস্টের কারণে যুবককে আটক করা হয়েছে, সেটাই তো হলো ইসলামের মূল বিশ্বাস। একজন মুসলিম ব্যক্তি কি ইসলামের মূল বিশ্বাসটাও প্রকাশ করতে পারবে না?

১৪ শ বছর আগে মক্কায় ইসলামের সূচনাই হয়েছিল এক আল্লাহর ইবাদত ব্যতীত একাধিক মূর্তিপূজার বিরুদ্ধাচারণ করতে। মুশরিকদের সকল প্রকার পূজার খেলাপ বিরুদ্ধাচারণ করে শুধুমাত্র এক আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করতে।

কুরআনের ভাষায় আল্লাহ ছাড়া অন্য কারও পূজা করা মারাত্মক অবিচার। অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি অবিচার করা। সৃষ্টির শ্রেষ্ঠজীব সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহর ইবাদত করেই তার প্রতি সুবিচার করবে৷ এটাই ইসলামের মূল ভিত্তি।

হ্যাঁ, অমুসলিমরা নিজেদের ধর্মীয় স্বাধীনতা পাবে। ধর্ম যেমন যার যার, উৎসবও যার যার। কেউ কারও ধর্মীয় ব্যাপারে বাধা দিতে পারবে না। এটাই ইসলামের শিক্ষা। নবিজির শিক্ষা। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে এভাবেই চলছিল। কিন্তু এখন নতুন করে উস্কানির প্রচেষ্টা কেন?

হিন্দুদের পূজার সময় উইশ করা মানে পূজাকে সমর্থন করা। আর সমর্থন করা মানে আল্লাহর সাথে শিরককে সমর্থন করা। কতটা সেন্সিটিভ একটা ব্যাপার। ইমান চলে যাবার বিষয়। এখানে কোনোপ্রকার ছাড় নেই।

৯০% মুসলমানের দেশে ইসলামের একেবারে মৌলিক একটা বিশ্বাসের কথা স্পষ্ট ফেসবুকে বলে জান বাঁচানো যাচ্ছে না; তা নাকি ধর্মীয় উস্কানি হয়ে যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আজ মুসলমানরা তাদের ইমানকে প্রশাসনের হাতে বর্গা দিয়ে চলবে!

ইসলামের মৌলিক স্পিরিটের কথা অকপটে বলতে পারা মোটেও ধর্মীয় উস্কানি নয়; বরং ইসলামের এই বিশ্বাস প্রকাশ করায় একজন ইমানদার যুবককে গ্রেফতার করে প্রশাসনই বরং দেশের ৯০% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বসেছে। এটাই ধর্মীয় উস্কানি।

আশা করি পুলিশ প্রশাসনের শুভবুদ্ধির উদয় হবে এবং অনভিপ্রেত এই গ্রেফতারে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় অনুভূতি পুরোপুরিভাবে আঘাতপ্রাপ্ত হবার আগেই যুবককে সসম্মানে মুক্তি দেবে।

27/09/2022

ঘটনা যদি সত্য হয়ে থাকে,তাহলে থাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

গতকাল মিরপুর ২নং কাঠালবাগ বাইতুল জান্নাত জামে মসজিদে এসি বন্ধ করতে একটু দেরি হওয়ায় ওই মসজিদের খাদেম আবদুল মতিনকে অফিস রুমে ডেকে নিয়ে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের তাকে গালমন্দ ও মারধর করে।

মাশাআল্লাহ, ❤️রাষ্ট্রীয়ভাবে কোরআনের পাখি হাঃ সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা দেওয়া হলো।
27/09/2022

মাশাআল্লাহ, ❤️
রাষ্ট্রীয়ভাবে কোরআনের পাখি হাঃ সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা দেওয়া হলো।

লিখেছেন সাবেক ইডেন ছাত্রী  শাকেরা আরজু ...|| ইডেন লাইফ কষ্টের||ইডেন নিয়ে মুখ খুললে শেষ হবে না। কিসের লেখাপড়া? সতিত্ব নিয়...
27/09/2022

লিখেছেন সাবেক ইডেন ছাত্রী শাকেরা আরজু ...
|| ইডেন লাইফ কষ্টের||

ইডেন নিয়ে মুখ খুললে শেষ হবে না। কিসের লেখাপড়া? সতিত্ব নিয়ে বেঁচে থাকাই দায়। শুধু ইডেন নয়; মেয়েরা এখন কোনো ভার্সিটিতেই নিরাপদ নয়। সুন্দরী হলে তো বর্গা ফ্রী। হল তো হল নয়; যেন পতিতালয়। জীবনে বহু বান্ধবীর কাছ থেকে শুনেছি তাদের সতিত্ব হারানোর হৃদয় বিদারক কাহিনী। অনেক মেয়ে ওপেন মুখ না খুললেও, বান্ধবীদের কাছে বলে। আমার ইডেন লাইফ কেটে গেছে। প্রতিদিন দুরাকাত নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যেন, শকুনদের চোখে না পড়ি। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। আমাদের ম্যাচ মেম্বাররা সবাই ছিলাম নামাজি।

ইডেন লাইফের এক্সপেরিয়েন্স আছে অনেক। অনেক সময় দেখতাম, চোখের সামনেই এক বান্ধবী কে ডেকে নিয়ে গেছে, একটু কান দিলে শুনতাম তার কষ্টের গোঙানির শব্দ। পাশের ম্যাচে ঢুকতেই দেখিছি বহু কিছু। কিছুই করার নেই, ছিলো না। নিজেকে সেভ রাখতে পারাই যে বড়ো বিষয়। পাশের রুমের এক বোন গেছে তিনদিন আগে। কয়েকজন পৌরুষ ষাঁড় নিজেদের কাম বাসনা পূরণ করে ছেড়ে দিয়েছে। অগত্য হলে এসে কাঁদলো। শুনলাম, শান্তনা দিলাম, যাওয়ার আগেই তো ভাবতে পারতে। এইগুলা তো রুটিন হিসেবে চলে। অনেক মেয়ে ভিভিআইপি হোস্টেলে নম্বর দিয়ে আসে।

ইডেনের ছাত্রীদের ডিএনএ টেস্ট করলে অনেক মেয়ের ব্লাডে জীবাণু পাওয়া যাবে। হল গুলোতে সতিত্ব ঠিক রেখে থাকা ইম্পসিবল। ইডেন নয় ; বান্ধবীরা যারা অন্যান্য কলেজ-ভার্সিটিতে পড়ে খবর নিয়েছি, ফিজিক্যালি যন্ত্রণা আছেই। ভোগের রাজ্যে সবাই পাহারাদার। সবই চলে নিয়মিত, বাড়িতে যায় ভদ্র সেজে। এভারেজ ছেলেরা দায়ী নয়; কিছু মেয়েও আছে দুশ্চরিত্রের। ওরা যতো পুরুষাঙ্গ দেখেছে, জীবনে এতো কাঁচা মরিচও দেখে নাই। অনেক মেয়ে নিজ থেকেই ছেলে পটায়, নাইট কাটে নিজ খরচে। আজীমপুর, বকশীবাজারে ম্যাচ নেয় কয়েকজন মিলে। এই তো ম্যাচ নয়; সেক্স পাওয়ার কম্পিটিশন হাউস। এই ম্যাচেই কুমারিত্ব শেষ। সব হারিয়ে বাড়িতে যায় বউ হয়ে ঢাকায় ফিরে।

আফসোস এ শিক্ষা ব্যবস্থার জন্য।

আবারও বিশ্বজয় হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবারও পবিত্র মক্কায় ১১১ টি দেশের প্রতিযোগীদের মাঝে ৩ য় স্থান অর্জন করেছে। আলহামদু...
22/09/2022

আবারও বিশ্বজয়
হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবারও পবিত্র মক্কায় ১১১ টি দেশের প্রতিযোগীদের মাঝে ৩ য় স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ।

পুরো টাইমলাইন জুড়ে প্রিয় সালেহ আহমদ তাকরীম 🥰🥰
অভিনন্দন প্রিয় ভাই তোমাকে সরকারী ভাবে সংবর্ধনা না দিলে কি হবে। হাজারো কোরআন প্রেমিক তোমাকে সংবর্ধনা দেওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত থাকবে।
#ইনশা_আল্লাহ

15/09/2022

SSC পরিক্ষার্থীদের সম্মিলিত মোনাজাত।
(আহলে হাদিসের মতে জায়েজ নাই)😄😄

লিখেছেনমুহতারম মাওলানা সাঈদ আহমদ হাফিজাহুল্লাহসিনিয়র উস্তাযদারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী।মাওলানা এনায়েতুল্লাহ আব্বা...
11/09/2022

লিখেছেন
মুহতারম মাওলানা সাঈদ আহমদ হাফিজাহুল্লাহ
সিনিয়র উস্তায
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী।

মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ উম্মাহর সম্পদ ও স্পিকার।
তিনি যখন নাস্তিক, সেকুলার ও ইসলাম বিদ্বেষীদের সাথে বুদ্ধিভিত্তিক ডিবেট করে লা-জবাব করে দিয়ে তাদের মুখ ফ্যাকাসে করে দেন এবং মাইকের সামনে তাদের বিরুদ্ধে দরাজ কন্ঠে হুংকার ছোড়েন, তখন খুশির অন্ত থাকে না।

কিন্তু আবার যখন নিজের মাসলাকের পক্ষে বলতে গিয়ে আহলে ইলমসহ অন্যদেরকে একই হুংকার দিয়ে তাকফীর করেন বা গুমরাহ বলেন, তখন আপনাকে সাপোর্ট করার সুযোগ থাকে না!

তাই আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি আপনার স্লোগান "মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার" কনসেপ্টে কাজ করে যান। এটা আপনার জন্য এবং সবার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ।

আর শাইখে চরমোনাই মাওলানা ফয়জুল কারীম হাফিজাহুল্লাহ শুধু একজন ব্যক্তি নন, বরং একটি দল ও একটি প্রতিষ্ঠান। আপনি যখন বাইতুল মোকাররম বা সোহরাওয়ার্দী উদ্যানে ভারত ও তাদের তাবেদার সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বিভিন্ন প্রশ্নবানে জর্জরিত করেন, তখন এদেশে আরো কিছুদিন মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখি।

কিন্তু আবার যখন একই মুখে হাদিসের মসনদে বসে জি)হাদ নিয়ে বিকৃতির পথ খুলে দেন কিংবা কারো বিরুদ্ধে দাঁত খেচিয়ে কথা বলেন এবং রাজনৈতিক মঞ্চে শিষ্টাচার বহির্ভূত শব্দ চয়ন করেন, তখন আপনার দলের পক্ষে কথা বলার আর আগ্রহ থাকে না!

আপনাকে সব সময় স্বরন রাখতে হবে যে, আপনি একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ আসনে বসে আছেন। আপনার প্রতিটি আচরণ-উচ্চারণ ও মাসআলার সমাধান শুধু আপনি একক ব্যক্তির নয়, বরং একটি দল ও প্রতিষ্ঠানের। তাই এগুলো হাজারো কর্মীর অনুসরণের কারণ এবং বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আপনাদের অসাধারণ মূল্যায়ন।

আল্লাহ তায়ালা সবাইকে বুঝার তৌফিক দান করুন।

সম্পূর্ণ লেখা পড়ে মন্তব্য করার আহবান রইলো।গণতন্ত্র হারাম ও কুফরি মতবাদ হওয়ার ব্যাপারে ইলমের সাথে সম্পর্ক রাখে এমন কেউ দ...
08/09/2022

সম্পূর্ণ লেখা পড়ে মন্তব্য করার আহবান রইলো।

গণতন্ত্র হারাম ও কুফরি মতবাদ হওয়ার ব্যাপারে ইলমের সাথে সম্পর্ক রাখে এমন কেউ দ্বিমত করার কথা না।

তবে গণতন্ত্রের প্রধান বা অবিচ্ছেদ্য একটা কাজ হচ্ছে নির্বাচন। এখন এই নির্বাচনে অংশগ্রহণ করা বৈধ কিনা?

একদল আলেম মনে করেন, এতেও অনেক হারাম বিষয় থাকার কারণে অংশগ্রহণ করা বৈধ নয়। বরং খেলা)ফত প্রতিষ্ঠার জন্য ব্যাপকভাবে দাওয়াহ এবং জি) হাদের প্রস্তুতি নিতে থাকবে। আলহামদুলিল্লাহ, এর সফলতা আমরা এখন দেখতে পাচ্ছি।

আবার আরেক দলের বক্তব্য হচ্ছে, গণতন্ত্র হারাম ও কুফরি মতবাদ হলেও নির্বাচনে অংশগ্রহণ ছাড়া আপাতত কার্যকরী কোন পথ খোলা নেই। তাই জান বাঁচানোর জন্য শূকরের গোশত বৈধ হওয়ার মতো কিছু শর্তসাপেক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা ও ভোট প্রদান করা বৈধ। এ কারণেই ভারত, বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের আলেমগণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

এ দলের প্রকৃত সফলতা দেখা না গেলেও তাদের অর্জন ও প্রাপ্তিও কম নয়। কেননা দেশীয় রাজনীতিতে এবং সরকার ও ধর্ম বিদ্বেষীদের ইসলাম বিরোধী ইস্যুতে তাদের বড় ধরনের ভূমিকা ও প্রভাব রয়েছে, যা কোনভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

দুটোই ইজতিহাদী বিষয়, যার যেটা ভালো লাগে গ্রহণ করার সুযোগ আছে। উল্লেখিত সীমার মধ্যে থাকলে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করা বা কটুক্তি করা উচিত নয়। বিষয়টা এভাবেই চলে আসছিল।

কিন্তু এখন উপরোক্ত দুটি দল থেকে আরো দুটি দল জন্ম লাভ করেছে। প্রথম দল থেকে জন্ম নেওয়া দলটির দাবি হচ্ছে, নির্বাচন ও ভোট প্রদান সহ গণতন্ত্র সংশ্লিষ্ট কোন বিষয়েই অংশগ্রহণ করা যাবে না, বরং সবই হারাম ও কুফরি!

আর দ্বিতীয় দল থেকে বের হয়ে আসা দলটির বক্তব্য হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া আর কোন পথ নেই। বরং কেউ কেউ এক ধাপ এগিয়ে বলছে, এটা জি) হাদ। আর এটাকে এমনভাবে উপস্থাপন করছে, যেন নির্বাচনই এ যুগের প্রকৃত জি) হাদ!

প্রথম দুই দল থেকে জন্ম নেওয়া শাখা দুই দলই প্রান্তিকতার শিকার। উভয় দলের উচিত, এ বিষয়ে মাঠ গরম না করা এবং বিভ্রান্তি সৃষ্টি না করা।

আর নির্বাচনে অংশগ্রহণকারী ইসলামী দলগুলোর প্রতি অনুরোধ থাকবে, গণতন্ত্র যেহেতু মহামারী আকার ধারণ করেছে, তাই আপনারা ভোট প্রদান ও নির্বাচনে অংশগ্রহণের সাময়িক বৈধতার বিষয়টি স্পষ্ট করার সাথে সাথে গণতন্ত্রের কুফরি ও হারাম বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক করা। কেননা এটা ঈমান-আকীদার বিষয়, সাধারণ কোন বিষয় নয়।

মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ উম্মাহর সম্পদ ও স্পিকার। তিনি যখন নাস্তিক, সেকুলার ও ইসলাম বিদ্বেষীদের সাথে বুদ্ধিভিত্তিক ডিবেট করে লা-জবাব করে দিয়ে তাদের মুখ ফ্যাকাসে করে দেন এবং মাইকের সামনে তাদের বিরুদ্ধে দরাজ কন্ঠে হুংকার ছোড়েন, তখন খুশির অন্ত থাকে না।

কিন্তু আবার যখন নিজের মাসলাকের পক্ষে বলতে গিয়ে আহলে ইলমসহ অন্যদেরকে একই হুংকার দিয়ে তাকফীর করেন বা গুমরাহ বলেন, তখন আপনাকে সাপোর্ট করার সুযোগ থাকে না!

তাই আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি আপনার স্লোগান "মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার" কনসেপ্টে কাজ করা যান। এটা আপনার জন্য এবং সবার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ।

আর শাইখে চরমোনাই মাওলানা ফয়জুল কারীম হাফিজাহুল্লাহ শুধু একজন ব্যক্তি নন, বরং একটি দল ও একটি প্রতিষ্ঠান। আপনি যখন বাইতুল মোকাররম বা সোহরাওয়ার্দী উদ্যানে ভারত ও তাদের তাবেদার সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বিভিন্ন প্রশ্নবানে জর্জরিত করেন, তখন এদেশে আরো কিছুদিন মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখি।

কিন্তু আবার যখন একই মুখে হাদিসের মসনদে বসে জি)হাদ নিয়ে বিকৃতির পথ খুলে দেন কিংবা কারো বিরুদ্ধে দাঁত খেচিয়ে কথা বলেন এবং রাজনৈতিক মঞ্চে শিষ্টাচার বহির্ভূত শব্দ চয়ন করেন, তখন আপনার দলের পক্ষে কথা বলার আর আগ্রহ থাকে না!

আপনাকে সব সময় স্বরন রাখতে হবে যে, আপনি একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ আসনে বসে আছেন। আপনার প্রতিটি আচরণ-উচ্চারণ ও মাসআলার সমাধান শুধু আপনি একক ব্যক্তির নয়, বরং একটি দল ও প্রতিষ্ঠানের। তাই এগুলো হাজারো কর্মীর অনুসরণের কারণ এবং বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আপনাদের অসাধারণ মূল্যায়ন।

আর কোন রাজনৈতিক দলের কাজ নয় ইসলামে নতুন তথ্য পেশ করা, স্পর্শকাতর বিষয়ে ফতোয়া দেওয়া ও মাসআলা বয়ান করা। যেই ভুলটা মরহুম মাওলানা মওদুদী সাহেব ও জামায়াতে ইসলামী করেছে।

এছাড়া আপনাদের উসিলায় হাজারো মানুষ হারাম পথ ছেড়ে দ্বীনের পথে এসেছে এবং নামাজী ও জিকিরকারী হয়েছে। এগুলো কোন সাধারণ অর্জন নয়।

তাই এগুলো রক্ষা করার জন্য আপনাকে ও আপনার দলকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হবে। আশা করি আপনি ও আপনার দল ভবিষ্যতে রাজনীতিতে বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হবেন।

উভয় দলের প্রতি অনুরোধ রইল, ব্যক্তি আক্রোশ হোক বা অন্য কোন কারণে হোক অনলাইনে একে অপরের বিরুদ্ধে মাঠ গরম করে দুশমনদের হাতে অস্ত্র তুলে দিবেন না এবং হাসির পাত্র বানাবেন না।

সংগ্রহীত, মুহতারাম মুফতি সাঈদ আহমদ দাঃবা, উস্তাদ, হাটহাজারী মাদ্রাসা।

এটা কোন লিঙ্গ? ১.পুরুষ।২.মহিলা।৩.হিজরা।
07/09/2022

এটা কোন লিঙ্গ?

১.পুরুষ।
২.মহিলা।
৩.হিজরা।

https://sylhetdiary.com/sunamgonj-22/ #.YxhDF92FojI.facebook
07/09/2022

https://sylhetdiary.com/sunamgonj-22/ #.YxhDF92FojI.facebook

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নে বাজিতপুর গ্রামে ফিসারি পাড়ে শাক তুলতে গিয়ে ১ ম শ্রেণির এক স্কুলছাত.....

07/09/2022

সমাজ,মানবতা,বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে!
শেষ পর্যন্ত ৬ বছরের শিশু বাচ্চাটিও ধর্ষনের হাত থেকে রক্ষা পেলোনা!

20/08/2022

ও আচ্ছা বুঝতে পারছি,এটাই তাহলে আসল কারন।🤔

16/08/2022

পবিত্র কোরআনের প্রতিযোগিতায় বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের সন্তানরা বিজয় ছিনিয়ে আনে।

আর সেই দেশের একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে যখন এমন তিলাওয়াত হয়।তখন অন্য দেশের মানুষ গুলো খিল-খিলিয়ে হাঁসে।😀

কিন্তু তারা তো জানেনা যে,বাংলাদেশ একটা বেহেশত।আর সেই বেহেশতের ক্বারী সাব হলো এরা।🤔

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Topic of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Topic of Islam:

Videos

Share

Category



You may also like