Puranghat Star0.5

Puranghat Star0.5 আমি মুহাম্মদের অনুসরণকারী এক পাপিষ্ঠ আত্মা 🥲

ড. মোহাম্মদ ইউনূস স্যার, বন্যা শুরুর পর ঘোষণা দিলেন বন্যাত্ব মানুষের জন্য ১০০০ কোটি টাকার ফান্ড রেডি কিন্তু আজ পর্যন্ত এ...
15/09/2024

ড. মোহাম্মদ ইউনূস স্যার, বন্যা শুরুর পর ঘোষণা দিলেন
বন্যাত্ব মানুষের জন্য ১০০০ কোটি টাকার ফান্ড রেডি
কিন্তু আজ পর্যন্ত এ টাকার কোনো অংশই সাধারণ মানুষ পায়নি, এ টাকার কোনো তথ্য জনগণ জানেনা

মাত্র ১০০ কোটি টাকার ত্রাণের টাকার হিসেব জনগণ না চাইলেও পাই পাই করে হিসেবে দিয়ে যাচ্ছেন শায়েখ আহমদুল্লাহ !ধন্যবাদ জানাই উনাকে

টিএস সিতে কতো টাকা উঠছে, যার কোনো তথ্য জনগণ জানেনা, অথচ বার বার হিসেব চাওয়ার পরেও ত্রাণের টাকার হিসেবে দিচ্ছে না সমন্বয়করা !
অনেক চাপে পড়ে গতকাল হাসনাত আব্দুল্লাহ বলেছে তিন জনের একাউন্টে আছে ত্রাণের টাকা ! এই টাকা ব্যাংকে কেন পড়ে আছে, বন্যা শেষ হয়ে গেলে কাকে ত্রাণ দিবে এই টাকা দিয়ে
এটাই কি স্বচ্ছতা ? এটাই কি জবাব দিহিতা ??
কপি পোস্ট।

সবসময় 😬
15/09/2024

সবসময় 😬

15/09/2024

বাবা আবশ্যিক
বাবার টাকা টা অপশনাল

01/07/2024

এইচএসসি পরিক্ষা নিয়ে এতো ভ'য় পাওয়ার কিছু নেই, এটা অনেক সহজ আমি নিজেই ফেইল করছি।

মাহবুব  :- মা আমাকে নতুন ফুন কিনে দিতেই হবে। মা:- কেন বাবা ফুন দিয়ে কি করবি ?   মাহবুব  :- আমার সব বন্ধুরাই ফেসবুক চালাই...
29/06/2024

মাহবুব :- মা আমাকে নতুন ফুন কিনে দিতেই হবে।

মা:- কেন বাবা ফুন দিয়ে কি করবি ?

মাহবুব :- আমার সব বন্ধুরাই ফেসবুক চালাই আমিও চালাবো।

মা :- তুই ও ফেসবুক চালাবি ?

মাহবুব :- হ' মা আমিও চালাবো।

মা:- না বাবা আমি তরে কোনো গাড়ি চালাতে দিবো না, তুই আমার একটা মাত্র পোলা। তর যদি কিছু হয়ে যায় ?

মাহবুব :- আরে মা আমি কি এখনো ছোট নাকি যে ফেসবুক চালাতে পারবো না ?

মা :- শুনছি এই গাড়ি নাকি নতুন নামছে সবাই এসব চালাতে পারেনা বাবা।

মাহবুব :- তাহলে আমার বন্ধুরা চালাই কেমনে ?

মা:- তর বন্ধুদের অভিজ্ঞতা আছে, তুই তো মেয়েদের দিকে তাকাকেই লজ্জা পাস। আর ফেসবুক গাড়িটা চালানো মানে দুইটা বউ পালার সমান 😐

10/04/2024

সেরা এনগেজার হওয়ার জন্য এবং আমার সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে আসার জন্য ধন্যবাদ! MD Shakil Ahamed, SK Sakil Khan, ইয়াসিন আরাফাত

নিজের ডায়েরি খুলে দেখতে গিয়ে দেখি, এক পাতায় লেখা আছে ''আজকের দিনটা আমি কোন দিন ও ভুলবোনা"কিন্তু সেটা আমি কেনো লিখেছি, ওট...
01/04/2024

নিজের ডায়েরি খুলে দেখতে গিয়ে দেখি, এক পাতায় লেখা আছে ''আজকের দিনটা আমি কোন দিন ও ভুলবোনা"

কিন্তু সেটা আমি কেনো লিখেছি, ওটাই আর মনে করতে পারছিনা!' 🙂😄😄

.এক লোক মদ খেয়ে বেশি রাত করে যখন বাড়ি ফিরে দেখলো তার স্ত্রী (টুনি) দরজা কিছুতেই খুলতে চাইছে না!স্বামীঃ ও গো, দরজাটা খু...
16/03/2024

.
এক লোক মদ খেয়ে বেশি রাত করে যখন বাড়ি ফিরে দেখলো তার স্ত্রী (টুনি) দরজা কিছুতেই খুলতে চাইছে না!
স্বামীঃ ও গো, দরজাটা খুলো।
টুনিঃ লজ্জা করে না তোমার, রাত বিরেতে ছাই-পাস গিলে এসেছো?
আজ বাইরেই থাকো, নয়তো যেখান থেকে গিলে এসেছো সেখানেই যাও, আমি দরজা খুলবই না।
লোকটা (স্বামী) অনেক কাকুতি মিনতি করলো তাও দরজা খুললো না। শেষে লোকটা টুনিকে হুমকি দিয়ে বললো
স্বামীঃ যদি দরজা না খুলো তো আমি কিন্তু পুকুরে ঝাঁপ দিয়ে মরে যাবো।
ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ভাবলো ওষুধে কাজ হয়েছে,
কিন্তু কিছুক্ষণ পর ওই টুনি বলে উঠলো--
টুনিঃ তুমি যাই করো আমার যায় আসে না, আজ তোমার ঘরে আসা বন্ধ।
লোকটা (স্বামী) চুপচাপ ঘরের এক পাশে অন্ধকার জায়গায় গিয়ে লুকিয়ে একটু অপেক্ষা করলো,
কিন্তু টুনি দরজা খুললো না। তখন লোকটা (স্বামী) একটা ইট তুলে ছুড়ে দিলো পুকুরে, আর অন্ধকারে ঘাপটি মেরে বসে রইলো।
এদিকে টুনি শুনতে পেলো জলে কিছু পড়ার আওয়াজ! সঙ্গে সঙ্গে দরজা খুলে ছুটে গেলো পুকুর পাড়ে। ঠিক সেই সুযোগে লোকটা (স্বামী) ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলো।
টুনি ফিরে এসে অনেক ধাক্কা দিলো কিন্তু লোকটা (স্বামী) দরজা খুললো না।
তখন টুনি খুব রেগে বললো--
টুনিঃ তুমি দরজা খুলবে, না আমি চেঁচিয়ে লোক
ডাকবো?
স্বামীঃ একটু জোরে জোরে চিল্লাও যাতে করে বেশি লোক ঘুম থেকে উঠে চলে আসে, তারপর আমি তাদের সামনে তোমার কাছে জানতে চাইবো যে এতো রাতে তুমি
কোথায় গিয়েছিলে?
তাও আবার . . . . . . . . . . . . . . . নাইট ড্রেস পরে?
টুনি বে/হুঁ/শ..... !!

যদি থাকে নসিবে পুরান কিনলেও আসিবে 😁😁
13/03/2024

যদি থাকে নসিবে
পুরান কিনলেও আসিবে 😁😁

পিরামিড রহস্য পর্ব পিরামিডের নির্মাতা কে হতে পারে এ বিষয়ে এটা আমাদের মাথায় আসার আগে পিরামিনড টা কি ভাবে নির্মাণ করা হয...
12/03/2024

পিরামিড রহস্য পর্ব

পিরামিডের নির্মাতা কে হতে পারে এ বিষয়ে এটা আমাদের মাথায় আসার আগে পিরামিনড টা কি ভাবে নির্মাণ করা হয়েছিল এ সম্পর্কে আমাদের ধারণা মাথায় থাকা দরকার।

নম্বর ১
বড় পিরামিড যেটাকে খুফর বলা হয় এটা নির্মাণ করতে ২৩ লক্ষ্য ব্লক ব্যবহার করা হয়েছিল এর সর্বনিম্ন ছোট ব্লকটির ওজন একটা প্রাইভেট কারের সমান ও বড়টির ওজন প্রায় 40 টা প্রাইভেট কারের সমান
এক একটা ব্লকের ওজন ২৭ হাজার কিলোগ্রাম থেকে নিয়ে ৭০ হাজার কিলো গ্রাম পর্যন্ত ছিল।

নম্বর ২
এ ব্লক বা পাথরের টুকরাগুলো যেভাবে ফিনিশিং করা হয়েছে কাটা হয়েছে এটা অত্যাধুনিক জামানার লোহা কাটা মেশিন এর মাধ্যমেও সম্ভব নয়।

নম্বর ৩
আজ থেকে ৫০০ বছর আগে জ্যামিতির আবিষ্কার হয় অথচ অত্যন্ত সুনিপুণ হাতে জ্যামিতি ব্যবহার করে পিরামিডগুলো নির্মাণ করা হয়েছে ।খুফুর পিরামিডের সাথে তিনটি পিরামিড তিনটি তারকাকে লক্ষ্য করে।

নম্বর ৪
মধ্যপ্রাচ্যে প্রায় সব সময় দেখা যায় যে লু হাওয়া অত্যন্ত বেশি তাপমাত্রা কিন্তু পিরামিডের মধ্যে সব সময় বিশ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা মানে এয়ারকন্ডিশন এসি।
নাম্বার ৫
এ পিরামিড গুলো আজ থেকে চার-পাঁচ হাজার বছর আগে নির্মাণ করা হয়েছে সেখানে কি রড বালু সিমেন্ট ব্যবহার করা হয়েছে যে ৪০০০ বছরেও সেটা স্বমহিমায় দাঁড়িয়ে আছে অথচ বর্তমান অত্যাধুনিক জামানার রড সিমেন্টের বিল্ডিং সর্বোচ্চ 150 বছর টেকশই হয় ।

নাম্বার ৬
এ পিরামিডগুলো যখন আবিষ্কার করা হয় তখনকার মানুষের হাইট ছিল সর্বোচ্চ 10 ফিট বর্তমান ফেরাউনের লাশ এখনো মিশরে অক্ষত আছে যার দৈর্ঘ্য ৮ ফিটের উপরে নয়। (ধরলাম সর্বোচ্চ 20 ফিট) এই খুফুর পিরামিড কে ছিল ৪২ তলা বিল্ডিং এর সমান 1889 সালে আইফেল টাওয়ারের পূর্ব পর্যন্ত এ চার হাজার বছর এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্থাপনা ছিল পিরামিড। এত বড় বড় পাথরের টুকরা গুলো এত উপরে ১০ ১৫ ফিটের মানুষের পক্ষে কিভাবে স্থাপন করা সম্ভব হয়েছিল ⁉️🤔
নম্বর ৭
পিরামিড নির্মাণের পর পরবর্তী প্রজন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত কোন বিজ্ঞানী কোন ব্যক্তি খুঁজে পাইনি পিরামিডে ব্যবহৃত পাথরগুলো ঠিক কোথায় থেকে কিভাবে নিয়ে আসা হয়েছিল।

নাম্বার ৮
পিরামিডের মধ্যে কি আছে কেন নির্মাণ করা হয়েছিল এত অর্থবহুল ভাবে এটা যাচাইয়ের জন্য অত্যাধুনিক জামানায় বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে সর্বশেষ ক্যামেরা পাঠিয়েছে ডানে বামে দুই একটি ছবি তোলার পর ক্যামেরাটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে তারপর থেকে নিয়ে সেখানকার সরকার প্রশাসন গবেষণা নিষিদ্ধ করেছে।
তাহলে ক্যামেরাটি বন্ধ করলো কে⁉️ ভেতরে কারা আছে কি করছে তারা বাহিরের মানুষকে তাদের বিষয় সম্পর্কে জানতে দিচ্ছে না🤔

নাম্বার ৯
আমেরিকা পিরামিডের দেশ নয় পিরামিড তাদের প্রতীক নয় অথচ ওয়ান ডলারের মধ্যে দেখা যাচ্ছে পিরামিডের ছবি এবং মাথার উপর দেখা যাচ্ছে একটি চোখ 🤔
কি এর রহস্য পিরামিড নির্মাতার দিকে ইঙ্গিত করছে না তো⁉️

নম্বর ১০
বর্তমান অত্যাধুনিক জামানা তথ্যপ্রযুক্তির যুগে নাসার বিজ্ঞানীরা ভিনগ্রহেএলিয়েনের সন্ধ্যান পেয়েছে বলে আত্মতৃপ্তির শেষ নেই মনে হচ্ছে পুরো মহাবিশ্বের তথ্য হাতে মুঠোয় আনতে পেরেছে অথচ এর পেছনেও তাদের পর্যাপ্ত পরিমাণ প্রমাণাদি নেই । অথচ আজ থেকে চার হাজার বছর আগে নির্মিত পিরামিডের দেয়ালে এলিয়েনের চিত্রঅঙ্কন করলো কে⁉️
বর্তমান আধুনিক জামানায় বিদ্যুতের আবিষ্কার হলো অথচ চার হাজার বছর পূর্বে প্রাচীন যুগে হেলিকপ্টার ও বৈদ্যুতিক বাল্বের ছবি কে কিভাবে পিরামিডের দেয়ালে অঙ্কন করল ⁉️
কে জানত তখন থেকে ৪ হাজার বছর পর সাবমেরিন এর আবিষ্কার হবে আর সে সাবমেরিন 4000 বছর পূর্বেই পিরামিডের দেয়ালে অঙ্কন করল ⁉️

বিবেকের চশমা দিয়ে দেখতে থাকুন ভাবতে থাকুন সব উত্তর এসে যাবে।

ভাই মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিলো তাদেরকে আল্লাহ তা'আলা অনেক উন্নত করেছিলেন অনেক উন্নত বানিয়েছিলেন কিন্তু তারা আল্লাহকে মেনে চলেনি এজন্য তারা ধ্বংস হয়ে গিয়েছিলো। আমরা তাদের এক দশমাংস উন্নত হতে পারিনি। মানে দশের এক অংশও উন্নত হতে পারিনি।

Allah Subhanahu Wa Ta'ala said:
"তাদের পূর্ববর্তীরাও (সত্যকে) মিথ্যে বলে অস্বীকার করেছিল। আমি তাদেরকে যা দিয়েছিলাম, এরা তার এক দশমাংশও পায়নি। তবুও ওরা যখন আমার রসূলগণকে অস্বীকার করেছিল তখন কত ভয়ংকর হয়েছিল আমার শাস্তি।"

স্ত্রী চিঠি লিখছে স্বামীর কাছে। কিন্তু, দাঁড়ি-কমা সম্বন্ধে কোন জ্ঞান না থাকায় ভুল স্থানে দাঁড়ি বসাতেই সেই প্রিয় চিঠি...
08/03/2024

স্ত্রী চিঠি লিখছে স্বামীর কাছে। কিন্তু, দাঁড়ি-কমা সম্বন্ধে কোন জ্ঞান না থাকায় ভুল স্থানে দাঁড়ি বসাতেই সেই প্রিয় চিঠি হয়ে গেল আজব চিঠি !

চিঠিটি হলো-

" ওগো, সারাটা জীবন বিদেশেই কাটালে এই ছিল। তোমার কপালে আমার পা। আরো ফুলিয়া উঠিয়াছে উঠানটা। জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা। স্কুলে যেতে চায় না ছাগলটা। সারাদিন ঘাস খাইয়া ঘুমাইয়া থাকে তোমার বাবা। বার মাস পেটের অসুখে ভুগিতেছে বাগানটা। আমে ভরিয়া গিয়াছে ঘরের চালটা। স্থানে স্থানে ফুটো হয়ে গিয়েছে গাভীর পেট। দেখিলে মনে হয় বাচ্চা দিবে করিম এর বাপ। রোজ দুই হালি করিয়া ডিম দেয় বড় বউ। রান্না করিতে গিয়া হাত পুড়াইয়া ফেলেছে কুকুর ছানাটা। সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা। দাড়ি কাটিতে গিয়ে গাল কাটিয়া ফেলেছে নুড়ীর মা। প্রসব বেদনায় ছটফট করিতেছে নুড়ীর বাপ। বার বার ফিট হইয়া যাইতেছে ডাক্তার। সাহেব আসিয়া দেখিয়া গিয়াছে। এমতাবস্থায় তুমি বাড়ী আসিবে না । আসিলে অত্যন্ত দুঃখিত হইব।

ইতি
তোমার বউ।

কিছুদিন আগে কৌতুহলবশতঃ "হেলিকপ্টারের দাম কত?" লিখে Google এ Search করেছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা। YouT...
10/02/2024

কিছুদিন আগে কৌতুহলবশতঃ "হেলিকপ্টারের দাম কত?" লিখে Google এ Search করেছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা। YouTube, Facebook, Instagram- যেখানেই যাই শুধু বড়লোকী বিজ্ঞাপন!

এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা... প্রিয় মানুষকে দিন ডায়মন্ড উপহার... আপনার অপেক্ষায় মিশরের পিরামিড... অগ্রীম বুকিং দিন IPhone 16... কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি...

কত আর সহ্য করা যায়?

বিপদ থেকে উদ্ধারের উপায় তাই বের করতেই হলো। গতকাল রাতে সার্চ করেছি- "ছিড়া জুতা সেলাই করার উপায় কি?"'

আলহামদুলিল্লাহ্...
সমস্যার সমাধান হয়ে গেছে। বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে। আজ সকাল থেকে YouTube আমাকে দেখাচ্ছে মাত্র ১২০ টাকায় কিনুন দুইটা স্যান্ডেল, সাথে ১০ টাকা ক্যাশব্যাক!

(সংগৃহিত এবং ঈষৎ পরিমার্জিত)
কার্টেসী: ডা: আলিম আল রাজি

পরিস্থিতি যেমন হোক ছবি তুলতে হবেই
06/02/2024

পরিস্থিতি যেমন হোক ছবি তুলতে হবেই

লিজেন্ড রা সাড়া দাও🤣
26/11/2023

লিজেন্ড রা সাড়া দাও🤣

26/11/2023

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Puranghat Star0.5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puranghat Star0.5:

Videos

Share

Category