Surma Islamic TV

Surma Islamic TV একটি ইসলামি ফেইসবুক পেইজ

ইজরায়েলের পণ্যকে বয়কট করুন।
18/10/2023

ইজরায়েলের পণ্যকে বয়কট করুন।

🙋‍♂️    🙋‍♂️    🙋‍♂️নামঃ রীনা বেগম। স্বামীঃ আসক আলী। বাড়িঃ সৈয়দ পুর বালুচর হাঁটি ইউপিঃ সুরমা  সুনামগন্জ্  রীনা বেগম  ও ত...
14/10/2023

🙋‍♂️ 🙋‍♂️ 🙋‍♂️
নামঃ রীনা বেগম। স্বামীঃ আসক আলী। বাড়িঃ সৈয়দ পুর বালুচর হাঁটি ইউপিঃ সুরমা সুনামগন্জ্ রীনা বেগম ও তার স্বামী (তার পাশের ছবিটির লোক) আসক আলী দুজনই দালাল। রীনা বেগম তার নিজ এলাকা ও আশপাশের এলাকার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গ্রামের সহজ সরল মানুষকে ভাল কাজ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে পরে তাদেরকে কোন কাজ দিতে পারেনা। আর যদিও কাজ দেয় তাহলে রাজমিস্রী কাজ দেয়।তাও এক মাস কাজ হলে আরেক মাস কাজ মিলেনা আবার বেতন নিয়ে ঘোরা ঘুরি।বেতন ও কাজ সময় মত দিতে বললে আসক আলী দালাল ক্ষিপ্ত হয়ে গালাগালি করে।আমি Mustak Ahmed Salim ভুক্ত ভুগি।তাদের বড় ছেলে মইনুল ইসলাম ওরফে মইনুল হক সেনাবাহিনীর লোক সে নিজেও তার বাবা মার সাথে জড়িত। কিছু বলতে গেলে রীনা বেগম ও তার স্বামী আসক আলী তাদের ছেলেকে দিয়ে হুমকি দামকি দেয়।তারা বলে তাদের ছেলে সেনাবাহিনীর লোক বললে থানায় ফোন দিয়ে জেলে ভরে দিবে। এখন আপনারাই বলেন এদের কি বিচার হওয়া দরকার না।সবকিছু কি লিখা যায় ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই আমি লাইভে এসে আপনাদের সবকিছু বলব।এই দুই দালাল ও দালালনি এলাকার মানুষকে যেন আর না টকাতে পারে তাই আমার এই পোস্টটি আপনারা বেশি করে শেয়ার করে দেন। আপনাদের সাপোর্ট পেলে আমি খুব তারাতারি লাইভে আসতে চাই।

ODI ICC Cricket World Cup Schedule -2023  .
02/10/2023

ODI ICC Cricket World Cup Schedule -2023

.

05/09/2023

সুরমা ইসলামিক টিভির নিয়মিত আয়োজনে আজকের বিষয়ঃ রাসুল সাঃ এর আগমন আমাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত।

আলোচনা করছেন মাওলানা হারুনুর রশিদ ও
মাওলানা আবুল কালাম আজাদ।

আজকের অনুষ্ঠান টি সকল কে দেখার আমন্ত্রণ রইল।
05/09/2023

আজকের অনুষ্ঠান টি সকল কে দেখার আমন্ত্রণ রইল।

অনেকেই জানেন না ঔষধের মেয়াদ কিভাবে দেখতে হয়। #এখানে দেখে নিন👇১ম থেকে E মানে হলো Expair এর শর্টকাটমানে এখানে E দিয়ে মেয়াদ...
02/09/2023

অনেকেই জানেন না ঔষধের মেয়াদ কিভাবে দেখতে হয়।
#এখানে দেখে নিন👇
১ম থেকে E মানে হলো Expair এর শর্টকাট
মানে এখানে E দিয়ে মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা আছে।

২য় ধাপে 01 লেখার মানে হলো এটা মাস বুঝায় এর অর্থ এটা ১ম মাস অর্থাৎ জানুয়ারি লিখা আছে।

৩য় ধাপে লিখা আছে 25 মানে এখানে বছর লিখা ২০২৫ সাল।

সবশেষে দাঁড়ালো এই পাতার ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত মেয়াদ আছে।

©️

02/09/2023

ফুলতলি ঈসালে সওয়াব মাহফিলের মাগরিবের আজান।
#ফুলতলি #ঈসালে সওয়াব মাহফিল #সিলেট

08/08/2023
08/08/2023

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ঐতিহাসিক ভাষন।

25/07/2023

হযরত মানিক পির রঃ মাজার থেকে।

22/07/2023

ঐতিহ্যবাহী সিলেট শাহী ঈদগাহ থেকে।

22/07/2023

ইকো পার্ক

17/06/2023

সুরমা নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিন!!!

06/06/2023

আমাদের একজন সম্মানিত অতিথি অসুস্থ থাকায় আজকের লাইভ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়নি।
আগামী শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিটে যথাসময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

পবিত্র হজ্বের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক অনলাইন সেমিনার।আগামীকাল মঙ্গলবার রাত ৯:০০ । অনুষ্ঠানটি সরাসরি দেখতে চোখ রাখুন Sur...
05/06/2023

পবিত্র হজ্বের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক অনলাইন সেমিনার।
আগামীকাল মঙ্গলবার রাত ৯:০০ । অনুষ্ঠানটি সরাসরি দেখতে চোখ রাখুন Surma Islamic TV পেইজে।

01/06/2023

দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাষ্ট ইয়াকুবি দাখিল মাদরাসার সাপ্তাহিক শাখার নাজিম মাওলানা কাজী মমিনুল ইসলাম এর পবিত্র হজ্জ গমন উপলক্ষে চলছে গজল মিটিং

24/05/2023
20/05/2023

মাশাআল্লাহ

20/05/2023

ইমাম পরিষদ সদর সুনামগঞ্জ এর শিক্ষা সফর।

06/04/2023

✍️ লিখেছেন M***i Osman Goni Salehi
হেড মুফতি, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়, ঢাকা।

👉সাবধান!
ইমাম মাহদির আগমনের পূর্বে কোন এক রমজান মাসের মাঝামাঝিতে আকাশ থেকে বিকট আওয়াজ আসা তারপর সত্তর হাজার মানুষ অজ্ঞান হয়ে যাওয়া, সত্তর হাজার মানুষ বধির হয়ে যাওয়ার হাদিস অত্যন্ত দুর্বল মতান্তরে বানোয়াট ও বাতিল

১৫ই রমজানে আকাশে বিকট আওয়াজ সঠিক সমাধান
▬▬▬▬▬●●●▬▬▬▬▬
প্রশ্ন: শোনা যাচ্ছে, ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে। তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়া একটি নিদর্শন। হাদিসটি হল: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কিয়ামতের আগে কোনও এক রমজান মাসে আকাশে বিকট শব্দ হবে। এতে অনেক মানুষ বোবা, বধির ও অজ্ঞান হয়ে যাবে।” এ হাদিসটি কি সহিহ?
উত্তর:
খুবই দুর্ভাগ্য জনক যে, বর্তমানে কিছু বাজারী বক্তা বা আলেম ইমাম মাহদী সম্পর্কে বহু জাল, জঈফ এবং বিভিন্ন অতিরঞ্জন মূলক বক্তব্য দিয়ে মানুষের মাঝে নানা বিভ্রান্তি ও ভয়ভীতি সঞ্চার করে চলেছে। এ সব শুনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
কিন্তু মনে রাখতে হবে, কিয়ামতের পূর্বে ইমাম মাহদি আসবেন এবং ন্যায়-নীতি দ্বারা বিশ্ব শাসন করবেন, তখন পৃথিবী ব্যাপী শান্তি ও সমৃদ্ধি ছড়িয়ে পড়বে.. এ সম্পর্কে বহু হাদিস আছে। সেগুলো আমাদের জন্য যথেষ্ট।
তাই বলে, অতি উৎসাহী হয়ে, ইমাম মাহদি বিষয়ে বানোয়াট ও জাল-জঈফ হাদিস বর্ণনা, তার আগমনের সম্ভাব্য সন নির্ধারণ, তাকে স্বপ্নে দর্শন অত:পর তা মাহফিলে-মাহফিলে বলে বেড়ানো, “ইতোমধ্যে তিনি এসে গেছেন, তাঁর জন্ম হয়ে গেছে, উমুক দেশে এক ব্যক্তির মাঝে এত পারসেন্ট আলামত মিলে গেছে” এসব গালগল্প, মিথ্যাচার ও অতিরঞ্জন কোনভাবেই কাম্য নয়।
আল্লাহ আমাদেরকে এসব ফিতনা হেফাজত করুন। আমীন।
যাহোক, এবার আসি, প্রশ্নে উল্লেখিত হাদিস সম্পর্কে। ইমাম মাহদির আগমনের আলামত সংক্রান্ত উপরোক্ত হাদিসটি সহিহ নয়। বিজ্ঞ হাদিস বিশারগদণের
দৃষ্টিতে এটি ‘অত্যন্ত দুর্বল’ বাতিল ও ‘বানোয়াট হাদিস হিসেবে চিহ্নিত।

নিম্নে উপরোক্ত মূল হাদিসটির আরবি টেক্সট, তরজমা, উৎস অত:পর এ সম্পর্কে বিজ্ঞ মুহাদ্দিসগণের মতামত ও বক্তব্য তুলে ধরা হল:

হাদিসটি নিম্নরূপ:

দায়লামি বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
يَكُونُ فِي رَمَضَانَ صَوْتٌ , قَالُوا: فِي أَوَّلِهِ أَو فِي وَسَطِهِ أَو فِي آخِرِهِ؟ قَالَ : لا ؛ بَلْ فِي النِّصْفِ مِنْ رَمَضَانَ ، إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ لَيْلَةَ الْجُمُعَةِ ؛ يَكُونُ صَوْتٌ مِنَ السَّمَاءِ يُصْعَقُ لَهُ سَبْعُونَ أَلْفاً ، وَيُخْرَسُ سَبْعُونَ أَلْفاً ، وَيُعْمَى سَبْعُونَ أَلْفاً ، وَيُصِمُّ سَبْعُونَ أَلْفاً . قَالُوا: فَمَنِ السَّالِمُ مِنْ أُمَّتِكَ؟ قَالَ : مَنْ لَزِمَ بَيْتَهُ ، وَتَعَوَّذَ بِالسُّجُودِ ، وَجَهَرَ بِالتَّكْبِيرِ لِلَّهِ . ثُمَّ يَتْبَعُهُ صَوْتٌ آخَرُ . وَالصَّوْتُ الأَوَّلُ صَوْتُ جِبْرِيلَ ، وَالثَّانِي صَوْتُ الشَّيْطَانِ. فَالصَّوْتُ فِي رَمَضَانَ ، وَالمَعْمَعَةُ فِي شَوَّالٍ ، وَتُمَيَّزُ الْقَبَائِلُ فِي ذِي الْقَعْدَةِ ، وَيُغَارُ عَلَى الْحُجَّاجِ فِي ذِي الْحِجَّةِ ، وَفِي الْمُحْرِمِ ، وَمَا الْمُحْرَّمُ؟ أَوَّلُهُ بَلاءٌ عَلَى أُمَّتِي ، وَآخِرُهُ فَرَحٌ لأُمَّتِي ، الرَّاحِلَةُ فِي ذَلِكَ الزَّمَانِ بِقَتَبِهَا يَنْجُو عَلَيْهَا الْمُؤْمِنُ لَهُ مِنْ دَسْكَرَةٍ تَغُلُّ مِائَةَ أَلْفٍ - أخرجه الطبراني في "المعجم الكبير" (18/332/853) ،

“কোন এক রমজানে আওয়াজ আসবে।”
সাহাবিগণ জিজ্ঞেস করলেন: ‘হে আল্লাহর রাসুল! রমজানের শুরুতে? নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে’?

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন:
“না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বধির হয়ে যাবে।”

সাহাবিগণ জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসুল! আপনার উম্মতের মধ্যে কারা সেদিন নিরাপদ থাকবে?

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবর বলবে।
পরে আরও একটি শব্দ আসবে। প্রথম শব্দটি হবে জিবরাইল এর, দ্বিতীয়টি হবে শয়তানের ।
(ঘটনার পরম্পরা এরূপ):
- শব্দ আসবে রমজানে।
- ঘোরতর যুদ্ধ সংঘটিত হবে শাওয়ালে।
- আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকা’দা মাসে।
- হাজী লুণ্ঠনের ঘটনা ঘটবে জিল হজ্জ মাসে।
আর মুহররমের শুরুটা আমার উম্মতের জন্য বিপদ, শেষটা মুক্তি। সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে, সেটি তার কাছে এক লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে।”
(আল ‍মুজামুল কাবীল লিত ত্ববারানী)
---------------------------
◯◯ এ হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মতামত:

◉ ইবনুল জাওযী তার আল মাউযুআত বা বানোয়াট হাদিস সংকলন গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন। (৩/১৯১)
তিনি বলেন: "هذا حديث لا يصح এ হাদিসটি সহিহ নয়। কারণ এর সনদে আব্দুল ওয়াহাব নামক একজন বর্ণনাকারী আছে, তার ব্যাপারে মুহাদ্দিসগণ শক্ত আপত্তি করেছেন। যেমন:
○ ক. উকাইলী বলেন: عبد الوهاب ليس بشيء “আব্দুল ওয়াহাব কিছুই নয়।” (এ বাক্যটি দ্বারা বর্ণনাকারীর প্রতি কঠোর সমালোচনা বুঝায়।)
○ খ. ইবনে হিব্বান বলেন: كان يسرق الحديث ؛ لا يحل الاحتجاج به “সে হাদিস চুরি করত। তার বর্ণিত হাদিস দ্বারা দলিল পেশ করা বৈধ নয়।”
○ গ. দারাকুতনী বলেন: منكر الحديث মুনকারুল হাদিস। এ ছাড়াও সনদে আরও সমস্যা আছে।
(শাইখ আলবানী এর সিলসিলা যঈফার ৬০৭৮ ও ৬০৭৯ নং হাদিস পর্যালোচনা থেকে সংক্ষেপিত)
◉ ইমাম যাহাবী বলেন: :باطل এ হাদিসটি বাতিল। (তারতীবুল মাউযুআত, ২৭৮)
◉ হাইসামী বলেন, এই হাদিসের বর্ণনা সূত্রে আব্দুল ওহাব ইবনুয যাহহাক নামক একজন বর্ণনাকারী রয়েছে যে মুহাদ্দিসীনদের দৃষ্টিতে মাতরূক বা পরিত্যাজ্য। (মাজমাউয যাওয়ায়েদ ৭/৩১৩)
◯ ইমাম ইবনুল কাইয়েম বলেন,
في أحاديث لا تصح في التواريخ المستقبلية
“অগ্রিম তারিখ নির্ধারণ করে বিভিন্ন ঘটনার ঘটার বেশ কিছু হাদিস পাওয়া যায়। কিন্তু সেগুলো সহিহ নয়।” সে সব হাদিসের মধ্যে একটি হল:
يكون صوت في رمضان إذا كانت ليلة النصف منه ليلة جمعة ، يصعق له سبعون ألفا ، ويصم سبعون ألفا
“অর্ধ রমজানের জুমার রাতে একটি আওয়াজ হবে। এতে সত্তর হাজার মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে....সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে.....।” (আল মানারুল মুনীফ ৯৬ পৃষ্ঠা)
◉ শাইখ আলবানী বলেন: হাদিসটি موضوع বা বানোয়াট
সুতরাং পরিশেষে বলব, আমাদের কর্তব্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং মিথ্যা, বানোয়াট বা বিশুদ্ধ সূত্রে অপ্রমাণিত হাদিস থেকে সাবধান হওয়া। কেননা বানোয়াট, জাল-জঈফ হাদিস দ্বারা ইসলামের লাভ হয় না বরং ক্ষতি হয়। পরিণতিতে হাদিসের ভাষ্য অনুযায়ী, যে ব্যক্তি জেনেশুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যা হাদিস বর্ণনা করে তার পরিণত হয় জাহান্নাম।
আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং হকের পথে অবিচল রাখুন। আমীন।

সবাই দ্রুত শেয়ার করুন।
23/03/2023

সবাই দ্রুত শেয়ার করুন।

22/03/2023

বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
সুতরাং শুক্রবার থেকে বাংলাদেশের রোজা শুরু হবে!
সুত্রঃডিবিসি নিউজ।

জেনে রাখা ভালো!
19/03/2023

জেনে রাখা ভালো!

14/03/2023

সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ✓
DC Office, Sunamganj Job Circular 2023
বিস্তারিত কমেন্টবক্সে

12/03/2023

পর্যটন স্থান জাফলং, সিলেট, বাংলাদেশ।
islami tv.

আপনার একটি সিয়ারে পেতে পারে মেয়েটির পিতা মাতাকে।নাম- তাহমিনা, (৭), পিতা- রফিকুল, মাতা -জোসনা, দেশের বাড়ি নকলা,  জেলা -কি...
10/03/2023

আপনার একটি সিয়ারে পেতে পারে মেয়েটির পিতা মাতাকে।
নাম- তাহমিনা, (৭), পিতা- রফিকুল, মাতা -জোসনা, দেশের বাড়ি নকলা, জেলা -কিশোরগন্জ। সে মা ও বাবার সাথে গাজীপুর চৌরাস্তায় আসছিল। সেখান থেকে গাড়ির ড্রাইভার তাকে চৌরাস্তার মোড়ে নামিয়ে দেয়। মেয়েটি আর কিছু বলতে পারে নাই। কান্নায় ভেেঙ্গ পরছে সে। বর্তমানে মেয়েটি চৌরাস্তায় হাইওয়ে পুলিশ ফারির হেফাজতে আছে।

02/03/2023

সুনামগঞ্জে আব্দুর জহুর সেতু থেকে পড়ে এক তরুণীর মৃত্যু। তরুনী সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরিক্ষার্থী জেসমিন আক্তার তাজিন। আনুমানিক ১:৩০ টায় ঘটনাটি ঘটে.!🥲🙂

17/02/2023

আসসুন্নাহ ইসলামিক কালচারাল ফোরাম সদর সুনামগঞ্জ কতৃক আয়োজিত পবিত্র মিরাজুন্নবী সাঃ উপলক্ষে মাহফিলে নাতে রাসুল সাঃ ও গজল সন্ধা অনুষ্ঠানে গজল পরিবেশন করছেন শিল্পীবৃন্দ।

Address

Sunamganj

Telephone

+8801917900087

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surma Islamic TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like