Nandonik shonglap/ নান্দনিক সংলাপ

Nandonik shonglap/ নান্দনিক সংলাপ এই পেজের মাধ্যমে নিয়মিত দেশ-বিদেশী, রাজনৈতিক, খেলাধুলা সহ সব ধরনের খবর দেখতে পারবেন।

এই পেজের মাধ্যমে নিয়োমিত দেশ-বিদেশ, রাজনৈতিক, খেলাধুলাসহ সকল ধরনের নিউজ দেখতে পাবেন।

হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ:              - রকিব আল হাফিজ হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ (রহ.) প্রাচীন জনপদ শিল্প...
12/09/2024

হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ:
- রকিব আল হাফিজ

হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ (রহ.) প্রাচীন জনপদ শিল্পনগরী ছাতকের সৈদেরগাঁও ইউনিয়নে'র কাকুরা গ্রামের (তালুকদার বাড়িতে) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম আলহাজ্ব আনজব আলী তালুকদার এবং মা মরহুমা আরিজা বিবি। ঘটনাক্রমে চাচা মরহুম হাফিজ রওশন আলী তালুকদারের বিয়ের দিনে জন্ম হয়েছিলো বলে সবাই আদর করে "নৌশা" বলে ডাকতেন।
তিনি জালালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। কিন্তু বাবার ঐকান্তিক ইচ্ছে হলো ছেলেকে আলিম বানাবেন। ফলশ্রুতিতে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সৎপুর কামিল মাদ্রাসায় ভর্তি করিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম বিশিষ্ট বুজুর্গ আল্লামা গোলাম হোসাইন (রহ.) এর অভিভাবকত্বে রেখে আসেন। আর বলেন যে,আমার ছেলে যেন প্রকৃত আলিম হিসেবে গড়ে ওঠে।তখনকার সময়ে মাদ্রাসার ছাত্রাবাস ছিলো না,লজিং নিয়ে পড়তে হতো। বাবার আগ্রহের কথা শুনে আল্লামা গোলাম হোসাইন (রহ.) তাকে নিজের বাড়িতে লজিং এর ব্যবস্থা করে দেন। পরে কিছুদিন আতাপুর,সোনাপুর ও মিরপুরে লজিং ছিলেন। শেষমেষ মাদ্রাসার ছাত্রাবাস যখন হলো তখন ছাত্রাবাসে'ই জায়গা করে নেন। অল্প কিছুদিনের মধ্যেই চারিত্রিক মাধুর্য ও প্রখর মেধার কারণে মুহতামিম সাহেবের প্রিয়ভাজন ছাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেন। প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস সাহেব, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা আব্দুল জব্বার গোটারগ্রামী (রহ.)ও আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী সাহেব (রহ.) এর পরম স্নেহ মমতায় সৎপুর কামিল মাদ্রাসা থেকে ১৯৬৭/১৯৬৮ সেশনে কৃতিত্বের সাথে আলিম পাস করেন। এর'ই মধ্যে ধারন বাজারে অবস্থিত নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। সৎপুর কামিল মাদ্রাসা থেকে'ই ১৯৬৯/১৯৭০ সেশনে ফাজিল পাস করেন।
ফাজিল পাস করার পর নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে স্হায়ী নিয়োগ পান। কর্মজীবন বা শিক্ষকতার মুল পর্ব শুরু এখান থেকেই। তখনকার সময়ে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম জনাব আবু নছর চৌধুরী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে। অত:পর দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে সৎপুর কামিল মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি কামিল (হাদীস) পাস করেন। ইতোমধ্যে স্বীয় পীর ও মুর্শীদ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর কাছ থেকে ইলমে কিরাতের সনদ লাভ করেন ৷ কৃতিত্বের সাথে কামিল পাশ করে বাবার মনোবাসনা পূর্ণ করতে বাড়িতে ফিরে আসেন।
কাছ থেকে বাবা দেখছেন যে ছেলেকে আলিম বানালেন অথচ ছেলে পড়াচ্ছেন স্কুলে৷ এটা তাকে খুবই পীড়া দিত৷ বাবার ভীষণ ইচ্ছে ছেলে মাদ্রাসাতে পড়াবে, কিন্তু সে ইচ্ছে আড়ালে পড়ে যায়।
১৯৭৫ সালে স্কুলে শিক্ষক থাকাকালীন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তারপর বিশিষ্ট আলেম হযরত মাওলানা বশির আহমেদ (রহ.) এর প্রতিষ্ঠিত খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসায় সহকারী মাওলানা (শিক্ষক) হিসেবে চাকুরির বন্দোবস্ত হয়ে যায় এবং শুরু হয় দ্বীনের খেদমত।
বর্ষাকালে যাতায়াত ব্যবস্থার চরম অসুবিধা থাকায় খরিদিচর গ্রামে লজিং নিয়ে থাকতেন, নতুবা বাড়ি থেকেই মাদ্রাসায় পড়াতে যেতেন। তখন হঠাৎ করে বিদেশ যাবার মনোবাসনা চলে আসলো। ১৯৭৭ সালের শেষ দিকে পাড়ি জমালেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। বাবার মন ভীষণ খারাপ যে, আমি চাইলাম কী, আর আদরের ছেলে করছেন কী? তাই ইংল্যান্ডে পৌঁছে থাকা হলো না, মাত্র ৫ দিন অবস্থান করে ভিসা জটিলতার কারণে দেশে ফিরে আসেন।
দেশে এসেও বিদেশ যাওয়ার চিন্তা থেকে মুক্ত হতে পারেননি- ১৯৭৮ সালে মরহুম জনাব আবু নছর চৌধুরী ও আরো ৫/৬ জন সহযাত্রী মিলে পাড়ি জমালেন মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। সেখানে দিনকাল বেশ ভালোই চলছিলো। এ দিকে বাবা নাখোশ, তাঁর ভীষণ ইচ্ছে ছিলো ছেলে ইলমে দ্বীনের খেদমত করবে- অথচ তিনি বাস করছেন বিদেশে!
এর'ই মধ্যে “ইরাক-ইরান যুদ্ধ” বেঁধে গেলো এবং ‘নৌশা মাওলানা’ও বিদেশ জীবনের ইতি টেনে চলে এলেন স্বদেশে।ছেলেকে পেয়ে বাবা ভীষণ খুশী হলেন। দেশে আসার পর আকস্মিকভাবে মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ(রহ.)এর দুই সন্তান বড় মেয়ে ও মেজো ছেলের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ঠিক তখনই তাঁর বাবা তাকে শেষবারের মতো বলেই দিলেন-তোমাকে দিয়ে বিদেশ হবে না, তোমাকে ইলমে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করতে হবে। বাবার এমন নির্দেশে তাঁর চিন্তা ও চেতনায় ধারন বাজারে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার ভীষণ ইচ্ছে জাগ্রত হলো। উল্লেখ্য যে কওমী'র বিশিষ্ট আলেম মরহুম মাওলানা আব্দুল কাদির সাহেব ও সহযোগীদের উদ্যোগে শুরু হওয়া মাদ্রাসা'টি অনিবার্য কারণবশত বন্ধ হয়ে যায়। তারপর মরহুম মাওলানা শামসুদ্দিন সাহেব চেষ্টা করলেও নানাবিধ জটিলতার কারণে সফল হতে পারেননি। চার থেকে পাঁচ বছরের মাথায় মাদ্রাসার অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। মহান আল্লাহ্ তাদের এই চেষ্টাকে কবুল করুন। অস্তিত্ব বিলীন হওয়া মাদ্রাসার জায়গাটি মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ (রহ.) এর চাচাত ভাই মরহুম ইন্তাজ আলী সাহেব ও মরহুম মখলিছ আলী সাহেব মাদ্রাসার নামে দান করলে, স্বপ্নপূরণে নতুন করে সরকারী নির্দেশনা অনুসরণ করে,এলাকার সর্বজনের ঐকান্তিক চেষ্টা, বিদেশে অবস্থানরত এলাকাবাসী ও ছোট ভাই লন্ডন প্রবাসী সমাজসেবী হাজী আইয়ুব আলী সাহেব ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম আছদ্দর আলী সাহেবের সুযোগ্য সন্তান লন্ডন প্রবাসী ইছহাকুর রহমান বাবুল সাহেবের একান্ত সহযোগিতায় নূতন বাজার দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করে ১৯৮১ সালের জানুয়ারি থেকে মাদ্রাসার কার্যক্রম শুরু করেন। মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ (রহ.) নিজে সুপারের দায়িত্বভার গ্রহণ করেন। এরমাধ্যমে আবার তিনি শিক্ষকতা জীবনে ফিরে আসেন। তাঁর এই সিদ্ধান্তে বাবা ভীষণ খুশী হলেন।
তখনকার সময় মাদ্রাসার শিক্ষকরা তাঁর মুখের দিকে চেয়ে স্বল্পতম বেতনে পড়াতেন,যা ছিলো মাসিক ২০০ থেকে ৪০০ টাকা। উক্ত মাদ্রাসার মূল ভবনে'র প্রতিটি বালুকণার সাথে মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ (রহ.) এর কষ্টের স্মৃতি জড়িয়ে আছে। ইট,বালু ও পাথর অনেক সময় নিজে খুঁড়ে খুঁড়ে ধুয়ে দিতেন, যার প্রত্যক্ষ স্বাক্ষী এলাকাবাসী। এর'ই মধ্যে শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.)এর খাস দোয়া ও সার্বক্ষণিক সহযোগিতায় মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি হতে থাকে। ছাত্র/ছাত্রীদের সংখ্যা বাড়তে থাকে এবং দাখিল পরীক্ষার ফলাফলও আশানুরূপ হতে থাকে। মাদ্রাসার দায়িত্বে থাকাকালীন সময়ে ১৯৮৯ সালে বাংলাদেশে'র তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ 'সুনামগঞ্জ থেকে সিলেট' সড়ক পথে সফরকালে ধারন বাজারে অনুষ্ঠিত পথসভায় নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নূতন বাজার দাখিল মাদ্রাসার জন্য এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকার সরকারি অনুদান ঘোষণা করেন। সরকারে'র পক্ষ থেকে এটাই মাদ্রাসার জন্য প্রথম বড় ধরনের অনুদান। এই অনুদানের টাকা দিয়ে মাদ্রাসার মুল ভবনের ২য় তলার কাজ শুরু করেন। যার ফলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এমপিও-ভূক্ত হয়। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসায় দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের শাখা ও রাবে চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। সব মিলিয়ে মাদ্রাসাটি এলাকার ইসলামী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে। অত্র এলাকায় ক্বেরাত শিক্ষার বিভিন্ন শাখা খোলার জন্য মাওলানা ইলিয়াছের পরামর্শ ও সহযোগিতা ছিল অপরিসীম। এলাকাতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একজন নিবেদিত সিপাহশালার হয়ে তিনি সর্বদাই জোরালো ভূমিকা রাখেন। ধারন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কার করে বিল্ডিং নির্মাণে তিনি যে নিরলস শ্রম দিয়েছেন তা এখনো এলাকাবাসী মনে রেখেছেন।
১৯৮৮ সালে মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ (রহ.) প্রথমবারের মতো হজ্বব্রত পালন করেন। এরপর তিনি আরো তিনবার হজ্বব্রত পালন করার সৌভাগ্য লাভ করেন।
দায়িত্ব পালনের দীর্ঘ ১৪ বছর পর ১৯৯৪ সালে স্বেচ্ছায় অবসরে যাওয়ার প্রাক্কালে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠজন বিশিষ্ট আলেম মাওলানা সিকন্দর আলী সাহেবের কাছে দায়িত্ব হস্তান্তর করে চাকুরি থেকে অবসরে চলে যান। অবসর নিলেও অকৃত্রিম ভালবাসার কারণে মাদ্রাসার প্রতি সবসময়ই বিশেষ খেয়াল থাকতো। অবসর সময়ে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আলী অটো রাইস মিল ও আপন বড় ভাই হাজী ইছাক আলী মহাজন সাহেবের এর সুপ্রতিষ্ঠিত ব্যবসায় সহযোগিতা করেন। এছাড়াও কাকুরা জামে মসজিদ সংস্কার করে পুনঃনির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। নিজের পরিবারের প্রতি বিশেষ খেয়াল দেওয়ার নিমিত্তে ও ইংল্যান্ডের প্রতিষ্টিত ব্যবসায়ী,বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব বশির আহমেদ সাহেবের আমন্ত্রণে ২০০২ সালে আবারো ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে অবস্থানকালে ওয়াটফোর্ডের একটি চার্চের কমিউনিটি হলরুমে পবিত্র রমজান মাসে তারাবিহ নামাজের ইমামতি করেন। সাথে সাথে বাংলাদেশী কমিউনিটির স্হানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছে একটি মসজিদ নির্মাণের আহবান জানান। ইংল্যান্ডের বুশি হিথ,প্লেমাউথ,এসেক্সসহ বিভিন্ন শহর সফর করে-বছর খানেক পরে দেশে ফিরে আসেন। দেশে এসে সস্ত্রীক ২০০৪ সালে আবারো হজ্বব্রত পালন করে পুরোপুরি অবসর জীবনযাপনে চলে যান।
জীবনচারণে সবার সকল ইচ্ছেগুলো পূর্ণ হয় না, আবার কিছু কিছু পূর্নতাও পায়! মহান আল্লাহর অমোঘ নিয়মে নির্ধারিত সময়ে ইচ্ছেগুলো ডানা মেলে এবং অপূর্ণ ইচ্ছেগুলো কখনও বংশ পরিক্রমায় নতুন পথের দিশা দেখায়! হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ (রহ.) প্রবাস জীবনে সফলকাম না হলেও বাবার দেখানো পথে হেঁটে হেঁটে তাঁর সুযোগ্য তিন সন্তান'ই- মাছুম জামান, মাওলানা মামুনুর রশিদ ও নুসরাত রুমি দেশে উচ্চ শিক্ষা নিয়ে এখন ইংল্যান্ড ও ফ্রান্সের স্হায়ী বাসিন্দা। শুকরিয়া আল্লাহ্'র যে তাঁরা দাদা ও বাবার দেখানো পথে'ই সফলভাবে হাঁটছেন।
২০০৫ সালের ১৪ই জুলাই ঢাকার আল-রাজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ (রহ.) নশ্বর এ পৃথিবীর মায়া ছিন্ন করে মাওলার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইলমে দ্বীনের মহান এ খাদিম মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে নিজ দাদা-দাদী, বাবা-মা ও শিশুকালে গুজরে যাওয়া তাঁর দুই মেয়ে ও দুই ছেলের কবরের কিনারায় চিরনিদ্রায় শায়িত আছেন। ৬০ বছর জীবনে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মাদ্রাসা ময়দানে আয়োজিত তাঁর প্রথম ঈসালে সাওয়াব মাহফিলে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.) এর বয়ানের মূল বিষয় ছিলো-"দ্বীনের খেদমতে যারা জীবন অতিবাহিত করে আল্লাহ্'র দরবারে তাদের মর্যাদা সুউচ্চ"। তিনি এলাকাবাসীকে মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ (রহ.) এর মতো দ্বীনের খেদমত করা ও মাদ্রাসার প্রতি বিশেষ খেয়াল রাখার আহবান জানান। ছাহেব ক্বিবলা আরো বলেন যে, 'চোখের পানি এত'ই শক্তিশালী যা দোজখের আগুনকে নিভিয়ে দেয়'।
অত্র এলাকায় ‘সুপারিন্টেনডেন্ট হুজুর’ হিসেবে আজো মানুষের মুখে মুখে মাওলানা ইলিয়াছ উদ্দিন আহমেদ (রহ.) নাম গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় উচ্চারিত হয়। গ্রামের বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষেরা এখনো যারা জীবিত আছেন তারা যে কোন মিলাদে'র দোয়ায় বা মাহফিলে তাদের কান্নাজড়িত কন্ঠে মোনাজাতরত অবস্থায় "সুপারিন্টেন্ডেন্ট সাহেব"কে খুঁজেন মনের অজান্তেই।
হে আল্লাহ, ইলমে দ্বীনের এ খাদিমের এসব খিদমতকে ছদকায়ে জারিয়া হিসেবে কবুল করে,তাঁকে ক্ষমা করে ওপারে সম্মানিত করো। তোমার এ বান্দাকে জান্নাতের উচ্চ মোকাম দান করো হে রাব্বে কারিম৷।
তথ্যসূত্র-মাছুম জামান।যুক্তরাজ্য।
তারিখ- ১৪/০৭/২০২০।

বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানি মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালন উৎসব! বাংলাদেশে পরাজিতদের জন্মদিন? হাস্যকর।
12/09/2024

বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানি মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালন উৎসব! বাংলাদেশে পরাজিতদের জন্মদিন? হাস্যকর।

যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে ছাতকের কাকুরা গ্রামের গুফরান আহমেদযুক্তরাজ্যের হার্টফোর্ড...
12/09/2024

যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে ছাতকের কাকুরা গ্রামের গুফরান আহমেদ

যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেনীতে স্নাতক হয়েছে ছাতকের ঐতিহ্যবাহি কাকুরা গ্রামের গুফরান আহমেদ। সে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, সাইবারসিকিউরিটি এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং-এ বিশেষায়িত হয়ে স্নাতক হয়েছে। ঐতিহ্যবাহি কাকুরা গ্রামের বিশিষ্ট মুরব্বি লাল মিয়া‘র ছেলে ও মাওলানা হারুন আহমদ এর ছোট ভাই গুফরান আহমেদ।

ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার ( ইউএইচ ) ইউনাইটেড কিংডমের হার্টফোর্ডশায়ারের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি মূলত হ্যাটফিল্ড , হার্টফোর্ডশায়ারে অবস্থিত। এর পূর্ববর্তী প্রতিষ্ঠান, হ্যাটফিল্ড টেকনিক্যাল কলেজ, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৫৯ সালে যুক্তরাজ্যের ২৫টি কলেজ অফ টেকনোলজির মধ্যে একটি হিসাবে চিহ্নিত হয়েছিল। ১৯৯২ সালে, হ্যাটফিল্ড পলিটেকনিককে ব্রিটিশ সরকার বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করে এবং পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়। হার্টফোর্ডশায়ার। এটি ১৯৯২-এর পরের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি ।

আমাদের তরুনরা মেধাবী। প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে তারা আরও মেধাবী হয়ে গড়ে উঠছে। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তারাই দেশটাকে গড়ে তুলবে। আজকের মেধাবীরা আগামীর পথ প্রদর্শক’। এই মেধাবীরাই আগামী প্রজন্মকে নিজের জ্ঞানের আলোয় আলোকিত করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা। কাকুরা গ্রামের সন্তান স্নেহস্পদ ছোট ভাই গুফরান আহমেদকে নিয়ে আমরা নিজেদেরকে গর্বিত এবং ধন্য মনে করছি। তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি।

শুভেচ্ছান্তে:
শামীম আহমদ তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল অনলাইন প্রেসক্লাব।

11/09/2024

ভারত ভে’ঙে খ’ণ্ড খ’ণ্ড হয়ে যাবে: অঝোর ধারায় কাঁ’দ’লে’ন নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা।

11/09/2024

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

09/09/2024

আমার গ্যাস লাইন বার বার কেটে দেওয়া হয়েছে-নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা।

06/09/2024

মি'থ্যা মা'ম'লা'য় সন্তানদের কারাগারে, মায়ের সংবাদ সম্মেলন।

05/09/2024

ছাতকের গোবিন্দগঞ্জে পথ সভায় বক্তব্য রাখবেন মাওলানা মামুনুল হক, সরাসরি লাইভ

04/09/2024

ভিপি নুরকে এগিয়ে যেতে দিবেনা আওয়ামীলীগ-বিএনপি।

#নবাব

04/09/2024

সুনামগঞ্জে জলবায়ু বিষয়ক স্টেকহোল্ডার পরামর্শ বিষয়ক দিনব্যাপী কর্মশালা।

04/09/2024

ছাতকের গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার মজুল জননেতা, শায়খুল হাসীস
মাওলানা মুহাম্মদ মামুনুল হক্ব এর আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজলা শাখা সংবাদ সম্মেলন।।

02/09/2024

বিএনপির নাম ভাং'গি'য়ে চাঁ'দা দা'বী করায় দুই ছাত্রদল নেতাসহ ৩জনকে পুলিশে দিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.নুরুল ইসলাম নুরুল।

01/09/2024

মীর জাফর কখনো বীর হতে পারেনা, নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা।

#নবাব #নবাব_সিরাজউদ্দৌলা #বংশধর #আব্বাসউদ্দৌলা

31/08/2024

আওয়ামী লীগ নেতার বি'রু'দ্ধে গো-চারন ভূমি দ'খ'ল করে পুকুর নির্মাণের অভিযোগ।

ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ছাতকের ঐতিহ্যবাহি কাকুরা গ্রামের আব্দুল আলীম বিশ্বসেরা বিদ্যাপীঠগুলোর একটি কেমব্...
30/08/2024

ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ছাতকের ঐতিহ্যবাহি কাকুরা গ্রামের আব্দুল আলীম

বিশ্বসেরা বিদ্যাপীঠগুলোর একটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। অবস্থান যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে। ৮০০ বছরেরও বেশি পুরনো এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠাকাল (১২০৯ সালে) থেকেই বিশ্ববিদ্যালয়টি এর সুনাম ধরে রেখেছে।
বহুবার বিশ্বসেরা বিদ্যাপীঠের খেতাবও পেয়েছে। বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং তালিকায় কেমব্রিজ দুই নম্বরে। এখানে প্রতিবছর বিভিন্ন দেশের ২০-২২ হাজার শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ হয়। আইজ্যাক নিউটন, স্টিফেন হকিং, চার্লস ডারউইন, চার্লস ব্যাবেজ, জগদীশ চন্দ্র বসু, অমর্ত্য সেনসহ অনেক গুণী মানুষের শিক্ষাজীবন কেটেছে কেমব্রিজে।
নুতন বাজার দাখিল মাদরাসার সহসুপার মাওলানা আব্দুল মতিন আজাদের পুত্র মো. আব্দুল আলীম। সে নুতন বাজার দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করে। এর পর ভর্তি হয় সুনামগঞ্জের ঐতিহ্যবাহি দ্বীনি বিদ্যাপীঠ বুরাইয়া কামিল মাদরাসায়। এই মাদরাসা থেকে আলিম পাশ করে চলে যায় যুক্তরাজ্যের University of Roehamton এ। এই ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েশন শেষ করে এখন সে ক্যাম্ব্রিজের দিকে। machine learning & artificial intelligence এর CPD প্রোগ্রামে এক বছর মেয়াদী কোর্স। সেপ্টেম্বরের ২য় সপ্তাহ থেকে শুরু হবে ক্লাস।
আজকের মেধাবীরা আগামীর পথ প্রদর্শক’। এই মেধাবীরাই আগামী প্রজন্মকে নিজের জ্ঞানের আলোয় আলোকিত করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা। আব্দুল আলিম আমাদের কাকুরা গ্রামের সন্তান, তাই আমরা নিজেদেরকে গর্বিত এবং ধন্য মনে করছি। তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি।

শুভেচ্ছান্তে:
শামীম আহমদ তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল অনলাইন প্রেসক্লাব।

29/08/2024

অবশেষে অলিউর রহমান চৌধুরী বকুলকে নিয়ে মুখ খুলেছেন নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা ।

#নবাব_সিরাজউদ্দৌলা #বংশধর #আব্বাসউদ্দৌলা

29/08/2024

সুনামগঞ্জের ভ্রাম্যমাণ ল্যাবরেটরি দিয়ে খাদ্যপণ্যের মান পরীক্ষা করণ শুরু।


29/08/2024

ছাতকে জমি সংক্রান্ত বি'রো'ধে'র জেরে হা'ম'লা, ঘরে আ'গু'ন দেওয়ার অভিযোগ, সালিস ব্যা'হ'ত।

27/08/2024

কুমিল্লা,ফেনী,নোয়াখালীসহ বন্যার্তদের জন্য ত্রা’নসামগ্রী নিয়ে রওয়ানা দিয়েছেন সুনামগঞ্জের যুবসমাজ।

27/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজমিস্ত্রি রিপনকে গু'লি করার ঘটনায় বি'চা'রে'র দা'বী'তে মা'ন'বব'ন্ধ'ন।

26/08/2024

সুনামগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে চিত্রাংঙ্গন প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ।

25/08/2024

ছাতক ও শান্তিগঞ্জের যৌথ আয়োজনে দিনব্যাপী কাবাডি (হা ডু ডু) খেলা।

25/08/2024

জামালগঞ্জ ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের উপর ৯ মেম্বারের অ'না'স্থা জানিয়ে সেনাবাহিনীর নিকট স্মারকলিপি প্রদান।

24/08/2024

বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের অফিসে হা’ম’লা’র ঘটনায় দু’র্বৃ’ত্ত’দে’র শা’স্তি’র দা’বী’তে সুনামগঞ্জে মা’ন’ব’ব’ন্ধ’ন।

24/08/2024

বাংলাদেশের বি'রু'দ্ধে ভারতের পানি আ'গ্রা'শ'নে'র প্র'তি'বা'দে দক্ষিন সুরমায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্র'তি'বা'দ।

22/08/2024

সুনামগঞ্জ হাসপাতালে দূ'র্নী'তি'বা'জ তত্বাবধায়ক ও আর এমও এর অ'প'সা'র'ণে'র দা'বি'তে কর্মীদের চতুর্থদিনের মতো মা'ন'ব'বন্ধ'ন ।

22/08/2024

সুনামগঞ্জ হাসপাতালে দূ’র্নী’তি’বা’জ তত্বাবধায়কের অ’প’সা’র’ণে’র দাবিতে আউটসোর্সিং কর্মীদের তৃতীয়দিনের মতো কর্মসূচি।

19/08/2024

আ’গু’নে পু’ড়ে বসতঘর ছা’ই। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর গোপাল গ্রামে আলী আসরাফ আলির বাড়িতে আজ সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

19/08/2024

বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।

19/08/2024

প্রখ্যাত ব্যক্তিত্ব ড. রমিত আজাদ: বাংলার শিক্ষা রাজনীতি সংস্কৃতি ও ইতিহাসের বিভিন্ন ধারায় অবদান রেখেছেন এবং সচেতন দেশপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়।

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Nandonik shonglap/ নান্দনিক সংলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nandonik shonglap/ নান্দনিক সংলাপ:

Videos

Share

Category