Sumon Biswas - সুমন বিশ্বাস

Sumon Biswas - সুমন বিশ্বাস Entrepreneur and Writer 🤿

নির্জনতা এবং অন্ধকারের চেয়ে আপন কোনো বন্ধু নেই ✔️ Entrepreneur and writer. Love yourself, believe yourself.
(10)

11/12/2023

যা পারেনা,যা পায়না, তা নিয়ে গভীর কৌতুহল আর তৃষ্ণা মানুষের জীবনভর।

✍️সুমন বিশ্বাস

বিয়ে না করেও নারী পুরুষের মধ্যে অতি চমৎকার সম্পর্ক থাকতে পারে।বান্ধবী না হয়েও অনেকে জীবনে আসতে পারে।হতে পারে পরম প্রিয়জন...
09/12/2023

বিয়ে না করেও নারী পুরুষের মধ্যে অতি চমৎকার সম্পর্ক থাকতে পারে।বান্ধবী না হয়েও অনেকে জীবনে আসতে পারে।হতে পারে পরম প্রিয়জন।আসলে আমরা মানুষ হয়ে জন্মেছি।তাই সম্পর্ক নিয়ে এমন ভাবতে পারি।

এই ভাবনার ক্ষমতাও ঈশ্বরের এক পরম দান।

✍️বুদ্ধদেব গুহ

খুব একটা দেখা না হলে দোষ নেই একটুখানি বলে যেও যাবার বেলাতেই।
09/12/2023

খুব একটা দেখা না হলে দোষ নেই
একটুখানি বলে যেও যাবার বেলাতেই।

09/12/2023

পুরনো অভ্যেস টানাটানি করে ছিড়তে গেলে তা আরও শক্ত হয়ে উঠে।কষ্ট হয় ভয় হয়।ডরডর লাগে।
🎬সুমন বিশ্বাস

09/12/2023

কবি লেখকেরা ভাবেন,কাউকে পেতে চাওয়ার মাঝে প্রেমের সব আনন্দ লুকানো থাকে।পেয়ে গেলে ম্লান হয়,ফুল গাছ থেকে পারার পর যেভাবে শুকিয়ে যায় ঠিক তদ্রুুপ।

🎬আমার ভাবনাগুলোর একাংশ।

09/12/2023

চোখের জলের দাগ যে চোখে লেগে আছে, সে চোখ কান্নাকে আর ভয় পায় না।
🎬সুমন বিশ্বাস

09/12/2023

আমরা কেউই ভালো নেই। শুধু ভালো থাকার রসদ খোঁজে বেড়াচ্ছি।ভালো নেই বলেই আমাদের ভালো থাকার এই আপ্রাণ চেষ্টা।কেউ কেউ সব হারিয়ে বসে আছে তবুও বেঁচে আছে বলেই তারা ভালো থাকার উৎস পেতে চাইছে।বেঁচে আছে বলে তারা অনেকেই ভালো থাকার অভিনয়ে রোল প্লে করছে।নিজের চরিত্রে আসলে অভিনয় করাটাও কঠিন।তাই, সবার মাঝে মিশে যাওয়ার চেষ্টা সব হারানো মানুষগুলোর চলছে,চলবে...

🎬সুমন বিশ্বাস

একাকিত্বের সুন্দর,বিষন্নতার রূপ এমন মায়াবী হয়।
09/12/2023

একাকিত্বের সুন্দর,বিষন্নতার রূপ এমন মায়াবী হয়।

একটু কথা কও বুকে মাখা রাখশরীর পেতে শরীরেহৃদমন্দিরে থেকো। 🎬সুমন বিশ্বাস
08/12/2023

একটু কথা কও
বুকে মাখা রাখ
শরীর পেতে শরীরে
হৃদমন্দিরে থেকো।

🎬সুমন বিশ্বাস

🎬 মাঝে মাঝে
08/12/2023

🎬 মাঝে মাঝে

চরম এক অন্য মানুষ!
08/12/2023

চরম এক অন্য মানুষ!

08/12/2023

আমরা আয়নায় লেগে থাকা ময়লা পরিষ্কার করে নিজেকে দেখছি কিন্তু নিজের মনের ময়লা পরিষ্কার করে নিজেকে দেখি না।

🎬 মনোজগতকে চিনতে শিখি, যত্ন নিই এবং মানুষ হই।

08/12/2023

আমি তোমার শরীরে বিন্দু বিন্দু জমে থাকা লবনাক্ত ঘামের প্রেমে পড়ি।মাতাল হই।তোমার স্নানে ভেঁজা অগোছালো একমুঠো চুলের প্রেমে পড়ি।তোমার শরীরের গোপনীয় কালো তিলের প্রেমে পড়ি।
আর! একটু বেশিই প্রেমে পড়ি তোমার অগোছালো সরল স্বভাবের।

তোমার স্বভাবের যত্ন নিতে গিয়ে তা বদলে ফেলো না প্লিজ!জান-ই তো,মানুষ তার স্বভাবে বদলালে সে আর আগের সে থাকে না।সে হয়ে যায় অন্যমানুষ।স্বভাবেই তুমি, আমি এবং আমাদের পরিচয়।স্বভাবই আমাদের ব্যক্তিত্ব।তুমি নিষিদ্ধ হও,তাতে আমার চলবে তবুও বদলে যেও না!প্লিজ,প্লিজ, প্লিজ..

🎬সুমন বিশ্বাস

08/12/2023

মানুষের যা আছে সেটাই তার সুখ কিন্তু যা তার নেই সেটাই তার দুঃখ।
🎬সুমন বিশ্বাস

07/12/2023

বেদনার রং গায়ে মেখে এলেম তোকে চাইতে
একটু না হয় একরোখা মন তুই হাতে হাত রাখতি

06/12/2023

রাতের শরীরে এক নিজস্ব গন্ধ আছে।ঝিঝিপোকারা সে গন্ধে মাতাল হয়ে গান গায়।
✍️সুমন বিশ্বাস

06/12/2023

অন্ধকারে সারা পৃথিবীকে ফাঁকি দেওয়া গেলেও, নিজেকে ফাঁকি দেওয়া যায় না।পৃথিবী থেকে পালিয়ে বাঁচা গেলেও নিজে থেকে পালানো যায় না।এ এক অদ্ভুত রকমের জাল।

কতো স্বপ্ন নিয়ে একেকটা মহাকাব্য তৈরি হয় সম্পর্কের।কতো খুনঁসুটির গল্পে মাখা পথ বেঁয়ে একেকটা সিঁড়ি তৈরি হয়।কতো অপেক্ষার প্...
06/12/2023

কতো স্বপ্ন নিয়ে একেকটা মহাকাব্য তৈরি হয় সম্পর্কের।কতো খুনঁসুটির গল্পে মাখা পথ বেঁয়ে একেকটা সিঁড়ি তৈরি হয়।কতো অপেক্ষার প্রহর গুনতে হয়। রাতের ছায়া মাখতে যাওয়া অনেক কথার নিরব আর্তনাদ বুকে চাপতে হয়।তবুও মানুষ প্রেম চায়,পৃথিবী পেয়ে যাবার পরও প্রেম চায়।মানুষ আসলে কি তা পায়?এই যে পৃথিবীর রহস্যময় এবং সবচেয়ে বেশি চর্চাবহুল অমিমাংসিত শব্দ 'প্রেম'

আসলে,এক জীবনে মানুষের জীবনে প্রেমটাই বড় প্রাপ্তি হয়ে উঠে অথচ এই প্রেমের মতো অপ্রাপ্তিকর সুখ বোধহয় পৃথিবীতে দ্বিতীয়টি নেই।অপ্রাপ্তিতে কি সত্যিই সুখ লুকিয়ে আছে?এতোটুকু শান্তি পেলে মানুষ আর কিছুই চায় না।

আচ্ছা!প্রেম না পেলে মানুষ কি একা হয়ে যায়?

✍️সুমন বিশ্বাস

টাইমিং...
06/12/2023

টাইমিং...

তারপর......
06/12/2023

তারপর......

প্রেম যতো গভীর এক শরীরে আদর ততো মধুময়।ফুল হল শরীর আর গাছ হল তার প্রাণ। সম্পর্কে ঠিক তেমনি শরীর হল আদর, হৃদয় হল প্রেম।শুধ...
06/12/2023

প্রেম যতো গভীর এক শরীরে আদর ততো মধুময়।ফুল হল শরীর আর গাছ হল তার প্রাণ। সম্পর্কে ঠিক তেমনি শরীর হল আদর, হৃদয় হল প্রেম।শুধু শরীরের শক্তি নেই সম্পর্ককে ঠিকিয়ে রাখার।হৃদয়ে প্রেম থাকা চাই শরীরের আদর উপভোগ করার জন্য।শুধু আদর নয়, শরীরের যত্নও নেওয়া চাই।আদরেরও যত্ন চাই।আদরের সাথে আদরের ত্রুটিও মানিয়ে নেওয়া চাই।প্রিয় মানুষটিকে মনে প্রেম নিয়ে আদর করা চাই।শুধু শরীরের জন্য শরীর চাওয়ায় কাম থাকে,প্রেম নয়।চাইলেই শরীর মেলে প্রেম মেলা ভার।শরীর সবাই চায়,প্রেম ক'জনে চায়, বলো!ক'জনে পায় বলতে পারো?পায় না তো!

শরীর দিলে অনেকেই তো আসে,যারা আসে তাদের হৃদয়ে কতোটা যত্ন থাকে,বলো!
যে শরীর আদরে যত্ম লেপ্টে থাকে,সে আদর স্বর্গময়।যত্নের সম্পর্ক সুন্দর এবং গভীর। সুন্দর সম্পর্ক যত্নে ঠিকে থাকে,এক শরীরে যত্নের আদরে আরও নতুন হয়ে উঠে ।বহু শরীচর্চায় শুধু শরীরি খায়েস মেটে, তারপর তা বিতৃষ্ণায় গড়ায়।
✍️সুমন বিশ্বাস

06/12/2023

মেনে নিলে অনেক দুঃখই কমে যায়, মানিয়ে নিলে জীবনটাও সহজ হয়ে আসে।
সুপ্রভাত সকলকে ☘️

✍️সুমন বিশ্বাস

বুঝলে শ্যামাঙ্গিনী.পৃথিবী সহজ নয় কিন্তু যে কোনো সম্পর্কে আমরা সহজ হলে পৃথিবীটা সুন্দর হয়।সহজ হওয়ার কথা তো আর সবাই পড়তে প...
05/12/2023

বুঝলে শ্যামাঙ্গিনী.
পৃথিবী সহজ নয় কিন্তু যে কোনো সম্পর্কে আমরা সহজ হলে পৃথিবীটা সুন্দর হয়।সহজ হওয়ার কথা তো আর সবাই পড়তে পারে না, জানতেও পারে না কিন্তু আমরা সহজ না হয়ে হয়ে পড়ি জেদি।জেদ যে মনে একবার চেপে বসেছে তা ভাঙানো কঠিন।জেদ আগে মানুষের মনে জন্মায় তারপর অভিমান।সহজ হতে গেলে কি অভিমানি হতে হয়?

সহজ হওয়ার থেকে অভিমানী হওয়াটা আমার কাছে বড্ড ভাল্লাগে!অভিমানের মান ভাঙাতে এক দারুণ তৃপ্তিবোধ আছে,অভিমান যে ভাঙাতে জানে-সেটা সে জানে বুঝে।

আমাদের এই একটুখানি সূতোর মতো জীবনে একজন অভিমানী কিংবা অভিমান ভাঙানোর মানুষের বড্ড প্রয়োজন!নইলে জীবনে নেমে আসে একাকীত্বের বিষন্নতার মতো নীরব অসুখ।

✍️সুমন বিশ্বাস

05/12/2023

তুমি আমার বিষন্নতায় একটুখানি শান্তি!

✍️সুমন বিশ্বাস

05/12/2023

টুডুমোরিনটো

04/12/2023

Civilised,, Well bred ,Self controlled - এ বিষয়গুলো যার ব্যক্তিত্বে আছে তাকে দেখতে অনেকটা নার্ভাস মনে হয়।যার কাছে এ দিকগুলো আছে তাকে অনেকেই লাজুক বলেও থাকেন।অনেকে মনে করেন এমন মানুষ খুবই স্বার্থপর,শুধু নিজেরটাই বড় করে দেখে,অন্যেরটা বুঝতে চায় না,জানতে চায় না। আবার অনেকে এমন টাইপের মানুষকে আত্মগরিমার উদাহরণও বলে থাকেন। আসলে এমন গুণসম্পন্ন মানুষ আমার কাছে এর কোনোটিই নয়।এমন মানুষগুলো আমার কাছে দারুণ লাগে,এরা আমার কাছে সম্মানের।এদের সামনে সম্মান দেখাতে না পারলেও, মনে মনে এদেরকে আমি সম্মান করি সবসময়।

এমন পারসোনালিটির মানুষগুলো অন্যান্য মানুষগুলো থেকে একটু আলাদা হয়।এদের চিন্তাভাবনা অনেক নিখুঁত সুন্দর।এরা একটু ইন্ট্রোভার্ট হয়।সামান্য বিষয়গুলোকে এরা খুবই গভীরভাবে উপলব্ধি করতে জানে।আলাপচারিতায় অনেক ঈশারাসূচক নিচু টাইপের অসম্মানজনক কথাবার্তা চট করে ধরে ফেলতে পারে কিন্তু অপর মানুষটিকে তা বুঝতে দেয়না।প্রতিবাদ করে না।মুখ ফুঁটে কিছু না বলে একটু চুপ করে তা এড়িয়ে যায়।তবে এরা যা বলে মন থেকে বলে।সহজ করে বলে। এই সহজ করে বলা সত্যি কথাগুলোও অনেকে দূর্বলতা ভাবে।বোকা ভাবে।এরা কখনোই অন্যকে ছোট করে কথা বলে না।এরা লোক চক্ষুর সামনে ঠকে যায় কিন্তু হেরে গিয়েও মনে মনে নিজের কাছে ঠিকই জিতে যায়।

আসলে এমন মানুষদের যারা বুঝতে পারে না, তারা শুধু চোখ দিয়ে পৃথিবীটাকে দেখতে পায় কিন্তু চোখ দিয়ে যে উপলব্ধিও করা যায় তা জানে না।মনের উপলব্ধি তো পরের ব্যাপার।

✍️সুমন বিশ্বাস

04/12/2023

কাউকে ছেড়ে চলে যাওয়ার চেয়ে ভুলে যাওয়া কঠিন।

04/12/2023

মাঝে মাঝে আমার ইচ্ছে করতেই পারে-তোমাকে দেখার।
তোমার সাথে কথা বলার
তোমাকে একটু যত্নে ছূঁয়ে দেওয়ার
তোমার সাথে মন পেতে কথা বলার
শরীরে শরীর রেখে গল্প করার
আমার সব গোপন কথা তোমার কাছে মেলে ধরার।

ইচ্ছে করে-
তোমার কাছে পৃথিবী ছেড়েছুড়ে দিয়ে এসে বসে থাকি
কোনো কারণ ছাড়াই,

আমার ইচ্ছে করতেই পারে- অভিমান ভেঙে গেলে,
তোমাকে সোহাগে আদরে জড়িয়ে ধরার।

ইচ্ছে করে
আমার যতো গল্পকথা তোমার উঠানে রোদ শুকাবার
তোমাকে সব বলতে দেবে তো?
আমার সুখ,
অসুখ
দুঃখ
আনন্দ
বেদনা
বিচ্ছেদ
পাওয়া
না পাওয়া
মানে সব,মনের জগৎ জুড়ে যা আছে সব।

আমি কি সব বলতে পারি,তোমাকে?
আমায় একটু শুনবে, প্লিজ!

✍️সুমন বিশ্বাস

03/12/2023

ফুল মরে গন্ধ রেখে যায় যেভাবে, ঠিক সেভাবে আমাদের জীবন ফুরোবার সাথে সাথে স্মৃতিগুলোও থেকে যায়।
✍️সুমন বিশ্বাস

অভিমান জমতে জমতে দুঃখগুলো মরে যায়।কোনো দুঃখই আর তখন দুঃখ মনে হয়না।দুঃখের বদলে ঠোঁটের কোণে তখন একচিলতে নীলাভ হাসি শুকিয়ে ...
03/12/2023

অভিমান জমতে জমতে দুঃখগুলো মরে যায়।কোনো দুঃখই আর তখন দুঃখ মনে হয়না।দুঃখের বদলে ঠোঁটের কোণে তখন একচিলতে নীলাভ হাসি শুকিয়ে লেগে থাকে।
✍️সুমন বিশ্বাস

02/12/2023

একটা পাতাও নড়ে না অথচ অনেক
হৃদয় মরে যায় নিমিষেই!রাতের গভীরে আকাশ থেকে তারা খসে পড়ার মতোন।
✍️ সুমন বিশ্বাস

তবুও মনে রেখ...
02/12/2023

তবুও মনে রেখ...

আমি এক নগন্য, ক্ষুদ্র,অপ্রিয় মানুষ।
01/12/2023

আমি এক নগন্য, ক্ষুদ্র,অপ্রিয় মানুষ।

01/12/2023

আমাদের একটা নিজের শব্দহীন আলো ছায়ার জগত আছে।এ জগতে আমরা নিজের কাছে হেরে যাই,মাঝে মাঝে জিতেও যাই।কেউ জানেনা,দেখেওনা।

✍️সুমন বিশ্বাস

বিচ্ছেদ হয় শরীর মনকে অতিক্রম করে।কোনকিছুই বিচ্ছেদকে আটকাতে পারে না,কোনো ঐশ্বর্যও না।ভালবাসার জন্য ভালবাসাই যথেষ্ট কিন্তু...
01/12/2023

বিচ্ছেদ হয় শরীর মনকে অতিক্রম করে।কোনকিছুই বিচ্ছেদকে আটকাতে পারে না,কোনো ঐশ্বর্যও না।ভালবাসার জন্য ভালবাসাই যথেষ্ট কিন্তু সম্পর্কচ্ছেদ কখনোই ভালবাসায় বেঁধে রাখতে পারে না।বিচ্ছেদ হল ভালবাসার ক্ষত,বিচ্ছেদ চির বিষাদময়।
✍️সুমন বিশ্বাস

01/12/2023

আমার মরন শীতে হলে বেশ হতো
শিশিরের ছূঁয়া পেতাম
গন্ধ পেতাম নরম ঘাসের।

গাছের ঝরা পাতারা আমাকে সঙ্গ দিতো
শুকনো মাটির আদর পেতাম
কূয়াশা ভেঁজা সূর্যের আলো পেতাম।

নগ্ন পোকারা গান শোনাতো
ভোরের দোয়েল উড়ে বসতো
আমাকে ছায়া দেয়া কদম গাছটায়।

আমার মরন শীতে হলে বেশ হতো।

শীতল শীতে /সুমন বিশ্বাস

অবহেলিত সব ভালবাসাই খাঁটি হয়ে থাকে।খাঁটি জিনিস তো আর সহজলভ্য নয় যে চাইলেই পাওয়া যায়।না চাওয়া, না পাওয়ার মাঝেও যে প্রকৃত ...
01/12/2023

অবহেলিত সব ভালবাসাই খাঁটি হয়ে থাকে।খাঁটি জিনিস তো আর সহজলভ্য নয় যে চাইলেই পাওয়া যায়।না চাওয়া, না পাওয়ার মাঝেও যে প্রকৃত ভালবাসা ডুব মেরে বসে থাকে,তা কে জানে!যারা জানে তারা পায়, যারা পায় না তারা খোঁজে বেড়ায়।
✍️সুমন বিশ্বাস

অপেক্ষার ওজন যখন ভারি হতে থাকে তখন ই চোখের নিচে কালো দাগ ভেঁসে উঠে।আচ্ছা!কতোটা অপেক্ষা জমা হলে এমন অপেক্ষার চিহ্ন চোখে ম...
01/12/2023

অপেক্ষার ওজন যখন ভারি হতে থাকে তখন ই চোখের নিচে কালো দাগ ভেঁসে উঠে।আচ্ছা!কতোটা অপেক্ষা জমা হলে এমন অপেক্ষার চিহ্ন চোখে মাখা যায়?

শ্যামাঙ্গিনী,একটু আমায় বলবে -প্লিজ!

Address

Sunamganj
3001

Telephone

+8801742909785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Biswas - সুমন বিশ্বাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon Biswas - সুমন বিশ্বাস:

Videos

Share