FH Media

FH Media Assalamu alaikum,,,Hi! I'm fakrul hasan,,Connect my YouTube channel FH Media,,,,Thank you,,,

10/05/2023

বন্ডায় কি বলে

১৮৬০ এর দশকে পূর্ববঙ্গ থেকে তোলা ছবিতে কয়েকজন হিজড়া।ছবি কৃতজ্ঞতা: ব্রিটিশ লাইব্রেরি
11/04/2023

১৮৬০ এর দশকে পূর্ববঙ্গ থেকে তোলা ছবিতে কয়েকজন হিজড়া।
ছবি কৃতজ্ঞতা: ব্রিটিশ লাইব্রেরি

ইলেকট্রিক কারে চার্জ দিচ্ছেন একজন নারী। ছবিটি ১৯১২ সালে তোলা।
11/04/2023

ইলেকট্রিক কারে চার্জ দিচ্ছেন একজন নারী। ছবিটি ১৯১২ সালে তোলা।

অবশেষে মারা গেল শাহিন --- মৃত্যুর আগে স্পষ্ট চিৎকার দিয়ে কিছু বলতে চেয়েছিলো ছেলেটি। কিন্তুু ভেতরে ধীরে ধীরে নিথর হয়ে যাও...
10/04/2023

অবশেষে মারা গেল শাহিন ---
মৃত্যুর আগে স্পষ্ট চিৎকার দিয়ে কিছু বলতে চেয়েছিলো ছেলেটি। কিন্তুু ভেতরে ধীরে ধীরে নিথর হয়ে যাওয়া শরীরের সমস্ত শক্তি দিয়েও সে বলতে পারেনি।

যশোরের কেশবপুরের অত্যন্ত দরিদ্র পরিবারে মা, ছোট ভাই, বোনকে নিয়ে বসবাস করতো ছেলেটি। বয়স ১২ কি ১৩, একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে মা আর ছোট দুটো ভাই বোন নিয়ে কোন রকম চলে যেতো। মাদকসেবি কিছু বখাটে তার রিকশাটিকে ছিনতাই করে নিয়ে যেতে চাইলে ছেলেটি বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে।। পৃথিবী সমান কষ্ট পেয়ে পেয়ে অভিমানী ছেলেটি মারা যায়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন❤️

কোন দেশে বসবাস করি তা বলতেই লজ্জা লাগে____😭🫰

10/04/2023
লাশের পাশে পরিবারের ইফতার💔আহা, কতটা হৃদয় বিদারক দৃশ্য😥এই দৃশ্য থেকে একটা শিক্ষণীয় বিষয়  আছে। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্...
10/04/2023

লাশের পাশে পরিবারের ইফতার💔

আহা, কতটা হৃদয় বিদারক দৃশ্য😥

এই দৃশ্য থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই ইবাদত। আল্লাহ সন্তুষ্ট থাকুন মরহুমের প্রতি, মরহুমের পরিবারের প্রতি। আল্লাহ এই রোজার উছিলায় হলেও মরহুম কে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

😭😭😭আল আকসা আমাদের ক্ষমা করে দিও🙏আমাদের আর ঈমানের অনুভূতি নেই। আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে ...
09/04/2023

😭😭😭আল আকসা আমাদের ক্ষমা করে দিও🙏
আমাদের আর ঈমানের অনুভূতি নেই।
আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে আরামে ইবাদত করে রমজান মাস পার করে দিচ্ছি।
অথচ তুমি রক্তা-ক্ত!
আমাদের ঈমান সালাউদ্দিন আইয়ুবির ঘোড়ার পায়ের ধুলোর চেয়েও নগন্য!
আমরা সংখ্যায় অধিক কিন্তু আমরা পানিতে ভাসমান খড়কুটোর মতো।
আমরা কিয়ামতের নানান আলামত খুঁজে বেড়াই অথচ আমরা নিজেরাই কিয়ামতের আলামত হয়ে আছি!
হে আকসা
হে আমাদের প্রথম কাবা
আমরা পঁচে গেছি পথভ্রষ্ট হয়ে গেছি!
আমাদের চোখে পানি নেই কলবে ঈমান নেই।
তোমায় নিয়ে অন্তরে কোনো পেরেশানি নেই 😢
আমরা ভোগ বিলাসে ব্যস্ত ঈদ শপিংয়ে ব্যস্ত!
আমরা কতই না হতভাগা।😔
(সংগৃহীত)

09/04/2023

হেড স্যার মিটিংয়ে বললেন,,,
৪ জন অলসাবজেক্টে ফেল বাকি সবাই পাশ।
সভাপতি রেগে বললেন,,,
অলসাবজেক্টটা পড়ায় কে??
হেড স্যার এখন কুমায়,,,ধন্যবাশ😶
🙂🙂

যারা ইসলামকে পৃথিবী থেকে মুছে দিতে চাও, আবু জাহলের নাম তোমরা মনে রেখোতোমাদের পূর্বসূরি আবু জাহল বলেছিলো, আজকের পর পৃথিবী...
09/04/2023

যারা ইসলামকে পৃথিবী থেকে মুছে দিতে চাও, আবু জাহলের নাম তোমরা মনে রেখো
তোমাদের পূর্বসূরি আবু জাহল বলেছিলো, আজকের পর পৃথিবীতে আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না!
দুনিয়ায় ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না।

তার দৃষ্টিতে ৩১৩ জন নিরস্ত্র, অসহায়, দুর্বল ব্যক্তিই সারা পৃথিবীতে অবশিষ্ট ছিলো যারা আল্লাহর ইবাদত করতো, যারা শত্রুর সামনে কিছুই না!
অথচ সে আবু জাহল তো জানতো না, বদর হলো হক এবং বাতিল পার্থক্য করার দিন!
আল্লাহর দ্বীন সমুন্নত করার দিন!
সাড়ে চৌদ্দশত বছর পরেও ইসলাম রয়ে গেল, আবু জাহলরা কোথায় হারিয়ে গেছে তার কোনো হদিস নেই!
‌‌
সতেরো রমাদান, সেই ঐতিহাসিক বদর দিবস!
ইসলাম পৃথিবী থেকে মুছে যাওয়ার জন্য আসেনি, ইসলাম এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হিসেবে কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকতে!
বদর এক ঐতিহাসিক দিন! এই দিনে ইতিহাস আল্লাহর গায়েবি সাহায্যের সাক্ষী হয়েছে।

আল্লাহ্ তা’আলা আমাদেরকে বদরের চেতনা লালন করার তৌফিক দিন। আল্লাহর গায়েবি সাহায্য এই উম্মতের উপর অবধারিত করে দিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! খেলাফত মাজলিসের মুহতারাম আমীর শায়খুল হাদীস অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী আ...
07/04/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

খেলাফত মাজলিসের মুহতারাম আমীর শায়খুল হাদীস অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন ।

বরণ্য এই স্কলারের সকল ইসলামী খেদমতগুলো যেন কবুল করেন এবং আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমীন।

06/04/2023

হযরত আব্দুল্লাহ ইনবে মাসউদ রাযিঃ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃ এরশাদ করেছেন, যখন রমযান মাসের বিকট আওয়াজ প্রকাশিত হবে, শাওয়াল মাসে, যুদ্ধের ঝংকার শুনবে, জিলক্বদ মাসে বিভিন্ন গোত্রের মাঝে মতপার্থক্য দেখা দিবে, জিলহজ্জ মাসে রক্তপাত হবে। মুহাররম মাসে, মুহাররম কি? সে মাসে বিভিন্ন ধরনের মারামারি, হানাহানি, ঝগড়া - ফাসাদ চলতে থাকবে। একথাটি তিনি তিনবার বলেছেন। তিনি বলেন আমরা বললাম ইয়া রাসুলুল্লাহ! যায়হাহ্ কি? জবাবে রাসুলুল্লাহ সাঃ বললেন, এটা অর্ধরমযান মাসের জুমার রাত্রে প্রকাশ পাবে। যার কারণে ঘুমন্ত ব্যক্তিরা জাগ্রত হয়ে যাবে, দাড়ানো অবস্থায় থাকা লোকজন বসে যাবে, কুমারী নারীগন ভয়-আতঙ্কে পর্দার ভিতর থেকে বেরিয়ে আসবে। এটা হবে এক জুমার রাত্রিতে, এমন এক বৎসর যখন অধিকহারে ভুমিকম্প হবে। সুতরাং তোমরা জুমার দিন নামায আদায় করার সাথে সাথে ঘরে প্রবেশ করে দরজা-জানালা লাগিয়ে দিবে। নিজেদেরকে চাদরাবৃত করলেও কানকে সজাগ রাখবে। যখনই বিকট কোনো আওয়াজ শুনতে পাবে তখনই আল্লাহর দরবারে সেজদাবনত হয়ে যাবে এবং সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস বলতে থাকবে।
[আল ফিতানঃনুয়াই বিন হাম্মাদ ৬৩৮]

হজ্জ করে এসে যদি নামের শুরুতে হাজী লেখাটা খুব দরকার হয়!তবে হা*রাম খাওয়ার পর নামের শুরুতে হা*রামী লেখাটা আরো বেশী দরকার
05/04/2023

হজ্জ করে এসে যদি নামের শুরুতে হাজী লেখাটা
খুব দরকার হয়!
তবে হা*রাম খাওয়ার পর নামের শুরুতে হা*রামী লেখাটা আরো বেশী দরকার

একনেক মিটিংয়ের পর ব্রিফিং করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আগুন লাগার কারণ ও সমাধানের নির্দেশনা প্রধানমন্ত্রীর...
04/04/2023

একনেক মিটিংয়ের পর ব্রিফিং করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

আগুন লাগার কারণ ও সমাধানের নির্দেশনা প্রধানমন্ত্রীর

স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। এ ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানের পাশাপাশি এর সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়টি সভা শেষে ব্রিফিংয়ে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ‘সভায় বঙ্গবাজারে আগুনের বিষয়টি আলোচনায় আসে। প্রধানমন্ত্রী এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক আবেগপ্রবণ হয়ে পড়েন। এতগুলো পরিবার ঈদ সামনে রেখে কী করবে, এই ভেবেও প্রধানমন্ত্রী অনেক কষ্ট অনুভব করেন।’

#বঙ্গবাজার #শেখহাসিনা #শোক #নির্দেশনা

04/04/2023

প্রচুর বৃষ্টি হচ্ছে,,,,,

 #আলহামদুলিল্লাহ  প্রাথমিক অবস্থায় ১৫ হাজার করে টাকা পাবেন বঙ্গবাজারের নিঃস্ব ব্যবসায়ীরা☺️☺️কোটি টাকা ক্ষতির অনেকটাই লাঘ...
04/04/2023

#আলহামদুলিল্লাহ
প্রাথমিক অবস্থায় ১৫ হাজার করে টাকা পাবেন
বঙ্গবাজারের নিঃস্ব ব্যবসায়ীরা☺️☺️
কোটি টাকা ক্ষতির অনেকটাই লাঘব হবে আশা করি 😍

আমার প্রিয় শিক্ষক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুর রশিদ স্যার, ইসলাম...
04/04/2023

আমার প্রিয় শিক্ষক,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুর রশিদ স্যার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য নিযুক্ত হওয়ায়, শ্রদ্ধেয় স্যারকে প্রাণঢালা অভিনন্দন।

স্যারের কাছে অন্তত ৩টি প্রত্যাশা থাকবে,
১| স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ Out of 4 করা।
২| স্নাতক ও স্নাতকোত্তর পরিক্ষার ফলাফল অন্তত ২ মাসের মধ্যে প্রকাশ করা।
৩| ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করা।

আলহামদুলিল্লাহ। দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরিম প্রথম স্থান অর...
04/04/2023

আলহামদুলিল্লাহ।
দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরিম প্রথম স্থান অর্জন করেছে।
প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। 🌹🤲

04/04/2023
সব চাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে,পুলিশ ও ফায়ারম্যানদের আগুন নিভানোর পাশাপাশি কিছু সময় পর পর মাইকে ঘোষনা দিতে হচ্ছে যে,"আল্...
04/04/2023

সব চাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে,পুলিশ ও ফায়ারম্যানদের আগুন নিভানোর পাশাপাশি কিছু সময় পর পর মাইকে ঘোষনা দিতে হচ্ছে যে,
"আল্লাহ'র দোহাই লাগে আপনারা
কাপড় চুরি কইরেন না"
চিন্তা করে দেখেন একে তো ভয়াবহ আগুন সেই সাথে রমজান মাস তার উপর এই কঠিন সময়।
এবং দেশটা কিন্তু ৯০% মুসলমানদের!!!
বেঈমানী, স্বার্থপরতা,চুরির জন্যই এমন ভয়াবহতা নয় কী???

#বঙ্গবাজার_ট্রাজেডি

04/04/2023

🔴সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আ*গুন নিয়ন্ত্রণে...

04/04/2023

যে বয়সে আমি আল্লাহকে সিজদাহ্ দেওয়ার সুযোগ পাচ্ছি !
সে বয়সে অনেকেই কবরে শুয়ে আছে! 😥
বেঁচে আছি তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 🖤❤️

আহ❗ হাজারো স্বপ্ন মুহুর্তেই শেষআল্লাহ ধৈর্যধারণের তাওফিক দাও।
04/04/2023

আহ❗ হাজারো স্বপ্ন মুহুর্তেই শেষ
আল্লাহ ধৈর্যধারণের তাওফিক দাও।

 # *সাত ক্বারী চৌদ্দ রাবী : একটি আলোচনা*অনেক তালিবে ইলম, এমনকি সাধারণ শিক্ষিত অনেক মানুষের কাছেও ‘সাত ক্বারী চৌদ্দ রাবী’...
04/04/2023

# *সাত ক্বারী চৌদ্দ রাবী : একটি আলোচনা*


অনেক তালিবে ইলম, এমনকি সাধারণ শিক্ষিত অনেক মানুষের কাছেও ‘সাত ক্বারী চৌদ্দ রাবী’ কথাটা পরিচিত। কিন্তু এই সাত ক্বারী বলতে কাদের বোঝানো হয়েছে আর চৌদ্দ রাবীর পরিচয়ই বা কী তা সাধারণ মানুষের জানা থাকে না। এজন্য তাঁদের নাম-পরিচয় সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাঁদের সনদ কী-এ সম্পর্কে আগ্রহী মানুষ প্রশ্ন করে থাকেন। আমিও এ প্রশ্নের কয়েকবার উত্তর দিয়েছি। বর্তমান নিবন্ধও এমন একটি প্রশ্নের উত্তরে লেখা হয়েছিল। বিষয়টি পেশ করার আগে ভূমিকাস্বরূপ দু’টি প্রয়োজনীয় বিষয় উল্লেখ করছি :

 আজকালের প্রচলিত পরিভাষায় ‘ক্বারী’ বলা হয়, যারা উত্তম সুরে তাজবীদের সাথে কুরআন পাঠ করতে পারেন। মকতবে বাচ্চাদের কুরআন শিক্ষাদানকারীকেও ক্বারী বলা হয়। কিন্তু উপরোক্ত শিরোনামে ক্বারী শব্দ এ অর্থে ব্যবহৃত হয়নি। বরং ইসলামের প্রথম যুগে শব্দটি যে অর্থে ব্যবহৃত হত সে অর্থই এখানে উদ্দেশ্য। সে যুগে ‘ক্বারী’ বা ‘মুকরি’ শুধু এমন সৌভাগ্যবান বুযুর্গ ব্যক্তিদের উপাধি ছিল, যাঁরা ইলমে কিরাআত বা ইলমে তাজবীদের ইমাম ছিলেন। আর এ বিষয়ে অন্যরা তাঁদের শরণাপন্ন হত।

এ ধরনের ব্যক্তিত্ব তুলনামুলকভাবে কম হলেও প্রতি শতাব্দীতে কয়েক’শ মনীষী এ পর্যায়ে উপনীত ছিলেন। আর তাঁদের নিকট থেকে ইলমে কিরাআত গ্রহণ করেছেন এবং কিরাআত বর্ণনা করেছেন তাঁদের হাজার হাজার বিশেষজ্ঞ শাগরিদ।

 তৃতীয় শতাব্দীতে আল্লামা ইবনে মুজাহিদ (রহ. ২৪৫-৩২৪) ইলমে কিরাআত বিষয়ে একটি কিতাব রচনা করেছিলেন। সে রচনায় তিনি প্রথম শতাব্দীর কিরাআত ও তাজবীদে পারদর্শী ইমামদের এই সুবিশাল জামাআতের মধ্য থেকে সংক্ষিপ্ততার জন্য সাতজন ইমামকে নির্বাচন করেন আর তাঁদের অসংখ্য রাবীদের মধ্য থেকে শুধু দু’জন করে রাবী নির্বাচন করেন। এঁদের সূত্রেই ইবনে মুজাহিদ রহ. ইলমে কিরাআত ও তাজবীদ পেশ করেছেন।

এক সময় এই কিতাব ব্যাপক পঠিত ছিল। ফলে ‘সাত ক্বারী চৌদ্দ রাবী’ কথটা প্রশিদ্ধি লাভ করে এবং একটি পরিভাষা হয়ে যায়। এখান থেকে কেউ কেউ এ ধারণায় পড়ে গেলেন যে, কুরআন মাজীদের সর্বোমোট ক্বারী হলেন সাতজন আর তাদের রাবী হলেন চৌদ্দজন। অথচ উপরের প্রেক্ষাপট থেকে বোঝা যাচ্ছে যে, বাস্তব বিষয় এমন নয়। ইবনে মুজাহিদ রহ. তো শুধু সংক্ষিপ্ততার খাতিরে এটা করেছেন। বাস্তবে ইলমে কিরাআত ও তাজবীদের ইমাম এবং তাদের শাগরিদ ও রাবীর সংখ্যা অগণিত। [التبيان لبعض المباح

04/04/2023

আজ ৪ এপ্রিল পদ্মা সেতুতে
পরীক্ষামূলক ট্রেন চলবে

এই ছবিটা দেখে অনেকের হাসি পেলেও,আবার অনেক এর খারাপও লাগছে বটে , আচ্ছা i have a question for u guys এই মানুষ টা কি অনেক ব...
04/04/2023

এই ছবিটা দেখে অনেকের হাসি পেলেও,আবার অনেক এর খারাপও লাগছে বটে , আচ্ছা i have a question for u guys এই মানুষ টা কি অনেক বড় ক্রা-ইম করে ফেলছে? উনাকে একদম এভাবে গ্রেফতারই করা লাগলো? ভিডিওতে দেখেছেন কিনা জানিনা উনি বিদেশি লোক টার থেকে বার বার নিজের সন্তান ফ্যামিলির জন্যই হাত পেতেছিলো, এখন উনার পরিবার এর liability কে নিবে ? আরেকটা ভিডিও তে দেখলাম উনি মোটামোটি 30টা দেশের ভাষা আংশিক হলেও জানে,আর উনার কাজই হচ্ছে foreigner's দের হেল্প করা বা বাংলা টা translated করে দেওয়া এন্ড উনি উনার জীবন এভাবেই পার করছেন , যাক এভাবে না করলেও পারতো it's such a shameful for us.

Address

Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when FH Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FH Media:

Videos

Share



You may also like