Sabu's Dream

Sabu's Dream এত কিছু পাওয়ার এই দুনিয়ায়,
আপনারে পাওয়া এত কঠিন ক্যান?? ❤️
(1)

Hello Beautiful City 🤗🤗পটুয়াখালী ঝাউতলা🥰🥰----- শুভ সন্ধ্যা 🥀🥀🥀 ゚
13/12/2024

Hello Beautiful City 🤗🤗

পটুয়াখালী ঝাউতলা🥰🥰

----- শুভ সন্ধ্যা 🥀🥀🥀

মাঝে মাঝে ভীষণ মানিয়ে নেওয়া মানুষটারও কষ্ট হয়💔 ゚
13/12/2024

মাঝে মাঝে ভীষণ মানিয়ে নেওয়া মানুষটারও কষ্ট হয়💔

তো'মাকে হারানোর ভয় মৃত্যুর চেয়েও তীব্র,হাজার মানুষ পাশে আছে ------ তবুও তোমাকে ছাড়া শূন্য লাগে।আকাশ আছে,চাঁদ আছে,এবং সূর...
11/12/2024

তো'মাকে হারানোর ভয় মৃত্যুর চেয়েও তীব্র,
হাজার মানুষ পাশে আছে ------
তবুও তোমাকে ছাড়া শূন্য লাগে।
আকাশ আছে,চাঁদ আছে,এবং সূর্যও আছে,
শুধু তুমি আমার নেই,তুমি তো অন্যের!!

---- সাবু💔

আমি দোষী হতে চাই সমাজের চোখে,যদি তা হয় আপনাকে ভালোবাসার জন্য।আপনাকে পেলে চাঁদকে আর দেখবো না!!আপনি চাঁদের চেয়ে কম কিসে?--...
11/12/2024

আমি দোষী হতে চাই সমাজের চোখে,
যদি তা হয় আপনাকে ভালোবাসার জন্য।
আপনাকে পেলে চাঁদকে আর দেখবো না!!
আপনি চাঁদের চেয়ে কম কিসে?

---- শুভ দুপুর প্রিয় বন্ধুরা🥀🥀

কেউ প্রথম দেখাতেই হৃদয়ের ভাষা পড়ে ফেলে, আবার কেউ বছরের পর বছর থেকেও বুঝতে শেখে না। আর কিছু মানুষ? তারা বোঝার ভান করেও চো...
10/12/2024

কেউ প্রথম দেখাতেই হৃদয়ের ভাষা পড়ে ফেলে,
আবার কেউ বছরের পর বছর থেকেও বুঝতে শেখে না। আর কিছু মানুষ?
তারা বোঝার ভান করেও চোখ ফিরিয়ে নেয়।

তাই অনুভূতি বিনিময়ে সেইটুকুই দাও, যতটা প্রাপ্য।
অতিরিক্ত প্রত্যাশা কেবল অসহায়তা আর একরাশ নিরব কান্না নিয়ে আসে।

“সম্পর্ক হলো সূক্ষ্ম এক বাঁধন—
সময় দিলে তা গভীর হয়,
আর দূরে গেলে আলগা হয়ে যায়।
তবে সত্যিকারের বন্ধন দূরত্বেও টিকে থাকে,
কারণ সেখানে বিশ্বাসের শিকড় থাকে মজবুত।”

___ শুভ রাত্রি 🖤

জোয়ার- ভাটা, পাড় ভাঙ্গা সবকিছুর পরেও যেমন একটা গাছ নদীর গা ঘেঁষে থাকে, আমিও তেমন তোমার গা ঘেঁষে তোমার গায়ের গন্ধ মেখে, স...
10/12/2024

জোয়ার- ভাটা, পাড় ভাঙ্গা সবকিছুর পরেও যেমন একটা গাছ নদীর গা ঘেঁষে থাকে, আমিও তেমন তোমার গা ঘেঁষে তোমার গায়ের গন্ধ মেখে, সব ঝড় এক নিমেষে দূর করে দিতে চাই।🫰❤️

শুভ সকাল 🥀🥀

゚ ゚viral

শুভ রাত্রি প্রিয় বন্ধুমহল...🥀🥀🥀 ゚
09/12/2024

শুভ রাত্রি প্রিয় বন্ধুমহল...🥀🥀🥀

আপনি আমারে দুঃখ দিয়েন,তবুও আমারে ছাইড়া যাইয়েন না।আপনি ছাইড়া গেলে,আমার বাঁচা মরা এক হইয়া যাইবো।আপনারে ছাড়া বাঁইচা থাকলে আ...
09/12/2024

আপনি আমারে দুঃখ দিয়েন,
তবুও আমারে ছাইড়া যাইয়েন না।
আপনি ছাইড়া গেলে,
আমার বাঁচা মরা এক হইয়া যাইবো।

আপনারে ছাড়া বাঁইচা থাকলে আমার
নিঃশ্বাসের অপচয় হইবো।
কারণ,আপনারে ছাড়া আমি
প্রতিটা মুহূর্ত মরার মতোই।

দয়া করে,আপনি আমারে দুঃখ দিয়েন
তবুও আমারে ছাইড়া যাইয়েন না।

আমি আপনারে ভীষণ রকম ভালোবাসি,
আপনারে ছাইড়া বাঁইচা থাকা;
থাইকা আয়ুর অপচয় হইবো।
আপনি আমারে দুঃখ দিয়েন,অবহেলা কইরেন।
তবুও আপনি আমারে ছাইড়া অন্য কারো হইয়েন না।

___🖤🖤

゚ ゚viral

শুভ বিকেল🥀🥀🥀Tamanna apu❤️ ゚
08/12/2024

শুভ বিকেল🥀🥀🥀

Tamanna apu❤️

জীবনের গল্পে মানুষ অসহায়, মানুষ হয়ে মানুষকে চিনতে না পারার ব্যর্থতায়।__ শুভ সকাল 🥀🥀 ゚
08/12/2024

জীবনের গল্পে মানুষ অসহায়,
মানুষ হয়ে মানুষকে চিনতে না পারার ব্যর্থতায়।

__ শুভ সকাল 🥀🥀

আমাকে একটা চিঠি পাঠাবেন,তাতে যেন লেখা থাকে,আপনার হৃদয়ের গোপন কথাগুলো,যে কথাগুলো বলা হয়নি কখনো।চিঠির প্রতিটি শব্দে যেন থা...
07/12/2024

আমাকে একটা চিঠি পাঠাবেন,
তাতে যেন লেখা থাকে,
আপনার হৃদয়ের গোপন কথাগুলো,
যে কথাগুলো বলা হয়নি কখনো।

চিঠির প্রতিটি শব্দে যেন থাকে,
আপনার স্মৃতির উষ্ণতা,
যতটুকু শীতল হই,
ততটুকু আবার উষ্ণতায় ভরে যায়।

আমি পড়ে নেবো সে চিঠি বার বার,
এ যেন কোনো গান,
যে গানের সুরে ভালোবাসা বাজে,
আর কোনো এক আকাশে ভালোবাসা খুঁজে পাওয়া যায়।

আমাকে একটা চিঠি পাঠাবেন,
আপনার চোখের ভাষা যেন আসে সেখানে,
চিঠি পেলে বুঝবো,
ভালোবাসার কোনো প্রান্ত নেই।

___শুভ দুপুর🥀🥀

আমি চাই না তুমি আমায় বদলে দাও।আমি শুধু চাই, কেউ আমাকে সেইভাবেই গ্রহণ করুক,যেমন আমি—ভুলে ভরা, অসম্পূর্ণ।আমি চাই না কেউ আম...
07/12/2024

আমি চাই না তুমি আমায় বদলে দাও।
আমি শুধু চাই, কেউ আমাকে সেইভাবেই গ্রহণ করুক,
যেমন আমি—ভুলে ভরা, অসম্পূর্ণ।

আমি চাই না কেউ আমায় পথ দেখাক।
আমি শুধু চাই, কেউ পাশে দাঁড়িয়ে বলুক,
“তোমার লড়াইটা আমি বুঝি,
তুমি যেমন আছ, ঠিক তেমনটাই যথেষ্ট।”

আমি চাই না কেউ আমার কষ্ট ভাগ করে নিক।
আমি শুধু চাই, কেউ একবার চোখে চোখ রেখে বলুক,
“তোমার কষ্টগুলো আমায় ছুঁয়ে যায়।”

আমি চাই না কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি।
আমি শুধু চাই, কেউ এমনভাবে পাশে থাকুক,
যেন তার উপস্থিতিই আমাকে শান্তি দেয়।

আমি শুধু চাই, কেউ সত্যি করে বুঝুক,
আমার নীরবতাগুলোও কথা বলে।

___শুভ সকাল 🥀🥀

゚ ゚viral

শুভ সন্ধ্যা 🥀🥀   ゚
06/12/2024

শুভ সন্ধ্যা 🥀🥀

শুভ দুপুর 🥀🥀🥀  ゚      ゚viral
06/12/2024

শুভ দুপুর 🥀🥀🥀

゚ ゚viral

এই যে অভিমান করে দূরত্ব বাড়াও,যদি অভিমান ভাঙার আগেমৃ'ত্যু এসে ছিনিয়ে নিয়ে যায়,তখন কি তোমার দুঃখ হবে?___❐সাবু
05/12/2024

এই যে অভিমান করে দূরত্ব বাড়াও,
যদি অভিমান ভাঙার আগে
মৃ'ত্যু এসে ছিনিয়ে নিয়ে যায়,
তখন কি তোমার দুঃখ হবে?

___❐সাবু

তোমার ঘনিষ্ঠতা কারো সঙ্গে দেখলে,মনে হয় যেন পৃথিবী থেমে গেছে।🖤অভিমানের পাহাড় জমে হৃদয়ে,কিছু বলতে পারি না, নিরবে হৃদয় ভ...
04/12/2024

তোমার ঘনিষ্ঠতা কারো সঙ্গে দেখলে,
মনে হয় যেন পৃথিবী থেমে গেছে।🖤
অভিমানের পাহাড় জমে হৃদয়ে,
কিছু বলতে পারি না, নিরবে হৃদয় ভাঙে💔

🌸আমি সুচিস্মিতা নই,বরং হাসলে আমাকে খারাপই লাগে।আমি সুবক্তা নই,মেপে কথা, পরিমিত আলাপ আমার দ্বারা হয় না।উল্টে প্রাণ খুলে ক...
04/12/2024

🌸
আমি সুচিস্মিতা নই,
বরং হাসলে আমাকে খারাপই লাগে।
আমি সুবক্তা নই,
মেপে কথা, পরিমিত আলাপ আমার দ্বারা হয় না।
উল্টে প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি,❤️
সবার সাথে হাসিমুখে কথা বলতেই শান্তি লাগে মনে।
বিদ্যেবতী বা বুদ্ধিমতী কোনোটাই আমার বিশেষণ নয়,
অতি সাধারণ নগণ্য একটা মেয়ে, এতটাই যে,
কারও কবিতায় কল্পিত নারী হওয়া যায় না। 🖤

---শুভ সকাল🥀

゚ ゚viral

Address

Sonargaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabu's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share