Khurshida Riku

  • Home
  • Khurshida Riku

Khurshida Riku আসসালামুয়ালাইকুম

13/11/2024

১ প্লেট ভাত = তোফাজ্জলের জীবন
২৫০ টাকা = মুনতাহার জীবন
৫০০ টাকা = মায়ের জীবন
বাংলাদেশ 💔

12/11/2024

নিজের মাকে নিজেই খু* করে ফ্রিজে ডুকিয়ে রাখলো।

এদিকে ভুলবশত কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করে ফেললে, যতক্ষন না মা হাসি মুখে আইসা কথা বলে ততক্ষন পর্যন্ত সস্তি লাগে না!

12/11/2024

এইখানে লাশের হিসেব কতটা ভিন্ন হয়!
এই যেমন গতকালকের লাশ গার্মেন্টস কর্মীর না হয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হলে ঢাকা শহর বন্ধ হয়ে যেত এতক্ষনে, বিচারের দাবিতে। অথচ, সব কেমন শান্ত হয়ে গেল যখন দেখা গেল এই লাশ গার্মেন্টস কর্মীর লাশ।
মুনতাহার খুনীরা তিনজন জেলে,প্রায় সবাই তাদের বিচার চায়। কিন্তু ১০৫ জন শিশুকে হত্যা করা হয়েছে শুধু এই জুলাইয়ে, তাদের খুনীরা বিদেশের সবচেয়ে ফ্যান্সি লাইফ কাটাচ্ছে জনগনের থেকে লুট করা টাকায়! আর দেশের বিপুল সংখ্যক মানুষ এখনো বলতেছে ১০৫জন শিশুর খুনীই পারতো দেশটাকে রক্ষা করতে, তারা এর বিচার দাবী করেনাই।

10/11/2024

ভালো তাকেই বাসো যে তোমাকে কষ্ট দিবে নাহ! 🌸

09/11/2024

নারী তুমি বাবার বাড়ির বো'ঝা, শ্বশুর বাড়ির কাজের মেয়ে! নারী তুমি সবার জীবনে বি 'ষাক্ত এক ছা'য়া!
নারী তোমাকে দেহে হতে হবে রূপবতী, কাজে হতে হবে গুণবতী, তোমার কোন স্বা'ধীনতা নেই!
নারী তোমাকে সব কিছুতেই সুন্দর ও পারদর্শী হতে হবে! তা না হলে তোমার বেঁ'/-চে থাকার কোন অ'ধি'/কার নেই.!🙂

📷 Ankita

কোন এক শীতের দিন... 🤣🤭
09/11/2024

কোন এক শীতের দিন... 🤣🤭

09/11/2024

বিশ্ব বিখ্যাত শিল্পী 🫰😌

09/11/2024

শীতের জন্য প্রস্তুত তো?

26/09/2024

পাত্র পক্ষ দেখতে এসেছিলো, সব কিছুই ঠিক ঠাক বাট পার্সোনাল ভাবে কথা বলতে দিয়েছিলো যখন পাত্র বল্লো "আমার নাম মোসাঃ ইকবাল ইসলাম!"🙂

বিয়ে কি ক্যান্সেল করা উচিত নাকি চলতে থাকবে?

21/09/2024

গতকাল কি গরম ছিল আর আজ আবহাওয়া কি ঠান্ডা,আল্লাহর রহমত! ❤️

20/09/2024

জা-না-জা-য় বলা হচ্ছে -
আপনারা সবাই তোফাজ্জল কে মা-ফ করে দিয়েন। সে আর এক বেলা খাবারের জন্য আপনাদের কাছে ১০টাকা,২০টাকা,৫০টাকা চাইবে না।

20/09/2024

আমার কথাবার্তা 'রূড' শুনালে বুঝে নিবেন 'গরমের কারনে' আমার মেজাজ খারাপ! এমনিতে আমি ঠান্ডা মেজাজের মানুষ ❤️

20/09/2024

Summer lover রা বাড়ি থেকে বের হন, বাইরে অনেক মজা হচ্ছে!'❤️

আমি শুধু এর কপাল টা কেমন সেটা ভাবছি। প্রেমিকার বিয়ে হয়ে গেল, বাবা মারা  গেল,মাসের মাথায়  মাও মারা  গেল, একটা ভাই ছিল সেও...
19/09/2024

আমি শুধু এর কপাল টা কেমন সেটা ভাবছি। প্রেমিকার বিয়ে হয়ে গেল, বাবা মারা গেল,মাসের মাথায় মাও মারা গেল, একটা ভাই ছিল সেও মারা গেল। শেষমেশ কিছু বই মুখস্ত করে মেধাবী হওয়া কুকুরের হাতে নিজেও মারা গেল।

তোফাজ্জল উনি চো র ছিলো না!  বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই! ভালো রেজাল্ট  নিয়ে পাথরঘাটা  কলেজে ভর্...
19/09/2024

তোফাজ্জল উনি চো র ছিলো না!
বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন,, ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নি ষ্ঠু রতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতা ও তার মা- বাবা কে এক মাসের মাথায় পৃথিবী থেকে তু'লে নিয়ে যায়!

এই অবস্থা আপনি আমি ও পা গ ল হয়ে যেতাম !
শোকে ক ষ্ট সে পা গ ল হয়ে বেড়ায়,বড় ভাই ছিলেন পুলিশের এসআই! তিনি তার শেষ অভিভাবক,, তাকে চিকিৎসা করায়! ম র ণ এসে তাকে তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পো ড়া পা গ লা টা!!!!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!

পা গ ল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে,, হয়তো খাবারের খোজে আসছিলো,আর চো র বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মা র লেন.!'🙂

19/09/2024

এরা মেধাবী হইতে পারলো
তবে মানুষ হইতে পারলো না

শিট ম্যান!!কেমনে সম্ভব? ঘুমানোর আগে দেখলাম সবাই তাকে নিয়ে ভালো পোস্ট দিচ্ছে, যে সে প্রফেশনাল চো/re না! মানুষিক ভারসাম্যহ...
19/09/2024

শিট ম্যান!!
কেমনে সম্ভব?
ঘুমানোর আগে দেখলাম সবাই তাকে নিয়ে ভালো পোস্ট দিচ্ছে, যে সে প্রফেশনাল চো/re না! মানুষিক ভারসাম্যহীন,বাবা -মা কেউ নেই। এটা শুনেই খারাপ লাগছিলো, তারপর কেমনে মানুষটাকে মে//reই ফেললি ভাই? আসলেই কি আমরা মানুষ হতে পরেছি? শরীরে জোস থাকা ভালো! কিন্তু এমনে একটা জ্যান্ত মানুষ? তদের সাফাই তো আমরা গাইতে পারবো না
দুনিয়াটা এমন হয়ে যাচ্ছে কেন দিন দিন?🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Khurshida Riku posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khurshida Riku:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share