সোনাগাজীর আলো

সোনাগাজীর আলো সত্য প্রকাশে আমাদের সাহসিকতা সবার ঊর্ধ্বে
(1)

গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশিকে আদালতে হাজির করেছে পুলিশ। #সোনাগাজী    #সোনাগাজী      #সবাই
14/01/2025

গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশিকে আদালতে হাজির করেছে পুলিশ।

#সোনাগাজী #সোনাগাজী #সবাই

সোনাগাজীতে ধারালো অস্ত্র ও গাজা সহ সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীনিজস্ব প্রতিনিধিফেনীর সোনাগাজীতে আব্দুল ...
14/01/2025

সোনাগাজীতে ধারালো অস্ত্র ও গাজা সহ সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

নিজস্ব প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে আব্দুল মমিন রানা নামে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাকে মঙ্গলবার ভোররাতে পৌরসভার তুলাতুলি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।সে ওই গ্রামের বৈদ্য বাড়ির নুর ইসলাম ভুলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তার বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসতঘরের আলমিরা থেকে একাধিক রং মিশ্রিত ৩০টি আতশবাজী,২০০ গ্রাম গাঁজা, ০৩টি মোবাইল সেট, চাপাতি ও ছেনা উদ্ধার করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন জানায়, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে থানায় ০৬ টি মাদক মামলা রয়েছে,যার একটিতে আদালত তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে।

এদিকে ধৃত আব্দুল মমিন রানার পরিবার বলেন,বাড়ির একাধিক প্রতিবেশীর সাথে আমাদের ভূমি বিরোধ রয়েছে।তারা রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দিয়েছে।
#সোনাগাজী #সবাই

সচিবালয় ঘেরাও করে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। #সোনাগাজী    #সবাই  #সোনাগাজী
13/01/2025

সচিবালয় ঘেরাও করে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

#সোনাগাজী #সবাই #সোনাগাজী

আইমএম এর পরামর্শে করের বোঝা?? #সোনাগাজী    #সবাই  #সোনাগাজী
13/01/2025

আইমএম এর পরামর্শে করের বোঝা??

#সোনাগাজী #সবাই #সোনাগাজী

সফল হতে হলে চট্টগ্রামের রূপচাঁদা ও লইট্টা শুটকি খেতে হবে ! সাথে ফুলকপি থাকলে আরো ভাল।সুফল আসবেই !গুন থাকলে সবাই আপনায় নি...
12/01/2025

সফল হতে হলে চট্টগ্রামের রূপচাঁদা ও লইট্টা শুটকি খেতে হবে ! সাথে ফুলকপি থাকলে আরো ভাল।
সুফল আসবেই !
গুন থাকলে সবাই আপনায় নিয়ে যোগ অংক করবে !

#সোনাগাজী #সোনাগাজী #সবাই

12/01/2025

কোরআন মাজীদ বলে, পৃথিবী, আকাশ এবং সমগ্র জগৎসংসার শুধুমাত্র আল্লাহ তায়ালার হুকুমের আওতাভুক্ত। সবকিছুর সৃষ্টিকর্তা ও রিজিকদাতা যেমন আল্লাহ, তেমনিভাবে সবার ওপর শুধু তারই হুকুম চলে। বলা হয়েছে, ‘লাহুল খালকু ওয়াল আমরু’। অর্থাৎ, সৃষ্টিও তারই এবং হুকুম তারই’ (সূরা আরাফ : আয়াত-৫৪)।
#সোনাগাজী

আবু রায়হান ফেনী সোনাগাজী Alhaz Shafiqur Rahman Shafique Younus Muhammed Rasel Helal Sonagazi Zahir Uddin Mahmood Lipton Abul Hossain Ripon Abdur Rahim MD Mamun Khan M A H Sumon Mijanur Rahoman Selim Iqbal Chowdhury Juwel ওমৱ ফারুক Billal Hossain মোহাম্মদ ফারুক ইমরান হোসেন হাসান শাহাদাত তৌহিদ

ছিলেন মেডিকেল ছুটিতে,অব্যহতি দেওয়া হয়েছে নাস্তা না খেয়ে হইচই’ করার অভিযোগেনিজস্ব প্রতিনিধিঃঅব্যাহতিপ্রাপ্ত সাব–ইন্সপেক্ট...
11/01/2025

ছিলেন মেডিকেল ছুটিতে,অব্যহতি দেওয়া হয়েছে নাস্তা না খেয়ে হইচই’ করার অভিযোগে

নিজস্ব প্রতিনিধিঃ
অব্যাহতিপ্রাপ্ত সাব–ইন্সপেক্টর (এসআই)। ‘নাস্তা না খেয়ে হইচই’ করার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। জানা গেছে, সেদিন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না আয়েশা।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অভিযোগে চার ধাপে ৩২১ জন প্রশিক্ষণপ্রাপ্ত সাব–ইন্সপেক্টরকে (এসআই) অব্যাহতি দেয়। তাদেরই একজন আয়েশা সিদ্দিকা।

শেরপুর সদরের রফিকুল ইসলামের মেয়ে আয়েশা। পাঁচ ভাই বোনের মধ্যে তার অবস্থান দ্বিতীয়। এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০২৩ সালের ৪ নভেম্বর থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রায় ১ বছর প্রশিক্ষণ নিয়েছেন। প্রথম ধাপে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ২০২৪ সালের ৪ নভেম্বর তাকে অব্যাহতি দেওয়া হয়।

আয়েশা এসআই পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর প্রশিক্ষণের ডাক পান। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সেদিন ফলাফল দেখতে পেয়ে প্রথমে আমি আমার মাকে ফোন দেই। কিন্তু কিছুই বলতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থেকে মাকে বলি, তোমার মেয়ে আর বেকার নয়। এবার হয়তো তোমার সংগ্রামী জীবনের সহযোদ্ধা হতে পারব। তোমার মেয়ে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে। আমি উপলব্ধি করতে পারছিলাম আমার মায়ের চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে।’

প্রশিক্ষণকালের কঠিন সংগ্রামের কথা জানিয়ে আয়েশা বলেন, 'কনকনে শীতের ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম। রাত ৯টা পর্যন্ত চলত প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম। আবার গ্রীষ্মকালের ৪৪ ডিগ্রি তাপমাত্রায় রানিং ট্র্যাকে পরপর ১.৬২৫ কিলোমিটার দৌড় শেষ করে ছেলেদের সাথে সমান তালে প্যারেড কার্যক্রম চালিয়ে যেতে হয়েছে। সারদার উত্তপ্ত রোদে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছি। হাজার হলেও আমরা তো মেয়ে, আমাদের শরীরে তো আর ছেলেদের মত শক্তি-সামর্থ্য থাকে না। তারপরও হাজারটা কষ্ট করে মাঠে টিকে থাকতে হয়েছে শুধু মা বাবার মুখের দিকে চেয়ে থাকে। লং জাম্প, হাই জাম্প পুশ আপ, সীট আপ, র‍্যাম্বলিং কত কঠিন থেকে কঠিনতম ধাপ পার হলাম।’

প্রশিক্ষণের শেষ দিকে এসে অব্যাহতি পান আয়েশা। এ সম্পর্কে তিনি বলেন, ‘এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর হঠাৎ করে আমাকে শোকজ করা হয়। অভিযোগ, আমি নাস্তা না খেয়ে হইচই করেছি, বিশৃঙ্খলা সৃষ্টি করেছি। অথচ আমি তো ওই দিন একাডেমিতে উপস্থিতই ছিলাম না। অসুস্থতার জন্য মেডিকেল ছুটিতে ছিলাম। আমার কাছে তার সমস্ত প্রমাণ আছে। তারপরও আমাকে মিথ্যা অভিযোগে অব্যাহতি দেওয়া হয়।’

আয়েশা সিদ্দিকা আরও বলেন, ‘আমি আমার মায়ের সামনে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাই না। আমি নিজেই এখন হতাশার সাগরে ডুবে আছি। আমার কাছে মনে হয় আমাকে চাকরি থেকে অব্যাহতি না দিয়ে গুলি করে মেরে ফেললেও তা আমার জন্য আনন্দের হত। আমার কারণে আমার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছে। আমি তাদের চোখের দিকে তাকাতে পারি না। তাদের চোখের জলের মূল্য আমি কীভাবে দিব?’

তিনি আরও বলেন, ‘ভেবেছিলাম চাকরি পেয়ে পরিবারের হাল ধরব। ছোট বোনদের পড়ালেখার দায়িত্ব নিব। কিন্তু তা আর হল কই। দীর্ঘদিন প্রশিক্ষণে এক পয়সাও বেতন পাইনি, উলটো বাবা-মা ধার করে টাকা পাঠাত, সেই টাকায় প্রশিক্ষণ শেষ করেছি। অথচ চাকরি তো হলোই না বরং বাবা-মায়ের ওপর ঋণের বোঝা আরো বাড়িয়ে দিলাম। স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এসে, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।’

তিনি বলেন, ‘আমি তো ওই দিন অসুস্থতাজনিত কারণে ছুটিতে ছিলাম, তাহলে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলাম কীভাবে? আর না তো আমার বা আমার পরিবারের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। নিজের কঠোর পরিশ্রমে উত্তীর্ণ হয়েছিলাম বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট এসআই-২০২৩ এর চূড়ান্ত পরীক্ষায়। তাহলে আমাকে কেন এক বছর প্রশিক্ষণের পরে বাদ দেওয়া হল? এই প্রশ্নের উত্তর মেলাতে পারি না।’

#সোনাগাজী #সবাই #সারদাপুলিশএকাডেমি #পুলিশ

আবু রায়হান ফেনী সোনাগাজী Alhaz Shafiqur Rahman Shafique Younus Muhammed Rasel Helal Sonagazi Zahir Uddin Mahmood Lipton ওমৱ ফারুক Mijanur Rahoman Selim মোহাম্মদ ফারুক Abul Hossain Ripon Abdur Rahim M A H Sumon Billal Hossain

আমার কাছে তো টাকা নেই,  তাই বলে কি আমাকে মাছ দিবা না 💔😭
11/01/2025

আমার কাছে তো টাকা নেই, তাই বলে কি আমাকে মাছ দিবা না 💔😭

নেত্রকোনায় পুলিশের এসআই কে  কুপিয়ে হত্যাডেস্কঃনেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামের পুলিশের এসআই কে  কুপিয়ে হত্য...
09/01/2025

নেত্রকোনায় পুলিশের এসআই কে কুপিয়ে হত্যা

ডেস্কঃ
নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামের পুলিশের এসআই কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন একটি গলি সড়কে তার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা (এসআই) পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের পুত্র।তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

এদিকে, ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়,৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দূর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিক বার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান,গতকাল বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন শফিকুল ইসলাম। আগামীকাল শুক্রবার সকালে তাদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাড়িতে উঠার কথা ছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, শফিকুল ইসলাম জামালপুরে বেতারে এসআই পদে কর্মরত ছিলেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। তবে আজ সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯ টার পর সেখানে তার মৃত্যু হয়।

#সোনাগাজী #সবাই #নেত্রকোনা

কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যাডেস্কঃকক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানে আজ বৃহস্পতিবার র...
09/01/2025

কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা
ডেস্কঃ
কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানে আজ বৃহস্পতিবার রাতে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি টিপুকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি খুলনার দৌলতপুরে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত সাড়ে আটটার দিকে গোলাম রব্বানি সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে গোলাম রব্বানির মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।

#সোনাগাজী #সবাই #কক্সবাজার

09/01/2025

সদ্য ঘোষিত সোনাগাজী উপজেলা ও পৌরসভা বিএনপির অবৈধ, অগঠনতান্ত্রীক কমিটি বাতিলের দাবিতে সোনাগাজীর জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি
পালন করেছে বিএনপির একাংশ।

#সোনাগাজী #সবাই #বিএনপি

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের  মারধরে র'ক্তা'ক্ত আমাদের সোনাগাজীর সুলাখালি গ্রামে নরওয়ে  প্রবাসী পল্লব। রক্তাক্ত হয়েও গু...
09/01/2025

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধরে র'ক্তা'ক্ত আমাদের সোনাগাজীর সুলাখালি গ্রামে নরওয়ে প্রবাসী পল্লব।
রক্তাক্ত হয়েও গুনলেন ৫ হাজার টাকা জরিমানা।

যাত্রী যদি অপরাধ করে তারে আটক করেন, শাস্তির আওতায় আনেন, কিন্তু একজন প্রবাসী যাত্রীকে ৫-৬ জন মিলে মব স্টাইলে পিটিয়ে রক্তাক্ত করার লাইসেন্স আপনাদের কে দিছে?

সোনাগাজীতে সরকারী উন্নয়ন কাজের বিটুমিন,গ্রীণ অয়েল ও রড় চুরিনিজস্ব প্রতিনিধিঃফেনীর সোনাগাজীতে ইসলামী ব্যাংকের লগো লাগানো ...
08/01/2025

সোনাগাজীতে সরকারী উন্নয়ন কাজের বিটুমিন,গ্রীণ অয়েল ও রড় চুরি

নিজস্ব প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজীতে ইসলামী ব্যাংকের লগো লাগানো মোটরসাইকেলে এসে সড়ক উন্নয়নের বিটুমিন ও গ্রীন ওয়েল চুরি করেছে একদল চোর। ঘটনাটি মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের ইছাপুর গ্রামে ঘটে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, (জিএসপি) প্রকল্প থেকে ৮৫ লাখ টাকা বরাদ্ধ হওয়া এলজিইডির মাধ্যমে ঠিকাদার এমএম কনাসট্রাকসন কাজ শুরু করে।ডেনিস ইছাপুর সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে।

স্থানীয়রা জানায়, সড়কের জন্য আনা বিটুমিন ও গ্রীন ওয়েল মঙ্গলবার রাত ১ টার দিকে একটি ট্রাকে করে ১০/১২ জন ও ১ টি মোটরসাইকেল ১ জন চোর রাতে ইছাপুর সড়কের পাশ থেকে ১৫ ড্রাম বিটুমিন ও ৮ ড্রাম গ্রীন ওয়েল চুরি করে নিয়ে যায়।

ঠিকাদার এমএম কনাসট্রাকসন এর সত্ত্বধীকারী মাহতাবুর রশিদ জানান, এলজিইডি মাধ্যমে ৮৫ লাখ টাকা উন্নয়ন কাজে পেয়ে কাজ শুরু করি। গতকাল রাতে বিটুমিন ও গ্রীন ওয়েল নিয়ে যায়। যার মূল্য অনুমানিক ৬ লাখ টাকা।

ঠিকাদার প্রতিনিধি জামাল উদ্দিন বলেন, রাতে ওই এলাকার চিহৃত চোর প্রথমেরইসলামী ব্যাংকের লগো লাগানো মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে,কিছুক্ষন পর ট্রাকযোগে আরো ১০/১২ জন এসে মালামাল চুরি করে নিয়ে যায়।

এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের মহেশ্চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের প্রায় ৩ টন রড় চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
নির্মাণ কাজের ঠিকাদার রাসেল জানায়, ঘটনার সময় ট্রাকযোগে ১০/১২ জনের একটি সংঘবন্ধ দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে অবরুদ্ধ করে।পরে তারা ৩ টন রড় ট্রাকে তুলে নিয়ে যায়।যাওয়ার সময় ঘটনা কাউকে জানালে শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেয়।

সোনাগাজী মড়েল থানার ওসি বায়েজিদ আকন্দ জানান,থানায় চুরির বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি, করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

#সোনাগাজী #সবাই

আবু রায়হান ফেনী সোনাগাজী Alhaz Shafiqur Rahman Shafique Zahir Uddin Mahmood Lipton Abul Hossain Ripon Younus Muhammed Rasel Mijanur Rahoman Selim Iqbal Chowdhury Juwel হাসান শাহাদাত তৌহিদ ওমৱ ফারুক

লন্ডনে মা ছেলের দীর্ঘ প্রতিক্ষিত সাক্ষাৎ।মা মানেই দেশ...দেশ মানেই মায়ের বুক.... #সোনাগাজী    #সবাই      #লন্ডন  #বিএনপি...
08/01/2025

লন্ডনে মা ছেলের দীর্ঘ প্রতিক্ষিত সাক্ষাৎ।
মা মানেই দেশ...দেশ মানেই মায়ের বুক....

#সোনাগাজী #সবাই #লন্ডন #বিএনপি

আবু রায়হান ফেনী সোনাগাজী Mijanur Rahoman Selim ওমৱ ফারুক Abul Hossain Ripon

ফেনী শহরের শাহীন একাডেমি স্কুল রোড এলাকায় আজ  (৭ জানুয়ারি) সন্ধ্যায় রফিক ম্যানশনে তালা কাটার সময় এক ব্যক্তিকেে আটক করে ...
07/01/2025

ফেনী শহরের শাহীন একাডেমি স্কুল রোড এলাকায় আজ (৭ জানুয়ারি) সন্ধ্যায় রফিক ম্যানশনে তালা কাটার সময় এক ব্যক্তিকেে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।।

07/01/2025

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বরখাস্তকৃত মেজর ডালিমের সাক্ষাৎকারের আদ্যেপ্রান্ত।

06/01/2025

কোলকাতা শহরে হিন্দু পুর্ণার্থীদের সাথে কিছু সময়

#সোনাগাজী #সবাই #কোলকাতা

Abul Hossain Ripon Zahir Uddin Mahmood Lipton আবু রায়হান ফেনী সোনাগাজী Alhaz Shafiqur Rahman Shafique Helal Sonagazi Younus Muhammed Rasel Abdur Rahim M A H Sumon MD Mamun Khan Mijanur Rahoman Selim ওমৱ ফারুক Iqbal Chowdhury Juwel Billal Hossain ইমরান হোসেন মোহাম্মদ ফারুক হাসান শাহাদাত তৌহিদ Jahanara Akter

সাপ্তাহিক যায়যায়দিন ৩১ আগস্ট  ১৯৯৩
06/01/2025

সাপ্তাহিক যায়যায়দিন
৩১ আগস্ট ১৯৯৩

Address

Sonagazi
3930

Alerts

Be the first to know and let us send you an email when সোনাগাজীর আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share