Arfat Media Center

Arfat Media Center বাংলাদেশের শীর্ষস্থানিয় আলেম ওলামাদ?

27/03/2024

আপনি বিকাশে এক হাজার টাকায় ২০ টাকা দিতে বাধ্য।

অথচ এক হাজার টাকায় ২৫ টাকা যাকাত দিতে অজুহাত খুঁজেন, তাও আবার বছরে একবার।

আফসোস!

16/02/2023

آنا أمركم بجْنس اللَّة أمرنى بهن الجماعة والسمع والطاعة



و الهجرة والجهاد فی سبیل اللّه فائه من خرج من الجماعة



قيد شبر, فقد خلع ربقة الاسلام من عنقه الأ أن يرجع ومن



دعا بدعوى جاهلية فهو من جنى جهنم - قالوا يا رسول اللّه



وان صنام وصلَّی ؟ قال وانصام وصلَّی وزعم آئلہ“مسنلۂ



“আমি তোমাদেরকে পাচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি। আল্লাহ আমাকে ঐগুলোর নির্দেশ দিয়েছেন। (বিষয়গুলো হচ্ছে)



১। সংগঠন,



২। নেতৃ নির্দেশ শ্রবণ,



৩। নেতৃ নির্দেশ পালন,



৪। আল্লাহর অপছন্দনীয় সবকিছু বর্জন এবং আল্লাহর পথে জিহাদ।

08/07/2022

সকল প্রবাসী ভাই বোনদের আরফাত মিডিয়া সেন্টার পরিবার এর পক্ষ থেকে ঈদ মোবারক। ❤️

24/05/2022
জেলের ভয় পেয়ে লাভ কী?জেলেই তো আছিড. এনায়েত উল্লাহ আব্বাসি😍
18/05/2022

জেলের ভয় পেয়ে লাভ কী?
জেলেই তো আছি
ড. এনায়েত উল্লাহ আব্বাসি😍

02/05/2022

*ঈদের দিনের সুন্নাত সমূহ*

❑ অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (বাইহাকী, হাদীস নং- ৬১২৬)

❑ মিসওয়াক করা। (তাবঈনুল হাকাইক, ১:৫৩৮)

❑ গোসল করা। (ইবনে মাজাহ, হাদীস নং- ১৩১৫)

❑ শরী‘আত সম্মত সাজসজ্জা করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৪৮)

❑ সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৪৮/ মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০)

❑ সুগন্ধি ব্যবহার করা। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০)

❑ ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় যেমন (খেজুর ইত্যাদি) খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পরে নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৫৩/ তিরমিযী শরীফ, হাদীস নং- ৫৪২/ দারেমী হাদীস নং- ১৬০৩)

❑ সকাল সকাল ঈদগাহে যাওয়া।(আবু দাউদ, হাদীস নং- ১১৫৭)

❑ ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে ছদকায়ে ফিতর আদায় করা। (দারাকুতনী, হাদীস নং- ১৬৯৪)

❑ ঈদের নামায ইদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৫৬/ আবু দাউদ হাদীস নং- ১১৫৮)

❑ যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৮৬)

❑ পায় হেঁটে যাওয়া। (আবু দাউদ, হাদীস নং- ১১৪৩)

❑ ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ

‎اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ . وَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. وَ لِلّٰهِ الْحَمْدُ.

তবে ঈদুল আযহাতে যাওয়ার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবে। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ১১০৫/ বাইহাকী, হাদীস নং- ৬১৩০)

💻 শুভেচ্ছান্তেঃ আরফাত উদ্দিন চট্টগ্রাম
পরিচালক আরফাত মিডিয়া সেন্টার

সংগৃহীত পোষ্ট************আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার...
29/04/2022

সংগৃহীত পোষ্ট
************
আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে,আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) ইসরাইল মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন,আমরা মহান আল্লাহকে বলতে পারব না,আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন,আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান,যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী,আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে,মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম,এবার একটু চিন্তা করুন তো,এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে!

28/04/2022

#তারাবী ৮ রাকাত পড়া সুন্নাহ আর ২০ রাকাত পড়া যায়েজ!
#খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ আর পানি, ছোলা-মুড়ি, বেগুনী পিয়েজু ইত্যাদি দিয়ে করা যায়েজ!
#ফজরের সলাতের পর না ঘুমানো সুন্নাহ কিন্তু ঘুমানো যায়েজ!
#মসজিদে প্রবেশ করে দু'রাকাত সলাত পড়া সুন্নাহ কিন্তু না পড়া যায়েজ!
#ফিতরা খাদ্য দ্বারা দেওয়া সুন্নাহ আর টাকা দিয়ে দেওয়া যায়েজ!
সুতরাং কেউ যদি যায়েজটা পালন করে তাকে ভ্রান্ত বলা, সুন্নাহ বিরোধী বলা, মুর্খ ইত্যাদি বলা এবং তাকে যায়েজ পালনে বাধা দেওয়ার অধিকার কারো নেই!

26/04/2022

উচিৎ ছিলো ছোটবেলায় যাকাতের অংক শেখানো,
কিন্তু শেখানো হয়েছে সুদের অংক !
তাই আমরা সুদের হিসাব বুঝি, কিন্তু যাকাতের হিসাব বুঝিনা !

রমজানের পূর্ব প্রস্তুতি ঃ-১) তাওবা করা  ২)জ্ঞান  অর্জন  রমজানের ফজিলত ও মাসআলা মাসায়েল৩)সহীহ্ শুদ্ধভাবে কোরআন শিক্ষা নেও...
25/03/2022

রমজানের পূর্ব প্রস্তুতি ঃ-
১) তাওবা করা
২)জ্ঞান অর্জন রমজানের ফজিলত ও মাসআলা মাসায়েল
৩)সহীহ্ শুদ্ধভাবে কোরআন শিক্ষা নেওয়া ও দেওয়া
৪)ভঙ্গ হয়ে যাওয়া রোজাগুলো কাজা ও আদায় করে নেওয়া
৫) নফল রোজা রাখা
৬) নফল নামাজ (তাহাজ্জুদ) পড়া ও অন্যান্য
৭)কিছু জাকাত ও নফল দান করা
৮ ) শিরক মুক্ত হওয়া অহংকার অহমিকা মুক্ত হওয়া
৯)কারো সাথে অপরাধ করলে ক্ষমা চেয়ে নেওয়া ও কারো সাথে রাগ থাকলে ক্ষমা করে দেওয়া
১০)আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করে নেওয়া
১১)পূর্বের রমজানে যে সকল কারনে ইবাদতে ঘাটতি হয়েছে তা চিহ্নিত করে পরিহিত করা
১২)রমজান কাটানোর পরিকল্পনা করা
১৩) ঘরে ও বাহিরে রমজানের রোজা রাখার গুরুত্ব বেশি বেশি আলোচনা করে উদ্ভুদ্ধ করা
১৪)
রমজানের রোজা আসতেছে অপেক্ষা করা সাবানের ২৯ তারিখ চাঁদ দেখা

১৫)বেশি বেশি দোয়া করা দোয়া কাবুলের গুরুত্বপূর্ণ সময়-
ক,ফরজ নসমাজের পর
খ,তাহাজ্জুদের সময়
গ,সেজদার সময়
ঘ,মুরগি যখন ডাকে
ঙ, আজানের সময়
চ,শুক্রবার সব আজানের সময় বিশেষ করে ভোরে ও আসরের পর
ছ,আরাফাতে অবস্থান করার সময়
জ আল্লাহর ইসমে আজম ও দুরুদ পড়া দোয়ার আগে ও পরে( ইয়া আল্লাহ, ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়ূম বি রাহমাতিকা আস্তাগিস।
আল্লাহ!!!
আমাদের গোটা পরিবারের সকলকে আবু বকর রাঃ পরিবারের মত দ্বীনের উপর ইস্তেকামাত থেকে তোমার সন্তুষ্টি নিয়ে ইমানের উপর অটল থেকে মৃত্যু বরন করার তৌফিক দাও।

আমিন ছুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন!!!!অনুসন্ধান

আলহামদুলিল্লাহ💞
12/03/2022

আলহামদুলিল্লাহ💞

09/02/2022

একটি স্লোগানে কেপে উঠল পুরো বিশ্ব স্লোগান টি যেন কী ?
লিল্লাহি, তাকবির, আল্লাহু আকবর

02/02/2022

আলহামদুলিল্লাহ,
রজব মাসের চাঁদ দেখা গিয়েছে। রমাদানের আর মাত্র ৬০ দিন বাকী। রমাদানের আগমণী বার্তার জানান দেয় রজব ও শাবান মাস। রজব মাস শুরু হলেই রমাদানের আগ পর্যন্ত নবীজি (সা) নিম্নোক্ত দোয়াটি পড়তেন.....

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।’

যেহেতু রাসূল (সা) রজব ও শাবান মাসে এ দোয়াটি বেশি বেশি পড়তেন সুতরাং মুসলিম উম্মাহর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল।

আল্লাহ তায়ালা আমাদেরকে আমলের তাওফিক দিন..

26/01/2022

Mizanur Rahman Al Azhari

মাশাআল্লাহ মাগরিবের নামায মাঠে বসেই আদায় করলেন মাহমুউল্লাহ রিয়াদ ভাইয়া 💕
22/01/2022

মাশাআল্লাহ
মাগরিবের নামায মাঠে বসেই আদায় করলেন মাহমুউল্লাহ রিয়াদ ভাইয়া 💕

21/01/2022

স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ১৪ দিনের (২ সাপ্তাহ) জন্য বন্ধ ঘোষণা ॥

মাননীয় সাস্থ্য মন্ত্রী
প্রেস ব্রিফিং ২১ জানুয়ারি ২২॥

আলহামদুলিল্লাহ ! Congratulations ড.মিজানুর রহমান আজহারি সাহেবকে,আজ আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি (IIUM),মালয়েশিয়া থেক...
01/01/2022

আলহামদুলিল্লাহ !
Congratulations ড.মিজানুর রহমান আজহারি সাহেবকে,আজ আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি (IIUM),মালয়েশিয়া থেকে সফলভাবে ডিগ্রি সম্পন্ন করার জন্যে।আমরা এ জনপ্রিয় ইসলামিক স্কলারের সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করছি।

31/12/2021

গার্লফ্রেন্ড থাকলে কই স্মাট আর দুইটা বউ থাকলে কই লুইচ্ছ্যা এটাই বাংলাদ॥
ABRAHUL HAUQ ASIF ॥

01/11/2021

সালাতে মনযোগ নষ্ট হয় এমন কিছু বর্জন করুন।

26/10/2021

Mawlana ismail bin faruki...
LIKE COMMENT & SHARE
Please

25/10/2021

কুকিলের সুরে গজল গেয়ে মন মুগ্ধ করে দিলেন
মারুফ বিল্লাহ জুবায়ের ভাই

23/10/2021

Plz...
Like, comment &
Share.....

22/10/2021

পুরো টা শুনবেন।।
লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।

22/10/2021

যুবক একবার শুন জীবন পাল্টে যাবে
আবরাহুল হক আসিফ
লাইক কমেন্ট শেয়ার

21/10/2021

মিজানুর রহমান আল আজহারি নিয়ে একি বললেন বাংলার দ্বিতীয় আজহারি

20/10/2021

Like Share👈

আলহামদুলিল্লাহ কোরআনের দাওয়াত নিয়ে ব্রিটেনে যাচ্ছেন কোটি যুবকের আইডল ড. মিজানুর রহমান আল আজহারি সাহেব ॥
20/10/2021

আলহামদুলিল্লাহ কোরআনের দাওয়াত নিয়ে ব্রিটেনে যাচ্ছেন কোটি যুবকের আইডল ড. মিজানুর রহমান আল আজহারি সাহেব ॥

Address

সীতাকুণ্ড চট্টগ্রাম
Sitakund

Alerts

Be the first to know and let us send you an email when Arfat Media Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other TV Channels in Sitakund

Show All