JONY ISLAM

JONY ISLAM Hi Iam Jony Islam

১৯ রমজান ইসলামের এক কলঙ্কিত ইতিহাস।আমরা সেই কলঙ্কিত জাতি যাদের হাত নবীর বংশধরদের রক্তে রঞ্জিত! যাদের পবিত্রতার ঘোষণা আল্...
19/03/2024

১৯ রমজান ইসলামের এক কলঙ্কিত ইতিহাস।

আমরা সেই কলঙ্কিত জাতি যাদের হাত নবীর বংশধরদের রক্তে রঞ্জিত! যাদের পবিত্রতার ঘোষণা আল্লাহপাক কোরানে করেছেন, যাদেরকে রাসুলে খোদা ইসলামের মানদণ্ড বলেছেন আমরা তাদের হত্যা করে মাথা উঁচু করে বলি আমরা মুসলিম। ৯৫% মুসলিম ইসলামের এই কলঙ্কিত ইতিহাস সম্পর্কে কিছুই জানে না এবং জানার চেষ্টাও করে না। ভারতের এক হিন্দু ভাই একদিন আমাকে বলেছিল, “ভালো হয়েছে আমি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি। আমার হাত আলী আজগরের রক্তে রঞ্জিত নয়! যে হোসাইনকে আমরা দেবতা মানি তাকে তোমরা হত্যা করেছো!”

১৯ রমজান আলী আজগরের দাদা, হোসাইনের পিতা মাওলা আলী ইবনে আবি তালিবকে মসজিদের ভিতরে সিজদারত অবস্থায় বিষ মাখানো খঞ্জর দিয়ে মাথায় আঘাত করে হাফেজ আবদুল রহমান ইবনে মলজেম নামক এক খারেজি। সেই বিষের প্রভাবে ২১ রমজান মাওলা আলী শাহাদাত বরণ করেন। আমরা মুসলিমত তাই অপর মুসলিম ভাইদের কূকর্ম খুব সহজেই ঢেকে দেই, সেটা মোহাম্মদ সঃ এর ভাই অথবা নাতি পুতিদের হত্যাকান্ডের মত জঘন্য কাজইবা হোক না কেন! আলে রাসুলদের উপর এই জুলুম প্রত্যেক জামানায়ই বিদ্যমান ছিল।

আহলে বাইতের অধিকাংশ ইমামদের হত্যা করা হয়েছে বিষ প্রয়োগে। এই উমাইয়া ও আব্বাসীয়া রাজবংশের বেতনভোগী মুফতিরা হত্যাকান্ড গুলোর পক্ষে ফতোয়াও আবিষ্কার করেছে। তৎকালীন অধিকাংশ মুসলিমরা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদও করেনি বরং মেনে নিয়েছে। নিজেদের মনগড়া মতো হাদিস ও ফিকহ্ তৈরি করে তারা তাদের সুবিধামত ইসলামকে উপস্থাপন করেছে।

কালক্রমে সেই বিকৃত ইসলামই কি আমাদের সমাজে প্রচলীত নয়? একটু গবেষণা করি আমরা। সচেতন হই। অন্ধের মত অন্যের অনুসরণ করে নিশ্চিন্তের ঘুম থেকে জাগ্রত হই। তবেই এই উম্মাহর মুক্তি সম্ভব।

16/03/2024

রমজানের রোজা রাখার কারনে যদি তোমার পানির পিপাসা পায় তাহলে একবার ওই কারবালার ময়দানে ঘটে যাওয়া আওলাদে রাসুল (সাঃ) দের কথা স্বরন করিয়ো।

ইয়া মওলা হুসাইন (আঃ)

15/03/2024

সবাই বলে কেউ অপেক্ষা করে না, কেউ অপেক্ষা করতে জানেই না..! কিন্তু তারা জানে না, যে সত্যি ভালোবাসে অপেক্ষা সেই করে....! হয়তো আমিও করি একজনের জন্য..! পেয়ে যাবো নাকি হরাবো, না জেনেই অপেক্ষায় থাকি, "সে আমার".......!!
কষ্ট হয়, রাত গুলো খুব কাঁদায়...! মন বলে অপেক্ষার শেষ হোক এবার...! তবুও সে বহু দূরে, হাত বাড়ালেও ছোয়া যায় না তাকে...! দূর থেকে দেখি রোজ, ভালোবাসার অনুভবে জড়িয়ে ধরি...!
তবুও তার অপেক্ষায়, ভালোবাসার যে পূর্ণতা চাই....! কত সময় তা জানিনা, কিন্তু তাকে নিজের করে পেতে চাই...! মন খুব ছটপট করে। হাত বাড়ালেও তাকে পাইনা......! দীর্ঘ সময় অপেক্ষায় আমি তার ভালোবাসার টানে....! সেই অপেক্ষায় অবসান ঘটিয়ে, দূরত্ব কাটিয়ে সে আমার কাছে আসবে একদিন..... NS

11/03/2024

আত্মশুদ্ধি আমল দিয়ে নয়, ঈমান দিয়ে হয়; মাহে রমজান আত্মশুদ্ধির নয়, শুদ্ধ আত্মার উন্নতির মাস।🤲🤲
সত্যের সন্ধানে সুফীবাদ ✅🖤

14/02/2024

".চির বিদায়."

14/02/2024

“জীবনে এমন একজন মানুষ থাকা খুবই জরুরী, যার হৃদয়ের অবস্থা জানাতে কথার প্রয়োজন না হয়।”

14/02/2024

১৪ ফেব্রুয়ারি উপলক্ষে আমার সকল ভালোবাসা হযরত ইমাম মাওলা হোসাইন (আ:) এর চরণে.

13/02/2024

14 ফ্রেব্রুয়ারি যদি ভালবাসা দিবস হয় , তবে আমার সমস্ত ভালোবাসা আমার আঁকা মাওলা ইমাম হুসাইন আঃ এর জন্য সারা মাস সারা বছর শুধু আহলে বাইত আঃ কে ভালবেসে যাবো ইনশাল্লাহ..

রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃযে হোসাইনের সাথে মহাব্বত রাখে,আল্লহও তার সাথে মহাব্বত রাখেন।
13/02/2024

রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ
যে হোসাইনের সাথে মহাব্বত রাখে,
আল্লহও তার সাথে মহাব্বত রাখেন।

13/02/2024

আসছে আগামী ১৪'ই ফেব্রুয়ারী ৩ শাবান মাওলা হোসাইন (আঃ) এর শুভ আগমন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও ঈদ মোবারক...

অসাধারণ মূহুর্তে👑🔟🇦🇷
18/12/2022

অসাধারণ মূহুর্তে👑🔟🇦🇷

🏆🇦🇷🌎 ARGENTINA ARE WORLD CUP CHAMPIONS 🌎🇦🇷🏆
18/12/2022

🏆🇦🇷🌎 ARGENTINA ARE WORLD CUP CHAMPIONS 🌎🇦🇷🏆

Today or never, Come on Messi. 🇦🇷
18/12/2022

Today or never, Come on Messi. 🇦🇷

Messi and Antonela 🥺❤️
18/12/2022

Messi and Antonela 🥺❤️

🇦🇷 Argentina on the verge of FIFA World Cup glory.Lionel Messi and Angel Di Maria hands them a 2-0 lead of 🇫🇷 France at ...
18/12/2022

🇦🇷 Argentina on the verge of FIFA World Cup glory.

Lionel Messi and Angel Di Maria hands them a 2-0 lead of 🇫🇷 France at the break.



Love from Bangladesh ❤️🇧🇩🇧🇩💕💖💖💕💖

Address

Potazia, Shahzadpur
Sirajgonj
6770

Telephone

+15158500866

Alerts

Be the first to know and let us send you an email when JONY ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JONY ISLAM:

Videos

Share