আরিফুল ইসলাম শিমুল

আরিফুল ইসলাম শিমুল Honesty better Life Bangladesh

01/02/2025

শেষ মেশ সবাই ছেড়ে যায়!

শুধু পড়ে থাকে কিছু ছবি, নাম্বার আর পুরনো মেসেজগুলো।💘💔

01/02/2025

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

তুমি মানুষকে ক্ষতি করা থেকে দূরে থাকবে, সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের ছাদাকাহ্।

[বুখারী: ২৫১৮]

🚨 ব্রেকিং নিউজ: মুসলমান হলেন দেব চৌধুরীজনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক Deb Chowdhury আজ জুমার নামাজের পর মিরপুর দারুসসালাম শাহি...
31/01/2025

🚨 ব্রেকিং নিউজ: মুসলমান হলেন দেব চৌধুরী

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক Deb Chowdhury আজ জুমার নামাজের পর মিরপুর দারুসসালাম শাহি মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেব চৌধুরীকে শাহাদাহ (ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র) পড়ান দারুসসালাম মসজিদে খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার Abdul Hi Muhammad Saifullah (আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ)। শাহদাহ গ্রহণের পর মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবেক ক্রীড়া সাংবাদিক।

19/01/2025

হেরে গেলো মেধা😡

ডিজিটাল যুগের না'রী হলে অন্যরকম হতো(৩ বাচ্চার মা হতো)🙏না`রী তুমি ধন্য ১৭ বছর অপেক্ষা'র পর মিলন হলো,সব না`রী এক হয় না এটা...
17/01/2025

ডিজিটাল যুগের না'রী হলে অন্যরকম হতো(৩ বাচ্চার মা হতো)🙏

না`রী তুমি ধন্য ১৭ বছর অপেক্ষা'র পর মিলন হলো,সব না`রী এক হয় না এটা'ই তার বাস্তব প্রমাণ,-তাদের মতো কিছু না`রী`দে'র জন্য এখনো না'রী জাতিকে বিশ্বাস করা যায়!🥹🩷

ধন্যবাদ 🙏

17/01/2025

একাকীত্ব সুন্দর, যদি ধারণ করতে পারো। দূরত্ব আরো সুন্দর, যদি অনুভব করতে পারো!

🥰

15/01/2025

শেখ পরিবার আসলেই একটি ত্যাগী পরিবার,
দুইবোনের দেশত্যাগ,
পুতের বউত্যাগ, মাইয়ার জামাইত্যাগ
এবং ভাগ্নির পদত্যাগ।☺️

13/01/2025

বাংলাদেশের কিছু কিছু মেয়েরা বেশি কিছু চায়না। শুধু চায় বিয়ে হলে ছেলে মাঝেমধ্যে গোলাপ দিলেই হবে কিন্তু দুইতিনটা বুয়া লাগবে ,ঘুম থেকে ১১ টায় উঠবে কেউ খাবার সামনে ধরবে।

বেশি কিছু চায়না। জাস্ট নিজের একটা ঘর চায় ,যে ঘরে শশুড় শাশুড়ী থাকবেনা ,১৩ টায় ঘুম থেকে দুপুরে ফুড পান্ডায় অর্ডার করবে , রাত তিনটা পর্যন্ত ফোন টিপবে।

তারপর তাহাজ্জুতে শান্তি চাইবে আর আল্লাহর কাছে অভিযোগ করবে মানুষ এতো কথা বলে ক্যান।

সেসব মেয়েরা বেশি কিছু চায়না , চায় বাচ্চা হবে কিন্তু বাচ্চা কাঁদবে না আর কাঁদলেও সেই বাচ্চা সামলাবে অন্য কেউ।

এমনকি বাচ্চা প্রসাব পায়খানা না করলেও তাদের সুবিধা হইতো আরকি।

মেয়েরা বেশি কিছু চায়না ,চায় বিয়ে হবে বাচ্চা হবে কিন্তু জীবন হবে আরামের আর অনিয়মের। রাত ২ টায় ঘুমিয়ে সকাল এগারোটায় ওঠার।অসলতা আর অনিয়মের বলি হয়ে ডিপ্রেসড হলে সে দায় আপনার।

সংসার বিয়ে বাচ্চা দিকে পা আগানোর আগে পথটা কেমন জেনে আগাবেন। যখন মনে করবেন এসবের জন্য প্রস্তুত বা আপনার সারাউন্ডিং সিস্টেম সাপোর্টিভ তখন আগাবেন।

দিন দিন একটা অলস জাতি বাবা মা হচ্ছে ,এসব বাবা মায়ের অত্যাচারের স্বীকার হচ্ছে সন্তান এবং পরিবার।

বাচ্চা নেয়ার আগে আপনি বাচ্চার বাবা কিংবা মা হওয়ার যোগ্য কিনা ভেবে নিন। অলসতা অনিয়মের বলি আপনার সন্তান যেন না হয়।

13/01/2025

মন খারাপ সবারই হয়! এটা প্রকৃতির নিয়ম :-

কেউ তখন স্যাড স্ট্যাটাস দেয়, কেউ কেউ তার ফ্রেন্ড কিংবা প্রিয়মানুষদের সাথে কথা বলে, কেউ বা তার মায়ের সাথে সবটা গল্প করে!
আর একদল মানুষ স্ট্যাটাস দেয় না, কাউকে বলেও না, তখন চুপচাপ কোথাও একটু নিরিবিলি জায়গায় গিয়ে একা বসে থাকে! কিছুক্ষন পর ঠিক নিজেকে সামলে নেয়!❤️

12/01/2025

মারাত্মক কোনো বিপদে পড়ার পর, সেটা থেকে মুক্তি পেলে নিজেকে যতোটা হালকা ও ভারমুক্ত মনে হয়, তার চেয়ে বহুগুণ ভারমুক্ত মনে হবে, যখন আপনি হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আন্তরিকতার সাথে তাওবাহর উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়ে হাউমাউ করে কাঁদতে পারবেন। নিজের গুনাহের জন্য মন থেকে অনুতপ্ত হবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর হৃদয় উজার করে ফরিয়াদ করবেন। এই অনুভূতিটা একেবারেই অপার্থিব।

11/01/2025

কেউ একজন আমাকে

কিছুটা সময় দিয়েছিলো

আমি তা ভালোবাসা ভেবে

'আজ ও যত্নে রেখেছি'

11/01/2025

‘সালাম’ কোনো সাধারণ বিষয় নয়। এটি জান্নাতি অভিবাদন। আল্লাহ তা‘আলা বলেন—
تَحِیَّتُہُمۡ یَوۡمَ یَلۡقَوۡنَہٗ سَلٰمٌ
‘‘যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাত করবে, সেদিন তাদের অভিবাদন হবে ‘সালাম’।’’ [সুরা আহযাব, আয়াত: ৪৪]
সালাম ফেরেশতাদের পক্ষ থেকেও হবে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পক্ষ থেকেও হবে।
কুরআনে কারিম বলছে—
وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ سَلَامٌ عَلَيْكُمْ
‘‘ফেরেশতাগণ প্রতিটি দরজা দিয়ে ‘সালামুন আলাইকুম—তোমাদের উপর শান্তি বর্ষিত হোক’ বলতে বলতে তাদের (জান্নাতবাসীদের) কাছে প্রবেশ করবে।’’ [সুরা আর-রাদ, আয়াত: ২৩–২৪]
অন্য আয়াতে এসেছে—
سَلٰمٌ ۟ قَوۡلًا مِّنۡ رَّبٍّ رَّحِیۡمٍ
‘‘অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে— ‘সালাম’।’’ [সুরা ইয়াসিন, আয়াত: ৫৮]
সুতরাং, আমরা এই জান্নাতি অভিবাদনকে নিজেদের জীবনে যথার্থভাবে প্রয়োগ করবো, ইনশাআল্লাহ। ‘আসসালামু আলাইকুম’ বাক্যটি দিয়ে সর্বপ্রথম আদম (আ.) ফেরেশতাদের সালাম দিয়েছিলেন। [বুখারি, আস-সহিহ: ৩৩২৬]

10/01/2025

"হাজারো কল্পনার ভিড়ে..

তুমি আমার শ্রেষ্ঠ অনুভূতি..

10/01/2025

নির্যাতিত ব্যক্তি সহজে জুলুম ভুলতে পারে না। হয়ত মুখে বলে মাফ করে দেয়, কিন্তু অন্তরের ক্ষত থেকে যায়। এই ক্ষত-অন্তরের ডাক আল্লাহ শুনেন এবং জবাবও দেন। তাই, জালিমকে—দুই দিন আগে আর পরে—কঠিনভাবে পাকড়াও করা হয়। আল্লাহর পাকড়াও অনেক রকমের হয়। জালিম তার হিসাব মেলাতে পারে না। তার উপর আসা বিপদটাকে সে ভাবতেই পারে না যে, এটি সেই জুলুমের প্রতিক্রিয়া হয়ে আসতে পারে। সে নির্বাক হয়ে ভাবতে থাকে, ‘কেন এমনটি হলো?’ কোনো জবাব খুঁজে পায় না। পাবে কীভাবে? দুটোর ধরণ তো ভিন্ন!
প্রিয় ভাই-বোনেরা, খুব সাবধান! কখনও যেন আমাদের দ্বারা জুলুম না হয়। এর প্রতিক্রিয়া নিশ্চিত। এর মূল্যও খুব চড়াভাবে দিতে হয়। সাধারণত, অধিকাংশ জুলুমের সাজা আল্লাহ্ দুনিয়াতেই দিয়ে দেন। কাউকে একটা কথা দ্বারা আঘাত করলেও এর প্রতিফল নিশ্চিত পাওয়া যাবে, আবার সামান্য মুচকি হাসির মাধ্যমে কাউকে আনন্দ দিলে, সেটির প্রতিদানও পাওয়া যাবে। কোনো কিছুই অনর্থক নয়। আমাদের প্রায় সকল কাজ দুটো ক্যাটাগরিতে বিভক্ত—পাপ অথবা পূণ্য। হিসাব করে পথ চলা জরুরি।

🙏🙏

09/01/2025

ওরা দেহ পেয়েও তৃপ্তি পায় না; আর আমি দূর থেকে তার মায়াবী ছবি দেখে এক আকাশ পরিমাণ তৃপ্তি নিয়ে ঘুমিয়ে যাই🖤🙏🫶

06/01/2025

হে আদম সন্তান, পৃথিবীর বুকে পা রাখো, আর বুঝে নাও, শীঘ্রই এটি তোমার কবর হবে।

- হাসান আল-বাসরি (রহ.)

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when আরিফুল ইসলাম শিমুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share