Bangla Cric

Bangla Cric just for fun

তামিম ইকবাল সম্প্রতি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। আজ, ২৪ মার্চ ২০২৫, ঢাকার সাভারে বিকেএসপিতে ডিপিএলের ...
24/03/2025

তামিম ইকবাল সম্প্রতি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। আজ, ২৪ মার্চ ২০২৫, ঢাকার সাভারে বিকেএসপিতে ডিপিএলের একটি ম্যাচ চলাকালীন তিনি হার্ট অ্যাটাক করেছেন। তিনি মোহামেডান দলের অধিনায়ক হিসেবে টসে অংশ নিয়েছিলেন, কিন্তু এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বিকেএসপিতে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং বর্তমানে তিনি কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়েছে, এবং তার অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও এখনও গুরুতর। তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে রাখা হয়েছে, এবং পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকায় আনার পরিকল্পনা ছিল, তবে তার শারীরিক অবস্থার কারণে তা এখনও সম্ভব হয়নি।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে ক্রিকেটপ্রেমীরা যেন একটা রোমাঞ্চকর দিন পার করলেন! মিরপুরে মোহামেডান আর ধানমন...
21/03/2025

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে ক্রিকেটপ্রেমীরা যেন একটা রোমাঞ্চকর দিন পার করলেন! মিরপুরে মোহামেডান আর ধানমন্ডির ম্যাচে তামিম-শান্তরা ২১৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ২৩ রানে। নুরুল হাসান সোহান ১০০ রানের দারুণ একটা ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। তামিম ২৬ আর মুশফিক ৬ রানে আউট হলেও তাওহীদ হৃদয়ের ৫৩ রান মোহামেডানকে জিতিয়ে দেয়।
অন্যদিকে, বিকেএসপিতে প্রাইম ব্যাংকের নাঈম শেখ ঝড় তুললেন তার সেঞ্চুরি দিয়ে। শাইনপুকুরের ১৫৯ রানের লক্ষ্য তার ব্যাটে মাত্র ১ উইকেট হারিয়েই পার করে দেয় দল। আরেক ম্যাচে আবাহনী আর গাজী গ্রুপের লড়াইয়ে বৃষ্টির জন্য ম্যাচ ৩৬ ওভারে নেমে আসে। গাজী ২০০ রান তুললেও, মিঠুনের ৭৭ রানের দাপটে আবাহনী ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়। দিন শেষে সোহান আর নাঈমের সেঞ্চুরি যেন সবার মন জয় করল!

#ডিপিএল #সোহান_নাঈম #বাংলাদেশ_ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার মাত্র তৃতীয় ম্যাচে হাসান নওয়াজ যেন স্বপ্নের মতো একটা দিন কাটালেন! ৪৫ বলে ১০৫ রানে অপরাজিত ...
21/03/2025

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার মাত্র তৃতীয় ম্যাচে হাসান নওয়াজ যেন স্বপ্নের মতো একটা দিন কাটালেন! ৪৫ বলে ১০৫ রানে অপরাজিত থেকে তিনি পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গেছেন। নিউজিল্যান্ডের দেওয়া ২০৫ রানের পাহাড়প্রমাণ টার্গেটকে পাকিস্তান মাত্র ১৬ ওভারে এক উইকেট হারিয়ে টপকে গেছে। প্রথম দুই ম্যাচে হারের পর দল যখন চাপে, তখন হাসানের এই ঝড়ো ব্যাটিং যেন সবাইকে নতুন করে আশা দিল। সালমান, হারিসদের সঙ্গে মিলে তিনি কিউই বোলারদের তুলোধুনো করে সিরিজে পাকিস্তানকে ফিরিয়ে এনেছেন।

#হাসান_নওয়াজ #পাকিস্তান_ক্রিকেট #টি_টোয়েন্টি_রেকর্ড

Address

Sirajganj
400001

Telephone

+8801828606014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Cric posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share