Hare Krishna Music Center

Hare Krishna Music Center Objectives
1.Stop Change of Hindu Religion.
2.Stop Hindu Family planing.
3. Stop Late Marry of Hindu. * কৃষ্ণ কথা শ্রবণ করে এবং সবার মাঝে বিলিয়ে দিন!

All Time New Hindu Videos and Post!

প্রফাই‌লে কষ্ট ক‌রে এ‌সে‌ছেন একটা Page Like দি‌য়েই যান! হয়ত আপনার কোন এক‌দিন উপকার হ‌বে!

খিস্টানরা পর্যন্ত যীশু‌কে God হি‌সে‌বে মা‌নে না! তারা ব‌লে যীশ হ‌চ্ছে God এর পুত্র! গড নয়।আমাদের  #বামপিষ্ণ মিশন আর  #নু...
19/12/2023

খিস্টানরা পর্যন্ত যীশু‌কে God হি‌সে‌বে মা‌নে না! তারা ব‌লে যীশ হ‌চ্ছে God এর পুত্র! গড নয়।

আমাদের #বামপিষ্ণ মিশন আর #নুনুকু‌লের বান‌চোদ চ‌্যালারা তা‌কে ভগবান বানাই‌ছে! এরা কোন শাস্ত্র প‌ড়ে জা‌নি না। এরাই হ‌চ্ছে হিন্দু জা‌তির কুলাঙ্গার সন্তান।

এ‌দের কি ব‌লে গা‌লি দি‌লে, স‌ঠিক জবাব হ‌বে, আমার জানা নাই ! আপনা‌দের জানা থাক‌লে বল‌বেন!

18/12/2023

ডিসেম্বরের বুকে দাঁড়িয়ে ক্যালেন্ডারের পাতায় দেখছি!
🙂
হারিয়ে গেছে সব শৈশব মাখা ক্লাসমুক্ত ডিসেম্বর।

কেন গীতা পড়বেন? প্রতিদিন গীতা পড়লে কর্ম-জীবনে কী উন্নতি হয় জানেন?আসুন জেনে নেই এই বিষয়ে কী বলছেন পণ্ডিতেরা? শ্রীমদ্ভা...
18/12/2023

কেন গীতা পড়বেন? প্রতিদিন গীতা পড়লে কর্ম-জীবনে কী উন্নতি হয় জানেন?

আসুন জেনে নেই এই বিষয়ে কী বলছেন পণ্ডিতেরা?

শ্রীমদ্ভাগবত গীতা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরাও গীতা পাঠ করে থাকেন। জেনে নিন গীতাপাঠ জীবনের কী কী উপকার করতে পারে।

অনেকে মনে করেন, কেবল ধার্মিকরাই গীতা পাঠ করেন। এটা একেবারেই ঠিক নয়। স্বাধীনতা আন্দোলনের সময়ে বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল গীতা। জেনে নিন গীতাপাঠ জীবনের কী কী উপকার করতে পারে? কী বলছেন পণ্ডিতরা?


১. গীতায় ভক্তিযোগের কথা যেমন বলা রয়েছে, তেমনই রয়েছে জ্ঞানযোগ ও কর্মযোগের কথাও। বলা হয়, একটি পরিপূর্ণ মানব জীবন কীভাবে গড়ে তোলা যায়, তার সন্ধান রয়েছে গীতার ‌শ্লোকে শ্লোকে।

২. গীতা- অসহায়, বিভ্রান্ত মানুষকে সঠিক পথে চলার নির্দেশ দেয়। এমনটাই বলেন পণ্ডিতরা। জ্ঞানযোগের মাধ্যমে শুধু ধার্মিক জ্ঞান নয়, কর্মজীবনেও অনুপ্রেরণা মেলে। চিত্ত শুদ্ধ হয়।

৩. গীতাপাঠ মানুষকে কর্মের পথে অনুপ্রাণিত করে। কার কোন কাজটি করণীয় এবং কোনটা নয়, তা বারবার বলা হয়েছে গীতায়। স্বধর্ম অর্থাৎ নিজ-কাজ নিয়ে লিপ্ত থাকাই যে শ্রেয় তা বলার পাশাপাশি পরধর্ম গ্রহণ যে ভয়াবহ সেকথা বলে গীতা। যা কর্মজীবনে অত্যন্ত কার্যকর।

৪. বলা হয় মানব জীবনের সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে গীতায়। তাই জীবনের চলার পথে যে কোনও সঙ্কটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা পাওয়া যায় গীতা অধ্যায়নে।

৫. গীতা আসলে মহাভারতের অর্জুনের হতাশা দূর করার জন্য শ্রীকৃষ্ণের বাণী। কথোপকথনের আকারে যার মধ্য দিয়ে উঠে আসে প্রশ্ন ও উত্তর। সেই উত্তরের মধ্যে রয়েছে হতাশা ও দুঃখ সরিয়ে রেখে এগিয়ে চলার পাথেয়। প্রতিদিন গীতাপাঠে তাই জীবনীশক্তি অর্জন করা যায়।

জয়_গীতা‌।

18/12/2023
জয় শ্রীরাম বলো, সকল অন্যায়ের বিরুদ্ধে তীর ধনুক ধরো!হরে কৃষ্ণ বলো, সকল দুর্যাধনদের বধ করো।   #অন‌্যা‌য়ের_প্রতিবাদ_কর‌তে‌_...
17/12/2023

জয় শ্রীরাম বলো, সকল অন্যায়ের বিরুদ্ধে তীর ধনুক ধরো!
হরে কৃষ্ণ বলো, সকল দুর্যাধনদের বধ করো।
#অন‌্যা‌য়ের_প্রতিবাদ_কর‌তে‌_শিখুন

JOY GITA✨গীতায় মোট কয়টি শ্লোক.?✨✨ উত্তর= ৭০০টি শ্লোক। 📚✨✨ এই জন্য গীতার আরেক নাম সপ্তশতী। 📖✨✨ গীতার প্রথম শ্লোক বলেন রাজ...
16/12/2023

JOY GITA
✨গীতায় মোট কয়টি শ্লোক.?✨
✨ উত্তর= ৭০০টি শ্লোক। 📚✨

✨ এই জন্য গীতার আরেক নাম সপ্তশতী। 📖✨

✨ গীতার প্রথম শ্লোক বলেন রাজা ধৃতরাষ্ট্র।।
✨ সর্বশেষ শ্লোক বলেন সঞ্জয়।। 🤴✨

✨ গীতায় অর্জুনের ২০টি নাম আছে✨
✨ শ্রীকৃষ্ণের ৩৩টি নাম উল্লেখ আছে✨

✨ ৭০০শ্লোকের মধ্যে কার কয়টি শ্লোক উল্লেখ আছে গীতায়.? 📜✨

✨কৃষ্ণের কয়টি শ্লোক= ৫৭৪টি✨
✨ধৃতরাষ্টের কয়টা = ১টা✨
✨সঞ্জয়ের কয়টি= ৪০টি✨
✨অর্জুনের = ৮৫টি✨
✨মোট ৭০০শ্লোক✨

👉✨গীতার ১৮ অধ্যায় কে ৩ ভাগ করেছে।✨

সেই ৩ ভাগের নাম কি কি.??✨

১/ প্রথম ৬টিকে বলা হয় কর্ম যোগ। ✨
২/ মাঝখানের ৬টিকে বলা হয় ভক্তি যোগ। ✨
৩/ বাকী ৬টিকে বলা হয় জ্ঞান যোগ। ✨

👉✨ ভগবানের মুখশ্রীত বানীর মাহাত্ম্য অনেকে করেছেন যেমন:
১/ শ্রীশংকরাচার্য✨
২/ স্কন্দপুরানে ব্যাসদেব✨
৩/ পদ্মপুরানে দেবাদিদেব শিব কর্তৃক গীতার ১৮ টি অধ্যায়ের মাহাত্ম্য বনর্না আছে।✨

👉✨ গীতার সারাংশ কোন অধ্যায়কে বলা হয়ে থাকে.?✨

উত্তর: ২য় অধ্যায়,, সাংখ্য যোগ।। ✨

👉✨গীতায় মাং শব্দটি বেশি আছে, যোগ শব্দটি ৭৮বার আছে, যোগী শব্দটি ২৮বার আছে, যুক্তশব্দটি ৪৯বার আছে,

👉✨ কুরুক্ষেত্রের যুদ্ধে ১৮ দিনের মাঝখানেও শ্রীকৃষ্ণ
বিভিন্ন সময় অর্জুনকে গীতার বানী শুনিয়েছেন।✨

🙏ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর
পূর্ব মুহুর্তে অর্জুনকে ৪০ মিনিটে সম্পূর্ণ
গীতার বানী শুনিয়েছিলেন।✨

✨✨ জয় শ্রীকৃষ্ণ ✨✨
H
K
M
C

16/12/2023

যার যত কম পা‌প্তি

তার হারা‌নো ভয় তত কম

সর্বপ্রথম গিরীশ চন্দ্র সেন,মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ কোরান বাংলায় অনুবাদ করেন।‌কিন্তু তিনি মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন...
16/12/2023

সর্বপ্রথম গিরীশ চন্দ্র সেন,
মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ কোরান বাংলায় অনুবাদ করেন।
‌কিন্তু তিনি মুসলিম ধর্মে ধর্মান্তরিত হননি।

তবে,
সর্বপ্রথম শ্রীমদ্ভগবদগীতাকে উর্দু ভাষায় অনুবাদ করেন মোহাম্মদ মেহেরউল্লাহ।
পরবর্তীতে তিনি ধর্মান্তর হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন।

সর্বপ্রথম গীতাকে আরবি ভাষায় অনুবাদ করেন একজন প্যালেস্টাইনী যার নাম এল ফাতে কমানন্ডো।
যিনি পরবর্তীতে জার্মানীতে ইসকনের সাথে যোগ দিয়ে হিন্দু হয়ে যান।

সর্বপ্রথম ইংরেজী ভাষায় গীতাকে অনুবাদ করেন চার্লস উইলিকনস্।
যিনি পরবর্তীতে বলেন সব ধর্ম ধ্বংস হয়ে যাবে কিন্তু সনাতন (হিন্দু) ধর্মই একমাত্র টিকে থাকবে।

সর্বপ্রথম ইসরাইলের হিব্রু ভাষায় গীতাকে অনুবাদ করেন, বেজাশিটায়ন ল ফহ্ন।
পরবর্তীতে তিনি ভারতে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেন।

সর্বপ্রথম রুশ ভাষায় গীতাকে অনুবাদ করেন নভিকভ।
যিনি পরবর্তীতে কৃষ্ণ ভক্ত হয়ে যান ।

এছাড়া এ পর্যন্ত ২৯৩ জন মনীষী শ্রীমদ্ভগবদ গীতাকে অনুবাদ করেন।
এদের মধ্যে বাংলায় ৫৮, ইংরেজি ৮৮, জার্মান ১২, রুশ ৮, ফরাসী ৮, স্পেনিশ ১৩, আরবি ৫, উর্দু ৩ ইত্যাদি আরো বেশ কয়েকটি ভাষায় শ্রীমদ্ভগবদ গীতাকে অনুবাদ করেন।

নিজ ধর্ম কে সঠিক করে জানলে আজ কেউই ধর্মান্তরিত হতো না 🙂🙂 কিন্তু আমারা বাঙালি না বুঝে গুজবে বিশ্বাসি।।

❤️ #হরে_কৃষ্ণ ❤️🙏🙏

15/12/2023

বর্তমা‌নে 14.7K PageLike + 15.6K Follow.
== ৩০ হাজার হিন্দু সদস‌্য

তবুও হিন্দু‌দের খু‌জে পাই না!

ছোট বেলায় এই ক‌বিতাগু‌লো কার কার ম‌নে আ‌ছে?
14/12/2023

ছোট বেলায় এই ক‌বিতাগু‌লো কার কার ম‌নে আ‌ছে?

14/12/2023

আ‌মি #ম‌নিটাই‌জেশন পাওয়ার পাওয়ার আশায় পোষ্ট ক‌রি না!

👏কর্ম করতে গিয়ে ধর্ম ভোলা যাবেনা🌼       🌼🌺 ধর্ম ঠিক রেখে কর্ম করতে হবে🌼🌺                                👏🌼🌺🌿𝐇𝐀𝐑𝐄 𝐊𝐑𝐈𝐒𝐇𝐍𝐀...
12/12/2023

👏কর্ম করতে গিয়ে ধর্ম ভোলা যাবেনা🌼
🌼🌺 ধর্ম ঠিক রেখে কর্ম করতে হবে🌼🌺

👏🌼🌺🌿𝐇𝐀𝐑𝐄 𝐊𝐑𝐈𝐒𝐇𝐍𝐀🙏
🌼🌺🌼𝑅𝒶𝒹𝒽𝑒 𝑅𝒶𝒹𝒽𝑒👏🌼🌺
🙏Hare krishna👏

Prithila

❛❛হাজারো কল্পনার ভিরে🦋🥀..༊࿐-তুমি আমার শ্রেষ্ঠ অনুভুতি❞༎༊࿐😇❛❛༎༊হরে কৃষ্ণ❞༎༊࿐🙏 🥰
12/12/2023

❛❛হাজারো কল্পনার ভিরে
🦋🥀..༊࿐-তুমি আমার শ্রেষ্ঠ অনুভুতি❞༎༊࿐😇
❛❛༎༊হরে কৃষ্ণ❞༎༊࿐🙏
🥰

➡একদিন এক ব্যাক্তি বসে বসে ভাবছে. কি করবো?হঠাৎ করে মনে পরলো আমার ফোনে তো MB আছে, একটু ফেসবুকে ঢুকি ⏬➡ফেসবুকে ঢুকতে না ঢু...
10/12/2023

➡একদিন এক ব্যাক্তি বসে বসে ভাবছে. কি করবো?
হঠাৎ করে মনে পরলো আমার ফোনে তো MB আছে, একটু ফেসবুকে ঢুকি ⏬
➡ফেসবুকে ঢুকতে না ঢুকতেই একটা পোষ্ট চোখে পড়লো এখন ভাবলো । এই পোষ্টা পড়ে কিছুটা সময় কাটানো যাক ⏬
➡কিছুটা পোষ্ট পড়তে না পড়তেই সে বলে উঠলো⏬
➡হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে⏬

➡আবার কিছু টা পোষ্ট পড়া শুরু করলো, আবার বলে উঠলো⏬
➡.হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে⏬

➡পোষ্ট পড়া শেষ হলো এবার সে ভাবলেন এতো সুন্দার একটা পোষ্ট পড়লাম! এখন যদি একটা কমেন্ট না করি তাহলে । পড়ার মাহাত্ত্ব থাকবেনা । তাই সেই ব্যাক্তি কমেন্ট করলেন ১৬ নাম ৩২ অক্ষর ⏬

👏হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে👣
➡আর সেই ভাগ্যবান ব্যাক্তি হলেন আপনি কারন আপনি এই অধমের পোষ্ট টা পড়েছেন । তাই আপনাকে এই অধমনের ভক্তিপুর্ন দন্ডবৎ প্রনাম ।👏👣 Tips by . Post by ⁉

"আমাদের এই Trem এর মূল উদ্দেশ্য সনাতন ধর্মের সঠিক শাস্ত্রীয় তত্ত্ব প্রদান"" যেমন:----১; হিন্দুরা কেন  #গো_হত‌্যা ক‌রে ...
06/12/2023

"আমাদের এই Trem এর মূল উদ্দেশ্য সনাতন ধর্মের সঠিক শাস্ত্রীয় তত্ত্ব প্রদান"" যেমন:----

১; হিন্দুরা কেন #গো_হত‌্যা ক‌রে না?

২; #রাধা_কৃ‌ষ্ণে_প্রেম কেন প‌বিত্র?

৩; হিন্দু #ধ‌র্মের_স্তম্ভ কয়‌টি?

৪; #নাম_অপরাধ কি কি?

৫; ভ‌ক্তি প‌থে নব‌বিধা পদ‌ক্ষেপ কি কি?

৬; হিন্দুধ‌র্মে কি #মে‌য়ে‌দের_সম্প‌ত্তির অ‌ধিকার আ‌ছে?

7. #পোষাক সম্প‌র্কে হিন্দুধ‌র্মের আ‌লোচনা?

উপরক্ত প্রশ্নের #যথাযথ_উত্তর আ‌লোচনার মাধ‌্যমে প্রত্যেকটা হিন্দু সদস্যদের নিকটে পৌচ্ছে দেওয়া, #সনাতন_ধর্মের_বিস্তার ঘটানো- #ধর্মান্তরিত_রোধ করা, নিজ ধর্ম সম্পর্কে সবাইকে জ্ঞাত করা" আমা‌দের মূল উ‌দ্দেশ‌্য!!

আমাদের এই মহান উদ্যোগে আমরা আপনাদের সাহায্য প্রার্থী! দয়া করে আমাদের এই মহান উদ্যোগকে ব্যস্তবায়ন করতে- আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকল সনাতনী বন্ধুদের আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত করে দিন।

অথবা, ‌যে কোন মোবাইল থে‌কে সার্চ করুন এই কোডগুলো!

04/12/2023

আগে স্কুলের জানালা দিয়ে রাস্তা দেখতাম! এখন রাস্তা দিয়ে স্কুলের বারান্দা দেখি💔🌸
খু‌জে বেড়াই সেই ছে‌লে‌বেলা

02/12/2023

উজার বেলা ম‌ন্দি‌রে প্রনামকা‌রী ভক্ত‌কে ভগবান বে‌শি পছন্দ ক‌রে

30/11/2023

যদি সময় পান তাহলে আমার পোস্টে একবার
>> হরে কৃষ্ণ

কেমন ছিল ক‌বিতা টা?
30/11/2023

কেমন ছিল ক‌বিতা টা?

👉 সনাতনী ঘ‌রে জন্ম আমার,              🔱 হিন্দুত্ব মোর শ্বা‌সে!   সূর্য় আমার উ‌ঠে ডো‌বে,            অ‌স্তিত্ব ভাল‌বে‌সে...
29/11/2023

👉 সনাতনী ঘ‌রে জন্ম আমার,
🔱 হিন্দুত্ব মোর শ্বা‌সে!
সূর্য় আমার উ‌ঠে ডো‌বে,
অ‌স্তিত্ব ভাল‌বে‌সে!❤️
👉 হিন্দু ব‌লে গ‌র্বিত,
এই হোক মোর প‌রিচয়!
পূনঃ জ‌ন্মে আবার জন্ম,
হিন্দু‌ ঘ‌রেই যেন হয়!
👉 কৃষ্ণভক্ত যারা
বন্ধু কেবল তারা!
👉 যদি থা‌কে হিন্দুত্ব,
কর‌তে পা‌রো বন্ধুত্ব!
👉 সনাতনী হ‌য়ে
য‌দি হয় গর্ববোধ!
👉তাহ‌লে স্বীকার ক‌রো
বন্ধু হওয়ার অনু‌রোধ 🤝
🤝 2019 🤝
ক‌বিতায় ✍️

হিন্দু ধর্মে বিবাহ কি?"--------------------------     "বিবাহ" শব্দটি বি-পূর্বক বহ্ ধাতু ও ঘঞ্ প্রত্যয়যোগে গঠিত ৷ বহ্ ধাত...
28/11/2023

হিন্দু ধর্মে বিবাহ কি?"
--------------------------
"বিবাহ" শব্দটি বি-পূর্বক বহ্ ধাতু ও ঘঞ্ প্রত্যয়যোগে গঠিত ৷ বহ্ ধাতুর মানে বহন করা ৷ এবং "বি" উপসর্গের অর্থ বিশেষরূপে ৷অর্থাৎ বিশেষভাবে বহন করা ৷ মানব সভ্যতার প্রথম লগ্নে বিবাহ বন্ধন বলে কিছু ছিল না ৷ মনে করা হয় তখন প্রচলিত ছিল Pomiscuty অর্থাৎ গোষ্ঠীর সব পুরুষ সব মহিলার সঙ্গে যৌনতায় লিপ্ত হত ৷ পৃথিবীর সব দেশে এই মেলামেশাকে তখন প্রশাংসার দৃষ্টিতেই দেখা হত ৷এরপর নির্দিষ্ট পুরুষ ও মহিলার মধ্যে দাম্পত্য সম্পর্ক হতে থাকলেও বিবাহের বাইরের যৌনাচারে কোন বাধা ছিল না ৷ প্রাচীন ভারতে উদ্দালকের ছেলে শ্বেতকেত(অরুণি)এই রীতিকে জঘন্য বলে সনাতনী সমাজে বিয়ের প্রচলন করেন ৷ তিনি
বিবাহ বহির্ভূত স্বচ্ছন্দ বিহার বন্ধ করে নর-নারীর দাম্পত্য সম্পর্কে আস্থার সূচনা করেন ৷উপনিষদে একে বলা হয়েছে অজ্ঞতা থেকে আত্ম ও সত্যের জ্ঞানে যাত্রা ৷বৈদিক যুগে অন্তর্বিবাহ (Endogamy) ও বহির্বিবাহ(Exogamy)র চল থাকলেও একগোত্রে বিবাহ নিষিদ্ধ হয় ৷ নিকট সম্পর্কের মধ্যে বিয়ের অপকারিতা বিজ্ঞানও প্রমাণ করেছে ৷ উচ্চজাতির পুরুষ ও নিম্নজাতির নারীর অনুলোম (Kypergamy) এবং উল্টোটা প্রতিলোম ( Hypogamy)সম্পর্কেও বলা হয়েছিল ৷ অন্যান্য দেশে ও সমাজে এভাবে কোন না কোন মহাপুরুষ বিবাহ রীতির সূচনা করেছিলেন ৷ চীনে রাজা কাফাউ -লি ( Fou -Li) ও ল্যাপল্যান্ডে নজারভিস ও আটজিস বিবাহ রীতির প্রবর্তন করেছিলেন বলে জানতে পারি ৷ আসলে সেযুগে পুরুষের কাজ শিকার , খাবার সংগ্রহ ৷নারীর কাজ ছিল তাকে সাহায্য করা এবং সন্তান প্রতিপালন করা ৷ এভাবে সৃষ্টি হয় বিবাহ রীতির ৷বিয়ে হল সহমিলন ৷মহাভারতে পড়েছি পান্ডু তাঁর স্ত্রী কুন্তীকে বলছেন আগেকার দিনে মহিলাদের তাদের স্বামী বা কোন আত্মীয়পরিজনের সাথে থাকতে হত না ৷ তারা নিজেদের মত আনন্দ করত ৷সেসময় ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে সহবাস প্রচলিত ছিল ৷ যমযমুনার কাহিনীতে বোঝা যায় ৷তবে ঋকবেদে (১০/১০/১২) তে এই কাহিনী বলে ৷ বোনের সাথে সহবাসকে পাপ বলা হয়েছে ৷ অন্যদেশেও ছিল একই ব্যাপার ৷ ৪২৭ খ্রিস্টপূর্বাব্দে প্রকাশিত গ্রীক বিয়োগান্ত নাটক Sophocles এর
Oedipus এ পড়েছি অডিপাস অজান্তে বাবা Laius কে হত্যা করে গর্ভধারিনী মাকে বিবাহ করেছিলেন ৷ পরে অবশ্য মা বিষয়টি জেনে ফেলায় আত্মহত্যা করেন ৷ তবে , এখনও বিভিন্ন ধর্মে ও সমাজে মামা ভাগ্নি , পিসি ভাইপো , মাসি বোনপো এবং তুতো ভাইবোনের মধ্যে বিবাহ প্রচলিত আছে ৷ সম্পত্তি সহ নানা কারণে এসব প্রথা তৈরী হয়েছিল ৷ ধীরে ধীরে লোপ পাচ্ছে ৷ বিবাহ মনুষ্য সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান ৷ যে প্রথাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ধর্ম ৷দেশের আইন ও সমাজের প্রচলিত বিধি একে প্রভাবিত করেছে ৷যা ধর্ম , দায়িত্ব , অর্থ ও কাম অনুসরণ করে ৷প্রাচীন বিশ্বে এফ্রোডাইট ,,ইরোস , ফ্রিজ ,হথর ,হেরা ,জুনো , ওয়েস্টা প্রমুখ প্রেম , বিবাহ ও যৌনতার দেবদেবী ছিলেন গ্রীক, রোমান , নর্স , মিশরীয় সভ্যতায় ৷ আমরা জগজ্জননী পার্বতীকে ও শিবকে এবং প্রজাপতি ব্রহ্মাকে বিবাহের দেবতা হিসাবে দেখি ৷বিয়েতে স্বামী -স্ত্রী শুভ দৃষ্টি বিনিময় করি ৷
প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋকবেদে (৯/৬৭/১০-১২) সুশ্রী রমনীর জন্য প্রার্থনা দেখা যায় ৷হিন্দু বিয়ে সামাজিক চুক্তি নয় ৷সনাতন ধর্ম সেই যুগ থেকে নারী পুরুষের সমান অধিকার দিয়েছে ৷ পরে পরাধীনতা সহ নানা কারণে হিন্দু নারীকে অগুন্ঠিত করে গৃহবন্দী করা হয়েছে ৷ এজন্য মধ্যযুগে নারী অধিকার হরনের নানা গ্রন্থ ও কাহিনী হিন্দু সমাজে ঢুকে গিয়ে সনাতনী সমাজকে পিছিয়ে দিয়েছে ৷ বেদে(১০/৮৬/২২) এ " উদীর্স্বাতো বিশ্ববাসো নমসেলামহে ত্বা ৷
অন্যামিচ্ছ প্রফর্ব্যং সং জায়িং পত্যা সৃজ"( তুমি যাও ও অবিবাহিত নারীকে তোমার অর্ধাঙ্গিণী কর ও তাকে সমান অধিকার প্রদান কর)৷মন্ত্রটি পড়লেই বৈদিক যুগে সনাতনী নারীর সর্বোচ্চ অবস্থান বোঝা যাবে ৷ সহধর্মিনী অর্থাৎ স্ত্রীকে বাদ দিয়ে হিন্দুর কোন ধর্মকর্ম সম্পন্ন হয় না ৷ অথর্ববেদে মোহিনী মন্ত্রে প্রেম সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলে লেখা হয়েছে স্ত্রী বাড়ীর শোভা ৷ হিন্দু ধর্মে বিয়ে শুধু যৌন মিলনের জন্য নয় ৷ স্বামী -স্ত্রীর বন্ধন হল অন্যতম প্রধান সংস্কার ৷বিশুদ্ধিকরণের জন্য দশবিধ সংস্কার আছে তার শেষ সংস্কার বিবাহ ৷ কনেকে বরের হাতে সম্প্রদান করে বলা হয় তোমার ধর্মীয় কাজ আমার মেয়ের সাথে করো ৷ তাই , স্ত্রীকে বলে সহধর্মিনী ৷হিন্দু বিবাহের দুটি আচার বৈদিক ও লৌকিক ৷ বিভিন্ন ভাষাভাষী ও এলাকায় বিবাহের স্ত্রী বা লৌকিক আচারের তফাৎ থাকলেও বৈদিক আচার মন্ত্র , বরণডালা , গাঁটছড়া বাঁধা , সিঁদুর বা মঙ্গল সূত্র , মালা দান , সাত পাক ঘোরা (সপ্তপদী) , অগ্নি সাক্ষীর মত প্রথায় একতা দেখা যায় ৷আইবুড়ো ভাত , দধিমঙ্গল , অধিবাস , নান্দীমুখ , ঘট ডোবানো , গায়ে হলুদ ,বর বরণ , বধুবরণ ,ছাদনা তলা , সম্প্রদান , শয্যাতুলুনি ,বাসর জাগা , বাসি বিয়ে , কনে বিদায় , কুশন্ডিকা ,পাণিগ্রহণ , ধৃতিহোম , লাজহোম ,কালরাত্রি , ফুল শয্যা , বউভাত প্রভৃতি আচারে বিভিন্নতা দেখা যায় ৷ স্বামী -স্ত্রীর বন্ধন আমৃত্যু থাকার এমনকি জন্ম জন্মান্তরের বন্ধনের কথাও বলা হয় ৷ অবশ্য বিচ্ছেদের কিছু কারনও বলা আছে ৷বিয়ের মাধ্যমে হিন্দু নারীর গোত্রান্তর ঘটে ৷ পিতৃকুলের বদলে স্বামীকুলের গোত্র গ্রহণ করে ৷এভাবে দুটি ভিন্ন মানুষ অভিন্ন হয়ে নিজেদের বংশ এগিয়ে নিয়ে যায় ৷হিন্দু বিয়ের প্রাচীন আটটি ধারা রয়েছে ৷ ব্রাহ্ম , প্রজাপত্য , আর্য্য , দৈব্য , গান্ধর্ব্য , অসুর , রাক্ষস ও পৈশাচ ৷
যদিও ব্রাহ্ম্য ধারাটিই সাধারনে হাজার হাজার বছর ধরে প্রচলিত ও গ্রহণযোগ্য ৷প্রথম চাররকম বিয়ে হয় বিভিন্ন মন্ত্রে ৷ গরিব বৈষ্ণবদের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতিকৃতির সামনে কন্ঠি বদল করে বিয়েরও চল আছে ৷ঋক , সাম ও যজুঃ বেদ অনুসারে হিন্দু বিয়ের নিয়মে কিছু পার্থক্য দেখা যায় ৷অগ্নিকুন্ড সাক্ষী রেখে সাত পাকের প্রথম পাকে স্বামী তাঁর স্ত্রী ও তাদের ভাবী সন্তানের দায়িত্ব বহনের এবং স্ত্রী তার পরিবারের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন ৷ দ্বিতীয় পাকে উভয়ে যেকোন পরিস্থিতিতে অন্যের পাশে থাকবে , তৃতীয় পাকে দুজনেই সংসার প্রতিপালন ও রক্ষার জন্য অর্থ উপার্জনের ,চতুর্থে বর সব দায়িত্ব বৌয়ের হাতে তুলে দেওয়ার , পঞ্চম পাকে উভয়ে একত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার , ষষ্ঠ পাকে একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকার ও সত্য কথা বলার এবং সপ্তম বা শেষ পাকে সারাজীবন বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি দেন ৷এখন বিদ্যালয়ে যৌনশিক্ষার প্রচলন হয়েছে ৷ বড়দের , বন্ধুদের , বৌদি , জামাই বাবুর কাছে , আমাদের মত চিকিৎসক ও মনোবিদের কাছে আসে এবং নানা জায়গায় বিয়ের আগে যৌনশিক্ষা লাভ হয় ৷ বৈদিক যুগেও যৌন শিক্ষার বিষয়ে চিকিৎসকের যাওয়ার কথা জানতে পারি ৷কুমারী ঘোষা চিকিৎসক অশ্বিনীকুমারদের কাছে গিয়েছিলেন ," জনিষ্ট ঘোষা পতয়ৎ কনীনকো বি চারু হন্বীরু বৌ দংসনা অনু ৷ অস্মৈ বীয়ন্তে নিবনের সিন্ধোবোহস্মা অহ্নে ভবতি তৎপতিত্বনম্ "( ঋকবেদ -১০/৪০/৯০) ৷
আমাদের সনাতনীরা বিয়ের সময় ছান্দগ্য ব্রাহ্মণের মন্ত্রটি বলি ," আমার হৃদয় তোমার হোক , তোমার হৃদয় হোক আমার ৷ আমি আমাকে তোমায় দিলাম , তোমার তোমাকে আমার করলাম "৷ এই সুন্দর পবিত্র মন্ত্রটি সংস্কৃতে বলি ,"যদ্যেত হৃদয়ং তব , তদস্তু হৃদয়ং মম ৷
যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব "!

27/11/2023

অস‌ত্যের কা‌ছে না‌হি
নত হ‌বে শির,
ভয় পা‌বে কাপুরুষ
ল‌ড়ে যা‌বে‌ বীর!

Hare কৃষ্ণ! Krishna কৃষ্ণ i am verry Sorry. কারন সবার ক‌মেন্ড Answer না দি‌তে পারার জন‌্য! ত‌বে যে পরপর দুইবার ক‌মেন্ড ক...
26/11/2023

Hare কৃষ্ণ! Krishna কৃষ্ণ
i am verry Sorry. কারন সবার ক‌মেন্ড Answer না দি‌তে পারার জন‌্য! ত‌বে যে পরপর দুইবার ক‌মেন্ড ক‌রে আ‌মি ভে‌বে নিই সে আমা‌কে কিছু বল‌তে চায়!

নিয়‌মিত ধর্মীয় পোষ্ট পেতে সার্চ করুন [ / ] লি‌খে! হ‌রে কৃষ্ণ

26/11/2023

Hey Krishna
সৎ প‌থে চল‌তে চাই!
😭😭😭😭😭
এই অপরা‌ধে পৃ‌থিবীর সবাই ঠকা‌তে চায়!

25/11/2023

মৃত‌্যুটা য‌দি ইচ্ছামত হ‌তো!
🤔 🤔 🤔 🤔
তাহ‌লে আম‌ার মত মানুষগু‌লো অ‌নেক আ‌গেই
OffLine চ‌লে যেত! ☠️ ☠️

25/11/2023

মাঝে মা‌ঝে ম‌নে হয়!
এই পৃ‌থিবীটা আমার জন‌্যই না!

একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে, সেই দিন মৃত্যুটা হবে ছোট একটা গল্প, আর বেঁচে থাকাটা হ‌বে ই‌তিহাস!আর প‌ড়ে র‌ব...
24/11/2023

একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে, সেই দিন মৃত্যুটা হবে ছোট একটা গল্প, আর বেঁচে থাকাটা হ‌বে ই‌তিহাস!
আর প‌ড়ে র‌বে সব রাজত্ব!

একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে, সেই দিন মৃত্যুটা হবে ছোট একটা গল্প, বেঁচে থাকাটা হ‌বে ই‌তিহাস!আর প‌ড়ে র‌বে স...
22/11/2023

একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে,
সেই দিন মৃত্যুটা হবে ছোট একটা গল্প, বেঁচে থাকাটা হ‌বে ই‌তিহাস!
আর প‌ড়ে র‌বে সব রাজত্ব!

14/11/2023

ম‌নে আ‌ছে তো ?

আগা‌মিকাল ভাই‌ফোটা!

14/11/2023

হ‌রিবাসর

দীপাবলির সাথে শ্যামাপূজার কোন সম্পর্ক নেই..ভগবান শ্রী রামচন্দ্র এই দিন অযোধ্যায় ফিরেছিলেন লঙ্কা বিজয় এবং রাবণ বধ এর পর.....
13/11/2023

দীপাবলির সাথে শ্যামাপূজার কোন সম্পর্ক নেই..
ভগবান শ্রী রামচন্দ্র এই দিন অযোধ্যায় ফিরেছিলেন লঙ্কা বিজয় এবং রাবণ বধ এর পর..

inform : iskcon
Repost

শ্রীশ্রী কালী মতা ভক্ত‌দের দেখ‌তে চাই! দে‌খি তারা দীপাব‌লিতে জেগে আছে কিনা?Camera:
12/11/2023

শ্রীশ্রী কালী মতা ভক্ত‌দের দেখ‌তে চাই!
দে‌খি তারা দীপাব‌লিতে জেগে আছে কিনা?

Camera:

12/11/2023

দামোদর মাস চলছে... পারলে মোবাইল থেকে প্রদীপ বের করে দেখান 🪔🪔
>>> রাধে রাধে

শুভ দীপাব‌লি!Happy Diwali!আমা‌দের সকল সদস‌্য ও  িমকে জানাই, দীপাবলির শু‌ভেচ্ছা!
11/11/2023

শুভ দীপাব‌লি!
Happy Diwali!
আমা‌দের সকল সদস‌্য ও িমকে জানাই, দীপাবলির শু‌ভেচ্ছা!

07/11/2023

আপ‌নি কি জা‌নেন মৌল‌ভীবাজা‌রের পুর্ব নাম কি ছিল?

"শ্রীহট্ট"

06/11/2023

আমি একটা সহজ কথা আজও জা‌নি না!

এই "বড়মা" শব্দ‌টি কোথা থে‌কে আস‌লো?
জান‌লে Plaz বল‌বেন?

━━●●❥𝄞⋆⃝❤️༎༎তুমি༎༎যতোই༎༎কাঁদো༎༎●❥𝄞⋆⃝❤️●❥𝄞⋆⃝❤️༎༎তোমার༎༎চোখের༎༎জল༎༎মুছে༎༎দিতে༎    ━━●❥𝄞কেউ༎༎আসবেনা༎༎●❥𝄞⋆⃝❤️              ●...
05/11/2023

━━●●❥𝄞⋆⃝❤️༎༎তুমি༎༎যতোই༎༎কাঁদো༎༎●❥𝄞⋆⃝❤️
●❥𝄞⋆⃝❤️༎༎তোমার༎༎চোখের༎༎জল༎༎মুছে༎༎দিতে༎
━━●❥𝄞কেউ༎༎আসবেনা༎༎●❥𝄞⋆⃝❤️
●❥𝄞⋆⃝❤️━━━༎༎কিন্তু༎༎●❥━𝄞⋆⃝❤
━━●●❥𝄞⋆⃝❤️༎༎তুমি༎༎শুধু༎༎একটাবার༎༎
●❥𝄞⋆⃝❤️🌺༎༎কাঁদা༎༎চো‌খে༎༎●❥𝄞⋆⃝❤️
𝄞⋆⃝●༎༎ভগবান‌কে༎ডাক‌বে༎༎দেখ‌বে༎༎তি‌নি༎༎𝄞⋆⃝●
●●❥𝄞⋆⃝●⋆⃝●༎তোমার ⋆⃝❤️⋆⃝●⋆⃝●༎●●
●❥༎༎সকল༎༎দুঃখ༎༎যন্ত্রনা༎༎দুর কর‌বেন༎༎━●❥𝄞⋆⃝❤️
●❥𝄞⋆⃝❤️🌺༎༎এটাই༎༎বাস্তব༎༎●❥𝄞⋆⃝❤️
⋆⃝❤️⋆⃝⋆⃝●🙏🏻Hare Krishna Music Center ⋆⃝ ⋆⃝●⋆⃝❤️

সম্পন্ন বাংলা বই দু‌টি free download করুন!   আপনার প্রয়োজন না হ‌লে post শিষার কর‌তে ভূল‌বেন না!1. শ্রী শ্রী গীতা PDFFil...
04/11/2023

সম্পন্ন বাংলা বই দু‌টি free download করুন! আপনার প্রয়োজন না হ‌লে post শিষার কর‌তে ভূল‌বেন না!
1. শ্রী শ্রী গীতা PDF
File Size: 2 MB Only.
Download Link....
https://www.facebook.com/groups/290418311137106/permalink/2361537604025156/?mibextid=Nif5oz

2. শ্রী শ্রী ভগবতম PDF
Flie Size: 47 MB Only.
Download Link....
https://www.facebook.com/groups/290418311137106/permalink/2361683594010557/?mibextid=Nif5oz

সম্পন্ন বাংলা বই দু‌টি free download করুন! আপনার প্রয়োজন না হ‌লে post শিষার কর‌তে ভূল‌বেন না!

Address

Salanga
Sirajganj
6721

Alerts

Be the first to know and let us send you an email when Hare Krishna Music Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category