Mohammad Nizam Uddin

  • Home
  • Mohammad Nizam Uddin

Mohammad Nizam Uddin ভিডিওগুলো ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ

21/02/2025

মুনতাহা আজকে শিশু পার্কে ঘুরতে গিয়েছিল

16/02/2025
16/02/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

15/02/2025

টুঙ্গী বিশ্ব ইজতেমা সিসিটিভি মনিটরিং

07/02/2025

ফুলের দোকান করে মাসে লাখ টাকা আয় করেন

07/02/2025

ঢাকার বিখ্যাত ফুলের দোকান

Shout out to my newest followers! Excited to have you onboard! Mostafizur Rahman, Mohammad Ali, Rakib Hasan, Md Helal, A...
05/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mostafizur Rahman, Mohammad Ali, Rakib Hasan, Md Helal, Anamul Anamul, Balal Uddin, Md. Liton Hossain, Monzurul Islam, Murshid Alam, Md Hasan, Md Gulam Rabbani, Paritosh Chandra Sarker Sarker, Nila Nila, MD Shipon Alli, Mosharof Hussain, Sabbir Hossen Joy, Aslam Sheikh, Md Hasanul Saad, Kamal Uddin, Md Shamim

জ্বালানি তেলের দাম বাড়ল   পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে এক টাকা। নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর...
31/01/2025

জ্বালানি তেলের দাম বাড়ল

পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে এক টাকা। নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল। পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল।

গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ শুক্রবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে বেড়ে ১২২ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে বেড়ে ১২৬ টাকা হয়েছে।

31/01/2025

শারীরিক অক্ষমতার কারণে স্বামীকে হত্যা করেন স্ত্রী

ছেলেটি মানসিক ভারসাম্যহীন। নাম ঠিকানা বলতে পারেনা। রাস্তায় ঘোরাফেরা দেখে স্থানীয় লোকজন খবর দিলে ছেলেটিকে থানায় নিয়ে ...
30/01/2025

ছেলেটি মানসিক ভারসাম্যহীন। নাম ঠিকানা বলতে পারেনা। রাস্তায় ঘোরাফেরা দেখে স্থানীয় লোকজন খবর দিলে ছেলেটিকে থানায় নিয়ে আসা হয়। ছবিটি বেশি শেয়ার করে দিন যেন পরিবার ছেলেটিকে খুঁজে পায়।

ইজতেমা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনাআগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা এবং আখেরি মোনাজাত (২ ও ৫ ...
29/01/2025

ইজতেমা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা এবং আখেরি মোনাজাত (২ ও ৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

বিশ্ব ইজতেমায় যোগদানকারী মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে গতকাল সোমবার ১৩টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার থেকে রাজধানীতে যান চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনাগুলো হলো :

১.আখেরি মোনাজাতের দিন(২ ও ৫ ফেব্রুয়ারী) ভোর ৪টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক, কার্ভাডভ্যান ও অন্যান্য ভারী যানবাহন আব্দুল্লাহপুর, ধউড় ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।

২.অনুরূপভাবে নবীনগর,বাইপাইল ও আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন কামারপাড়া/আব্দুল্লাহপুর ক্রসিং পরিহার করে সাভার,গাবতলী দিয়ে চলাচল করবে অথবা ধউড় ব্রিজ ক্রসিং হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

৩.ঢাকা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে আসা যানবাহন কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে প্রগতি সরণি হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং(নিকুঞ্জ-১ ক্যাচি গেট) দিয়ে ইউটার্ন করে চলাচল করবে।

৪.আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে ৩০০ ফিট দিয়ে আসা যানবাহন কুড়িল ফ্লাইওভার লুপ-২ (এয়ারপোর্টগামী) পরিহার করে প্রগতি সরণি এবং কুড়িল ফ্লাইওভার লুপ-৪ (কাকলী মহাখালীগামী) ব্যবহার করবেন। কোনোভাবেই বিমানবন্দর সড়ক ব্যবহার করা যাবে না।

৫. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/এয়ারপোর্টগামী এক্সিট পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

৬. উত্তরার বাসিন্দা,বিমানযাত্রী,বিমান অপারেশনাল যানবাহন ও বিমান ক্রু বহনকারী যানবাহন,ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত সব ধরনের প্রকার যানবাহনের চালকরা বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করবেন।

৭. ঢাকা মহানগর থেকে যেসব মুসল্লি হেঁটে বিশ্ব ইজতেমাস্থলে যাবেন, তাদের তুরাগ নদীর ওপরে নির্মিত পল্টুন ব্রিজ অথবা কামাড়পাড়া ব্রিজ দিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে যাতায়াত করবেন।

৮.বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য আখেরি মোনাজাতের দিন পদ্মা ইউলুপ এবং কুড়াতলী লুপ-২ এবং নিকুঞ্জ-১ গেট থেকে ট্রাফিক-উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য পরিবহন সেবা প্রদান করা হবে।

৯.নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং বহনকারী যাত্রী ও চালক একে-অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন, যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

১০.মুসল্লিবাহী প্রতিটি যানবাহনের দৃশ্যমান স্থানে চালকের নাম এবং মোবাইল নম্বর দৃশ্যমান থাকতে হবে।

১১.ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফ্লাইওভারের নিচে আব্দুল্লাহপুর বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার কারণে সব যানবাহন চালকদের আজমপুর হতে ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

১২.সড়ক দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে হেঁটে ফ্লাইওভার দিয়ে পারাপার না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

১৩.খিলক্ষেত থেকে আব্দুল্লাপুর হয়ে ধউড় ব্রিজ পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে পার্কিং করা যাবে না।

ডিএমপির ট্রাফিক বিভাগ বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত ধর্মপ্রাণ নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা :-

১. ঢাকা ও চট্টগাম বিভাগের পার্কিংয়ের জন্য নির্ধারিত এলাকা ১৫ নং সেক্টর এলাকাধীন কদমতলী মার্কেট, ৫ নং ব্রিজের ঢাল এবং ১৭নং সেক্টর উলুদাহ মাঠ।

২. সিলেট ও খুলনা বিভাগ থেকে আসা যানবাহন পার্কিং করবে উত্তরার ১৫নং সেক্টর লেকপাড় মাঠ।

৩. রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে আসা যানবাহন পার্কিং করবে ১০নং ব্রিজ এবং ১১নং ব্রিজ লেকের পশ্চিম পার্শ্ব, ১৬নং সেক্টরের ভেতরে এবং বউবাজার মাঠে।

৪. বরিশাল বিভাগ থেকে আসা যানবাহন পার্কিং করবে ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন। আর ঢাকা মহানগরের থেকে আসা যানবাহন পার্কিং করবে ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টির খালি জায়গা।

ভাইভারশন সংক্রান্ত নির্দেশনা :-

ডাইভারশন পয়েন্ট- শুধু আখেরি মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি ভোর ৪টা হতে ডাইভারশন স্থান ধউর ব্রিজ, ১৮ নং সেক্টর পঞ্চবটা ক্রসিং, পদ্ম ইউলুপ, ১২ নং সেক্টর খালপাড়, মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন ব্লু ক্রসিং, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে (বিশ্ব রোড নিকুঞ্জ-১ ক্যাচি গেট), কুড়াতলী ফ্লাইওভার লুপ-২, মহাখালী ফ্লাইওভার পশ্চিম পার্শ্ব, মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড

আপনি ভর্তি হন কলেজে, চান বিশ্ববিদ্যালয়ের মর্যাদা! আপনি জয়েন করেন ১৩ তম গ্রেডে, পরে চান ১০ম গ্রেড..! আপনি সরকারি চাকরিজীব...
29/01/2025

আপনি ভর্তি হন কলেজে, চান বিশ্ববিদ্যালয়ের মর্যাদা!
আপনি জয়েন করেন ১৩ তম গ্রেডে, পরে চান ১০ম গ্রেড..! আপনি সরকারি চাকরিজীবী, অথচ আন্দোলন করেন রাস্তা বন্ধ করে। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়! আবার আরেকদল জ্যামে বসে পুলিশকে গালাগালি করে, বলে পুলিশ কোন কাজই করেনা! রাজপথে ফয়সালা চান

অটো চালক মহাসড়কে উঠতে চায়, কাজের বুয়া সামাজিক মর্যাদা চায়, শিক্ষার্থীরা অটো পাস চায়,চাকরিতে প্রবেশ ৩৫ চায়,গার্মেন্টস কর্মীরা বেতন বৃদ্ধি চায়, সাত কলেজ স্বতন্ত্র হতে চায়,তিতুমীর বিশ্ববিদ্যালয় চায়,পাহাড়িরা আদিবাসী চায়, রাজনীতিবিদরা নির্বাচন চায়, সচেতন নাগরিক সংস্কার চায়,এমন হাজারো চাওয়া প্রতিনিয়ত মানুষের মনে উঁকি দিচ্ছে!

আচ্ছা বলেন, সকল দাবি যদি সরকার মেনে নেয়, পুলিশের কোন ক্ষতি হবে? বেতন কমে যাবে? তাহলে পুলিশের এত আপত্তি কেন? হ্যাঁ তখন আপনিই বলবেন, সবাই আন্দোলন করে পুলিশ কী করে?

কাল পরিক্রমায় সব আন্দোলন, দাবি মিটে যায়, মিছিল-হরতাল থেমে যায়, সরকার চলে যায়, শুধু পুলিশ তাঁর পুরনো পোশাকে সকলের চোখে ভিলেন হিসেবে রয়ে যায়।

Collected

28/01/2025

আজারবাইজানের বিমান দুর্ঘটনা মুহূর্তের ভিডিও

26/01/2025

সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন।

Address


6700

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Nizam Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Nizam Uddin:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share