অনুভূতি ꧁꧂ Feeling ツ

অনুভূতি ꧁꧂ Feeling ツ 💔 অনুভূতি হলো মানুষের জীবনের একটি বড় অংশ, যার কাছে মানুষ প্রতিনিয়তই হারছে 🥀
🇯🇴Palestine 🇯🇴
(1)

21/04/2024

Trust me 🙏! S = আমার দোষ নেই 🥺

18/04/2024

Support plz 🙏🙏

18/04/2024

Sad + Happy 🥺🙂💔❤️

18/04/2024

Little Year 💔🥺

18/04/2024

Love you baba 💔🙂

03/04/2024

ঈদের সালামি নিতে চাইলে লাইন ধরুন 🙂

26/02/2024

একটা প্রাইভেট কোম্পানির অফিসের বস-কে জিজ্ঞাসা করলাম স্যার, আপনি শুধু বিবাহিত পুরুষদের চাকরিতে রাখেন কেনো?... 🤔

উনি বললেন - কারণ এদের ধ'মক সহ্য করার অভ্যাস আছে, আর এরা তাড়াতাড়ি বাড়িও ফিরতে চায় না।🙂

17/02/2024

অন্যের ভালো দেখতে পারাটাও পারিবারিক শিক্ষার অন্তর্ভুক্ত ❤️

17/02/2024

Normal people : Facebook+Messenger
Legend : Facebook Lite 🖤

17/02/2024

কিছু মানুষের সাথে গোপন কথা শেয়ার করা, আর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া একই কথা!...🙂

11/02/2024

--১৪ই ফেব্রুয়ারি নিয়ে যাদের মাথা ব্যাথা নাই--!!🖤🥀

--তারাই মন থেকে বলি--!!🥰🤗
--আলহামদুলিল্লাহ--!!🤲❤️

কত নির্ঘুম রাত গিয়েছে কেটে কষ্টের গ্লানিতে,কত অশ্রু জল লুকিয়ে গিয়েছে আপন মহিমাতে।
11/02/2024

কত নির্ঘুম রাত গিয়েছে কেটে কষ্টের গ্লানিতে,
কত অশ্রু জল লুকিয়ে গিয়েছে আপন মহিমাতে।

10/02/2024

এক আন্টি বললেন উনার মেয়ে কোচিং- এ ফার্স্ট হওয়ায় ফুল আর চকলেট গিফট পেয়েছে🤭
কোচিং থেকে নাকি ১৪ তারিখে ট্যুরে নিয়ে যাবে!🙂

09/02/2024

R দিয়ে যাদের নাম শুরু তারা আজকে অনেক গুলো Propose পেয়েছে! বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখুন! 🙂

09/02/2024

১টাকা ভাঙতি না থাকায় যেসব দোকানদার হাতে চকলেট ধরিয়ে দেয়, সেসব দোকানদারকে জানাই 'চকলেট ডে' শুভেচ্ছা!

09/02/2024

"সবাইকে জুম্মা মুবারক " সাপ্তাহিক এই পবিত্র ঈদের দিনে সবার জীবন হোক হেদায়েতের চাদরে আবৃত এবং সবার জীবন হোক সুখ শান্তি ও বরকতময়।

08/02/2024

তাকে ভালোবেসে,নিজের সন্ধান পেয়েছি
তাঁর অনুভূতির মাঝেই বাসা খুঁজে পেয়েছি।
তাঁর স্বপ্নে নিজের স্বপ্ন জুড়েছি ,
তার কান্নায় নিজের হাঁসি লুকিয়েছি।
তার স্যাডি ভাবে -
নিজের মন ভিজিয়েছি।
সে সবই দেখলো,তবে বুঝলো না।
পার্টি গণিতে বীজ গণিত আনলো -
তবে,পরিসংখ্যান আনলো না।
সে ঠিকই আমার হয়েছে -
তবে,আমারে আমার হতে দিলো না।

ছোট্ট হলেও আমার এ গ্রামসবার চেয়ে সেরা,শত স্মৃতিমাখা সে তোভালোবাসায় ঘেরা!সবুজ ঘাঁসে মাঠ ভরেছেদেখতে লাগে বেশ,গ্রাম বাংলার ...
07/02/2024

ছোট্ট হলেও আমার এ গ্রাম
সবার চেয়ে সেরা,
শত স্মৃতিমাখা সে তো
ভালোবাসায় ঘেরা!

সবুজ ঘাঁসে মাঠ ভরেছে
দেখতে লাগে বেশ,
গ্রাম বাংলার দৃশ্য আমার
হয় না কভু শেষ।

ছোট ছোট পুকুর আছে
এই গ্রামের মাঝে,
সবাই সেথা সাঁতার কাটে
সকাল দুপুর সাঁঝে।

বিকেল গড়ায়ে সন্ধ্যা নামে
সবাই ফেরে ঘরে
সোনায় মুড়ে রাখি সবে
গ্রামকে আপন করে।

 #কবিতা গ্রাম-বাংলার স্মৃতিছোট্ট হলেও গ্রামটা মোদেরসকল গ্রামের সেরা,সোনা দিয়ে তৈরী এ গ্রামমায়া-মমতায় ঘেরা!সবুজ ঘাসেতে ভর...
07/02/2024

#কবিতা গ্রাম-বাংলার স্মৃতি

ছোট্ট হলেও গ্রামটা মোদের
সকল গ্রামের সেরা,

সোনা দিয়ে তৈরী এ গ্রাম
মায়া-মমতায় ঘেরা!
সবুজ ঘাসেতে ভরা মাঠ-ঘাট
দেখতে লাগে বেশ,
গ্রাম-বাংলার রূপ যে কভু
দেখা হয়না শেষ!

পদ্মা নদীর পাড়ে এ গ্রাম
মেঘনাও আছে মিশে,
মাছ ধরাতে ব্যস্ত জেলে;
কৃষক'ও ফসল চাষে!

ছোট্ট একটি পুকুর আছে
এই গ্রামেরও মাঝে,
সেথায় সবাই সাঁতার কাটে
সকাল, বিকেল, সাঁঝে!

এই গ্রামেতেই জড়িয়ে আছে
আমার রঙ্গীন শৈশব,
জানি কখনো পাবোনা আর
হারানো দিন' ঐসব!

তবু যে মোর প্রেম কমেনা
এই গ্রামেরও প্রতি,
হাজার বছর থাকবে অটুট
গ্রাম-বাংলার স্মৃতি।

06/02/2024

জীবনযু!দ্ধে এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনার চেয়ে রুপচর্চা বেশি জরুরি!
আমাদের ক্লাসের লাস্ট বেঞ্চের "আনিকা" এখন বরের সাথে কানাডা যাবে..🙂

02/02/2024

কিছু বন্ধুত্ব থাকেনা? কোনো জেলাসি নাই, কম্পিটিশন নাই, অবিশ্বাস নাই; যেখানে একজন আরেক জনের ভালো চায়, খারাপ দিনে সঙ্গ দেয়, একজন বিপথে চলে গেলে আরেকজন ঘাড় ধরে সঠিক পথে নিয়ে আসে, গাইড করে যায়- এই বন্ধুত্ব গুলো প্রেশাস! খোদা প্রদত্ত উপহার।

এইরকমের দুই-তিনজন বন্ধু পেলেই নিজেকে ভাগ্যবান ভাবেন!❤️‍🫶🏻
__

02/02/2024

নিজের মনকে সুস্থ রাখতে হলে মনের সাথে আগে নিজেকে কথা বলতে হবে। মানুষ তখনই কোন সমস্যায় ভুগতে পারে, যখন মানুষ চায়না তার চেয়ে বেশি কেউ এগিয়ে যাক। মানুষ হিংসা করে নিজের জীবন ই আগে শেষ করে, অথচ যার ওপর হিংসা করে তার কোন ক্ষতি হয় না। তাই আসুন হিংসা নামক রোগ থেকে নিজের জীবন বাঁচাই।

01/02/2024

কোন মানুষ যদি মনে করে যে তার অনেক ভালোবাসার মানুষ আছে, কিন্তু তার গুণ অথবা চরিত্র সেই ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, তাহলে বুঝতে হবে সব টাকার খেলা। আজ বর্তমান সমাজে একজন উচ্চশিক্ষিত মানুষ তার সমাজে, চাকরি ক্ষেত্রে, রাষ্ট্রে তার যথাযথ মর্যাদা পায় না বললেই চলে। অথচ সেই টাকা ওয়ালা মূর্খ মানুষদের দিয়ে সমাজের উন্নতি তো দূরে থাক বড়জোর শুধু ক্ষতিই হবে। আর যার মাধ্যমে কল্যাণ হওয়ার সম্ভবনা ছিল, জাতি তার কদর করলো না।

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি ꧁꧂ Feeling ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category