One the way - অন দা ওয়ে

One the way - অন দা ওয়ে You will never know your limits until you push yourself to them.

24/05/2022
23/05/2022

কে_কতক্ষণ_বউ_কোলে_নিয়ে_থাকতে_পারে,,প্রতিযোগিতা🤣🤣🤣🤣🤣🤣

আন্তর্জাতিক পেশাদার বক্সিং-এ বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়!🥇অভিনন্দন জয়ের নায়ক সুরো কৃষ্ণ চাকমা।🇧🇩ঢাকা বিশ্ববিদ্যালয়।
21/05/2022

আন্তর্জাতিক পেশাদার বক্সিং-এ বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়!🥇

অভিনন্দন জয়ের নায়ক সুরো কৃষ্ণ চাকমা।🇧🇩
ঢাকা বিশ্ববিদ্যালয়।

20/05/2022

এরা কি আসলেই মানুষ নাকি মানুষ নামের অন্ন কিছু

টেকনোলজি যখন মাথায়.... :pডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহার :)লোকেশনঃ প্রতাপ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
20/05/2022

টেকনোলজি যখন মাথায়.... :p
ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহার :)

লোকেশনঃ প্রতাপ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

শত্রুকে ধোঁকা দিয়ে পাখি তার বাচ্চাকে নিরাপদে রাখার জন্য, কোন ইঞ্জিনিয়ারিং কলেজে সে শিক্ষা গ্রহণ করেছে?কে সেই সত্তা,  য...
20/05/2022

শত্রুকে ধোঁকা দিয়ে পাখি তার বাচ্চাকে নিরাপদে রাখার জন্য,
কোন ইঞ্জিনিয়ারিং কলেজে সে শিক্ষা গ্রহণ করেছে?
কে সেই সত্তা, যিনি তাদেরকে এই শিক্ষা দিয়েছেন?
তিনিই সেই সুমহান পথনির্দেশক আল্লাহ। ❤

"আমাদের পালনকর্তা তিনিই যিনি প্রতিটি জিনিসকে
তার রূপ দিয়েছেন এবং তারপর তাকে পথ দেখান।"
(সুবহানআল্লাহ্)

20/05/2022

পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ভাবে গাড়ি চললো।
এখন শুধু উদ্বোধনের অপেক্ষা

19/05/2022

বিতর্কিত এই কথা বলা মানুষটা আর বেঁচে নেই...
এমন কথা কয়জনই বা বলতে পারে...!!!!

19/05/2022

কি ভয়াবহ অবস্থা
সুনামগঞ্জের ছাতক দোয়ারায় পানির তোড়ে ব্রীজ ভেঙ্গে নদীতে বিলীন।

19/05/2022

কাবিলা ভাই ভয় পাইসে 😝🤣

19/05/2022

সুযোগ পেলে বিশ্বের কোন দেশটিতে ভ্রমণ করতে চান!?🙂

18/05/2022

মনোযোগ দিয়ে কথা গুলো শুনুন

Please follow the this page

18/05/2022

মনোযোগ দিয়ে কথা গুলো শুনুন

Please follow the this page

পদ্মা বহুমুখী সেতুর জন্য যানবাহনের শ্রেণি ও টোল হার চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
18/05/2022

পদ্মা বহুমুখী সেতুর জন্য যানবাহনের শ্রেণি ও টোল হার চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত।আলেমদের খাঁচায় বন্দি করলেও দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে পারবে...
18/05/2022

দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত।
আলেমদের খাঁচায় বন্দি করলেও দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, তোমরাই গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ। 😭😭😭😭😭

লেখা আছে হরিণ অথচ ভিতরে আছে ভারপ্রাপ্ত ছা--গল
18/05/2022

লেখা আছে হরিণ অথচ ভিতরে আছে ভারপ্রাপ্ত ছা--গল

17/05/2022

পবিত্র কুরআনের একটি মুদ্রণ প্রকাশনা

এই লোকটি ঘানার। তিনি দরিদ্র এবং শহরের বাইরে বসবাস করেন । কয়েক বছর আগে, একটি তুর্কি সংবাদ সংস্থার একটি ড্রোন তার বাড়ির ...
17/05/2022

এই লোকটি ঘানার। তিনি দরিদ্র এবং শহরের বাইরে বসবাস করেন । কয়েক বছর আগে, একটি তুর্কি সংবাদ সংস্থার একটি ড্রোন তার বাড়ির পাশে পড়েছিল। তুর্কি সাংবাদিকরা যখন এটি খুঁজতে
আসে, তখন তারা দেখতে পায় যে লোকটি তার হাতে ড্রোনটি ধরে আছে এবং সে মজা করে তাদের জিজ্ঞাসা করেছিল যে আপনার কাছে কি এর চেয়ে বড় কিছু আছে যা আমাকে হজে নিয়ে যেতে পারে।

সাংবাদিক গল্পটি প্রকাশ করে এবং তুর্কি সরকার লোকটিকে হজে পাঠানোর সিদ্ধান্ত নেয়এবং সমস্ত খরচ বহন করে। এখানে তাকে মক্কায় তার হজ্জের
জন্য প্রস্তুত অবস্থায় দেখা যাচ্ছে।

গল্পের নৈতিকতা: যখন আল্লাহ আপনাকে মক্কায় আসার জন্য আহ্বান করবেন, তখন তিনি আপনার ভ্রমণকে সম্ভব করার জন্য যাকে এবং যা দরকার উসিলা করবেন। আপনাকে যা করতে হবে তা হল
শুধু চাইতে হবে এবং আপনি পাবেন।

16/05/2022

- Don't Waste Food 🙂🙏

◾ সিগারেট-মাকরূহ-নাকি-হারাম❓🚬🎙️ কুরআন-হাদীস কি বলে❓ 🔸 সিগারেট খেলে কি ইবাদাত কবুল হয় না⁉️- রাসূল (ﷺ) বলেছেনঃনেশা উদ্রেকক...
15/05/2022

◾ সিগারেট-মাকরূহ-নাকি-হারাম❓🚬
🎙️ কুরআন-হাদীস কি বলে❓
🔸 সিগারেট খেলে কি ইবাদাত কবুল হয় না⁉️
- রাসূল (ﷺ) বলেছেনঃ
নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত। আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো সে তার চল্লিশ দিনের সলাতের কল্যাণ হতে বঞ্চিত হলো।
[আবু দাউদঃ ৩৬৮০]
🔸 সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।
- আল্লাহ পাক বলেন,
"তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]
🔸 সিগারেট নেশাজাতীয় জিনিস।
- নবী করিম (ﷺ) বলেছেন,
"প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]
🔸 কেউ একসাথে ১০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।
- রাসূল (ﷺ) বলেছেন:-
“যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]
🔸 সিগারেট অপবিত্র জিনিস।
- আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]
🔸 সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়।
- আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]
🔸 সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
- রাসূল (ﷺ) বলেন,
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী]
🔸 সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।
- জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]
এবার আপনিই সিদ্ধান্ত নিন-
এই ধুমপান করবেন, নাকি ছাড়বেন?আস্তাগফিরুল্লাহ....
আল্লাহ আমাদেরকে এ সর্বনাশা নেশা থেকে দুরে রাখুন।
আমিন!

Address

Sirajganj
Sirajganj

Telephone

+8801784869903

Website

Alerts

Be the first to know and let us send you an email when One the way - অন দা ওয়ে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to One the way - অন দা ওয়ে:

Videos

Share

Category



You may also like