Easy to Economics - E²

Easy to Economics - E² Making Economics Simple, Clear, and Easy to Learn!

04/01/2026

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি সকালের পরিবর্তে বিকাল ৩-৪.৩০ সময়ে অনুষ্ঠিত হবে

04/01/2026

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রবেশের সময়: পরীক্ষা বেলা ৩টায় শুরু হলেও পরীক্ষার্থীদের অবশ্যই অন্তত ১ ঘণ্টা আগে (দুপুর ২টার মধ্যে) কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনো প্রার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।

💥যখন আপনি কারণ দেখিয়ে থেমে থাকার হিসাব কষছেন, তখনই কেউ নিজের দক্ষতার ধার বাড়িয়ে এগিয়ে যাচ্ছে।👉জীবন প্রতিযোগিতা নয়—তবু প্...
03/01/2026

💥যখন আপনি কারণ দেখিয়ে থেমে থাকার হিসাব কষছেন, তখনই কেউ নিজের দক্ষতার ধার বাড়িয়ে এগিয়ে যাচ্ছে।
👉জীবন প্রতিযোগিতা নয়—তবু প্রস্তুত না থাকলে, জয়ের গল্পে আপনার নাম লেখা হয় না।
(সংগৃহীত ছবি)

আসন্ন প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 👉👉
02/01/2026

আসন্ন প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 👉👉

💢সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য 👉👉👉
31/12/2025

💢সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য 👉👉👉

31/12/2025

💥প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা:
২ জানুয়ারি ❌
৯ জানুয়ারি ✅

21/12/2025
21/12/2025

বছরের দীর্ঘতম রাত আজ
২১ ডিসেম্বর—উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম রাত এবং সবচেয়ে ছোট দিন।

21/12/2025

আসন্ন প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

১। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরিফ ওসমান হাদি ঢাকা যে আসনে নির্বাচনী প্রার্থী ছিলেন---
✅ ঢাকা-৮।

২। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন---
✅ব্রেন্ট ক্রিস্টেনসেন।

৩। ‘M-23’ যে দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী---
✅ কঙ্গো।

৪। বিতর্কিত ‘স্যার ক্রিক অঞ্চল’ যে দুটি দেশের সীমানায় অবস্থিত---
✅ ভারত-পাকিস্তান।

৫। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের মাসকট যতটি---
✅ ৩টি (ক্লাচ, মেপল, জায়ু)।

এক নজরে দেখে নিন, বাংলা একাডেমি পরিচালিত ৮ টি পুরস্কার-২০২৫। আসন্ন প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।।
20/12/2025

এক নজরে দেখে নিন, বাংলা একাডেমি পরিচালিত ৮ টি পুরস্কার-২০২৫। আসন্ন প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।।

আজ ১৬ই ডিসেম্বর—বাঙালির গৌরব, ত্যাগ ও আত্মপরিচয়ের এক অনন্য দিন।এই বিজয় অর্জিত হয়েছে লক্ষ শহীদের রক্ত, অসংখ্য মায়ের অ...
16/12/2025

আজ ১৬ই ডিসেম্বর—বাঙালির গৌরব, ত্যাগ ও আত্মপরিচয়ের এক অনন্য দিন।
এই বিজয় অর্জিত হয়েছে লক্ষ শহীদের রক্ত, অসংখ্য মায়ের অশ্রু এবং এক জাতির অদম্য সাহসের বিনিময়ে।

বিজয় দিবস আমাদের শুধু আনন্দ নয়, দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।
দায়িত্ব—সত্য ও ন্যায়ের পক্ষে থাকা, মানবিক মূল্যবোধ ধারণ করা এবং একটি উন্নত, শিক্ষিত ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলা।

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের,
যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনভাবে কথা বলার অধিকার, স্বপ্ন দেখার সাহস এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার সুযোগ।

আসুন, নারী–পুরুষ নির্বিশেষে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—
ব্যক্তিগত জীবনে সততা, সামাজিক জীবনে দায়িত্ববোধ এবং জাতীয় জীবনে ঐক্য বজায় রেখে বিজয়ের চেতনাকে বাস্তব কাজে রূপ দেব।

**শুভ বিজয় দিবস 🇧🇩**

Address

Ullahpara, Sirajganj
Sirajganj
6760

Telephone

+8801766867273

Website

https://www.facebook.com/shailin.sabera.4, https://www.facebook.com/mds

Alerts

Be the first to know and let us send you an email when Easy to Economics - E² posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy to Economics - E²:

Share