22/01/2024
কান্না করেই যদি সবটা ঠিক করা যেতো,
তাহলে মানুষ কেঁদেই সারাটা জীবন পার করে দিতো। কারণ মানুষের জীবনে এতো দুঃখ যে সে আসলে বুঝতেই পারে না কোনটা ছেড়ে কোনটায় হাত বুলাবে। তাই কাঁদাও হয় না সময়ে অসময়ে। শুধু জীবনের দিকে এক দৃষ্টিতে করুণভাবে তাকিয়ে থাকা হয়।
কেঁদে আসলে মনকে হালকা করা ছাড়া আর কিছুই হয় না। না সময় পরিবর্তন হয় আর না দুঃখগুলো মুছে যায়। শুধু যা হয় তা হলো অসময়ের মাথার অসুখ আর চোখের শাস্তি।🌸🖤