সাইকেল নিয়ে খেলা পানির উপর
কারো চোখ রাঙ্গানির পরোয়া আমরা করি না, আমরা পরোয়া করি শুধু আল্লাহ্ তা'য়ালাকে- Dr. Shafiqur Rahman
#জামালপুরের_ইসলামপুরে বন্যা কবলিত ও যমুনা নদীর ভাঙ্গনের শিকার অসহায় মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ ও উপহার সামগ্রী বিতরণে আমীরে জামায়াত
কলিজা ফেটে যায় 🥲
❤️ যারা বিদায় নিয়ে এসেছে, তারা বিজয় অর্জন না করে কিভাবে ফিরে যাবে। ✊
বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছে দলের চেয়ে দেশের স্বার্থ অনেক বড়,, #শহীদ_আলী_আহসান_মোহাম্মদ_মুজাহিদ
সাঈদী সাহেবের অপরাধের প্রমাণ পাওয়া গেছে! — জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীরা এইবার কী জবাব দেবে ?
জানেন আপনারা আমরা মজলুম সংগঠন।
আমাদের ঘরে বসতে দেয় না।
বাইরে হাটতে দেয় না, আপনাদের সাথে মিশতে দেয় না।
মানুষের সুখ দুঃখ বোঝার সুযোগ দেয় না।
মারে, ধরে, ফাঁসিত ঝুলায়, খুন করে, গুম করে, গ্রেফতার করে।
তো আলহামদুলিল্লাহ এগুলো করে আমাদের থামানো যাবেনা।
আমরা ভালোবাসা চাই আল্লাহ তাআলার এবং মানুষের।
সুতরাং আমার ভালোবাসার মানুষ যেখানে বিপদে পড়বে আমার দায়িত্ব হলো ওখানে গিয়ে হাজির হয়ে বলবো আমি আপনার সাথে আছি এতে কোন পুলিশ টুলিশ মানবো না।
- মুহতারাম আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
হে আল্লাহ আর সহ্য করতে পাছিনা.... কার বা কলিজার টুকরা সন্তান টা পানিতে ভাসতেছে.....
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা।
#PrayForSylhet
#Bangladesh
#Shibir
#সিলেট মহানগরীর সদর ও গোয়াইনঘাট উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় বক্তব্য রাখছেন মুহতারাম আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman
সিলেটের বন্যার্ত মানুষের সহায়তায়
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ত্রাণ তৎপরতা চলছে
👉সাবধানে চলো মন হও হুশিয়ার,
জীবন বেলা বয়ে যায় আসে অন্ধকার 🏍️🏍️
এদের মধ্য থেকেই অসংখ্য সাহসী খাদীজা, আয়েশা, সুমাইয়া (রাঃ) আর আফিয়া সিদ্দিকা ও মুসকান বেরিয়ে আসবে-ইনশাআল্লাহ
আপনার ছেলে মেয়েকে দেখে রাখেন যেনো এমন না হয়
শতাব্দীর রেকর্ড ভঙ্গ করে সিলেট ও সুনামগঞ্জে বন্যার তাণ্ডবঃ মহান আল্লাহর দরবারে নতশিরে সাহায্য ভিক্ষা করছি
দেড় মাসের ব্যবধানে ফের ভয়াবহ বন্যা। যা সিলেটের জীবিত কোনো মানুষ স্মরণ করতে পারছেন না, অতীতে এমন বন্যা কখনো তারা দেখেছেন কিনা। এবারের বন্যায় প্রধান-প্রধান সড়ক আর নদীপথ সবই একাকার। সুনামগঞ্জ শহর পুরোটা এবং সিলেট শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গিয়ে ঘর-বাড়ি ডুবিয়ে দিয়েছে। এদিকে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বন্যার অবস্থাও একই রকম ভয়াবহ।
গতকাল থেকে বিদ্যুৎ সরবরাহ পুরো জেলা চারটিতেই বিঘ্নিত হয়ে পড়েছে। তলিয়ে যাওয়া এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শহরের রাস্তাগুলোতে মাঝারি আকারের নৌকা চলছে। অধিকাংশ গ্রাম এলাকার মানুষ আশ্রয়ের সন্ধানে বের হতে চাইলেও পর্যাপ্ত নৌকা না থাকায় পানির সাথে বাধ্য হয়েই গৃহবন্দি হয়ে পড়েছেন। শিশু-আবাল, বৃদ্ধ-বণিতা সকল
হিমছড়ি পাহাড়ে 🙋♂️🙋♂️🙋♂️
বাইকারদের ঈদ ঘোরাঘুরি