Md Shahin Reza Sumon

Md Shahin Reza Sumon Md Shahin Reza Sumon

আপনি জানেন কি বাংলাদেশ ট্রাফিক আইন মতে, কোন রাস্তার সর্বোচ্চ গতি সিমা কতো? যদি না জেনে থাকেন তাহলে এই পোস্টের মাধ্যমে জে...
05/09/2022

আপনি জানেন কি বাংলাদেশ ট্রাফিক আইন মতে, কোন রাস্তার সর্বোচ্চ গতি সিমা কতো?

যদি না জেনে থাকেন তাহলে এই পোস্টের মাধ্যমে জেনে নিন।

জাতীয় হাইওয়ে - সর্বোচ্চ ৮০ কিলোমিটার।
আঞ্চলিক হাইওয়ে - সর্বোচ্চ ৮০ কিলোমিটার।
জেলা সড়কে - সর্বোচ্চ ৫০ কিলোমিটার।
উপজেলা সড়কে - সর্বোচ্চ ৪০ কিলোমিটার।
ইউনিয়ন লেভেলের সড়কে - সর্বোচ্চ ৪০ কিলোমিটার।
গ্রাম্য রাস্তায় - সর্বোচ্চ ২৫ কিলোমিটার।

সবাই ট্রাফিক আইন মেনে নিরাপদে বাইক চালবো, এবং সুস্থ ভাবে ঘরে ফিরবো।

ছবিঃ শুধু মাএ সকলের নজর পড়ার জন্য।

সমসাময়িক পোস্টবৃষ্টি তে বাইক চালানোর জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে ;১) প্রথমত আপনাকে পরিধান করতে হবে এমন একটি পোশাক যা আপনা...
24/08/2022

সমসাময়িক পোস্ট

বৃষ্টি তে বাইক চালানোর জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে ;

১) প্রথমত আপনাকে পরিধান করতে হবে এমন একটি পোশাক যা আপনাকে রাখে বৃষ্টি থেকে একদম নিরাপদ।

২) বৃষ্টির দিনে ফুল ফেইস হেলমেট আপনার জন্য বেশি আরামদায়ক হবে ।

৩) বৃষ্টিতে আপনার বাইকের চাকার হাওয়ার প্রেসার একটু কমিয়ে নিলে আপনি পাবেন আরও সুন্দর ব্রেকিং গ্রিপ ।

৪) বৃষ্টিতে বাইক চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার টায়ার এর গ্রিপ , বৃষ্টিতে সড়ক পথ হয়ে থাকে অনেক পিচ্ছিল , তাই আপনার টায়ার এর গ্রিপ থাকতে হবে ভালো

৫) বৃষ্টিতে রাস্তায় অনেক পানি জমে থাকে , সেসব জায়গায় একটু কম গতিতে চালান , এতে রাস্তার পথচারীদের কোন বিড়ম্বনা সৃষ্টি হবে না ।

৬) বৃষ্টিতে আপনার বাইক স্বাভাবিক গতির চেয়ে একটু আস্তে চালান , এতে ঝুকি কমবে ।

৭) বৃষ্টিতে বাইক চলাকালীন আপনি আপনার বাইকের পারকিং লাইট টি জ্বালিয়ে দিতে পারেন , এতে অন্য কোন মানুষ আপনার বাইক টিকে লক্ষ্য করবে ।

৮) বৃষ্টিতে কোন মোড়ে টার্ন নেয়ার সময় বাইক কম লিন করুন ।

৯) বাইক চালানোর সময় এমন কোন কিছু করবেন না , যা দ্বারা অন্য কোন পথচারী বিভ্রান্তের সৃষ্টি হয়।।

26/07/2022

সাইকেল নিয়ে খেলা পানির উপর

25/06/2022

কারো চোখ রাঙ্গানির পরোয়া আমরা করি না, আমরা পরোয়া করি শুধু আল্লাহ্‌ তা'য়ালাকে- Dr. Shafiqur Rahman

#জামালপুরের_ইসলামপুরে বন্যা কবলিত ও যমুনা নদীর ভাঙ্গনের শিকার অসহায় মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ ও উপহার সামগ্রী বিতরণে আমীরে জামায়াত

25/06/2022

কলিজা ফেটে যায় 🥲
❤️ যারা বিদায় নিয়ে এসেছে, তারা বিজয় অর্জন না করে কিভাবে ফিরে যাবে। ✊

আল-কুরআনের মধুর বাণী বলতো সুরে সুরে,দ্বীনের বাণী পৌঁছে দিতো বিশ্বটাতে ঘুরে।আল্লাহ তুমার প্রিয় বান্দাকে আবারও দ্বীনের খেদ...
23/06/2022

আল-কুরআনের মধুর বাণী বলতো সুরে সুরে,
দ্বীনের বাণী পৌঁছে দিতো বিশ্বটাতে ঘুরে।

আল্লাহ তুমার প্রিয় বান্দাকে আবারও দ্বীনের খেদমত করার তৌফিক দান করো।

22/06/2022

বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছে দলের চেয়ে দেশের স্বার্থ অনেক বড়,, #শহীদ_আলী_আহসান_মোহাম্মদ_মুজাহিদ

22/06/2022

সাঈদী সাহেবের অপরাধের প্রমাণ পাওয়া গেছে! — জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীরা এইবার কী জবাব দেবে ?

মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আজ কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যা কবলিত ...
22/06/2022

মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আজ কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী, রংপুর মহানগরী আমীর মাহবুবুর রহমান বেলাল, কুড়িগ্রাম জেলা আমীর মাওঃ আব্দুল মতিন ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, রাজিবপুর উপজেলা আমীর মাওঃ আব্দুল লতিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই দৃশ্য দেখে বোঝা যায় ...সৎ পথে স্বর্গবাস,,অসৎ পথে সর্বনাশ ,,ইসলাম শিক্ষাই জাতির মেরুদন্ড
22/06/2022

এই দৃশ্য দেখে বোঝা যায় ...
সৎ পথে স্বর্গবাস,,
অসৎ পথে সর্বনাশ ,,
ইসলাম শিক্ষাই জাতির মেরুদন্ড

22/06/2022

জানেন আপনারা আমরা মজলুম সংগঠন।
আমাদের ঘরে বসতে দেয় না।
বাইরে হাটতে দেয় না, আপনাদের সাথে মিশতে দেয় না।
মানুষের সুখ দুঃখ বোঝার সুযোগ দেয় না।
মারে, ধরে, ফাঁসিত ঝুলায়, খুন করে, গুম করে, গ্রেফতার করে।
তো আলহামদুলিল্লাহ এগুলো করে আমাদের থামানো যাবেনা।
আমরা ভালোবাসা চাই আল্লাহ তাআলার এবং মানুষের।
সুতরাং আমার ভালোবাসার মানুষ যেখানে বিপদে পড়বে আমার দায়িত্ব হলো ওখানে গিয়ে হাজির হয়ে বলবো আমি আপনার সাথে আছি এতে কোন পুলিশ টুলিশ মানবো না।
- মুহতারাম আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

21/06/2022

আলহামদুলিল্লাহ
বানভাসি মানুষের জন্য জামায়াতের অনুদানের চিত্র- ১ম ধাপে ৩০ লক্ষ (সিলেট অঞ্চল ), ২য় ধাপে ৫০ লক্ষ (সিলেট অঞ্চল ), উত্তর অঞ্চলে ৬০ লক্ষ, ঢাকা মহানগর ৬০ লক্ষ (সিলেট অঞ্চল ), সর্বমোট অনুদান ২ কোটি আলহামদুলিল্লাহ।

21/06/2022

বন্যা থামলে সবাইকে জানিয়ে দিও,সীতাকুণ্ড হোক কিংবা সিলেট,সবখানে দাড়ি-টুপি ওয়ালারা'ই ছিলেন!

21/06/2022

হে আল্লাহ আর সহ্য করতে পাছিনা.... কার বা কলিজার টুকরা সন্তান টা পানিতে ভাসতেছে.....

21/06/2022

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা।



21/06/2022

#সিলেট মহানগরীর সদর ও গোয়াইনঘাট উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় বক্তব্য রাখছেন মুহতারাম আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman

20/06/2022

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদ সীমার ৩৩ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সূত্রঃ যমুনা টিভি

20/06/2022

সিলেটের বন্যার্ত মানুষের সহায়তায়
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ত্রাণ তৎপরতা চলছে

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে  ১০ হাজার প্যাক প্রস্তুত,  আজ রাতেই সিলেটে বর্ণ্যার্ত এলাকায় পৌঁছানো...
20/06/2022

আলহামদুলিল্লাহ,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে
১০ হাজার প্যাক প্রস্তুত, আজ রাতেই সিলেটে বর্ণ্যার্ত এলাকায় পৌঁছানো হবে ইনশাআল্লাহ !

19/06/2022

👉সাবধানে চলো মন হও হুশিয়ার,
জীবন বেলা বয়ে যায় আসে অন্ধকার 🏍️🏍️

সিলেট এবার  উড়তেছে লাশের পাহাড়,,কুরবানীতো অনেক দিলেন প্রতিবছর। এইবার না হয় একটু ছোট গরু দিয়ে কুরবান করেন । যাদের সাম...
18/06/2022

সিলেট এবার উড়তেছে লাশের পাহাড়,,
কুরবানীতো অনেক দিলেন প্রতিবছর। এইবার না হয় একটু ছোট গরু দিয়ে কুরবান করেন । যাদের সামর্থ্য আছে আপনারা সবাই সিলেটের অসহায়দের পাশে দাঁড়ান 😢
আল্লাহ সবাইকে হেফাজত করুক,,, আমিন

18/06/2022

এদের মধ্য থেকেই অসংখ্য সাহসী খাদীজা, আয়েশা, সুমাইয়া (রাঃ) আর আফিয়া সিদ্দিকা ও মুসকান বেরিয়ে আসবে-ইনশাআল্লাহ

18/06/2022

আপনার ছেলে মেয়েকে দেখে রাখেন যেনো এমন না হয়

17/06/2022

শতাব্দীর রেকর্ড ভঙ্গ করে সিলেট ও সুনামগঞ্জে বন্যার তাণ্ডবঃ মহান আল্লাহর দরবারে নতশিরে সাহায্য ভিক্ষা করছি

দেড় মাসের ব্যবধানে ফের ভয়াবহ বন্যা। যা সিলেটের জীবিত কোনো মানুষ স্মরণ করতে পারছেন না, অতীতে এমন বন্যা কখনো তারা দেখেছেন কিনা। এবারের বন্যায় প্রধান-প্রধান সড়ক আর নদীপথ সবই একাকার। সুনামগঞ্জ শহর পুরোটা এবং সিলেট শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গিয়ে ঘর-বাড়ি ডুবিয়ে দিয়েছে। এদিকে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বন্যার অবস্থাও একই রকম ভয়াবহ।

গতকাল থেকে বিদ্যুৎ সরবরাহ পুরো জেলা চারটিতেই বিঘ্নিত হয়ে পড়েছে। তলিয়ে যাওয়া এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শহরের রাস্তাগুলোতে মাঝারি আকারের নৌকা চলছে। অধিকাংশ গ্রাম এলাকার মানুষ আশ্রয়ের সন্ধানে বের হতে চাইলেও পর্যাপ্ত নৌকা না থাকায় পানির সাথে বাধ্য হয়েই গৃহবন্দি হয়ে পড়েছেন। শিশু-আবাল, বৃদ্ধ-বণিতা সকলেই এখন পানির ওপরে ভাসছেন।

গভীর বেদনার বিষয়! এখন পর্যন্ত এ বিষয়টি সরকারের কাছে তেমন কোনো গুরুত্বই পায়নি। তাহলে কি সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর চোখ খুলবে?

অবিলম্বে জরুরী অবস্থা ঘোষণা করে পানিবন্দি জনগণকে উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ তৎপরতা চালানোর জন্য কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে যে, এ জেলা চারটিও বাংলাদেশের অংশ।

এই কঠিন অবস্থায় সর্বোচ্চ সামর্থ নিয়ে প্রাণপ্রিয় মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট এলাকার ভাইদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য আহবান জানাচ্ছি। পাশাপাশি সমাজের সামর্থবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আমাদের অনুরোধ, মানবিক এই বিপর্যয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করুন।

আসুন, সবাই মিলে মহান প্রভুর দরবারে এ কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ধরনা দেই।

মহান আল্লাহ্‌ আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন।।

17/06/2022

সিলেটে ও সুনামগঞ্জে ভেসে যাচ্ছে বাড়িঘর, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা।
জরুরী ভিত্তিতে সিলেট এর মত সুনামগঞ্জে ও Rescue operation পরিচালনা করা হোক।

ভালো নেই সিলেট-সুনামগঞ্জ। ভালো নেই বাংলাদেশ। 😥বন্যাকবলিত এলাকাগুলোতে এখন ত্রাণের চেয়েও বেশি প্রয়োজন রেস্কিউ টিম। নৌকা, ট...
17/06/2022

ভালো নেই সিলেট-সুনামগঞ্জ। ভালো নেই বাংলাদেশ। 😥

বন্যাকবলিত এলাকাগুলোতে এখন ত্রাণের চেয়েও বেশি প্রয়োজন রেস্কিউ টিম। নৌকা, ট্রলার বা হেলিকপ্টার। প্রয়োজন সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন। অসংখ্য ফোন আর মেসেজে মানুষের হৃদয়ভাঙ্গা আর্তচিৎকারের খবর পাচ্ছি। আহ! মানবতার কী করুন আর্তনাদ। 📰

গত ক'দিন আগেও পানির ওপর ভাসছিলো সিলেট। কিন্তু সরকারের সুনির্দিষ্ট কোন পদক্ষেপ সেভাবে দেখা যায়নি। মানুষ মানুষের জন্য লড়েছে, পাশে দাঁড়িয়েছে। হয়তো সরকারে কোন মানুষ নেই অথবা মানুষের জন্য তাদের কোন দায়বোধ নেই। 😠

দেশের হৃদয়বান ব্যক্তি ও সামর্থবানদের প্রতি অনুরোধ! আপনি আপনার জায়গা থেকে, আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আবারও এগিয়ে আসুন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। হেফাজত করুন। 🤲

আলহামদুলিল্লাহ্‌উদ্ধারকাজে নিয়োজিত বাংলাদেশের আস্থা বাংলাদেশ সেনাবাহিনী🇧🇩🥰আল্লাহ্‌ এবার আপনি একটু দয়া করুন। সকল আযাব গজব...
17/06/2022

আলহামদুলিল্লাহ্‌
উদ্ধারকাজে নিয়োজিত বাংলাদেশের আস্থা বাংলাদেশ সেনাবাহিনী🇧🇩🥰

আল্লাহ্‌ এবার আপনি একটু দয়া করুন। সকল আযাব গজব হতে প্রিয় ভূমি বাংলাদেশ ও সিলেট অঞ্চলে পানিবদ্ধ মানুষগুলোকে হেফাজত করুন।

17/06/2022

👉সর্বশেষ সিলেটের ও সুনামগঞ্জের খবর

সুনামগঞ্জ ইতিমধ্যে বিচ্ছিন্ন।

সুনামগঞ্জ ও ছাতকের পাওয়ার গ্রিড বন্ধ করা হয়েছে। ওখানকার মানুষের জীবনের কী অবস্থা তা সুনামগঞ্জের মানুষ ছাড়া কেউ বলতে পারবে না।

সর্বশেষ সিলেট কুমারগাও পাওয়ার গ্রিড। এটি রক্ষা করা বা চালু রাখা না গেলে, পুরো সিলেট কলাপ্স করবে।

গ্যাস স্টেশন, মোবাইল নেটওয়ার্ক, হাসপাতাল, জরুরি সেবা সবই হুমকির সম্মুখীন। এ বন্যা সিলেটের ইতিহাসে বিরল।

সিলেটের সীমান্তবর্তি এলাকা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এর মানুষের ঘর বাড়ি, ফসলি জমি, দোকান পাট, গবাদিপশু সব ডুবে গেছে বা কারও কারও ভেসে চলে গেছে।

সবার প্রার্থনায় মহান আল্লাহ পাক সিলেটকে রক্ষা করুক।

আমীন।

বাজারে এই রকম বিক্রেতাদের কাছে থেকে !😰🔸প্রয়োজন না হলেও কিছু কিনুন,!🙏🙏
15/06/2022

বাজারে এই রকম বিক্রেতাদের কাছে থেকে !😰
🔸প্রয়োজন না হলেও কিছু কিনুন,!🙏🙏

03/06/2022

ক্রসবার তিন

ভাল মনের মানুষ গুলো ভাল থাকুক সব সময়।❤️দেশটা আপনার আমার আমাদের। যতটুকু আমি জানি আমাদের দেশের চিকিৎসা ব্যাবস্থা নিয়ে কেউই...
28/05/2022

ভাল মনের মানুষ গুলো ভাল থাকুক সব সময়।❤️

দেশটা আপনার আমার আমাদের।
যতটুকু আমি জানি আমাদের দেশের চিকিৎসা ব্যাবস্থা নিয়ে কেউই তেমন একটা সন্তুষ্ট নয়, এর প্রধান কারণ আমাদের দেশের সিস্টেম।😢

আমি জানি সিস্টেম পরিবর্তন করা এতটা সহজ নয়।
তবে আমাদের দেশের সম্মানিত ডাক্তারদের মধ্যে অন্তত কিছু সংখ্যক ডাক্তার এবং
উপরের কর্মকর্তারা যদি চাই তবে পরিবর্তন হবেই
ইন শা আল্লাহ।💚🌺

সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, একটি মানুষ অসুস্থ হলে সে যেমন অসহায় হয় তার পাশাপাশি তার পরিবার অনেক কষ্ট পায়,
তাই এইটুকুই বলতে চাই মানুষের খারাপ সময়ে দেশের চিকিৎসা ব্যাবস্থা সকল রোগীর জন্যে সহজ করে দিলে মানুষের মনের দোয়া এবং আল্লাহ পাকের রহমত আসবে।

সকল ডাক্তারদের এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রতি এইটুকু আহবান.. শুরুটা আপনি করুন, ইন শা আল্লাহ ভালো কিছু একদিন হবেই...🧡🙏

26/05/2022

আমার বাংলাদেশ

17/05/2022

কক্সবাজার

14/05/2022

হিমছড়ি পাহাড়ে 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
বাইকারদের ঈদ ঘোরাঘুরি

29/04/2022

আমি ব্যস্তব দেখেছি।

Address

Sirajganj

Telephone

+8801902211905

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Shahin Reza Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Shahin Reza Sumon:

Videos

Share

Category


Other Video Creators in Sirajganj

Show All