19/05/2025
সিরাজগন্জ ভিউতে আপনাদের সবাইকে স্বাগতম
বরাবরের মতোই ছবি তোলার প্রতি আপনাদের আগ্রহী করতে আমরা হাজির হলাম ছোট্ট একটি স্পেশাল ইভেন্ট নিয়ে। সিরাজগন্জ অবস্থানরত সকল মেম্বাররা এখানে অংশগ্রহন করতে পারবেন । এবারের ইভেন্টের স্পন্সর হিসেবে থাকছে সিরাজগন্জ ভিউ
বিজয়ী তিন জনের জন্য রয়েছে সিরাজগন্জ ভিউ এর পক্ষ থেকে আকর্ষণীয় তিনটি গিফট, এছাড়াও সেরা দশজনের জন্য থাকবে সার্টিফিকেট।
ইভেন্টের জন্য রয়েছে কিছু শর্তাবলীঃ-
০১। সিরাজগন্জ ভিউ ফেসবুক পেইজে লাইক দিয়ে পোস্টে কমেন্টে দিতে হবে।
০২। একজন যত খুশি ছবি ও ভিডিও দিতে পারবেন।
৩। সিরাজগন্জ ভিউ তে আগে পোস্ট করা হয়েছে এরকম ছবি বা ভিডিও পোস্ট করা যাবে না।
৪। ছবি বা ভিডিওর ডিটেইলস দিতে হবে।
√ উপরের নিয়ম মেনে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে।
প্রতিযোগিতা চলবে আগামি ২০ মে থেকে ২০ জুন ২০২৫ রাত ১১ঃ৫৯ পর্যন্ত
বিঃদ্রঃ
যেকোনো প্রয়োজনে সিরাজগন্জ ভিউ পেইজে যোগাযোগ করুন।
*প্রতিযোগিতা চলাকালিন সাধারণ পোস্ট এপ্রুভ থাকবে।*
আশা করি বরাবরের মতো আপনাদের চমৎকার চমৎকার ছবি ও ভিডিও দিয়ে আমাদের ইভেন্টটিকে সাফল্যমন্ডিত করবেন।
পাশে থাকবেন,ভালো রাখবেন।
প্রয়োজনে ০১৭৮৯৮১৫১৫১