আলোকিত সিরাজগঞ্জ

আলোকিত সিরাজগঞ্জ # উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার আপনাকে স্বাগতম।

সিরাজগঞ্জের নলকা-কুটিরচর এলাকায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত 6এদের মধ্যে প্রথম ৫ জনের বাড়ি তাড়াশ উপজেলার ভ...
08/09/2024

সিরাজগঞ্জের নলকা-কুটিরচর এলাকায় মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত 6
এদের মধ্যে প্রথম ৫ জনের বাড়ি তাড়াশ উপজেলার ভাটরা গ্রামে

২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল,সিরাজগঞ্জ-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্ব...
06/09/2024

২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল,সিরাজগঞ্জ-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারী পুরুষ বা মহিলা প্রত্যেকের বয়স ১৮-৩২ বছরের মাঝে হতে হবে এবং সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়মাবলীঃ
১,আগ্রহী প্রার্থীগন আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৪ ইং রাত ১০ টা'র মধ্যে। এবং যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন।
২,পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে [email protected] মেইল করতে হবে।
৩,উল্লেখিত তারিখ এবং সময়ের পর আর কোনো আবেদন গ্ৰহন করা হবে না।

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)অর্থাৎ আপনি ২০০৮ সালে...
17/01/2023

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।

২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)

অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন। আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৯৩০০০ টাকা।

অর্থাৎ আজকে আপনাকে ৯৩ টি ১০০০ টাকার নোট দেয়া লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান বর্তমান বাজারে কত?

২৬০০০ : ২৬ = ১০০০

২৬০০০÷৯৩ = ২৭৯.৫৭

আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোট টির আজকের মূল্য ২৭৯.৫৭ টাকা।

এভাবেই সময়ের আবর্তে কাগজের টাকার মান কমে যাচ্ছে।

24/12/2022

https://www.facebook.com/alokito.siraganj
#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেঁড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

🙄সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

🌴একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি; ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি; হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি; সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।
আমাদের জীবন সুখের হবে।

কাতার বিশ্বকাপের সেরা গোল!
24/12/2022

কাতার বিশ্বকাপের সেরা গোল!

24/12/2022

সরিষার ফুল নতুন করে
শীতের জানান দিচ্ছে

জীবন যুদ্ধে হার না মানা একজন মা ❤
21/12/2022

জীবন যুদ্ধে হার না মানা একজন মা ❤

15/12/2022
আসসালামু আলাইকুম ❤️❤️২৩,২৪,২৫ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা ইজতেমা শুরু হবে, লোকেশনঃ হার্ড পয়েন্ট, সিরাজগঞ্জ।
15/12/2022

আসসালামু আলাইকুম ❤️❤️
২৩,২৪,২৫ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা ইজতেমা শুরু হবে,
লোকেশনঃ হার্ড পয়েন্ট, সিরাজগঞ্জ।

24/11/2022

~এবারের বিশ্বকাপের ফুটবলটি শুধু বল নয় বরং এর ভেতরেই রয়েছে টেকনোলজি।

~ এই বলে পুরো ম্যাচের সব ডাটা ট্র্যাক করার জন্য ৫০০ হার্টজ এর সেন্সর ব্যবহার করা হয়েছে যা প্রতি সেকেন্ডে ৫০০-এর বেশি বার ডাটা পাঠাতে পারে।

~ এটি ফিফার অফসাইড টেকনোলজির সাথে সংযুক্ত। অফসাইড নির্ণয়ে এটি সাহায্য করে থাকে। ফলে বল কখন কোন পজিশনে আছে, কোন প্লেয়ারের কাছে আছে সবই ট্র্যাক হয়।

* এই অভূতপূর্ব সেন্সর বলের প্রতিটি মুভমেন্টের তথ্য পাঠাতে থাকে।
https://www.facebook.com/alokito.siraganj

https://www.facebook.com/alokito.siraganjঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন  গ্র্যাজুয়েটদের মধ্যে বিতরণ করা হয় সমাবর্তনের গাউ...
22/11/2022

https://www.facebook.com/alokito.siraganj
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন গ্র্যাজুয়েটদের মধ্যে বিতরণ করা হয় সমাবর্তনের গাউন ও ক্যাপ। বাবাকে সঙ্গে নিয়ে সেগুলো নিতে এসেছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সৈয়দ হাসান। পরে প্রিয় ক্যাম্পাসে দাঁড়িয়েই তা বাবাকে পরিয়ে দেন। যে মানুষটির অকুণ্ঠ সমর্থন ও পরিশ্রমে এতদূর আসা, যেন এভাবেই তার প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।

ছবি : কাজল হাজরা

https://www.facebook.com/alokito.siraganjকাতার বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে আজকের উদ্বোধনী ম্যাচে প্রত্যেক দর্শকের আসনে এক...
22/11/2022

https://www.facebook.com/alokito.siraganj
কাতার বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে আজকের উদ্বোধনী ম্যাচে প্রত্যেক দর্শকের আসনে একটি করে উপহার ব্যাগ রাখা হয়েছে।
সত্যিই কাতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলো।

22/11/2022

নগ্নতা ছাড়াও বড় বড় আসরে মানুষকে আনন্দ দেয়া যায় সেটাই প্রমান করল কাতার। পেজটি ফলো করুন। ধন্যবাদ

https://www.facebook.com/alokito.siraganj

22/11/2022

https://www.facebook.com/alokito.siraganj
কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মরগ্যান ফ্রিম্যান এর সাথে যে যুবকটি'কে দেখা যায় কে তিনি?

তিনি হলেন গানিম আল মুফতাহ, যিনি কাতারে'র সর্বকনিষ্ঠ এক উদ্যোক্তা। তিনি দুই পাবিহীন জন্ম নেয়া প্রতিবন্ধী কিশোর গানিম আল মুফতাহ। কাতারের অধিবাসী সে। তিনি কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা, তিনি ঘারিসা আইসক্রিম প্রতিষ্ঠা করেছেন, এটি একটি কোম্পানি যার ৬টি শাখা রয়েছে এবং ৬০জন কর্মী রয়েছেন। গানিম সমগ্র উপসাগরীয় অঞ্চল জুড়ে তার ব্যবসা সম্প্রসারণ এবং ফ্র্যাঞ্চাইজি খুলতে চায়। গানিম ভবিষ্যৎ এ প্যারালিম্পিয়ান হওয়ার আশা আছে। গানিম প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, তার প্রিয় খেলা হচ্ছে সাঁতার, স্কুবা ডাইভিং, ফুটবল, হাইকিং এবং স্কেটবোর্ডিংকে । স্কুলে, গানিম তার হাতে জুতা পরে ফুটবল খেলত এবং তার 'সাধারণ আকারের' বন্ধুদের সাথে বলের পিছনে তাড়া করত। আশ্চর্যজনকভাবে, গানিম সমগ্র উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জেবেল শামস আরোহণ করেছেন। নির্ভীক, তিনি প্রকাশ্যে মাউন্ট এভারেস্ট আরোহনের তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ইনস্টাগ্রামে ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে গানিম এর। গানিম আল-মুফতাহ কাতারের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করার লক্ষ্য রেখেছেন।
সংগৃহীত

https://www.facebook.com/alokito.siraganjসুবহানাল্লাহ 😍এটা ইউরোপের কোনো এলাকা কিংবা কোনো কোম্পানির সাইকেল প্রদর্শনী নয় ব...
05/11/2022

https://www.facebook.com/alokito.siraganj
সুবহানাল্লাহ 😍
এটা ইউরোপের কোনো এলাকা কিংবা কোনো কোম্পানির সাইকেল প্রদর্শনী নয় বরং রাজধানীর মিরপুরের DOHS সেন্ট্রাল মসজিদের সম্মুখদৃশ্য মাশাআল্লাহ!

২৩০ জন কিশোর সফলভাবে তাহিয়্যাতুল মসজিদ (বাচ্চাদের মসজিদমুখী করার উদ্যোগ) এ বাইসাইকেল পুরষ্কার পাচ্ছে ।

যে সকল কিশোর টানা ৪০ দিন এশা ও ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করেছে তারা পাচ্ছে এসব পুরস্কার।

আল্লাহ তাদের এ আমল সারা জীবনের জন্য কবুল করে নিন। দুনিয়া এবং আখেরাতে তাদের সফল করুন আমিন ইয়া রব!

ইকো কার্ডিওগ্রাম ও কার্ডিয়াক ক্যাথল্যাব চালু হলোশহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে।সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেব...
27/10/2022

ইকো কার্ডিওগ্রাম ও কার্ডিয়াক ক্যাথল্যাব চালু হলো
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে।

সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো একটি উদ্যোগ। আশা করছি অদূর ভবিষ্যতে হৃদরোগের সব রকম চিকিৎসা আমাদের সিরাজগঞ্জেই হবে।
https://www.facebook.com/alokito.siraganj

Address

Sirajganj
SIRAJGANJ

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত সিরাজগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোকিত সিরাজগঞ্জ:

Videos

Share