TNR Cooking

TNR Cooking Hello Everyone, I Am Taniya. It's my Cooking, Tips & Vlogs Page. Plz Follow & Like my Page
(44)

১লা সেপ্টেম্বর, চিঠি দিবস৷ ভালোবাসা বেঁচে থাকুক, তোলা থাকুক কাগজের ভাঁজে৷ 📜💌🌿
01/09/2024

১লা সেপ্টেম্বর, চিঠি দিবস৷
ভালোবাসা বেঁচে থাকুক, তোলা থাকুক কাগজের ভাঁজে৷ 📜💌🌿

কবিতা - আসমানী ✍️জসিমউদ্দীন আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।বাড়ি তো নয় পাখির বাসা ...
31/08/2024

কবিতা - আসমানী
✍️জসিমউদ্দীন

আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গা বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয় নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল্-বিল্-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না-খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।

((কবি যাকে নিয়ে কবিতাটি লিখেছেন ছবিতে সেই "আসমানী বেগম"।))

ক্লাস ফাইভে পড়েছিলাম সম্ভবত।এখনও কি আছে এই কবিতা?মনে হয় নেই। থাকলে শিক্ষকদের অপমান করার সাহস কেউ পেতো না। বিদ্যমান ব্যর্...
29/08/2024

ক্লাস ফাইভে পড়েছিলাম সম্ভবত।
এখনও কি আছে এই কবিতা?
মনে হয় নেই। থাকলে শিক্ষকদের অপমান করার সাহস কেউ পেতো না। বিদ্যমান ব্যর্থ শিক্ষাব্যবস্থার ফলাফল সাম্প্রতিক ঘটনাগুলো। শিক্ষক পরিবারের সন্তান হিসেবে আমি ব্যথিত। আরেকবার পড়ে নিতে পারেন। 'জেনারেশন ওয়াই' নিশ্চিতভাবে নস্টালজিয়ায় ভুগবেন।

বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।

শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।

হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”

29/08/2024

কোন একদিন এদেশের আকাশ এ কালেমার পতাকা দুলবে❤️❤️❤️

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকত...
24/08/2024

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস পানি রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি।
Tnr❤️

24/08/2024

সারা বাংলাদেশের সকল নার্স, মিড‌ওয়াইফ অফিসার তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন 🖤

আলহামদুলিল্লাহ, কি সুন্দর না আমার বাংলাদেশ। আহ আমরা পরস্পর ভাই ভাই।ভেজাল লাগাইতে এসে উলৃটা আমাদের ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়ভ...
23/08/2024

আলহামদুলিল্লাহ, কি সুন্দর না আমার বাংলাদেশ। আহ আমরা পরস্পর ভাই ভাই।
ভেজাল লাগাইতে এসে উলৃটা আমাদের ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়ভাবে গঠন করে দিলো।

টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ।এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভল...
23/08/2024

টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ।
এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলান্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে।
এই প্রথমবার জীবনে অতিরিক্ত ভীড়ে কারো হিমশিম খাওয়া দেখে বিরক্ত না লেগে শান্তি লাগল।
এমন স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম, 🇧🇩

অস্তিত্বের মিছিলে চেনা দেয়ালের ওপারে পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত। শুধু আধমরা অবস্থায় এই শিশু...
23/08/2024

অস্তিত্বের মিছিলে চেনা দেয়ালের ওপারে

পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত। শুধু আধমরা অবস্থায় এই শিশুটি জড়োসড়ো হয়ে আছে একটা পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবার সহ সকল কিছু রাখা ছিল।

22/08/2024

পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধারকার্যে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি, অপারেটর বলছে নেট ফ্রি, বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে। শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি- সাধারন মানুষ বলছে খাবার ভাগ করে খাবো। জেগে উঠেছে নতুন বাংলাদেশ। সারা দেশের মানুষের মাঝে আজ তৈরী হয়েছে এক অভূতপূর্ব ঐক্য। ❤️

22/08/2024

ভাই,
হেলিকপ্টার দিয়ে হলেও আমার স্ত্রীকে উদ্ধার করুন,
যতো টাকা লাগে আমি দিবো!
প্রবাসী ভাইয়ের আর্তনাদ!!

22/08/2024

- বাঁধের সামনে বাঁধই হোক,উন্নয়ন পরে হোক;
দরকার হলে দুর্ভিক্ষে পরবো!
তবুও চিনের মত প্রাচীর গড়বো ✊

22/08/2024

নিশ্চয়ই আল্লাহ্ সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই..!❤️
আল্লাহ রহম করুন বন্যাদুর্গত আমাদের অসহায় মানুষগুলোকে 🖤

আল্লাহ তুমি রক্ষা কর
21/08/2024

আল্লাহ তুমি রক্ষা কর

We are really proud of Bangladesh Army ❤️
21/08/2024

We are really proud of Bangladesh Army ❤️

Mpox virus পাকিস্তান পর্যন্ত চলে এসেছে! করোনার মত এই Virus টিরও প্যান্ডেমিক সৃষ্টি করার মতো পটেনশিয়াল আছে। সবার সচেতনতা ...
19/08/2024

Mpox virus পাকিস্তান পর্যন্ত চলে এসেছে! করোনার মত এই Virus টিরও প্যান্ডেমিক সৃষ্টি করার মতো পটেনশিয়াল আছে। সবার সচেতনতা জরুরি।

Monkey pox virus দিয়ে সংগঠিত রোগের নাম Mpox.এই রোগে পক্সের মতো দানা হতে পারে শরীরে যা তীব্র ব্যথাযুক্ত তবে এ রোগে মৃত্যু আশংকা নেই বললেই চলে।

উপসর্গঃ
১.পক্সের মতো ছোট ছোট ব্যথা যুক্ত দানা
২.গা কাঁপুনি দিয়ে জ্বর, কাশি
৩.গলাব্যথা
৪.মাথাব্যথা
৫.নাক বন্ধ,শরীর এবং মাংসপেশী ব্যথা
৬. দূর্বলতা, ক্লান্তি
৭.শরীরের গ্রন্থি ফুলে যাওয়া

যেভাবে ছড়ায়ঃ
১.আক্রান্ত ব্যক্তির শরীরের ত্বকের সংস্পর্শে
২.আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থুথু
৩.শারীরিক তরল সরাসরি ত্বকের সংস্পর্শে আসলে
৪.আক্রান্ত ব্যক্তির কাপড় অথবা ব্যবহৃত জিনিস ব্যবহার করণে
৫.যৌন মিলনের মাধ্যমে
৬.গর্ভবতী মা থেকে বাচ্চার হতে পারে

প্রতিরোধঃ
১.খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পর ভালোভাবে হাত ধোঁয়া
২.আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা

পক্সের দানা দেখা যাবার পর থেকে ২-৪ সপ্তাহ সময় লাগতে পারে পুরোপরি সুস্থ হতে এবং পুরোপরি সুস্থ না হওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তি রোগটি ছড়াতে সক্ষম।

চিকিৎসা:
১.ভ্যাক্সিন
২.এন্টিভাইরাল ওষুধ
৩.উপসর্গের চিকিৎসা

জনসচেতনতায় গণ শেয়ার করুন

প্রদীপ এ কি আর অন্ধকার নিবারণ করা যায়, 🥀🥀
18/08/2024

প্রদীপ এ কি আর অন্ধকার নিবারণ করা যায়, 🥀🥀

💢এমপক্সঃ বর্তমান পরিস্থিতি এবং আমাদের করনীয়💢   🔸পশু-পাখি থেকে মানুষে সংক্রমন হয় এমন আরেকটি হুমকি হিসেবে এসেছে অতিসংক্রমক...
17/08/2024

💢এমপক্সঃ বর্তমান পরিস্থিতি এবং আমাদের করনীয়💢

🔸পশু-পাখি থেকে মানুষে সংক্রমন হয় এমন আরেকটি হুমকি হিসেবে এসেছে অতিসংক্রমক এমপক্স। একজন প্রথম আক্রান্ত মানুষ আরও ৬ জন সুস্থ ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। আফ্রিকাতে আক্রান্ত প্রতি ১০ জনে ১ জনের মৃত্যুর কথা জানা যায়, এছাড়া পাকিস্তান, কানাডা, আমেরিকা, স্পেন, অস্ট্রেলিয়ার মত দেশগুলোতে এই রোগী সনাক্ত হয়েছে।

🔸বাংলাদেশে এখনো কোনো সংক্রমনের খবর পাওয়া যায়নি, তবে পৃথিবীর এমন কিছু দেশে পাওয়া গিয়েছে যেখানে এই রোগ সচারাচর হওয়ার সম্ভাবনা কম। তাই আমাদের সাবধানে থাকতে হবে, কারণ সুনিশ্চিত কোনো চিকিৎসা এখনো নেই। তবে জানা গিয়েছে স্মলপক্সের টিকা বেশ কার্যকর এবং এন্টিভাইরাল ওষুধও ব্যবহারে ভালো ফল পাওয়া যাচ্ছে।

⭕ উপসর্গঃ
র‍্যাশ (মুখমন্ডল, হাত-পায়ে এবং অন্যান্য স্থানেও হতে পারে), জ্বর, মাথাব্যথা, পিঠব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীর ব্যথা, শারীরিক দূর্বলতা, লসিকাগ্রন্থি ফুলে যাওয়া, ইত্যাদি।

⭕ কিভাবে ছড়ায়?
শরীর নির্গত বিভিন্ন তরল, ত্বকের ক্ষতস্থান থেকে, মুখ বা গলার অভ্যন্তরীণ শ্লেষ্মা, কফ, হাচি-কাশি, আক্রান্ত ব্যক্তির সাথে একই বিছানায় থাকা।

⭕ প্রতিরোধে করনীয়ঃ
এরই মধ্যে আমরা করোনার মত ভয়াবহ মহামারী সামলাতে পেরেছি, তাই ভয় না পেয়ে সতর্ক হয়ে নির্দেশনা মেনে চলাই নিরাপদ হবে, যেমন –
🔸১। ইতঃমধ্যে সংক্রমিত দেশ থেকে ফেরত ব্যক্তির কোয়ারেন্টাইনে থাকা।
🔸২। কোনো উপসর্গ থাকলে ডাক্তারের পরামর্শ নেয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরে নোটিফাই করা।
🔸৩। কোনো গুজবে কান না দেয়া, গুজব না ছড়ানো, বরং বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম ফলো করে সঠিক তথ্য জানা।
🔸৪। মাস্ক ব্যবহার করা, হাত ধোয়ার এবং স্যানিটাইজার ব্যবহারের অভ্যাস চালু রাখা এবং স্বাস্থ্য সচেতনতার সকল নিয়মাবলী অভ্যাস করা।
🔸৫। অসুস্থ পশু-পাখির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখা।

13/08/2024

চোখের বদনজর সত্য। আপনার লাইফের সবকিছু সবার সাথে শেয়ার করতে যাবেন না। বদনজর এর কারণে অনেক ভাল কিছু নস্ট হয়ে যেতে দেখেছি।আমি আবারও বলছি বদনজর সত্য।

স্বাগতম 🥰🥰🥰সুন্দর বাংলাদেশের এর অপেক্ষায় 🇧🇩🇧🇩
09/08/2024

স্বাগতম 🥰🥰🥰সুন্দর বাংলাদেশের এর অপেক্ষায় 🇧🇩🇧🇩

09/08/2024

আগুন❤️‍🔥

সম্পর্ক বদলে গেলো একটি পলকে 😆
08/08/2024

সম্পর্ক বদলে গেলো একটি পলকে 😆

সব আলেমদের ক্ষমতার লোভ নাই,  দৃষ্টান্ত! শায়খ আহমাদুল্লাহ বলেন, আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দু'দিন ধরে আমার ন...
08/08/2024

সব আলেমদের ক্ষমতার লোভ নাই, দৃষ্টান্ত!

শায়খ আহমাদুল্লাহ বলেন, আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দু'দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন; যার উপযুক্ত আমি ছিলাম না—তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন।
আমাকে ছাত্রদের তরফ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল। আমি বিনয়ের সাথে অনাগ্রহের কথা জানিয়ে দেই। এবং কয়েকজন আলেমের নাম প্রস্তাব করি। শেষে ড. খালিদ হোসেনর কথা বলি এবং তাঁর নম্বর তাদেরকে দেই। দেশের প্রায় সব ঘরানার উলামাগন তাকে সাপোর্ট করেন। আল্লাহ তাঁর কাজ যেন সহজ করে দেন, আমরা সবাই তাঁর জন্য দোয়া করি। প্রিয় ড. আ ফ ম খালিদ হোসেনকে অভিনন্দন

আমরা তো সরকার প্রধান এমন চাই যে সরকার কিনা জড়বস্তুর থেকে প্রাণের মূল্য দিবে। মুদ্রার এপিঠ-ওপিট এটাই মেধাবীর পরিচয়।  ✊♥️🇧...
08/08/2024

আমরা তো সরকার প্রধান এমন চাই
যে সরকার কিনা জড়বস্তুর থেকে প্রাণের মূল্য দিবে।
মুদ্রার এপিঠ-ওপিট এটাই মেধাবীর পরিচয়। ✊♥️🇧🇩

Dr. Yunus visits Dhaka Medical College Hospital to meet injured patients. 🙌🏻

১৭ সদস্যের উপদেষ্টা পরিষদে থাকছেন যারাঃঅন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ আজ শপথ নিচ্ছে, রাত সাড়ে আটটায় ...
08/08/2024

১৭ সদস্যের উপদেষ্টা পরিষদে থাকছেন যারাঃ
অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ আজ শপথ নিচ্ছে, রাত সাড়ে আটটায় বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠান হবে, শপথ পড়াবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠক আদিলুর রহমান খান, সিনিয়র আইনজীবী হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, ফারুকী আজম, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদিপ চাকমা, স্বাস্থ্য বিশেষজ্ঞ বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নারী নেত্রী ফরিদা আখতার, নুরজাহান বেগম, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

08/08/2024

সরাসরি >>> শপথ নিচ্ছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস

08/08/2024

এই গামছাটাতে আমি যেই পরিমান চোখের পানি মুছছি, এই পানি জমাইলে একটা দীঘি বানানো যেতো - আয়না ঘর থেকে ফিরত ব্রিগেডিয়ার জেনারেল আজমী😔

প্রশংসা না করে পারবেন??
08/08/2024

প্রশংসা না করে পারবেন??

Address

Shajadpur
Sirajganj
6770

Telephone

+8801639340520

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNR Cooking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TNR Cooking:

Videos

Share

Category



You may also like