Islam sober jonno

Islam sober jonno Education

07/05/2022

বেফাক বোর্ডে তাদাখুল তথা কাফিয়া শরহে জামী জামাতের বইয়ের লিস্ট গুলো চাই
Plz

18/04/2022

“ যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? ”

—শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

18/04/2022
08/04/2022

দাঁড়ি বয়স বাড়ায় না
দাঁড়ি কলিজার টুকরা
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি ভালোবাসা বাড়ায়
🌺🌺সুবহানাল্লাহ🌺🌺

নওগাঁয় হিজাব পড়ে স্কুলে যাওয়ায় ২০ জন ছাত্রীর হিজাব ধরে টানাটানি করা এবং তাদেরকে গাছের ডাল দিয়ে পেটানো এই সেই শিক্ষিকা আম...
08/04/2022

নওগাঁয় হিজাব পড়ে স্কুলে যাওয়ায় ২০ জন ছাত্রীর হিজাব ধরে টানাটানি করা এবং তাদেরকে গাছের ডাল দিয়ে পেটানো এই সেই শিক্ষিকা আমোদিনী পাল। হোক প্রতিবাদ.....

20/03/2022

হে যুবক
মো:ইব্রাহিম খলিলুল্লাহ

হে যুবক! হাতে ধরি পায়ে ধরি
গুণাহ ছাড়ো তাড়াতাড়ি
এসো খাটি তওবা করি
ইসলামি আইন মেনে চলি।

শার্ট প্যান্ট ছেড়ে দাও
সুন্নতি পোশাক পড়ে নাও
মুখে দাড়ি রেখে দাও
শিরস্ত্রাণে আমামা টুপি নাও।

হে যুবক! আল্লাহকে ভয় করো
নেকি করো গুণাহ ছাড়ো
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো
জান্নাতের চাবি অর্জন করো।

হে যুবক! হায় পরিতাপ
যেদিকে তাকাই গুনাহের পাহাড়
গান বাজনা দেখোনা আর
হাতে পায়ে ধরি তোমার।

17/12/2021
মহান আল্লাহ বলেন তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন ইলাহ নেই; দৃশ্য-অদৃশ্যের জ্ঞাতা; তিনিই পরম করুণাময়, দয়ালু।তিনিই আল্লাহ; যিন...
15/12/2021

মহান আল্লাহ বলেন
তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন ইলাহ নেই; দৃশ্য-অদৃশ্যের জ্ঞাতা; তিনিই পরম করুণাময়, দয়ালু।
তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান।
তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতিদানকারী; তাঁর রয়েছে সুন্দর নামসমূহ; আসমান ও যমীনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
[সূরা আল-হাশর আয়াত ২২,২৩,২৪]

14/10/2021

'ধ্বংস হোক সেই হাত✋
যে হাত দিয়ে!
"পবিত্র আল-কুরআন"
মূ*র্তির পায়ে রাখছে😡

11/07/2021

রুখে দাড়াও
মো:ইব্রাহিম খলিলুল্লাহ

অত্যাচারির লৌহ কপাট ভেঙে দিতে
বেরিয়ে পড় তোমরা সবাই রণাঙ্গনে
ভীতুর মত আর থেকোনা বসে
তোমরা সবাই বীর শ্রেষ্ঠ হবে।

ফের দাড়াও মুজিব হয়ে
ভাষণ দিবে রেসকোর্সে
গরীব দু:খির যারা রক্ত চোষে
বদলা নাও তোমরা সবে।

রুখে দাড়াও তোমরা সবাই
কুরআন সুন্নাহ শাসন বানাই
ইসলামি শাসক বাদশা চাই
ঐক্যবদ্ধ হও তোমরা সবাই।

কুরআন বুকে খোদার নাম
ভয় পেয়োনা দুর্ধর্ষ আার
আল্লাহ আছেন তোমাদের সাথ
আল্লাহ ছাড়া হয়োনা নত আর।

মনে সাহস বুকে বল
কুরআন সুন্নাহ আকড়ে ধর
কুরআন সুন্নাহ গড়বো আজ
এআশা নিয়ে বেরিয়ে পড়।

কুরআন সুন্নাহ গড়তে হবে
মোদের স্বাধীন বাংলাদেশে
কাপুরুষের মতো থেকোনা বসে
বাঁচবে না হয় শহীদ হবে।

11/07/2021

হে যুবক
মো:ইব্রাহিম খলিলুল্লাহ

হে যুবক! হাতে ধরি পায়ে ধরি
গুণাহ ছাড়ো তাড়াতাড়ি
এসো খাটি তওবা করি
ইসলামি আইন মেনে চলি।

শার্ট প্যান্ট ছেড়ে দাও
সুন্নতি পোশাক পড়ে নাও
মুখে দাড়ি রেখে দাও
শিরস্ত্রাণে আমামা টুপি নাও।

হে যুবক! আল্লাহকে ভয় করো
নেকি করো গুণাহ ছাড়ো
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো
জান্নাতের চাবি অর্জন করো।

হে যুবক! হায় পরিতাপ
যেদিকে তাকাই গুনাহের পাহাড়
গান বাজনা দেখোনা আর
হাতে পায়ে ধরি তোমার।

তওবা করো তওবা করি
এসো কুরআন সুন্নাহ শিখি
এসো হালাল হারাম মানি
এসো জান্নাত অর্জন করি।

11/07/2021

আমাদের পণ
মো:ইব্রাহিম খলিলুল্লাহ

আমরা সবাই পণ করেছি
সত্য কথা বলব
মিথ্যা কথা ছাড়ব
দেশের তরে লড়ব
আল কুরআন ধরব।

আমরা আরো পণ করেছি
সৎ কাজ পাবন্দি করব
অসৎ কাজ বাধা প্রদান করব
আল কুরআন পড়ব
হাদিস শরিফ শিখব।

আমরা আবার পণ করেছি
নামায কায়েম করব
মাতৃভাষা শিখব
দেশের কথা বলব
দেশকে ভালবাসব।

💖♥️হজ্জ♥️💖💝✅♥️হজ্জ ইসলামের অন্যতম রুকন ও ইসলামের পঞ্চম স্তম্ভ। এটি একটি ফরয ইবাদত। যা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরয। এর...
07/07/2021

💖♥️হজ্জ♥️💖💝
✅♥️হজ্জ ইসলামের অন্যতম রুকন ও ইসলামের পঞ্চম স্তম্ভ। এটি একটি ফরয ইবাদত। যা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরয।
এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি ফযীলতও সীমাহীন।
♥️১)♥️আল্লাহর উদ্দেশ্যে সঠিকভাবে হজ্জ পালনকারী নবজাতকের ন্যায় গুনাহমুক্ত :)12]. বুখারী হা/১৫২১;
♥️♥️২) কবুল হজ্জের একমাত্র প্রতিদান জান্নাত :14]. বুখারী হা/১৭৭৩;
♥️♥️৩)হজ্জ পূর্ববর্তী গুনাহকে ধ্বংস করে দেয় ১৭)]. মুসলিম হা/১২১; মিশকাত হা/২৮।
♥️♥️৪)হজ্জ দরিদ্রতা ও গোনাহ সমূহ বিদূরিত করে :[19]. তিরমিযী হা/৮১০;

💝💝কুরআনের আলোকে হজ্জের গুরুত্ব :💝💝

💝1💝),وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَنْ كَفَرَ فَإِنَّ اللهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ ‘
আর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্জ করা ঐ ব্যক্তির উপর ফরয করা হ’ল, যার এখানে আসার সামর্থ্য রয়েছে। আর যে ব্যক্তি তা অস্বীকার করে (সে জেনে রাখুক যে,) আল্লাহ জগদ্বাসী থেকে মুখাপেক্ষীহীন’ (৩/৯৭)।

💝2)💝,وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ
‘আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ও ওমরাহ পূর্ণ কর। কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, তাহ’লে যা সহজলভ্য হয়, তাই কুরবানী কর’ ( ২/১৯৬)।

💖💖হাদীছের আলোকে হজ্জের গুরুত্ব :💖💖

💖২)💖ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি হজ্জের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে। কারণ মানুষ কখনও অসুস্থ হয়ে যায়, কখনও প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায় এবং কখনও অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়।[8]
; আবুদাউদ হা/১৭৩২;

💖,৩)💖ইবনু আববাস (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, একদা আকরা‘ বিন হাবেস নবী করীম (ছাঃ)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! হজ্জ কি প্রতি বছর ফরয না জীবনে একবারই ফরয? তিনি বললেন, না বরং হজ্জ জীবনে একবার ফরয। যে অধিক করবে তা তার জন্য নফল হবে’।[5].আবুদাউদ হা/১৭২১;

💖৪)💖আবু সাঈদ খুদরী (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, ইয়াজূজ ও মাজূজ বের হওয়ার পরও বায়তুল্লাহর হজ্জ ও ওমরাহ পালিত হবে’।[6]. বুখারী হা১৫৯৩;)

💖৫)💖 অন্য বর্ণনায় আছে, রাসূল (ছাঃ) বলেন,
لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى لاَ يُحَجَّ الْبَيْتُ
‘বায়তুল্লাহর হজ্জ বন্ধ না হওয়া পর্যন্ত ক্বিয়ামত সংঘটিত হবে না’।[7] বুখারী হা/১৫৯৩;

যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যায় সে বেহেশতের বাগানে অবস্থান করে, যতক্ষণ পর্যন্ত সে না ফিরে আসে। মুসলিম -৬৩১৭
04/07/2021

যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যায় সে বেহেশতের বাগানে অবস্থান করে, যতক্ষণ পর্যন্ত সে না ফিরে আসে। মুসলিম -৬৩১৭

এটাই ইসলামের বিধান। এখানে সামাজিকতা বা যুক্তির কোনো সুযোগ নাই। এসব আলতু-ফালতু আবেগের কারণে অগণিত দুর্ঘটনা ঘটেছে; অসংখ্য ...
30/06/2021

এটাই ইসলামের বিধান। এখানে সামাজিকতা বা যুক্তির কোনো সুযোগ নাই। এসব আলতু-ফালতু আবেগের কারণে অগণিত দুর্ঘটনা ঘটেছে; অসংখ্য সংসার ভেঙে তছনছ হয়ে গেছে।

দেবর-ভাবি, শালী-দুলাভাই এবং কাজিনদের পরস্পর পর্দা করা ফরজ। মানুষ দূরের লোকদের সাথে পর্দা করলেও এসব ক্ষেত্রে চরম অবহেলা করে। পরিণতিও হয় মারাত্মক। ইসলাম শুধু ফিতনাই নয়, ফিতনার সম্ভাবনাকেও নির্মূল করে দেয়।

রাসূলুল্লাহ ﷺ বলেন,

إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ

তোমরা (মাহরাম নয় এমন) নারীদের নিকট গমন করা পরিত্যাগ কর। জনৈক আনসারী ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ্! দেবর সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, দেবর তো মৃত্যু সমতুল্য। (বুখারীঃ ৫২৩২ || মুসলিমঃ ৫৫৬৭)

Address

Rajapur
Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Islam sober jonno posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islam sober jonno:

Share

Category

Nearby media companies



You may also like