পথচারীদের জন্য একটা টিউবওয়েলের আবেদন।
পথচারীদের জন্য একটা টিউবওয়েলের আবেদন।
প্রয়োজনে যোগাযোগ WhatsApp 01798-731465
রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার বেকার ও দরিদ্র মহিলাদের কে স্বাবলম্বী করার জন্য ফ্রি ৩ মাসব্যাপি সেলাই ট্রেনিং এর প্রশিক্ষণ চলছে, আজকের গেস্ট ট্রেইনার হিসাবে ক্লাস নিচ্ছেন, আবুল কালাম আজাদ ভাই। আমাদের এই প্রশিক্ষণ ধারাবাহিক ভাবে চলবে, আপনারা আমাদের পাশে থাকবেন। প্রজেক্ট- ছোট্ট হাসি প্রকল্প, সহযোগিতায় Asha-Hoffnung für Bangladesh e.V. এবং সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট। বাস্তবায়নে -আলোর পথে সিরাজগঞ্জ।
আলোর পথে সিরাজগঞ্জের উদ্যোগে উল্লাপাড়ার দহপাড়া গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো, ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপনাদের সকলের প্রতি, আমরা শুধু মাত্র চেষ্টা করছি মাত্র।
সাদকায়ে জারিয়া হিসাবে পথচারীদের জন্য সাদাকাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে টিউবওয়েল স্থাপন করা হলো। আপনি চাইলে পরবর্তী এমন একটা টিউবওয়েল দান করতে পারেন। যে কোন প্রয়োজন যোগাযোগ করুন Whatsapp 01798-731465
ফি-সাবিলিল্লাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে উল্লাপাড়ার বাঁখুয়া গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যান সমিতি কর্তৃক আয়োজিত। আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫
স্থানঃ সরকারি আকবর আলী কলেজ মাঠ
সৌজন্যেঃ মেসার্স আরিফ ইলেকট্রনিক্স/ওয়ালটন শো-রুম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
রাসূল (ছাঃ) বলেন, পানি পান করানো অপেক্ষা অধিক ছওয়াবপূর্ণ ছাদাক্বা আর নেই’ (বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/৩৩৭৮; ছহীহ আত-তারগীব হা/৯৬০)।
বিসমিল্লাহির রহমানির রাহিম!
আলহামদুলিল্লাহ!
সাদাকায় জারিয়া আরেকটি প্রজেক্ট সম্পন্ন হল। প্রত্যন্ত গ্রামগুলোর মধ্যস্থল নাড়ুয়ার ঈদগাহ ময়দানে অবস্থিত একটি বাজারে নলকূপ স্থাপন করা হয়েছে।
গ্রাম: নাড়ুয়া,
ইউনিয়ন: পাঙ্গাসী
থানা: রায়গঞ্জ
জেলা: সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম নাড়ুয়ার দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন নতুন একটি বাজার প্রতিষ্ঠিত হয়েছে, যে বাজারে আশেপাশের একাধিক গ্রাম থেকে প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয়। নতুন এই বাজারটিতে এখনো সুপেয় পানির কোন ব্যবস্থা নাই, তাই এখানকার মানুষ একটি টিউবয়েলের আবেদন জানিয়েছিলেন।
সাদাকায় জারিয়ার নিয়তে আমরা এই বাজারটিতে একটি টিউবয়েল স্থাপন করে দিয়েছি। যতদ
সাদাকাহ্ ফাউন্ডেশনের উদ্যােগে সাদকায়ে জারিয়া হিসাবে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন করা হলো। ধন্যবাদ রইলো সকল দাতা সদস্য ভাইদের প্রতি আমরা শুধু মাত্র চেষ্টা করছি। সকল অবদান আপনাদের সকলের, যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন WhatsApp 01798-731465
দ্বিতীয় ধাপে আব্দুল্লাহ ভাইকে চিকিৎসার জন্য ৬৬৭০ টাকা তুলে দিলাম। পরবর্তী আমরা চেষ্টা করবো, আরো কিছু টাকা তুলে দেওয়ার জন্য । যে কোন প্রয়োজনে যোগাযোগ WhatsApp 01798-731465
নাড়ুয়া উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাডমিন্টন খেলা ২০২৪ইং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখছেন, জনতার চেয়ারম্যান জনাব এসএম সালাউদ্দিন হাসিনুর ভাই। তারিখ ১৪/১২/২০২৪ ইং।
চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে নগদ ৩০০০ টাকা তুলে দিলাম। পরবর্তী আমরা চেষ্টা করবো, আরো কিছু টাকা তুলে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যে কোন প্রয়োজনে যোগাযোগ WhatsApp 01798-731465
দরিদ্র পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন করে দেওয়া হলো। আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন, পরবর্তী অন্য একটা পরিবারের টিউবওয়েলের জন্য যোগাযোগ করুন WhatsApp 01798-731465