Safwan's Vlog

Safwan's Vlog আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমার ছেলে....🤱❣️

কারো চোখের পানি, শূন্যে তাকিয়ে ফেলা দীর্ঘশ্বাস, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে ফেলা এক ফোঁটা অশ্রুর ব্যাপারে ভয় করুন। আপন...
02/10/2024

কারো চোখের পানি, শূন্যে তাকিয়ে ফেলা দীর্ঘশ্বাস, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে ফেলা এক ফোঁটা অশ্রুর ব্যাপারে ভয় করুন। আপনি যেন কারো রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তোলা(বদ দোয়ার) কারণ না হোন। আপনি যেন কারো অনবরত অভিশাপের কারণ না হোন।

কাউকে ঠকিয়ে, কারো সাথে প্রতারণা করে, কাউকে ফাঁসিয়ে, কারো উপর গায়ের জোর চাপিয়ে, জুলুম করে, ক্ষনিকের জন্য জিতে গিয়ে ভাববেন না আপনি জিতে গিয়েছেন। আল্টিমেটলি আপনি একজন লুজার।

আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, অবশ্যই করেন।
আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমারা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো। কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না।" (বুখারী, হাদিস : ১৪৯৬)

খালা-ভাগ্নের জন্মদিন একই মাসে বাহ কি মিল☺️❤️
14/08/2024

খালা-ভাগ্নের জন্মদিন একই মাসে বাহ কি মিল☺️❤️

Yes,My son born in 21 August❤️
09/08/2024

Yes,My son born in 21 August❤️

24/03/2024

যে সিদ্ধান্ত টা কঠিন মনে হয়,জেনে রেখো সেটাই সঠিক...❣️

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?যত্ন!কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।কেউ তার কথা শুনবে সেই যত্ন। প্র...
30/07/2023

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?
যত্ন!
কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।
কেউ তার কথা শুনবে সেই যত্ন।
প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন।
এতসব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড় করে দেয়!
ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ!
এই আগ্রহকে কী যেন বলে?
বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের।
মায়া!
নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম "মায়া"।
অথচ তার জন্যই কারো মায়া হয়না!
কেমন অদ্ভুত না ব্যাপারটা.. 😭😭😭😭

Nothing,just two fathers looking at their daughter's.......❤️🫶❤️
23/07/2023

Nothing,just two fathers looking at their daughter's.......❤️🫶❤️

প্রত্যেক টা পুরুষের একটা ই চিন্তা মেয়েরা সারাদিন ঘরে শুয়ে বসে থাকে🙂
21/07/2023

প্রত্যেক টা পুরুষের একটা ই চিন্তা মেয়েরা সারাদিন ঘরে শুয়ে বসে থাকে🙂

15/07/2023

🤍🖤🤎💜💙🧡💛❤️💚

15/07/2023

বিড়াল পাগল ছেলে আমার😻
আমি ধরতে পারিনা ভয় পাই🤭
অথচ বাবু কি সুন্দর করে কেয়ার করে🤗

15/07/2023

Hey Listen...💁‍♀️
তুমি আমাকে যা ভাবো😉
আমি আসলে তা নই😊

I'm tired to explain my side🙂So I accept that all of it was my fault🖤
01/07/2023

I'm tired to explain my side🙂
So I accept that all of it was my fault🖤

প্রায় ৬ মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী ওয়াই-ফাই পাসওয়ার্ড চাইলো। দিয়েও দিলাম, কারণ আমার তো আর অতিরিক্ত খরচ...
28/06/2023

প্রায় ৬ মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী ওয়াই-ফাই পাসওয়ার্ড চাইলো। দিয়েও দিলাম, কারণ আমার তো আর অতিরিক্ত খরচ হচ্ছে না; এছাড়া নতুন প্রতিবেশীর সাথে একটু খাতিরও হলো।

গতকাল বাসায় ফিরছিলাম। উনাকে দরজার সামনে দেখে কুশল বিনিময় ও হাল্কা আলাপের মাঝে জানালেন যে সম্প্রতি উনি নেটফ্লিক্স এ সাবস্ক্রাইব করেছেন এবং নতুন নতুন ম্যুভি দেখে সময়টা ভালোই কাটছে। মজা করে বললাম -" ভাই সারাদিন এতো ব্যস্ত থাকি যে টিভি দেখার সময়ই পাই না। আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দিলে আমিও মাঝে মাঝে দুই-একটা সিরিয়াল দেখতাম।"

উনার ঘরের দরজা খোলা ছিল। ভিতর থেকে উনার গিন্নি প্রায় বেশ জোরে বলে উঠলেন-"পাসওয়ার্ড দিতে পারবো না। আমরা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি, পাসওয়ার্ড কেনো দিবো?"

কয়েক মুহূর্তের নিরবতা ভদ্রলোক ভাংলেন অপ্রস্তুত হাসি আর টুকটাক আলাপ শুরু করে। আমিও পালটা হাসি দিয়ে- "আরে কোন সমস্যা না" বলে নিজের বাসায় ঢুকে গেলাম।

কিছুক্ষন পর ভদ্রলোক আর তার গিন্নি হন্তদন্ত হয়ে বেল বাজালেন- দরজা খুলতেই জানালেন যে ওয়াইফাই কাজ করছে না, পাসওয়ার্ডও নিচ্ছে না, আর নেটফ্লিক্সও চালাতে পারছেন না।

এবার মুচকি হাসি দিয়ে বললাম- জি, পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। ইন্টারনেট বিলটা যেহেতু আমিই দিচ্ছি তাই পাসওয়ার্ড শেয়ার করবোনা ঠিক করেছি। মুখ শুকনা করে তারা ফিরে গেলেন। এর পর আর তাদের সাথে আন্তরিকতার দেখানোর প্রয়োজন অনুভব করিনি।"

তবে এর থেকে কিছু শিক্ষা অবশ্যই নেওয়া যায়-

❗❗বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মমতা, আন্তরিকতা, সন্মান এই সব কিছুই হওয়া উচিৎ পারস্পরিক।

নিরবতার বদলে নিরবতা, শুন্যতার বদলে শুন্যতা, মায়ার বদলে মায়া, অনুভূতির বদলে অনুভূতি, আনুগত্যর বদলে আনুগত্য, সন্মানের বদলে সন্মান- এভাবে চলতে পারলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব। জীবনটা অনেক অনেক শান্তিময় হবে এতে। ❗❗

""মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেনো ভাই     ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই""মায়ের জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। ৩৬৫ ...
08/05/2023

""মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই""

মায়ের জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। ৩৬৫ দিনই মা দিবস। তবুও বিশেষভাবে স্মরণ করার, সম্মান করার, কৃতজ্ঞতা প্রকাশের কোনো ক্ষণ থাকলে তার প্রকাশ হোক সাদরে, সানন্দে, সাড়ম্বরে...☺️

💁‍♀️পৃথিবীর সকল মায়েদের জন্য ভালোবাসা...❤️

ঈদ মোবারক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❤️
22/04/2023

ঈদ মোবারক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❤️

12/04/2023

ভালোবাসার মানুষ গুলো শুরুর সময়ে যেভাবে ট্রিট করে🌸 সেভাবে যদি বাকিটা সময় ও করতো,হয়তো সবাই সুন্দর ভাবে বাঁচতো🌹

১ম রমজানের একটা মজার ঘটনা শেয়ার করি😁আমি যখন ইফতারি রেডি করছিলাম,তখন টুনটুন ভেবেছে আজকে কারো বার্থডে (মাম্মি/পাপা,টুনটুন)...
01/04/2023

১ম রমজানের একটা মজার ঘটনা শেয়ার করি😁
আমি যখন ইফতারি রেডি করছিলাম,তখন টুনটুন ভেবেছে আজকে কারো বার্থডে (মাম্মি/পাপা,টুনটুন) এবং এখন কেক কাঁটা হবে🤭
তাই সে বার্থডে ক্যাপ পড়ে ইফতার করতে বসে পড়ে🤣
যদিও সেই ছবি গুলো ক্যাপচার করতে ভুলে গেছি😄
যাইহোক,পড়ে তাকে টুপি পড়িয়ে ইফতার করিয়েছি❤️
হায়রে অবুঝ ছেলে😝

Address

Sirajganj Sador
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safwan's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safwan's Vlog:

Videos

Share