বিনোদন ১১১

বিনোদন ১১১ কাব‍্য আর নিতি কথা

13/08/2023
রেফারি টা মনে হয় ইন্ডিয়ান! 🙂
22/11/2022

রেফারি টা মনে হয় ইন্ডিয়ান! 🙂

পুরাই আগুন 🔥
20/11/2022

পুরাই আগুন 🔥

20/11/2022
26/10/2022

প্রকাশ্যে রাস্তার মধ্যে বয়ফ্রেন্ডকে নিয়ে কি হল দেখুন

Please follow: বিনোদন ১১১

নফস  # # # #Follow: বিনোদন ১১১
20/10/2022

নফস # # # #

Follow: বিনোদন ১১১

15/10/2022

জার্মানিতে অনুমতি পেল সরাসরি আযান। আজ থেকে শুনা যাবে মাইকে আযান।💙
আলহামদুলিল্লাহ 😊

Follow: বিনোদন ১১১

ডিম কম্বল  #Follow: বিনোদন ১১১
14/10/2022

ডিম কম্বল #
Follow: বিনোদন ১১১

হ্যাঁ যুবক তোমাকেই বলছিFollow:H MD Romjan
07/10/2022

হ্যাঁ যুবক তোমাকেই বলছি
Follow:H MD Romjan

ল্যাপটপ কিনে না দেয়ায় যে মেয়েটি তার বাবাকে ঘুমের মধ্যে ছু'রি  দিয়ে একটানা ১৩টি স্টেপ মা'র'লো শরীরের বিভিন্ন অংশে, তার বা...
06/10/2022

ল্যাপটপ কিনে না দেয়ায় যে মেয়েটি তার বাবাকে ঘুমের মধ্যে ছু'রি দিয়ে একটানা ১৩টি স্টেপ মা'র'লো শরীরের বিভিন্ন অংশে, তার বাবা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

এমতাবস্থায় তার বাবা পুলিশকে অনুরোধ করলো, "স্যার আমার মেয়েরে থানায় নিয়েন না দয়া করে, অন্ধকার ঘরে সে ভয় পাবে, বাচ্চা মানুষ ভুল করেছে। তার সামনে ভাসির্টির এডমিশন পরীক্ষা। তার ভবিষ্যত নষ্ট হয়ে যাবে, চাকরি পাবেনা আর। আমার মেয়ে টারে ছেড়ে দিয়েন, আর তাকে বইলেন, যদি আমি বেঁচে থাকি, তবে এই মাসের বেতনটা পেলেই আমি তারে নতুন ল্যাপটপ কিনে দিবো।

আর যদি মা'রা যাই, আমার আলমারিতে আমার জমানো ৪০ হাজার টাকা আছে, সেটা তার হাতে দিয়ে বইলেন, তার পছন্দের ল্যাপটপ কিনে নিতে।"

এটাই হলো বাবা...🖤
©
কপি পোস্ট
Follow: H MD Romjan

এটাই সত্যিFollow: H MD Romjan
05/10/2022

এটাই সত্যি
Follow: H MD Romjan

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ঘুঘুডাঙ্গাই তিনদিনের তাল পিঠার মেলা। ছবি: বাংলানিউজFollow: H MD Romjan
25/09/2022

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ঘুঘুডাঙ্গাই তিনদিনের তাল পিঠার মেলা।
ছবি: বাংলানিউজ
Follow: H MD Romjan

জামালপুরের সরিষাবাড়ীতে মিম আক্তার আদুরি ও আরিয়ান ইসলাম মিম নামে দুই মেয়ে একে অপরকে বিয়ে করেছে🤭উপজেলার ডোয়াইল ইউনিয়নের হা...
23/09/2022

জামালপুরের সরিষাবাড়ীতে মিম আক্তার আদুরি ও আরিয়ান ইসলাম মিম নামে দুই মেয়ে একে অপরকে বিয়ে করেছে🤭

উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত বুধবার সকালে ওই এলাকার মানুষের মাঝে চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়..

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল হাটবাড়ী গ্রামের দুদু মিয়ার মেয়ে মিম আক্তার আদুরি (১৫) ও টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা পাঁচনখালী গ্রামের রয়েজ আলীর মেয়ে আরিয়ান ইসলাম মিম (১৫)। তিন বছর আগে ফেইসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। তারা দুজনেই দশম শ্রেণীর শিক্ষার্থী। ধিরে ধিরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে🤔

সেই সম্পর্ককে পরিনতি দিতে গত ৩দিন আগে বাড়ি থেকে পালিয়ে ঢাকা নারায়ণগঞ্জ চলে যান। সেখানে গিয়ে ১লক্ষ ৫০হাজার টাকা ধার্য করে বিবাহের অঙ্গীকার নামা লিখেন। পরে তাদের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঢাকার মহাখালী ডোয়াইলের হাটবাড়ীতে নিয়ে আসেন। সাথে তাদের দুই সহযোগী আয়াত আক্তার (১৭) ও রফিক ইসলাম (১৮) নামে দুই মেয়েকেও নিয়ে আসা হয়। পরে এ নিয়ে গতকাল বুধবার সকালে ডোয়াইল ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়রা বৈঠক করেন। শালিস বৈঠকে ওই মেয়েদের কথা-বার্তায় তাদেরকে সমকামী বলে সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদেরকে পুলিশে সোর্পদ করেন।

মিম আক্তার আদুরির বাবা দুদু মিয়া বলেন, অপর মেয়েটি তার মেয়ের বান্ধবী। মাঝে মধ্যে সে এখানে বেড়াতে আসত। ৩ দিন আগে অপর মেয়েটি তার মেয়েকে ফুঁসলিয়ে মহাখালীতে নিয়ে যায়।

এ বিষয়ে মিম আক্তার আদুরি ও আরিয়ান ইসলাম মিম উভয়ে বলেন, তারা একে অপরকে খুব ভালোবাসে। তাই তারা বিয়ে করেছে। ৩বছর আগে তাদের সম্পর্ক হয়। তাদের উভয়ের সম্মতিক্রমে বিয়ে হয়েছে। তারা একজন আরেক জনকে ছাড়তে পারবো না।

ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, কিভাবে মেয়ের সাথে মেয়ের বিবাহ হয়। এটা সত্যিই একটি নেক্কার জনক ঘটনা। ওই মেয়েদের সাথে আলোচনা করে বিষয়টি গোলমেলে মনে হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মহব্বত কবীর বলেন, বিষয়টি জানার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। মেয়ে চার জনকে জিঞ্জাসাবাদ করা জন্য থানায় আনা হয়েছে।

তথ্যঃ কালেক্টেড
Follow: H MD Romjan

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিনোদন ১১১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category