Bithi Kujur

Bithi Kujur Hi,It's Bithi Kujur.I'm a Digital Creator.I do all kind of Digital Marketing.

আমার কাছে এর জবাব নেই তাই ঘটনাটা শেয়ার করলাম। ।✝︎☪︎卐ॐ------বৈষম্য নাকি সমতা------ॐ卐☪︎✝︎আজব এক দুনিয়ায় বাস করি যেখানে নান...
27/08/2024

আমার কাছে এর জবাব নেই তাই ঘটনাটা শেয়ার করলাম। ।
✝︎☪︎卐ॐ------বৈষম্য নাকি সমতা------ॐ卐☪︎✝︎

আজব এক দুনিয়ায় বাস করি যেখানে নানা রকম শর্ত আর অজুহাতে সন্তানের ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়। ।
যতক্ষণ না তাদের ইচ্ছের মূল্য তারা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্রেইন ওয়াস করার জন্য একজনের পর একজন লেগেই থাকে।।

এরকম একটা ঘটনার শিকার আমার পরিচিত দুজন ব্যক্তি।। দু'ধর্মের মানুষ তারা,,ফেসবুকেই তাদের পরিচয়। । প্রতিনিয়ত কথা বলা,,বন্ধুত্ব,,ভালোলাগা,,এরপর শেষ পরিনতি ভালোবাসা।। মেয়েটা তাকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলে।। ছেলেটাও মেয়েটার থেকে কম নয়।। একসময় ছেলেটা তার ফ্যামিলিকে জানায়,,ছেলের মা প্রথমে বারণ করেছিল যাতে তারা বেশি কথা না বলে,,কথা বললে মায়া জন্মাবে এরপর সম্পর্কটা অন্য দিকে মোড় নিবে।। ছেলের মা জানতো মেয়েটা হয়তো তাদেরই স্বজাতির,,তাই আর ছেলেকে অতটা জোর খাটিয়ে বারণ করে নি।। একসময় ছেলেটা আর মেয়েটার দেখা হয়,,এতে করে তাদের মধ্যে সম্পর্কটা আরো গভীর হয়।। ছেলেটার ভাইয়ের কারণে তাদের দেখা করাটা সম্ভব হয়,,ছেলেটার ভাই সব কিছু জানতো কিন্তু মেয়েটা যে অন্য ধর্মের সেটা জানতো না,,।। একদিন মেয়েটা বিশ্বাস করে তার ছোট ভাইকে তার ধর্মের ব্যাপারে বলে দেয়।। তার ভাই কথাটা তার ফ্যামিলিতে জানিয়ে দেয়,,এর পরেই শুরু হয়,,তাদের মধ্যে বিভেদ। । ছেলেটার মা ২ মাস ধরে কথা বলে না। । ছেলেকে বলেছে মেয়েটাকে ভুলে যেতে,, ।। এরপর তার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে। । এসব শর্ত না মানলে তার মা আত্মহত্যা করবে,,।। ছেলের স্বপ্ন ছিল বিদেশে যাওয়ার কিন্তু তার মা কখনো যেতে দিতে চায় নি। । কিন্তু এখন বলেছে,, ছেলেকে বিদেশ পাঠাবে তবুও যেন সে মেয়েটাকে ভুলে যায়,,।। তার বড় মাসি বলেছে,,বাবা,,আমাদের ধর্মে কি মেয়ের অভাব ছিল তবুও তুই কেন ওই মেয়েকেই বেছে নিলি?? ছোট মাসি,,দিদিমা,,দাদু ওরা বলছে,,তুই মাকে কষ্ট দিস না।। তুই মেয়েটাকে ভুলে যা,,আমরা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিবো??

এদিকে ছেলেটা পড়েছে মহাবিপদে,,আমাকে বলেছে এখন তার কি করা উচিত?? সে মাকেও ছাড়তে পারছে না আর এদিকে ভালোবাসার মানুষটাকেও ছাড়তে পারছে না।। সমাজে এমন নিয়ম কারা চালু করেছে জানি না,, দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে তারা কি শান্তি পায় জানি না?? সে বাড়ি গেলে হয়তো তাকে কবিরাজি ঔষধ খাইয়ে মেয়েটাকে ভুলে যেতে বাধ্য করবে?? কিন্তু এদিকে মেয়েটার কি হবে,,যে মানুষটা দিনের পর দিন মানুষটাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে,,তার স্বপ্ন কি এভাবেই এক নিমেষে শেষ হয়ে যাবে। । এত বৈষম্য মানুষ কেন তৈরি করে,,এগুলো ধর্মীয় রাজনীতি ছাড়া কিছুই না।। ধর্মের দোহাই দিয়ে রাজনীতি তৈরি করা হয়।।

আপনারাই বলুন ছেলেটার এখন কি করা উচিত??
সে না পারছে তার মাকে ছাড়তে আর না প্রিয় মানুষটাকে ছেড়ে দিতে??
আপনারাই বলুন তার এখন কি করা উচিত??

05/06/2024

হাসির প্রতিযোগিতায় তানিয়ায় সেরা।।😁
খিদা পেটে কি আর হাসি আসে??

03/06/2024

রুমটাকে ছেড়ে চলে এসেছি,,অনেক স্মৃতি জড়িয়ে আছে রুমটাকে ঘিরে,,সময়ের সাথে সাথে নতুন নতুন মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাবে।। 🥺🥺

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
10/05/2024

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

24/03/2024

Bye Bye Online👋

09/03/2024

THANK YOU EVERYONE FOR WISHES MY BIRTHDAY 💞🥰

ভালোই ভালোই তুমি আমার হয়ে যাও।।🙈নয়তো এভাবে কালাযাদু করমু।।🧟‍♀️বি.দ্র: এতগুলো সুচ কীভাবে মানুষের শরীরে ঢোকানো সম্ভব। ।
26/09/2023

ভালোই ভালোই তুমি আমার হয়ে যাও।।🙈
নয়তো এভাবে কালাযাদু করমু।।🧟‍♀️

বি.দ্র: এতগুলো সুচ কীভাবে মানুষের শরীরে ঢোকানো সম্ভব। ।

Address

Singra
Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bithi Kujur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bithi Kujur:

Videos

Share