28/07/2022
দূর্গম বন্ধুর অঞ্চলে মানুষের জন্য পথ তৈরি করা কারিগর জানে সেখানে সেই পথ তৈরি করাটা কতটা কষ্টকর, মসৃণ সেই পথে হেটে গন্তবে পৌছানো মানুষটা কি করে বুজবে পথ তৈরি করার কষ্ট, কি করে থাকবে তার সেই দূর্গম অঞ্চলে পথ তৈরি করে পাড়ি দেওয়ার ক্ষমতা। তিনি যে অন্যের উপর নির্ভরশীল।
জীর্ণশীর্ণ ৯০ দশকের সিংগাইর উপজেলা ছাত্রলীগের জাগরণের অগ্রনায়ক আপনি
সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক,
প্রাণহীন যুব রাজনীতির প্রাণ ফিরিয়ে আনার মহানায়ক আপনি, সিংগাইর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
সিংগাইর এর রাজনীতির ধৈর্যের হিমালয় পর্বত শৃঙ্গ আপনি, আপনি শিখিয়েছেন কিভাবে শত অন্যায় অবিচার এর বিরুদ্ধে ঘুরে দাড়াতে হয়, বিএনপি জামাতের দূঃশাসনে মিথ্যা মামলায় কারাবরণ, প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পড়া অবস্থায় মায়ের জানাজা, দাফন সম্পন্ন করে আইনি লড়াই করে জেল থেকে মুক্তি পেয়ে, আবার জনগণকে নিয়ে এগিয়ে যাওয়া সেই নেতা আপনি- সহস্র তরুন, যুবকের আইকন।
পথহারা দিকভ্রান্ত ছেলেটা জানে, পরম পশরে খেলার মাঠে ফিরিয়ে এনে তাকে একজন খেলোয়াড় গড়ে তোলার সেই কারিগরের কর্ম কথা। সিংগাইর ক্রীড়াঙ্গনের শ্রেষ্ঠ কারিগর আপনি,
সাধারণ সম্পাদক, সিংগাইর উপজেলা ক্রীড়া সংস্থা
সিংগাইর এর আওয়ামী লীগের প্রতিটা কর্মী জানে নিজের সব উজার করে প্রতিটি কর্মীর ভরসা স্থল আপনি, তাই সবার ভালবাসার শীর্ষ এ -
জনাব মোঃ সায়েদুল ইসলাম,
সিংগাইর আওয়ামী রাজনৈতির সিংহপুরুষ
যুগ্ন সাধারণ সম্পাদক, সিংগাইর উপজেলা আওয়ামী লীগ।
সিংগাইর বাসীর প্রাণের দাবি, সিংগাইর আওয়ামী পরিবারের ভরসা স্থল, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ সায়েদুল ইসলাম কে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চায়।
বিজয় আমাদের আসবেই, ইন্সাল্লাহ
জয় বাংলা জয় বঙ্গবন্ধু