Raihan Sam

Raihan Sam S O U L is pure ! find inner you with the eyes of your S O U L !

08/07/2023

----------------শেয়ার করে প্রতিবাদ করুন -----------
বাংলাদেশের ট্রাফিক পুলিশের এমন আচরণের কারনে আজ আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে । এরকম আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।
এই ট্রাফিক পুলিশের নাম : আরিফ।

25/06/2023

Perfection

30/05/2023

গল্পটি শুনে যান।

أفلا ينظرون الى الإبل كيف خلقتতারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?উট নোনা পানি পান করতে পারে, এমনকি...
30/05/2023

أفلا ينظرون الى الإبل كيف خلقت
তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে সে তা তাজা পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে। এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না। কারণ, তার লালা এসিডের মত, যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।

أفلا ينظرون الى الإبل كيف خلقت

তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে।
আল কুরআন [৮৮:১৭]

সুবহানাল্লাহ!

©

27/05/2023

20/05/2023

হাজবেন্ড অনেক মা*র*লো, শাশুড়ি পাশে দাঁড়িয়ে বললো ওর পেটটার উপরে একটা পা*ড়া দেস না ক্যা
(ছয় মাসের প্রেগন্যান্ট আমি) 💔

- এক বোনের আত্নকথা 😔

19/05/2023

What is the movie name 🥲?

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
16/03/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

তথ্য ইন্ডিয়া টাইমস।

এমন একটা দেশে বসবাস করি যেখানে হিরো আলমের মত অপসংস্কৃতি ও কুরুচিপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর রা কোটি কোটি টাকার মালিক এবং অনে...
06/02/2023

এমন একটা দেশে বসবাস করি যেখানে হিরো আলমের মত অপসংস্কৃতি ও কুরুচিপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর রা কোটি কোটি টাকার মালিক এবং অনেকের আইকন ও সত্যিকারের হিরো।😤😤

এই মানুষ টা আবার দেশের পার্লামেন্টে যাওয়ার ও স্বপ্ন দেখে।স্বপ্ন দেখে বললে ভূল হবে হয়ত কোনোদিন যাবেও।💩

অসম্ভব এর কিছুই না।কারণ এটা বাংলাদেশ। এখানে সব ই সম্ভব।এ দেশের রাজনৈতিক নেতৃত্বে হিরো আলম এর মত অযোগ্য প্রার্থী রাই সব সময় এগিয়ে।যোগ্যতার কোনো মূল্যায়ন এদেশে হয় না।নির্বাচনে অংশগ্রহণ করে শত শত হিরো আলমের মত অযোগ্য প্রার্থীরা।আবার এদের মধ্যে যে সব থেকে অযোগ্য সে ই নির্বাচনে পাশ করে..।😂🤣

কারন যারা শিক্ষিত-মার্জিত, যোগ্য তারা রাজনীতি এড়িয়ে চলে।রাজনৈতিক দলগুলোর ধার ও ধারে ও না।
নির্বাচন তো দূর।😄

তাই এমন শত শত হিরো আলম আজ দেশের হিরো।তারা বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করে।হ্যা এমন লোকেরাই আজ এ দেশ কে রিপ্রেজেন্ট করে।😳

এমন একটা দেশ যে দেশ রক্ত সমূদ্র পাড়ি দিয়ে আজ তার পরিচিতি পেয়েছিলো।যে দেশের ভাষার জন্য পর্যন্ত জীবন দিতে হয়েছে।অথচ সেই দেশের আজ এই করুন দশা।😣

যে দেশের পার্লামেন্টে হিরো আলমের মত শত হিরো দের স্থান হয় সেই দেশের শাসন ব্যাবস্থার উপর কতটুকু আস্থাশীল হওয়া যায় সেটা আমার অজানা।🙏

রাজনৈতিক পীড়াপীড়িতে ভবিষ্যতে দেশের অবস্থান কোথায় যাবে সেটা ভাবলেই শরীর ঘিন ঘিন করে।🤧

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগমুছে যাবে অমলের নামটাএকটা কবিতা তার হলো না কোথাও ছাপাপেল না সে প্রতিভার দামটা"
06/02/2023

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা
পেল না সে প্রতিভার দামটা"

30/01/2023

ব্যস্ততার কারণে নামাজ আদায় করতে না পারলে এটা ভেবো না যে ব্যস্ত ছিলাম, বরং এটা ভাবো যে কোনো গুনাহের কারণে আল্লাহ তোমাকে তার সিজদার জন্য কবুল করে নি।💔আল্লহুম্মাগফিরলী

26/01/2023

বিয়ে না করলে ভুলেও এই ড্রিংসটি খাবেন না । খাইলেই বিয়ে করতে হবে ।

25/01/2023

Bless Your Timeline 🥰

25/01/2023

ঘুমন্ত স্বামীকে
চুম্বন করা সুন্নত,
এটা অনেক মেয়েই জানেনা,
জানে শুধু স্বামী ঘুমাইলে টাকা চুরি করতে!!

24/01/2023

১০০ বছর বয়েস এই দাদু যেসব কাজ করেন তা আজকালকার অনেক কম বয়সী ছেলেরাও পারবে না । দাদুর জন্য সবাই দোয়া করবেন ।

Address

Singair

Alerts

Be the first to know and let us send you an email when Raihan Sam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share