Raihan Sam

Raihan Sam S O U L is pure ! find inner you with the eyes of your S O U L !
(1)

08/07/2023

----------------শেয়ার করে প্রতিবাদ করুন -----------
বাংলাদেশের ট্রাফিক পুলিশের এমন আচরণের কারনে আজ আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে । এরকম আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।
এই ট্রাফিক পুলিশের নাম : আরিফ।

30/06/2023

Let's Travel Rafsan the ChotoBhai You are my inspiration ❣️

25/06/2023

Perfection

30/05/2023

গল্পটি শুনে যান।

أفلا ينظرون الى الإبل كيف خلقتতারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?উট নোনা পানি পান করতে পারে, এমনকি...
30/05/2023

أفلا ينظرون الى الإبل كيف خلقت
তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে সে তা তাজা পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে। এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না। কারণ, তার লালা এসিডের মত, যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।

أفلا ينظرون الى الإبل كيف خلقت

তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে।
আল কুরআন [৮৮:১৭]

সুবহানাল্লাহ!

©

27/05/2023

22/05/2023

😎

20/05/2023

হাজবেন্ড অনেক মা*র*লো, শাশুড়ি পাশে দাঁড়িয়ে বললো ওর পেটটার উপরে একটা পা*ড়া দেস না ক্যা
(ছয় মাসের প্রেগন্যান্ট আমি) 💔

- এক বোনের আত্নকথা 😔

19/05/2023

What is the movie name 🥲?

11/05/2023

সাপ বেজির অস্হির লড়াই 😨 শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

তারা ইসলামের একটি ভীতিকর চিত্র দেওয়ার জন্য তাদের সিনেমা এবং সিরিজগুলিতে বিলিয়ন বিলিয়ন ব্যয় করে এবং তারপরে একটি বিড়া...
09/04/2023

তারা ইসলামের একটি ভীতিকর চিত্র দেওয়ার জন্য তাদের সিনেমা এবং সিরিজগুলিতে বিলিয়ন বিলিয়ন ব্যয় করে এবং তারপরে একটি বিড়াল এসে বিশ্বের সবচেয়ে দামি চুম্বন দিয়ে তাদের সমস্ত কাজ ধ্বংস করে দেয়। আল্লাহ আকবর!

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
16/03/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

তথ্য ইন্ডিয়া টাইমস।

এমন একটা দেশে বসবাস করি যেখানে হিরো আলমের মত অপসংস্কৃতি ও কুরুচিপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর রা কোটি কোটি টাকার মালিক এবং অনে...
06/02/2023

এমন একটা দেশে বসবাস করি যেখানে হিরো আলমের মত অপসংস্কৃতি ও কুরুচিপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর রা কোটি কোটি টাকার মালিক এবং অনেকের আইকন ও সত্যিকারের হিরো।😤😤

এই মানুষ টা আবার দেশের পার্লামেন্টে যাওয়ার ও স্বপ্ন দেখে।স্বপ্ন দেখে বললে ভূল হবে হয়ত কোনোদিন যাবেও।💩

অসম্ভব এর কিছুই না।কারণ এটা বাংলাদেশ। এখানে সব ই সম্ভব।এ দেশের রাজনৈতিক নেতৃত্বে হিরো আলম এর মত অযোগ্য প্রার্থী রাই সব সময় এগিয়ে।যোগ্যতার কোনো মূল্যায়ন এদেশে হয় না।নির্বাচনে অংশগ্রহণ করে শত শত হিরো আলমের মত অযোগ্য প্রার্থীরা।আবার এদের মধ্যে যে সব থেকে অযোগ্য সে ই নির্বাচনে পাশ করে..।😂🤣

কারন যারা শিক্ষিত-মার্জিত, যোগ্য তারা রাজনীতি এড়িয়ে চলে।রাজনৈতিক দলগুলোর ধার ও ধারে ও না।
নির্বাচন তো দূর।😄

তাই এমন শত শত হিরো আলম আজ দেশের হিরো।তারা বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করে।হ্যা এমন লোকেরাই আজ এ দেশ কে রিপ্রেজেন্ট করে।😳

এমন একটা দেশ যে দেশ রক্ত সমূদ্র পাড়ি দিয়ে আজ তার পরিচিতি পেয়েছিলো।যে দেশের ভাষার জন্য পর্যন্ত জীবন দিতে হয়েছে।অথচ সেই দেশের আজ এই করুন দশা।😣

যে দেশের পার্লামেন্টে হিরো আলমের মত শত হিরো দের স্থান হয় সেই দেশের শাসন ব্যাবস্থার উপর কতটুকু আস্থাশীল হওয়া যায় সেটা আমার অজানা।🙏

রাজনৈতিক পীড়াপীড়িতে ভবিষ্যতে দেশের অবস্থান কোথায় যাবে সেটা ভাবলেই শরীর ঘিন ঘিন করে।🤧

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগমুছে যাবে অমলের নামটাএকটা কবিতা তার হলো না কোথাও ছাপাপেল না সে প্রতিভার দামটা"
06/02/2023

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা
পেল না সে প্রতিভার দামটা"

30/01/2023

ব্যস্ততার কারণে নামাজ আদায় করতে না পারলে এটা ভেবো না যে ব্যস্ত ছিলাম, বরং এটা ভাবো যে কোনো গুনাহের কারণে আল্লাহ তোমাকে তার সিজদার জন্য কবুল করে নি।💔আল্লহুম্মাগফিরলী

26/01/2023

বিয়ে না করলে ভুলেও এই ড্রিংসটি খাবেন না । খাইলেই বিয়ে করতে হবে ।

25/01/2023

ঘুমন্ত স্বামীকে
চুম্বন করা সুন্নত,
এটা অনেক মেয়েই জানেনা,
জানে শুধু স্বামী ঘুমাইলে টাকা চুরি করতে!!

24/01/2023

১০০ বছর বয়েস এই দাদু যেসব কাজ করেন তা আজকালকার অনেক কম বয়সী ছেলেরাও পারবে না । দাদুর জন্য সবাই দোয়া করবেন ।

21/01/2023

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিমি. আল্লাহুম্মাগফিরলি

19/01/2023

বউয়ের সাথে ঝগড়া করা গুনাহ, আর ঝগড়া করে জিতে যাওয়া কবিরা গুনাহ 🙃🥴

বাংলাদেশের ৫২তম বিশ্ব ইজতেমা মাঠের আকাশ দৃশ্য!😍হজের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামাত।❤️🇧🇩💚
18/01/2023

বাংলাদেশের ৫২তম বিশ্ব ইজতেমা মাঠের আকাশ দৃশ্য!😍
হজের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামাত।❤️🇧🇩💚

17/01/2023

কুরআন পড়লে ব্রেনে এন্ডোরফিনের নিঃসরণ হয়, ফলে মনে আনন্দ আসে!🖤 সুবাহানাল্লাহ ❤️

12/01/2023

ভাগ্যবান তো সেই ব্যাক্তি যে কনকনে ঠান্ডার
মধ্যেও ফজরের নামাজ আদায় করতে পারে।
আলহামদুলিল্লাহ

11/01/2023

এমন মজার ভিডিও এর আগে কখনো দেখি নাই 😂 ভিডিওর আসল মালিককে কেউ মেইনশন দেন ।

মা কোথায় তোমার?আরেট্টা বিয়ে করে হেই ব্যাডার লগে চৈলা গ্যাছেতোমার বাবা নেই?হেই ব্যাডাতো আগেই মাকে ফেলে আরেট্টা বিয়ে কর...
08/01/2023

মা কোথায় তোমার?
আরেট্টা বিয়ে করে হেই ব্যাডার লগে চৈলা গ্যাছে
তোমার বাবা নেই?
হেই ব্যাডাতো আগেই মাকে ফেলে আরেট্টা বিয়ে করে ফুটে গ্যাছে

ছোট্ট ছেলেটির তবু নেই হাহাকার, নেই কোন হারাবার ভয়। নিঃসঙ্কোচে বলতে পারে তার বাবা মা হারানোর গল্প। সারাদিন ট্রেন স্টেশনে কাগজ কুড়িয়ে যা রোজগার হয় তাতেই দিন পার হয়ে যায়। শৈত্যপ্রবাহের শীতের রাতেও স্টেশনের প্লাটফর্মের কোনায় খবরে কাগজ বিছিয়ে ঘুমিয়ে যায়। তার কোন পিছুটান নেই, আগামীকাল কি খাবে সে চিন্তা নেই, কোন কিছু হারানোর ভয় নেই, কারো প্রতি দায়বদ্ধতা নেই, কোন অসুখ নেই, ডাক্তার দেখানোর ঝামেলা নেই। ভোর হতেই শুরু হয় তার কর্মযজ্ঞ।

বাবা মা আদর করে তাঁর নাম রেখেছিল রাজা মিয়া। রাজার রাজ্যে বাবা-মা নেই, ভাই-বোন নেই, নেই কোন আত্মীয়-স্বজন। কোন কিছু না থাকলেও রাজার সুখ আছে। আর সুখ আছে বলেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় রাতের আঁধার নামতেই। শুধুমাত্র সুখী মানুষেরাই এমন ঘুমোতে পারে। রাজা তাঁর জীবনের দুঃখের গল্প জানেনা। শুধু জানে তাঁর সুখের গল্প। তাই তো হেসেই বলে তাঁর চেয়েও অনেকেই কষ্টে আছে। যাদের বাবা মা প্রতিনিয়ত ঝগড়া করে, সংসারে অশান্তি সৃষ্টি করে, আর তাদের সন্তানদেরকে বোঝা মনে করে।

রাজার সাথে যেদিন কথা হয় সেদিন সুখী মানুষের ছবি দেখেছিলাম ওর মুখাবয়বে। পথশিশুদের‌ও যে সুখের গল্প থাকে তা রাজার সাথে কথা না বললে জানা‌ই হতো না। এমন রাজাদের রাজ্যে শুধু সুখ থাকে তাও বুঝতে পারতাম না। ভালো থাকুক এমন রাজারা, সুখী মানুষের গল্প শুনতে এমন রাজাদের বড়‌ই অভাব আমাদের।
শেয়ার করে দিন এমন হাজারো পথ রাজাদের ভালোবেসে 🥰

কয়েকদিন টানা বৃষ্টির পর সবুজ মক্কা নগরী  । আল্লাহ মালিক 🙏
07/01/2023

কয়েকদিন টানা বৃষ্টির পর সবুজ মক্কা নগরী । আল্লাহ মালিক 🙏

03/01/2023

প্রতিদিন গরম পানি করতে ঝামেলা লাগে
তাই বেশি করে গরম পানি করে ফ্রিজে রাইখা দিছি
দুনিয়াতে একটু চালাক না হলে চলা মুশকিল 🥴🥴🥴🥴🥴

Salman Mohammad Muqtadir  ভাইটা টাকার অভাবে ফুল প্যান্ট কিনতে না পেরে শীতের মধ্যে কষ্ট করছে । আপনার ১ টি লাইক = ১ টাকা১ ...
02/01/2023

Salman Mohammad Muqtadir ভাইটা টাকার অভাবে ফুল প্যান্ট কিনতে না পেরে শীতের মধ্যে কষ্ট করছে । আপনার
১ টি লাইক = ১ টাকা
১ টি কমেন্ট = ৫ টাকা
১ টি শেয়ার = ১০ টাকা
সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে ভাইটি ১ টি প্যান্ট কিনে শীতের কষ্ট থেকে মুক্তি পেত ।ধন্যবাদ

30/12/2022

সিংগাইর হাটে শংকরের ব্যাথার মহৌষধ । বাব দাদার আমলের বাতের ব্যাথার চিকিৎসা ।

মেট্রোরেলের ‘স্থায়ী টিকিট’ নিতে যা করতে হবে৪০০ টাকা জমা দিয়ে নেওয়া যাবে ১০ বছর মেয়াদী এমআরটি কার্ড। এতে ১০০ থেকে ১০ হাজা...
29/12/2022

মেট্রোরেলের ‘স্থায়ী টিকিট’ নিতে যা করতে হবে

৪০০ টাকা জমা দিয়ে নেওয়া যাবে ১০ বছর মেয়াদী এমআরটি কার্ড। এতে ১০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে

এ পাস নেওয়ার জন্য প্রথমে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইট থেকে অথবা টিকিট কাউন্টার থেকে ফরম পূরণ করতে হবে। নাম, বাব-মায়ের নামসহ সাধারণ কিছু তথ্য দিয়ে ফরম পূরণ করে মেট্রোরেলের যেকোনো একটি স্টেশনের টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিট কাউন্টারে কার্ড মূল্য ও জামানত বাবদ দুইশ' করে মোট চারশ' টাকা জমা দিয়ে নেওয়া যাবে এমআরটি পাস।

একটি এমআরটি পাস কার্ডের মেয়াদ ১০ বছর। আর এতে ১০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

এমআরটি কার্ডের রিচার্জ টিকিট ও টিকিট বিক্রয় মেশিন থেকেও করা যাবে। যারা নিজেরাই রিচার্জ করতে সক্ষম তারা বিক্রয় মেশিন থেকে টপআপ অপশনে গিয়ে রিচার্জ করবেন আর যারা অক্ষম তাদের টিকিট কাউন্টার থেকে রিচার্জ করিয়ে দেওয়া হবে।

২লক্ষ ২০ হাজারের মত ফরাসিরা চায় পুনরায় ফাইনাল আয়োজন করে আর্জেন্টিনার হাতে 90 মিনিট গণধোলাই খেতে!তবে ঐ পোলে তদন্ত করে দেখ...
28/12/2022

২লক্ষ ২০ হাজারের মত ফরাসিরা চায় পুনরায় ফাইনাল আয়োজন করে আর্জেন্টিনার হাতে 90 মিনিট গণধোলাই খেতে!

তবে ঐ পোলে তদন্ত করে দেখা যায় ৩০% ছিলো ফরাসি আর ৩০ %ছিলো পর্তুগাল আর ৪০% ছিলো ব্রাজিল সাপোর্টার।

26/12/2022

৩০ দিনের ইংলিশ কোর্স 🙂

19/12/2022

GOD OF FOOTBALL ⚽️ 〽️

18/12/2022

একজন সচ্চরিত্রা মেয়ে কখনো টিভিতে পরপুরুষের ফুটবল খেলা দেখতে পারে না।

যে দিন পেতে ৩০ লক্ষ ভাই এর জীবন দিতে হয়েছে, লক্ষাধিক মা কে হতে হয়েছে লজ্জিত এমন দিনে বাপের টাকায় সাউন্ড বক্স এনে বাজাউ ড...
16/12/2022

যে দিন পেতে ৩০ লক্ষ ভাই এর জীবন দিতে হয়েছে, লক্ষাধিক মা কে হতে হয়েছে লজ্জিত এমন দিনে বাপের টাকায় সাউন্ড বক্স এনে বাজাউ ডিজে গান শা*আ খবিশ কোথাকার।

-জুবায়ের

14/12/2022

এটাই ভালোবাসা এবং সার্থকতা 😍🇦🇷

অভিনন্দন প্রিয় লিও মেসির দল আর্জেনন্টিনা 😍 ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপ এবার মেসির ঘরেই উঠবে । খারাপ লাগছে লুকা মডরিক এর জন্য...
14/12/2022

অভিনন্দন প্রিয় লিও মেসির দল আর্জেনন্টিনা 😍 ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপ এবার মেসির ঘরেই উঠবে । খারাপ লাগছে লুকা মডরিক এর জন্য 🥲

আপনি কি জানেন গতকাল মেসি কেনো এভাবে উদযাপন করেছিলো?লিও মেসি নেদারল্যান্ডের কোচ লুই ভ্যান গালের সামনে "রিকেলমের স্টাইলে উ...
11/12/2022

আপনি কি জানেন গতকাল মেসি কেনো এভাবে উদযাপন করেছিলো?

লিও মেসি নেদারল্যান্ডের কোচ লুই ভ্যান গালের সামনে "রিকেলমের স্টাইলে উদযাপন করেছিলেন। কারণ ভ্যান গাল যখন এফসি বার্সেলোনায় কোচ ছিলেন তখন রিকেল্মের সাথে খারাপ ব্যবহার করেছিলেন। কারণ টা হচ্ছে রিকেল্মে মেসির বাল্যকালের সতীর্থ ছিলেন। তিনি আর্জেন্টাইন কিংবদন্তি খেলোয়াড়।

নিজের সতীর্থ এবং নিজ দেশের কিংবদন্তি খেলোয়াড়ে প্রতিশোধ টা হয়তো এভাবে উদযাপন করে বুজিয়ে দিয়েছেন লিও মেসি। Fundación Leo Messi FIFA World Cup

আফসোস নেইমারের পেনাল্টি দেখতে পারলাম না 🙂 😁
09/12/2022

আফসোস নেইমারের পেনাল্টি দেখতে পারলাম না 🙂 😁

09/12/2022

আমার বউ কানতাছে 😂😂🤮🇧🇷

Address

Singair

Alerts

Be the first to know and let us send you an email when Raihan Sam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Singair

Show All

You may also like