TAQWA

TAQWA সত্যের পথে চলুন,নীতিবান হোন,অন্যায়কে প্রতিবাদ করুন,ন্যায়কে গ্রহণ করুন,হালাল হারাম চিহ্নিত করুন।

31/12/2024

❝নারীদের যদি একদিন পুরুষের চক্ষু দেওয়া হতো দুনিয়া দেখার জন্য,
তবে পরের দিন সে নিজেকে লোহা দ্বারা মুড়িয়ে বাইরে বেরোত।❞
~হযরত আলী(রাঃ)

"পুরুষের দৃষ্টিপাত এতো সুক্ষ্ম যে, সে হাত মোজা পা মোজা বোরখা পরিধান করা কোন নারীর শরীরের সৌন্দর্য্য অনুমান করতে সক্ষম।

আল্লাহ আমাদেরকে কুদৃষ্টি থেকে হেফাজত করুন 🤲

31/12/2024

যৌবন এমন একটা জিনিস যে টাকা ইনকাম না করলে পরিবার হারাবেন আর ইবাদত না করলে জান্নাত হারাবেন।

31/12/2024

সুযোগ পাওয়া সত্ত্বেও যে অপমান করে না,
তার মতো সুন্দর মানুষ আর নেই।

29/12/2024

রিজিক আর সম্মান কারো হাতে নেই,
আল্লাহ যাকে চান, তাকে এই গুরুত্বপূর্ণ দুটি নেয়ামত দান করেন।

28/12/2024

যদি বিয়ের দাম ৫ লক্ষ টাকা, জেনা করার দাম ৫০০ টাকা হয়, তাহলে মানুষ বিয়ে নয় জেনা করবে।
রাসূল (সা:) বলেছেন, তোমরা বিয়েটাকে সহজ করে দাও।

26/12/2024

টাকা উপার্জন করো,গরিবের মতো চলো
বিনয়ী হও কম কথা বলো।

26/12/2024

আল্লাহ চাইলে নিতেও সময় লাগে না আবার দিতেও সময় লাগে না।

20/12/2024

এরচেয়ে খুশির খবর আর কি হতে পারে
মহান আল্লাহ বলেন- আমার বান্দাদের সংবাদ দাও যে
আমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।
সূরা হিজর: ৪৯

19/12/2024

কেউ মানুষকে ঠকিয়ে আল্লাহকে হারায়,
আবার কেউ মানুষের কাছে ঠকে আল্লাহকে পায়।

19/12/2024

তুমি যখন পশু পাখিকে খাবার খাওয়াবে
আল্লাহ তা আলা তোমার রিজিককে পবিত্র করে দিবেন।
-মহানবী হযরত মোহাম্মদ (স:)

19/12/2024

কেউ সাদপন্হী
কেউ জোবায়েরপন্হী
অথচ হওয়া উচিত ছিল প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) পন্হী।

18/12/2024

অতিরিক্ত কথা বলার সর্বনিম্ন ক্ষতি
অন্তর থেকে আল্লাহ তা'আলার ভয় চলে যায়,
আর যে অন্তরে আল্লাহর ভয় থাকে না
সেখানে ঈমানও থাকে না।

15/12/2024

সৌদিতে প্রায় প্রতিদিন দুআর মধ্যে একটা কথা বলে, "আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

আরেক জায়গায় দুআ শুনেছিলাম,
"আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?

অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।

আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-
'কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।' - সুরা হাজ্জ:৭৮

সুবাহান আল্লাহ ❤

রুপ দেখিয়ে অন্যের হুশ উড়াওকবরে গেলে নিজের হুশ থাকবে তো?
14/12/2024

রুপ দেখিয়ে অন্যের হুশ উড়াও
কবরে গেলে নিজের হুশ থাকবে তো?

13/12/2024

ডিজে গান বাজিয়ে আপনি যে মাটি কাপাচ্ছেন
অপেক্ষা করেন সে মাটিও আপনাকে কাপাবে।

10/12/2024

৬৩ বছরের হায়াত পেয়েছিলেন
আর জীবনের এই দীর্ঘ পথ চলায় কখনো একটি মিথ্যা কথাও যিনি বলেন নি। তিনিই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)।

10/12/2024

শয়তানের চক্রান্ত দুর্বল
সূরা নিসা-৭৬
নারীর চক্রান্ত ভয়ংকর
সূরা ইউসুফ- ২৮

06/12/2024

ভাগ্যকে গালি দিও না
তুমি ভাগ্যবান বলেই,
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর ইম্মত।
আলহামদুলিল্লাহ

Address

Nalitabari
Sherpur
2110

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share