Aminul Blog

Aminul Blog পরিশ্রম করলে সাফল্য আসবেই!��
(18)

একটা শো তে বলতেছে সে নাকি অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়া পড়তেছে৷ উপস্থাপিকা যখন প্রশ্ন করে সায়েন্সের কোন সাবজেক্ট নি...
08/01/2025

একটা শো তে বলতেছে সে নাকি অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়া পড়তেছে৷ উপস্থাপিকা যখন প্রশ্ন করে সায়েন্সের কোন সাবজেক্ট নিয়া পড়ো৷ ভদ্র লোক তখন বলে "আমি আসলে কলেজে কম যাই খালি এক্সাম দিয়ে আসি তাইই সাবজেক্ট কি জানিনা" :)
😆

💌শিক্ষনিয় কিছু কথা🙏✨  গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন : "তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি।...
16/12/2024

💌শিক্ষনিয় কিছু কথা🙏

✨ গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন :
"তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর।

👉 গাধা : সে কি !! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। প্লিজ, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।

👉 সৃষ্টিকর্তা : যাহ, তাই দিলাম।

👉 কুকুরকে বললেন : "তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।"

শুনে, কুকুর বলল : দয়া করে একটু শর্ট করে ঐটা ১৫ করান। এতদিন বাঁচতে চাইনা। এইবারও রাজি হয়ে গেলেন।

👉 এরপর উনি বানরকে বললেন : "হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর।

👉 সে আবেগে কেঁদে বলল : দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব??

👉 এইবার মানুষকে বলল : "তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।" সে তো খুশিতে পাগল হয়ে গেল,কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর??

👉 সে করজোরে প্রভুকে বলল : একটা কাজ করা যায়না?আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর,
কুকুরের ১৫ বছর,
বানরের ১০ বছর দিয়ে দেন।

👉 সৃষ্টিকর্তা বললেন : নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।

সেই থেকে মানুষ সুন্দর ভাবে বাঁচে ২০ বছর,
পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে,
তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের দশ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।

20/06/2024

বর্তমান এ এক মহা আতংকের নাম হল রাসেল ভাইপার:
আসুন রাসেল ভাইপার সাপ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই":
রাসেল ভাইপার মানি জাহান্নাম থেকে আগমনকারী এক ভয়নকর সাপ!
এই সাপের বিশেষত্ব হচ্ছে,এরা খুবই বিষধর।কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%।
আবার এই সাপের এন্টি ভেনম নাই আমাদের দেশে।

আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,,নাটোর,,পাবনা,,মানিকগঞ্জ, নরসিংদী,,,, চাঁদপুরের মেঘনা নদী সহ আড়াইহাজার,,, ,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব খুবই বেড়েছে।

তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন কিন্তু জনসাধারনের উপকার এর জন্য শেয়ার করতে পারেন জাযাকুমুল্লাহ।

16/06/2024

মেয়ে হয়েও যারা গেঞ্জি পরে তারা আমার ভাই-🙂🤝

আঙ্গুল ফোটালে শব্দ হয় কেনো?! 😯😯আঙুল ফোটালে শব্দ হয়, কারণ আঙ্গুলের জয়েন্টগুলোর চারপাশে একধরনের ফ্লুইড থাকে, যেটাকে বলা হ...
30/04/2024

আঙ্গুল ফোটালে শব্দ হয় কেনো?! 😯😯

আঙুল ফোটালে শব্দ হয়, কারণ আঙ্গুলের জয়েন্টগুলোর চারপাশে একধরনের ফ্লুইড থাকে, যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। আঙ্গুল মোচড়ানোর সময় এই ফ্লুইডে একধরনের ভ্যাকুয়ামের সৃষ্টি হয় এবং একটা বাবল তৈরি হয়, যেটা একদম সাথে সাথেই ভেঙ্গে ই-ব্রাদারস যায়। এই বাবল ফাটার শব্দটাই হচ্ছে আঙ্গুল ফোটানোর শব্দের উৎস।

সাহারা মরুভূমিতে সোলার প্যানেল স্থাপন!! যদি সাহারা মরুভূমির মাত্র ১.২ শতাংশ জায়গায় সোলার প্যানেল বসানো যায় তাহলে পুরো বি...
30/04/2024

সাহারা মরুভূমিতে সোলার প্যানেল স্থাপন!!

যদি সাহারা মরুভূমির মাত্র ১.২ শতাংশ জায়গায় সোলার প্যানেল বসানো যায় তাহলে পুরো বিশ্বের বিদ্যুতের চাহিদা মেটানো যাবে। উল্লেখ্য যে, শুধুমাত্র সূর্য থেকেই প্রতি মুহূর্তে পৃথিবীতে আসে প্রায় ১,৭৩,০০০ টেরাওয়াট সৌরশক্তি যা আমাদের বর্তমান প্রয়োজনের প্রায় ১০,০০০ গুণ বলা যায়।
আপনি যদি সমগ্র পৃথিবীর বিদ্যুৎ চাহিদাকে সৌরশক্তির সাহায্যে মেটাতে চান, তাহলে আপনাকে ৩৫০ ওয়াটের মোট ৫১.৪২ বিলিয়ন সোলার প্যানেল স্থাপন করতে হবে। এই কাজের জন্য জায়গার দরকার হবে ১,১২,২২৫ বর্গকিলোমিটার যা সাহারা মরুভূমির মোট অঞ্চলের মাত্র ১.২%।

১৯০৩ সালের ছবি ,একজন ব্রিটিশ ফটোগ্রাফারের  সাথে দুই জন ভারতীয় পাহারাদার!বামের জন কে সাকিব আল হাসানের পূর্বপুরুষ মনে হতে ...
30/04/2024

১৯০৩ সালের ছবি ,একজন ব্রিটিশ ফটোগ্রাফারের সাথে দুই জন ভারতীয় পাহারাদার!

বামের জন কে সাকিব আল হাসানের পূর্বপুরুষ মনে হতে পারে।

কিন্তু দেখেছেন সেই ব্রিটিশ এর তুলনায় একজন ভারতীয়র উচ্চতা!

এক জনে উচ্চতা ৭ ফুট ৯ ইঞ্চি অন্য জনের ৭ ফুট ৪ ইঞ্চি। সেই সময়ে তারাই ভারতের সব থেকে লম্বা।

এদের দুজনের জন্ম কাশ্মীরে!

ভাবছেন এখন কিভাবে আমরা মোটা আর বেটে হয়ে গেলাম।

ভাই আমরা বেটে হওয়ার জন্য দ্বায়ী ব্রিটিশরাই। সেসময় উপমহাদেশের মানুষ অনেক লম্বা হতো। কিন্তু ব্রিটিশদের শোষণের ফল তখন উপমহাদেশের বিভিন্ন জায়গায় প্রায় আশিটা দুর্ভিক্ষ হয়েছিল। এবং প্রতি তিনজনে একজন মারা যায়। অবশিষ্ট যারা ছিল তাদের পেট হতো মোটা আর প্রজন্মক্রমে আকার হতো খাটো। কারণ যত বড় শরীর, মাংসপেশি তত বড় আর সেটাকে টিকিয়ে রাখতে তত বেশি ক্যালরি প্রয়োজন। তাই টিকে থাকার তাগিদে আমাদের অভিযোজন ঘটে আর পেটে চর্বি জমতে থাকে। যেন যখন খাবার থাকবে না তখন এই চর্বি গলে গিয়ে শরীরে শক্তি যোগাতে পারে। এজন্য আমাদের শরীর অন্যান্য জাতির তুলনায় প্রোটিনকে অনেক বেশি চর্বিতে রূপান্তর করে আর স্থূল শরীর গঠন করে।

ব্রিটিশরা চলে গেলেও উপমহাদেশের মানুষের সেই আগের সমৃদ্ধশালী অবস্থা কখনো ফিরেনি আর শরীরও আগের জায়গায় রয়ে গেছে। তবে আস্তে আস্তে উন্নত হচ্ছে। খেয়াল করে দেখবেন এই জেনারেশনের মানুষের উচ্চতা তুলনামূলক তাদের নানা-দাদা থেকে বেশি।🥰

06/04/2024

আজ দোয়া কবুলের রাত সবার দোয়া কবুল হোক..!
আমিন 🤲❤️

04/04/2024

কপালে যেটুকু সুখ লিখা ছিল তাও এই গরমে ঘাম মুছতে মুছতে উঠে গেছে 😊

02/04/2024

বেশি বেশি পড়ুন-

صَــــــــــــــــلَّی اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।🖤

01/04/2024

_তওবা🌸✔⇨⇨⇨

"আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"-🌸

-আলহামদুলিল্লাহ🖤

31/03/2024

তাড়াতাড়ি মেসেজ Seen আর দ্রুত রিপ্লাই দিতে গিয়ে মানুষের কাছে খুব সস্তা হয়ে গেছি 🫠😥

অসাধারণ কারুকাজ. 😯😯ভালোই লেগেছে🌹🥀
21/03/2024

অসাধারণ কারুকাজ. 😯😯
ভালোই লেগেছে🌹🥀

21/03/2024

শরবত বানানোর চাকরি থেকে অব্যাহতি লাভ করেছি, কারণ ৬ দিনে ৩ কেজি চিনি শেষ!💔🙂

শেরপুর ব্রিজ।
16/03/2024

শেরপুর ব্রিজ।

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when Aminul Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aminul Blog:

Videos

Share