Sheikh ALAL TV

Sheikh ALAL TV Sheikh ALAL UDDIN is a digital creator and social media expert.

18/11/2024

সরকারি তিতুমীর কলেজ কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলনে ছাত্রদের উপর ট্রেন দ্রুতগতিতে উঠিয়ে দেওয়ায় যাত্রীরা আহত হয়েছে।
এ জন্য ট্রেন কর্তৃপক্ষ দায়ী।

সব অবস্থাতেই আলহামদুলিল্লাহ
21/10/2024

সব অবস্থাতেই আলহামদুলিল্লাহ

21/10/2024
যদি প্রতিদিন এমন খাবার খাওয়া হতো........
07/10/2024

যদি প্রতিদিন এমন খাবার খাওয়া হতো........

শেরপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নালিতাবাড়ি,  ঝিনাইগাতী, শ্রীবরদী উপজেলায় প্রায় সব গ্রামে পানি প্রবেশ করেছে। স...
05/10/2024

শেরপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নালিতাবাড়ি, ঝিনাইগাতী, শ্রীবরদী উপজেলায় প্রায় সব গ্রামে পানি প্রবেশ করেছে। সবাই এগিয়ে আসুন

05/10/2024
18/09/2024

হিসাবে চিহ্নিত।

৪৩. প্রশ্ন: কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ ?
উত্তর: ক. ওয়ারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে, খ. জাংশনে, গ. ব্রিজ/কালভার্ট ও তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব, ঘ. সরু রাস্তায়, ঙ. হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়।

৪৪. প্রশ্ন: কোন কোন স্থানে গাড়ি পার্ক করা নিষেধ ?
উত্তর: ক. যেখানে পার্কিং নিষেধ বোর্ড আছে এমন স্থানে, খ. জাংশনে, গ. ব্রিজ/কালভার্টের ওপর, ঘ. সরু রাস্তায়,
ঙ. হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়, চ. পাহাড়ের ঢালে ও ঢালু রাস্তায়, ফুটপাত, পথচারী পারাপার এবং তার আশেপাশে, ছ. বাস স্টপেজ ও তার আশেপাশে এবং জ. রেলক্রসিং ও তার আশেপাশে।

৪৫. প্রশ্ন: গাড়ি রাস্তার কোনপাশ দিয়ে চলাচল করবে ?
উত্তর: গাড়ি রাস্তার বামপাশ দিয়ে চলাচল করবে। যে-রাস্তায় একাধিক লেন থাকবে সেখানে বামপাশের লেনে ধীর গতির গাড়ি, আর ডানপাশের লেনে দ্রুত গাতির গাড়ি চলাচল করবে।

৪৬. প্রশ্ন: কখন বামদিক দিয়ে ওভারটেক করা যায় ?
উত্তর: যখন সামনের গাড়ি চালক ডানদিকে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখনই পেছনের গাড়ির চালক বামদিক দিয়ে ওভারটেক করবেন।

৪৭. প্রশ্ন: চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার সময় কী কী বিষয় লক্ষ্য রাখা উচিত ?
উত্তর: (ক) সামনের গাড়ির গতি (স্পিড) ও গতিবিধি, (খ) সামনের গাড়ি থামার সংকেত দিচ্ছে কি না, (গ) সামনের গাড়ি ডানে/বামে ঘুরার সংকেত দিচ্ছে কি না, (ঘ) সামনের গাড়ি হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কি না।

৪৮. প্রশ্ন: রাস্তারপাশে সতর্কতামূলক ‘‘স্কুল/শিশু” সাইন বোর্ড থাকলে চালকের করণীয় কী ?
উত্তর: (ক) গাড়ির গতি কমিয়ে রাস্তার দু-পাশে ভালোভাবে দেখে-শুনে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে।
(খ) রাস্তা পারাপারের অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে।

৪৯. প্রশ্ন: গাড়ির গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কীভাবে সংকেত দিবেন ?
উত্তর: চালক তার ডানহাত গাড়ির জানালা দিয়ে সোজাসুজি বের করে ধীরে ধীরে উপরে-নীচে উঠানামা করাতে থাকবেন।

৫০. প্রশ্ন: লেভেলক্রসিং বা রেলক্রসিং কত প্রকার ও কী কী ?
উত্তর: লেভেলক্রসিং বা রেলক্রসিং ২ প্রকার। ক. রক্ষিত রেলক্রসিং বা পাহারাদার নিয়ন্ত্রিত রেলক্রসিং, খ. অরক্ষিত রেলক্রসিং বা পাহারাদারবিহীন রেলক্রসিং।

৫১. প্রশ্ন: রক্ষিত লেভেলক্রসিংয়ে চালকের কর্তব্য কী ?
উত্তর: গাড়ির গতি কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। যদি রাস্তা বন

অবশেষে মজিদ চাচার সন্ধান পেলাম🤪
26/04/2023

অবশেষে মজিদ চাচার সন্ধান পেলাম🤪

Address

Sherpur Sadar
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh ALAL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share