প্রধানমন্ত্রী #ভয়াবহ অবস্থা থেকে দেশকে রক্ষা করেছেন✅
প্রধানমন্ত্রী #ভয়াবহ অবস্থা থেকে দেশকে রক্ষা করেছেন✅
#কোটা #আন্দোলনের মধ্যে #বিএনপি-#জামায়াত ঢুকে #অরাজকতা তৈরি করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন। #ভয়াবহ অবস্থা থেকে দেশকে রক্ষা করেছেন।
মাঠে সেনাবাহিনী, #আতঙ্ক কাটিয়ে ফিরছে স্বস্তি✅
মাঠে সেনাবাহিনী, #আতঙ্ক কাটিয়ে ফিরছে স্বস্তি✅
#কোটা সংস্কার #আন্দোলন ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়ে। বিশেষ করে ১৮-২০ জুলাই ঢাকার বাড্ডা, রামপুরা, বনানী, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় রীতিমতো চলে #ধ্বংসাত্মক #তাণ্ডবলীলা। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবন, সেতু ভবন, মেট্রোরেল স্টেশনসহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্থাপনায় #অগ্নিসংযোগ ও #ভাঙচুর করা হয়। এছাড়া #অগ্নিসংযোগ করা হয় পুলিশের গাড়িসহ অনেক ব্যক্তিগত যানবাহনে।
দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু✅
দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু✅
ঢাকার আমিনবাজারে দেশের প্রথম বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে চীনা প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএমইসি)। রাজধানীর আবর্জনা থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে প্রকল্পটি। নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ করে ২০২৬ সালের জুলাই থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর ব্যাপারে আশাবাদী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
৭০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার✅
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার। একইসঙ্গে দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে।
চরখালীতে হচ্ছে মৈত্রী সেতু, উপকূলে আনন্দের বন্যা✅
চরখালীতে হচ্ছে মৈত্রী সেতু, উপকূলে আনন্দের বন্যা✅
পিরোজপুরের চরখালী পয়েন্টে কঁচা নদীর ওপর হচ্ছে সেতু। এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক চীন সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই ঘোষণা দেন তিনি। ‘চীন বাংলাদেশকে কিছুই দেয়নি’-এ সমালোচনার জবাবে সেতু নির্মাণের কথা বলেন প্রধানমন্ত্রী।
মোংলা সমুদ্রবন্দরের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে রাজস্ব আয়✅
মোংলা সমুদ্রবন্দরের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে রাজস্ব আয়✅
মোংলা সমুদ্রবন্দরের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে রাজস্ব আয়। জাহাজ আগমন, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি, কার্গো হ্যান্ডলিং, সব সূচকেই ঊর্ধ্বগতি অবস্থানে রয়েছে মোংলা সমুদ্রবন্দর। সেই সঙ্গে বন্দরকে ঘিরে বাস্তবায়ন হচ্ছে নানা মেগা প্রকল্প, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান।
মাতারবাড়িতে সোলার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইন্দোনেশিয়া✅
মাতারবাড়িতে সোলার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইন্দোনেশিয়া✅
মাতারবাড়িতে ৫০০ মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইন্দোনেশিয়ার কোম্পানি পিটি পারতামিনা পাওয়ার। দেশের সরকারি কোম্পানি বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কম্পানি লিমিটেড এবং ইন্দোনেশিয়ার পিটি পারতামিনা পাওয়ার যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করবে।
গ্যাস সরবরাহ বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন✅
গ্যাস সরবরাহ বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন✅
আনোয়ারা-ফোজদারহাট গ্যাস পাইপলাইনের মেরামত শেষে শুক্রবার থেকে জাতীয় গ্রিডে পুনরায় এলএনজি সরবরাহ শুরু হয়েছে। এতে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, সিএনজি ফিলিং স্টেশন ও আবাসিকে গ্যাসের চাপ বেড়েছে।
নতুন অর্থবছরের ১৩ দিনে এলো প্রায় ৯৮ কোটি ডলার রেমিট্যান্স✅
নতুন অর্থবছরের ১৩ দিনে এলো প্রায় ৯৮ কোটি ডলার রেমিট্যান্স✅
নতুন ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে ৯৭ কোটি ৮৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৫৪৮ কোটি টাকা। ফলে প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স। ১৪ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলতি অর্থবছরেই শুরু✅
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলতি অর্থবছরেই শুরু✅
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ গত ২ এপ্রিল বাংলাদেশে এসেছিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এবার সেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ শুরুর দিনক্ষণ নির্ধারণের কাজ চলছে। চলতি অর্থবছরের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরুর সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসে দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হতে পারে।
মংলা বন্দরে ১ বছরে রাজস্ব বেড়েছে সাড়ে ৫ শতাংশ✅
মংলা বন্দরে ১ বছরে রাজস্ব বেড়েছে সাড়ে ৫ শতাংশ✅
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার আধুনিকায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় বন্দরে বেশিসংখ্যক জাহাজ আগমনের পাশাপাশি বিদেশী রিকন্ডিশন গাড়ি আমদানি, কনটেইনার হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং এবং রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। এক বছরে রাজস্ব বৃদ্ধির হার ৫.৬ শতাংশ।
কোটা ইস্যুতে দুই ক্যাম্পেইন চালু করেছে ছাত্রলীগ✅
কোটা ইস্যুতে দুই ক্যাম্পেইন চালু করেছে ছাত্রলীগ✅
সরকারি চাকরিতে ‘কোটা’ ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা সংগ্রহ, বিভিন্ন তথ্য-উপাত্ত সংবলিত লিফলেট বিতরণ, উন্মুক্ত আলাপন, যৌক্তিক উপায় গ্রহণ এবং #জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য ‘পলিসি এ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর’ ক্যাম্পেইন চালু করেছে ছাত্রলীগ।