Rj Limon Hasan

Rj Limon Hasan শেরপুর ভ্রমণ গাইড
(1)

27/06/2024
কচুর ডগা!যার আন্তর্জাতিক মূল্য ৭.৯৯ ডলার (প্রায় ৯০০ টাকা)। তবে স্থানবদলের মধ্যে দিয়ে আপনিও রাস্তার মোড়ে পড়ে থাকা কচুরডগা...
22/12/2023

কচুর ডগা!
যার আন্তর্জাতিক মূল্য ৭.৯৯ ডলার (প্রায় ৯০০ টাকা)। তবে স্থানবদলের মধ্যে দিয়ে আপনিও রাস্তার মোড়ে পড়ে থাকা কচুরডগার মতো মূল্যহীন, যদি সুপ্তথাকা প্রতিভা সঠিক স্থানে প্রদর্শন করতে না পারেন!

বর্তমানে যে স্থানে আছেন তাতে যদি মূল্যহীন হয়ে থাকেন, অথবা আপনার যোগ্যতার অবমূল্যায়ন হচ্ছে বলে মনে করেন তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন। তবেই সুপার শপের কচুরডগার মতো মূল্য বেড়ে যায়।

প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে আবার ফিরবেন তো তামিম ইকবাল...? 🚨তামিমের অবসর ঘোষনা মনতে পারছেন না খেলাপাগল প্রধানমন্ত্রী শেখ হ...
07/07/2023

প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে আবার ফিরবেন তো তামিম ইকবাল...? 🚨

তামিমের অবসর ঘোষনা মনতে পারছেন না খেলাপাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও; আর তাই আজ রাত আটটায় প্রধানমন্ত্রীর বাসভবনে ডিনার করার জন্য আমন্ত্রন জানিয়েছেন তামিম ইকবালকে।
ইতোমধ্যেই চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনাও হয়েছেন তামিম। ঢাকা গিয়েই দেখা করবেন প্রাইম মিনিস্টারের সাথে। হয়তো প্রধানমন্ত্রীর স্পেশাল রিকোয়েস্টে ফিরতেও পারেন বিশ্বকাপে।

কি মনে হয় ফিরবেন তামিম আবার..???

02/07/2023

বছর দুয়েক পর, সেই জিনিসগুলোর জন্যই হাসি পাবে, যার জন্য কিনা আজ তুমি এতো মনখারাপ করছো, চোখের পানি ফেলছো,

তাই চোখের পানি মুছে, নিজেকে সামলে উঠে দাঁড়াও আর মুচকি হেসে এগিয়ে চলো!❤️

Time heals everything.🌸

শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ধানশাইলের কৃতি সন্তান  জনাব মো: মিজানুর রহমান মিলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর -৩ ব...
25/06/2023

শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ধানশাইলের কৃতি সন্তান জনাব মো: মিজানুর রহমান মিলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর -৩ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

Congratulations
25/06/2023

Congratulations

19/06/2023

সৌদিতে চাঁদ 🌙
দেখা গেছে আগামী
29 জুন ঈদুল আযহা
আলহামদুলিল্লাহ

16930 ভোটে বিজয়ী জায়েদা খাতুন (মেয়র জাহাঙ্গীর আলমের মা)
25/05/2023

16930 ভোটে বিজয়ী জায়েদা খাতুন (মেয়র জাহাঙ্গীর আলমের মা)

প্রজ্ঞাপন
23/05/2023

প্রজ্ঞাপন

16/05/2023

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার,সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি, কোন লাভ নেই ভাইজান।
সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য নিজেকে প্রস্তুতি করি।
নেক আমলেই আপনার আমার জন্য প্রকৃত সম্পদ।। হে
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দিন।
আমিন।
ছুম্মা আমিন।।

চট্টগ্রামে চলমান রিক্সার উপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে , মারা গেলো চালক😭আল্লাহ রহম করুন🤲
15/05/2023

চট্টগ্রামে চলমান রিক্সার উপর
বিদ্যুতের তার ছিড়ে পড়ে , মারা গেলো চালক😭

আল্লাহ রহম করুন🤲

09/05/2023

School life.

আমাদের গ্রাম দিয়ে বয়ে চলা "সোমেশ্বরী"নদী  ...
08/05/2023

আমাদের গ্রাম দিয়ে বয়ে চলা "সোমেশ্বরী"নদী ...

08/05/2023

আমার দেখা সব চেয়ে বেশী দর্শক ছিল শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম-এ।

07/05/2023

গাজীপুরা 27- এ হ্যানডিক্যাট ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি অন্য কিছুই তাকে মুগ্ধ করতে পারবেনা।
07/05/2023

গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি অন্য কিছুই তাকে মুগ্ধ করতে পারবেনা।

শেরপুরের ঐতিহ্য এই "মাইসাহেবা" মসজিদ।আনুমানিক আড়াইশ’ বছর আগে তখনকার জমিদার নির্মাণ করেন মসজিদটি।
06/05/2023

শেরপুরের ঐতিহ্য এই "মাইসাহেবা" মসজিদ।আনুমানিক আড়াইশ’ বছর আগে তখনকার জমিদার নির্মাণ করেন মসজিদটি।

পাহাড়ি অঞ্চলে কৃষকের ধান খেতে এসে একটি বন্য হাতি মারা গেছেন।
06/05/2023

পাহাড়ি অঞ্চলে কৃষকের ধান খেতে এসে একটি বন্য হাতি মারা গেছেন।

05/05/2023

শৈশবের স্মৃতি। এমন অভিজ্ঞতা গ্রাম এর অনেক ছেলে মেয়ের-ই আছে। মিস করি সেই হারানো দিন গুলো।

বাগেরভিটা সোমেশ্বরী নদীর উপর নতুন ব্রীজ এর কাজ চলিতেছে।
03/05/2023

বাগেরভিটা সোমেশ্বরী নদীর উপর নতুন ব্রীজ এর কাজ চলিতেছে।

02/12/2022

10 জনের কাছে হারলো ব্রাজিল।

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rj Limon Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rj Limon Hasan:

Videos

Share


Other Digital creator in Sherpur

Show All