Phenomenal TV

Phenomenal TV This page is related to digital video content in a funny and enjoyable mode of animal and nature so

07/09/2022

গর্ভবতী স্ত্রীর যত্নে একজন আদর্শ স্বামীর করণীয়গুলো কী কী?

করণীয় বললে আসলে অনেক কিছুই। প্রথম কথাই হলো স্ত্রীকে হাসিখুশি রাখার চেষ্টা করতে হবে। ছোটবেলা এই ব্যাপারটা টেলিভিশনে দেখে খানিকটা অবাক হয়েছিলাম। এটার প্রয়োজনীয়তাটা কি? পরে বড় হয়ে বিভিন্ন কিছু পড়ে ব্যাপারটা বুঝতে পারি। গর্ভাবস্থায় প্রসূতি যা কিছু অনুভব করে সবকিছুর প্রভাব তার গর্ভের সন্তানের উপর পড়ে। বাচ্চা আসলে গর্ভে থেকে মায়ের অনেক অনুভূতি অনুভব করতে পারে। মা যখন আনন্দিত বাচ্চাও গর্ভে আনন্দিত হয়, মা কষ্ট পেলে বাচ্চাও সে কষ্টটা অনুভব করে। এছাড়াও আমাদের শরীরের কিছু আভ্যন্তরীন ব্যবস্থা আছে। মানুষ যখন আনন্দিত হয় তখন শরীরে একধরণের হরমোন নিঃসৃত হয়, আবার কষ্ট পেলে অন্য ধরণের। আনন্দ সংক্রান্ত হরমোন শরীরের জন্য উপকারী আর কষ্টজনিত হরমোন ক্ষতিকর। যে জিনিস মায়ের জন্য ক্ষতিকর সেটা তার গর্ভের সন্তানের জন্যও ক্ষতিকর। তাই সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যদি হাসিখুশি না থাকে শারীরিক-মানসিক সমস্যা নিয় সন্তান জন্মগ্রহণের সম্ভবনা বেড়ে যায়।

স্ত্রীকে সবসময় মানসিক সাপোর্ট দিতে হবে। সন্তান যখন গর্ভে থাকা তখন মায়ের শরীরে নানা ধরণের পরিবর্তন আসে যেগুলো তার জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। এছাড়াও সন্তান ধারণের কারণে নানা ধরণের হরমোন মায়ের শরীর উৎপন্ন করে। তার শরীর মোটা হয়ে যায়, ফাটা দাগ দেখা যায়, খাবারের রুচি কমে যায়, বমি হয়। এসকল কারণে প্রসূতি সবসময় মানসিকভাবে ও শারীরিকভাবে ভালো বোধ করে না। এসময় তার জন্য পুরো পরিবারের মানসিক সাপোর্ট খুব জরুরি।

প্রসূতির খাবার খুব গুরুত্বপূর্ণ। সুস্থ সন্তান পেতে হলে তাকে পুষ্টিকর খাবার দাবার দিতে হবে। তার পুষ্টিকর খাবার দাবার তো গর্ভের সন্তানের মুখে দেয়া সম্ভব না। ওটা মা'কেই খাওয়াতে হবে। একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে। তার পরামর্শমতো খাবার, ভিটামিন সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সন্তান হবার পরেও মায়ের যত্নের ব্যাপার রয়ে যায়। সন্তান তো হয়ে গেলো। কিন্তু সন্তান ধারণের কারণে তার শরীরে নানা ধরণের পরিবর্তন ঘটে গেছে। এসময় বাচ্চার যত্নের জন্য তার ঘুম কম হয়, সিজারিয়ান বাচ্চা হলে অপারেশনের ধকল তো আছেই। এছাড়া সে লক্ষ্য করে তার আগের সৌন্দর্য আর নেই। পরিবারের সবার মনোযোগ তার থেকে তার সন্তানের দিকে বেশি। আরো কিছু শরীরবৃত্তীয় ব্যাপার তো আছেই। ফলে সে একধরণের ডিপ্রেশনে ভুগতে শুরু করে। এসব ছাড়াও সে আরো কিছু সমস্যায় ভোগে, যেমনঃ কোমরের সমস্যা, যোনীপথে রক্তপাত, প্রস্রাবের সমস্যা, চুল পড়ে যাওয়া, ওজন কমে যাওয়া, বাচ্চাকে দুধ খাওয়ানোর সমস্যা। এসকল সমস্যাই গুরুত্বের সাথে নেয়া এবং সমাধানের চেষ্টা করা খুব জরুরি।

যা বললাম তা আমার পড়াশুনা এবং বাস্তব অভিজ্ঞতার মিশেল থেকে বললাম। কারো সচেতনা এই লেখাটা পড়ে সামান্য বৃদ্ধি পেলেও ধন্য বোধ করবো।

Collected from
নাঈমুল আরিফ

সাইকলজিক্যাল কিছু হ্যাক বলবেন কি?আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন, এতে করে মস্তিষ্ককে ব...
05/09/2022

সাইকলজিক্যাল কিছু হ্যাক বলবেন কি?

আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন, এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেয়া যায়!
কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? 👉আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন। কি উপহার পেলে সে খুশি হতো তা জেনে যাবেন!
আপনার শিক্ষক/প্রফেসরের রাজনৈতিক আইডিওলজি ভালোভাবে খেয়াল করুন। প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন।
খালি পেটে মুদি দোকানে যাবেন না। আপনি ঐ সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই।
খালি পেটে পরীক্ষা দিতে পারেন। ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে!
ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট/কোটের পকেটে ঢুকিয়ে রাখুন। পরের বছর আপনি একটি দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন।
অংক কষার সময় চকোলেট খেতে পারেন, চকোলেট খেলে মস্তিষ্ক আরো সক্রিয় হয়ে ওঠে।
বিছানার পাশে কাগজ ও কলম রাখুন। সেরা আইডিয়াগুলো ঘুমোবার সময়ই মাথায় আসে!অথবা Google Keep অ্যাপ ব্যবহার করতে পারেন ।
যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না,তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন।

মধ্য আমেরিকার বনভূমিতে অ্যারো পয়জন ফ্রগ নামে যে ব্যাং পাওয়া যায়, তার ত্বকে থাকে মারণ বিষ। স্থানীয় আদিবাসীরা এই বিষ সংগ্র...
05/09/2022

মধ্য আমেরিকার বনভূমিতে অ্যারো পয়জন ফ্রগ নামে যে ব্যাং পাওয়া যায়, তার ত্বকে থাকে মারণ বিষ। স্থানীয় আদিবাসীরা এই বিষ সংগ্রহ করে তাদের তীরে ব্যবহার করে। একেকটি পুঁচকে ব্যাঙের দেহে এত বিষ থাকে, যে তা ২০০ জন মানুষকে খতম করে ফেলার জন্য যথেষ্ট!!!

কি জানতেন এতদিন, মায়ের অপর নাম গর্ভধারিণী? না মশাই, এ কথা অসম্পূর্ণ রয়ে যাবে যদি এই অবাক করা তথ্যটা না দিই।প্রাণীরাজ্যের...
05/09/2022

কি জানতেন এতদিন, মায়ের অপর নাম গর্ভধারিণী? না মশাই, এ কথা অসম্পূর্ণ রয়ে যাবে যদি এই অবাক করা তথ্যটা না দিই।

প্রাণীরাজ্যের সমস্ত প্রজাতির মধ্যে সিন্ধুঘোটক মাছই একমাত্র, যাদের পুরুষ প্রজাতি গর্ভধারণ করে!!!! অর্থাৎ, তাদের জন্যে গর্ভধারিণী মা নয়, গর্ভধারক পিতা!!!



ভালো থাকুন। ধন্যবাদান্তে -

সোমনাথ দত্ত✍

তথ্যসূত্র:

আজব দুনিয়ার খোঁজে - Discovery Channel /Miles Kelly
Book of Knowledge -Chhaya Prakashani
চিত্রসূত্র: গুগল
Collected from Internet.

এমন কি জিনিস যা বেশিরভাগ মানুষ জানেন না?💔প্রখ্যাত গায়ক মান্না দের একবার বুকে ব্যাথা হয়, তখন তিনি ব্যাঙালোরে, মেয়ের বা...
05/09/2022

এমন কি জিনিস যা বেশিরভাগ মানুষ জানেন না?
💔প্রখ্যাত গায়ক মান্না দের একবার বুকে ব্যাথা হয়, তখন তিনি ব্যাঙালোরে, মেয়ের বাড়িতে। তিনি দেবী শেঠির নারায়ণা হৃদয়ালয়ে ফোন করে জানালেন তার সমস্যার কথা, হাসপাতাল থেকে বলা হলো দ্রুত হাসপাতালে চলে যেতে। মান্না দে হাসপাতালে রওয়ানা করলেন তাদের পাঠানো এম্বুলেন্সে। তিনি এম্বুলেন্স থেকে নামলেন এবং দেখলেন তাঁকে বরণ করার জন্য হাসপাতালের সব শ্রেণির স্বাস্থ্যকর্মীরা লাইন করে দাঁড়িয়ে আছেন, হাতে ফুল নিয়ে। মান্না দে এই দৃশ্য দেখে এতো অভিভূত হয়ে পড়লেন যে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লেন। স্বয়ং দেবী শেঠি তাঁর চিকিৎসার দায়িত্ব নিলেন। এক সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে উঠলেন, দেবী শেঠি তাঁকে দেখতে এসেছেন, মান্না দে বললেন 'আমি তো সুস্থ হয়ে গেছি, এবার ছুটি দাও'। শেঠি বললেন 'ঠিক আছে, আজকেই ছুটি দিয়ে দিচ্ছি'' তাহলে বিলটা পাঠিয়ে দাও'' ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি'একটু পর বিল এলো, মান্না দে দেখলেন প্রতিটি সার্ভিসের বিপরীতে শূন্য। এবং সর্বমোট বিল শূন্য। এই দেখে তিনি এতো বিস্মিত হলেন যে আনন্দে আবেগে তাঁর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। দেবী শেঠি এলেন তাঁকে বিদায় জানাতে, মান্না দে বিল নিয়ে প্রশ্ন করলে দেবী শেঠি বললেন 'আমরা আমাদের শৈশব থেকে আপনার গান শুনে বড় হয়েছি, সাংস্কৃতিকভাবে নিজেদের উন্নত করেছি, আপনি আমাদের মহান অভিভাবক, আপনাকে সামান্য সেবা করতে পেরে আমরা ধন্য'।

মান্না দে তাঁর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি যখন হাসপাতাল ত্যাগ করছেন তখন দেখতে পেলেন প্রথম দিনের মত হাসপাতালের সকল স্বাস্থ্য কর্মীরা লাইন ধরে দু'ধারে দাঁড়িয়ে আছে, হাতে ফুল! একজন প্রকৃত গুনীজনই আরেকজন প্রকৃত গুনীজনের কদর বুঝতে পারে।

#সংগৃহিত

01/08/2022

Talk English like a native speaker.
I will upload videos regularly on this page.
So please help me to grow up this page.

31/07/2022

Weather: Todays Rain

12/07/2022
02/07/2022

পা‌য়ের কু‌নি ডাবলে ১‌ ডোজ ব‌্যবহার করুন।
ইনশাআল্লাহ ১০০% কাজ ক‌রবে‌।
প্রাথ‌মিক ও ঘরোয়া চি‌কিৎসা।

30/06/2022

Please Follow, Like, Comment and Share.
For more interesting videos please follow us.
Thank you for your bill and have a superb day.

Welcome to my Phenomenal Pose Page. Here I am uploading something familiar but rare, beautiful and enjoyable scenarios. ...
30/06/2022

Welcome to my Phenomenal Pose Page. Here I am uploading something familiar but rare, beautiful and enjoyable scenarios. Thanks for visiting my page and have a good day.

This page is related to digital video content in a funny and enjoyable mode of animal and nature so stay tuned with this page and made you pleased.
Thanks for the visit, following, liking and sharing.
Have a good day.

Address

Manikkura, Jhenaigati
Sherpur
2120

Telephone

+8801707670674

Website

Alerts

Be the first to know and let us send you an email when Phenomenal TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Phenomenal TV:

Share


Other Sherpur media companies

Show All

You may also like