অনুভূতি "Anubhuti By Suhag "

অনুভূতি "Anubhuti By Suhag " ✿•𝐁𝐞𝐬𝐭 𝐋𝐢𝐧𝐞❥
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "
(13)

06/11/2024

তুমি শেষ বিকেলের "বিষন্ন মেঘ " জমা
আকাশের মতো ভয়ংকর সুন্দর..!! 🌸❤️‍🩹

04/11/2024

দেশের ৫০% মানুষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তারা দেশে কোনো অন্যায়, অবিচার ও দুর্নীতি চায় না।

01/11/2024

— ❝ হৃদয়ে কিছু ব্যথা থাকা ভালো" ব্যথা না থাকলে হৃদয়টা আল্লাহকে ভুলে যায়" তাই কষ্টও একটি নেয়ামত❞ আলহামদুলিল্লাহ —🌸

30/10/2024

আত্মহত্যা নয়
স্মৃতি হত্যা করে ফিরে আসুন রবের দিকে!

25/10/2024

"এই নগ্ন নগরীতে ঈমান বাঁচিয়ে রাখা বড্ড কঠিন।"

22/10/2024

ফেল করা ছাত্র পাশ চাইবে এটা কোন ধরনের যুক্তিকতা🙄😃

18/10/2024
18/10/2024

ব্রেকিং নিউজ
আফ্রিকায় ৭০০ পরিবার একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করছেন।
আলহামদুলিল্লাহ বলি❤️

14/10/2024

_আল্লাহ একদিন সব দিবেন!•
ইনশাআল্লাহ

12/10/2024

রাসূল (সঃ) বলেছেন, "শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পুজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে।"-সুনানে ইবনে মাজাহ (৩৯৫২)

10/10/2024

আজ আবারও প্রচুর বৃষ্টি হচ্ছে ।যার ফলে আবারও বন্যার ভয় ।

08/10/2024

ইসলামে মূর্তিপূজা হারাম। স্পষ্ট কুফুরি। কোনো মুসলমান মূর্তিপূজার উৎসবকে 'উইশ' করতে পারেনা।
(কুফুরিকে উইশ করার অর্থ কুফুরিকে সমর্থন করা)

শেরপুরের কোন দালাল নাই তাই শেরপুর হিসাবের খাতায় নাই!সারা বিশ্বের অসংখ্য মানুষ যেমন বাংলাদেশকে চিনে না তেমনি সারা বাংলাদে...
07/10/2024

শেরপুরের কোন দালাল নাই তাই শেরপুর হিসাবের খাতায় নাই!

সারা বিশ্বের অসংখ্য মানুষ যেমন বাংলাদেশকে চিনে না তেমনি সারা বাংলাদেশের অসংখ্য মানুষও শেরপুরকে চিনে না! শেরপুর বললেই মানুষ মনে করে বগুড়ার একটা থানা শেরপুর! অথচ শেরপুর একটা স্বতন্ত্র জেলা।

ভারতের মেঘালয় এবং বাংলাদেশের জামালপুরের প্রতিবেশী শেরপুর। শেরপুর থেকে ভারত দেখা যায়। হেঁটে ভারতে যাওয়াও যায়।

বিশ্বের অন্যান্য উন্নত দেশ যেমন বাংলাদেশ বললে চিনে না, জিজ্ঞেস করে এটা কি ভারতে? তেমনি আমাদের শেরপুরের কথা কাউকে বললে মানুষ বলে, এটা কি বগুড়া শেরপুর?

শেরপুর আড়ালে থাকার কারণ আছে, শেরপুরকে নিয়ে মাতামাতি না করার কারণ আছে, শেরপুর মিডিয়া কাভারেজ না পাওয়ার কারণ আছে, শেরপুর সম্পর্কে না জানার কারণ আছে, শেরপুর নিয়ে আগ্রহ না থাকার কারণ আছে।

অসংখ্য কারণ আছে। কিছু কারণ বলতেছি সংক্ষেপে। মন খুব খারাপ তাই বিস্তারিত লেখতেছি না।

আমাদের সুমনের দালাল নাই। সোলায়মানের মতো শকুন নাই, আফ্রিদি, ফারাজ করিম, রাফসান দ্য ছোট ভাই, হিরো আলমের মতো ইউটিউবার নাই।

আমাদের শেরপুরে কোন কুখ্যাত বড় দুর্নীতিবাজ নেতা নাই। ছোট খাটো কয়েকজন আছে তাদের নাম কেউ জানে না! তারা উট পাখির মতো মুখ লুকিয়ে থাকে। ওয়াসার এমডির মতো উচ্চপদস্থ কোন কর্মকর্তা নাই। হারুনের মতো কোনো পুলিশ কর্মকর্তা নাই। সাকলাইনের মতো সাকার নাই!

পরিমনির মতো নরম মাংসের ডিব্বা নাই! মমতাজের মতো বিদ্যুৎ নাই ! গারো পাহাড় আছে কিন্তু সানাইয়ের মতো এত বড় না! দূর থেকে দেখা যায় না কিন্তু মাঝে মাঝে বন্য হাতি বের হয়!

জেলা ব্র্যান্ডিং পণ্য তুলসীমালা চাল আছে কিন্তু আমাদের ভালোবাসার মালা পড়ানোর মতো বন্ধু নাই। কুমিল্লার রসমালাইয়ের চেয়েও সুস্বাদু ছানার পায়েস আছে। কিন্তু আমরা বেশি তেল দেই না বলে স্বাদ কম!

আমাদের সমন্বয়ক নাই, আমাদের উপদেষ্টা নাই, আমাদের সাংবাদিক নাই, কারো কাছে আমাদের সংবাদও নাই কিন্তু আমাদের সম্মান আছে। শেরপুররের মানুষ ত্রাণ চায় না, দোয়া চায় যাতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়, পানি দ্রুত নেমে যায়।

যাতে আবার তারা নিজেদের যা আছে, বাপ-দাদার রেখে যাওয়া যা আছে তাতেই খেটে খেতে পারে। শেরপুরের মানুষ চেটে খায় না, খেটে খায়। আবার যেন তারা মাঠে-ঘাটে খেটে খেতে খেতে পারে সেজন্য সবাই দোয়া করবেন শুধু।

সংগৃহীত
Al Masud

06/10/2024

শেরপুরের আকাশে হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেরপুরের আকাশে সেনাবাহিনী

06/10/2024

ঝিনাইগাতী"র তালতলা,দুধনই,বনকালি, দিঘির পাড়,মরিয়মনগর এলাকায় প্রায় অর্ধ-শতাধিক বাড়িঘর বিলিন হয়ে গেছে বন্যায়।
চলুন সবাই এগিয়ে আসি

05/10/2024

বাড়ির চার পাশে পানি

আমাদের প্রিয় শেরপুর শহরটা ছোট এবং সিমান্তবর্তী জেলা তো তাই বড় বড় সেলিব্রেটিরা চিনে না।কারন এত দূরে এসে তো আর ভিডিও বা...
05/10/2024

আমাদের প্রিয় শেরপুর শহরটা ছোট এবং সিমান্তবর্তী জেলা তো তাই বড় বড় সেলিব্রেটিরা চিনে না।কারন এত দূরে এসে তো আর ভিডিও বানানো সম্ভব না💔🙂

02/10/2024

হায় আপসোস আজকাল মুসলমানদের বিয়ের অনুষ্ঠান সাউন্ড বক্স ছাড়া হয় না, হারাম মিউজিক দিয়েই শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা।আস্তাগফিরুল্লাহ

Address

Jhenaigati
Sherpur
2120

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি "Anubhuti By Suhag " posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুভূতি "Anubhuti By Suhag ":

Videos

Share

Category