M.A.Kader

M.A.Kader আমি মানুষকে হাশাতে ভালোবাসি আর নিজেও হাশি খুশি থাকতে ভালোবাসি।

18/07/2024

এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েন বিদেশি সাংবাদিক, কথা বলতে পারতেছেনা কান্নার কারনে 🥲
আর আমার দেশের হুলুদ মিডিয়ার জা*নো*য়া*ররা মজা নেয় এগুলো নিয়ে 😡

Respect 👑
16/07/2024

Respect 👑

03/07/2024

ভিসা ছাড়া বিদেশ গেলে যা হয়🤣🤕

24/04/2024

সুবহানাল্লাহ ❤️🤲

16/03/2024

প্রয়োজন ফুরালে
🫵
মানুষ যেখানে তার সৃষ্টিকর্তাকেই' ভুলে যায়, সেখানে আপনাকে আমাকেই বা কয়দিন মনে রাখবে।🖤💔

20/01/2024

💔💔

18/01/2024

কি বুদ্ধিরে ভাই😄😄

08/12/2023

"মানুষ আপনার সাথে নয়"
💔
আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় 😔

আবারো শেরপুর ভাতশালার বুকে আসছে তরুনদের আইডল আমার প্রিয় বক্তাসৈয়দ মোকাররম বারী সাহেব ❣️🥀আল্লাহ পাক এই মাহফিলটি কবুল করুক...
08/12/2023

আবারো শেরপুর ভাতশালার বুকে আসছে তরুনদের আইডল আমার প্রিয় বক্তা
সৈয়দ মোকাররম বারী সাহেব ❣️🥀আল্লাহ পাক এই মাহফিলটি কবুল করুক 🥀আমিন🤲🤲

ক্রিকেট বিশ্বের ইতিহাসের সবচেয়ে সেরা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ করে দেখিয়েছে! যেটা আর কোন দেশ পারেনাই! ভবিষ্যতে...
05/10/2023

ক্রিকেট বিশ্বের ইতিহাসের সবচেয়ে সেরা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ করে দেখিয়েছে! যেটা আর কোন দেশ পারেনাই! ভবিষ্যতেও পারবে কিনা সন্দেহ আছে!

04/10/2023
Bangladesh cricket Bord
27/09/2023

Bangladesh cricket Bord

বাংলাদেশের বিপক্ষে সব সময় ভুল ডিসিশন না দিলে তার পেটের ভাত হজম হয়না।
23/09/2023

বাংলাদেশের বিপক্ষে সব সময় ভুল ডিসিশন না দিলে তার পেটের ভাত হজম হয়না।

21/09/2023

অজান্তেই চোখের পানি চলে আসলো😥😥

-খালা ভাত খাবেন ?

-হ বাবা।অল্প কয়ডা ভাত খাইতাম।

-বসেন চেহারে।

-ভাত খাওনের কী কী আছে বাবা ?

-ইলিশ মাছ,পা/ঙ্গা/শ মাছ,রূপসা মাছ,মুরগী আর ভাজি।কী দেবো আপনাকে।

-পাতলা ডাইল নাই বাবা।আমার খালি ডাইল হইলেই হইবে।

-আছে।শুধু ডাল দিয়া খাবেন কীভাবে।সাথে ভাজি দেই?

-না বাবা।আমার কাছে টাহা নাই অত।আমারে পলিথিনে দু/গ্গা ভাত আর এক চামচ ডাইল দেও।আমি খাইতে পারমু।ডাইল না দেলেও পানি দিয়া গি*ল্লা খাইতে পারি আমি।খালি দু/গ্গা ভাত দেও আমারে বাবা।

-আপনার কাছে তো টাকা নেই।ভাতের দাম দিবেন কিভাবে ?

-এক মুঠ ভাতেরও দাম দেওয়া লাগবে বাবা ?

একথা শুনে শান্ত ভিতরে গেলো ভাত আনতে।ভাতের পাশে একটু ভাজি আর এক টুকরা মাংস এবং ঝোল নিয়ে প্লেটটা এগিয়ে দিলো।

-ও বাবা এয়া কি দেছো আমারে।আমার কাছে তো টাহা নাই।খালি ভাত দু/গ্গা দেও আমারে।আমি পানি দিয়া খাইতে পারমু।

-আপনি খেয়ে নিন।দাম দিতে হবে না।

বাহিরে প্রচন্ড রোদ।চৈত্র মাসের রোদ।সেদিকে তাকিয়ে শান্ত কিছু একটা ভাবতে লাগলো।শান্তদের ভাতের হোটেলে সব ধরনের লোকই ভাত খেতে আসে।তবে হাজেরা খাতুনের মত লোক আজ প্রথম এসেছে।

হাজেরা খাতুনের খাওয়া হয়ে গেছে।সে সামনে আসতেই শান্ত তাকে একটা টিসু পেপার এগিয়ে দিলো হাত মোছার জন্য।কিন্তু সে সেটা না নিয়ে তার কাপড়ের আঁচল দিয়েই হাত মুখ মুছে নিলো।

শান্ত খেয়াল করলো তার চোখ লাল।সে ভাবলো হয়তো তার ঝাল লেগেছে।কিন্তু তা নয়।তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল।সে জল হয়তো শান্তকে কিছু বলতে চাচ্ছে।

-আপনি কান্না করছেন কেনো ?

-কান্দি না রে বাপ।আ*জ*ই*গো অনেক দিন পরে এমন কইরা দু/গ্গা ভাত খাইলাম।ঝোলের স্বাধ কেমন হয় তা অনেকদিন পর আমি বুঝতে পারছি।

-কেন আপনি বাসায় ভাত খান না।

-খাই বাবা কোনোভাবে চাউল সেদ্ধ দিয়া খাই।ফেনভাত।আইজ চাউল নাই।শরীর ভালোনা তাই দেরি কইরা খ*য়*রাতে বাইর হইছি।কেউ চাউল দেয় নায়।বাবা তুমি যা খাওয়াইছো এতে আমার ২দিন না খাইলেও হইবে।

-আপনার স্বামী ছেলে-মেয়ে নাই ?

-স্বামী ম*র*ছে ক্যা*ন্সা*রে।পোলা আছিলো একটা।কিছু দিতে পারতাম না।আমারে মা/রধোর কইরা চইলা গেছে হেয়াও প্রায় দশ বছর হইলো।

-আপনি থাকেন কোথায় ? আর আপনার নাম কী ?

-পলাশপুর বস্তিতে থাহি।নাম আমার হাজেরা খাতুন।

হাজেরা খাতুনের পড়নের জী*র্ণ শী*র্ণ শাড়ি এবং তাতে ময়লা মাখা।তাকে হোটেলের সামনে দাড়িয়ে থাকতে দেখে দু'জন নাক চেপে কোনোরকমে হাজেরা খাতুনের পাশ দিয়ে ভিতরে গিয়ে বসলো।

-বাবা আল্লায় তোমারে তৌফিক দিক।দোয়া করি ভালো খাইকো সবসময়।আমি যাই বাবা।

এ কথা বলেই হাজের খাতুন চলে গেলেন এবং শান্ত কিছুক্ষণ তার চলে যাওয়া দেখলো।এরপর সে হাজেরা খাতুনের টেবিল পরিষ্কার করতে গিয়ে অবাক হয়ে গেলো।

টেবিলের আশেপাশে ভাত ছড়ানো নেই।একজন ভদ্রলোক যেভাবে পরিপাটি এবং গুছিয়ে খাবার খায় হাজেরা খাতুন ঠিক সেই ভাবেই গুছিয়ে খাবার খেয়েছে।সবথেকে অবাক করা ব্যাপার হলো গ্লাসের নিচে পাঁচ টাকার একটি নোট চাপা দেওয়া ছিলো।

-কিরে দুই দিন ধরে তোর মুখটা এমন ফ্যা*কা*সে লাগছে কেনো।কিছু হইছে তোর? 'রু*দ্র শান্তর দিকে তাকিয়ে প্রশ্ন করলো।

-হুম।একটা বিষয় নিয়ে ভাবতেছি।

-কী বিষয় বল তো।

শান্ত হাজের খাতুনের কথা সব রু*দ্র*কে খুলে বললো।

শান্ত চায় হাজেরা খাতুনের সেই পাঁচ টাকা ফেরত দিতে এবং সাথে কিছু চাল,ডাল আরো কিছু খাবার নিয়ে যাবে।

-চল তাহলে।কালকেই চল।কালকে সোমবার আমাদের দোকান বন্ধ ফ্রি আছি।বিকেলের দিকে চল।,"রু*দ্র বললো"

-ঠিকাছে।চল কাল বিকেলেই যাবো।

সোমবার বিকেলেই তারা পলাশপুর রওনা হলো।সাথে চাল ২৫ কেজি।ডাল ৫ কেজি।আলু ৫ কেজি।এছারাও পিয়াজ,রোসুন,সাবান,চানাচুর,ভালো মানের বিস্কিট এবং সেই পাঁচ টাকা।

পলাশপুর যেতে যেতে প্রায় বিকেল পাঁচটা বেজে গেলো।বিশাল বড় ব*স্তি তার ভেতর একজনকে খুজে বের করা খুব সোজা কাজ নয়।

শান্ত এবং রুদ্র লোকজনের কাছে খোজ করতে লাগলো।কিন্তু কেউ হাজেরা খাতুনের খোজ দিতে পারলো না।প্রায় সন্ধ্যার দিকে একজন মহিলা পাওয়া গেলো যে কিনা হাজেরা খাতুনকে চেনে।

-আমিতো হাজেরা বু*র লগে মাঝে মাঝে খ*য়*রাত করতে যাইতাম।মানুষডা অনেক ভালো আছিলো।

-আমরা তার কাছে যেতে চাই তার ঘড়টা আমাদের একটু দেখিয়ে দিন।শান্ত বললো।

-সে তো ম*ইরা গেছে।ঘড়ে যাইয়া কী করবা তোমরা।

-ম*রে গেছে মানে ? গত শুক্রবার আমাদের দোকান থেকে সে ভাত খেয়ে এসেছিলো।

-শনিবার রাইতে আমি তার লগে দেখা করতে যাই।দড়জা টাহাইছি অনেকবার ডাকছিও কিন্তু হে দড়জা খোলে নায়।হেরপর কয়েকজন বে*ডা*রে ডাক দিয়া দড়জা খোলাইছি।দেহি তার দেহ*ডা মা*ডি*তে পইরা আছে।হাতের ধারে পানির গ্লাস পইরা আছে।মনে হয় পানি খাইতে যাইয়াও খাইতে পারে নায়।

-তারপর কী করলেন?

-কী আর করমু।হের তো পো*লা মা*ই*য়া স্বামী কিছুই না।এইহানের লোকজনই তারে মা/ডি দেছে গোরোস্তানে।

-আমি একটু সেখানে যেতে চাই।ভাড়ি কন্ঠে শান্ত বললো।

-চলো।কাছেই তো।

শান্ত হাজেরা খাতুনের কবরের সামনে গিয়ে দাঁড়াল।কিছুক্ষণ তাকিয়েই রইলো কবরের দিকে।তারপর পকেট থেকে সেই পাঁচ টাকার নোট বের করে একটা ইট দিয়ে চাপা দিয়ে রেখে দিলো তার কবরের পাশে।

আর বললো,"এক মুঠো ভাতের দাম আমি রাখতে পারবো না খালা।"😭😭😭
রাস্তার পাশে আজও হাজারো নিঃস্ব মানুষ রয়েছে, কতটা কষ্ট তাদের জীবন চলা,
©

19/09/2023

কাশবনে যাচ্ছেন না কেনো??

19/09/2023

মাঝে মাঝে ভাবি আমি ভালো হয়ে যাবো, তারপর মনে আসে খারাপ কবে ছিলাম আমি! 😒

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when M.A.Kader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.A.Kader:

Videos

Share