Work for Bangladesh

Work for Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Work for Bangladesh, Magazine, Sherpur.

18/08/2024

সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কেউ কোনো ছাত্রীকে "নেকাব অথবা মাস্ক" খুলতে বাধ্য করতে পারেন না। শিক্ষক কখনোই পিতৃতুল্য নয়।

18/08/2024

বাধ্য হয়েই নাম পরিবর্তন করছি। স্কুলের প্রতি আমাদের আবেগ কম নয়। শুধুমাত্র একটা নামের জন্য নিরপেক্ষ/স্বাধীনভাবে কাজ করতে না পারি তাহলে নাম পরিবর্তন করাই ভালো মনে করি। আপনাদের মন্তব্য জানাবেন।

18/08/2024

"আমরা নবারুণের ইমেজ নষ্ট করছি"
এই অভিযোগ আনা হয়েছে। ওকে। অনেক হয়েছে। নাম পরিবর্তন করে পেইজ চালাবো। এতোদিন অনেক হুমকি আসছে সেগুলোর জবাবও দিব। তবে কিছু নামধারী শিক্ষক নামের লুইচ্চাদের সাবধান করে দিচ্ছি আমাদের কোনো ছোট বোনের সাথে লুইচ্চামি করলে, ইনবক্সে নক দিয়ে নোংরামি করলে সে যেই হোক যে স্কুল/কলেজের'ই হোক ইজ্জতের বারোটা বাজাবো। কোনো আপোষ হবে না। নবারুণের অনিয়মেও না।

কোনো শিক্ষার্থীর ভয় নেই। তোমরা নির্বিঘ্নে অভিযোগ জানাবা। তোমরাই ঠিক করো, পেইজের নাম কি হবে???

ঠিকি-ই তো🤔
05/04/2024

ঠিকি-ই তো🤔

🫡🫡🫡প্রশংসার দাবিদার। বাড়িওয়ালার মানবতা >>>>>
01/04/2024

🫡🫡🫡
প্রশংসার দাবিদার।
বাড়িওয়ালার মানবতা >>>>>

যে কথা এখনো বলেনি মুনিয়া🫢
30/03/2024

যে কথা এখনো বলেনি মুনিয়া🫢

30/03/2024

খোলা চিঠি
From:-Nabarun's Emotion Family
To:- Ramadan Iftar Host Batch-'17
আসসালামু আলাইকুম ভাইয়ারা। আমরা সবাই ভিন্ন ভিন্ন হলেও সকলেই এক "নবারুণ"। আর পৃথিবীর সকলে মিলেই "মানুষ জাতি"। তাই মানবতার স্বার্থে আপনাদের কাছে আমাদের নিবেদন। আপনারা অবগত আছেন, নির্যাতিত ফিলিস্তিনিদের কথা। তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে,
১. ইফতার আইটেমে কোনো ইজরাইলি পণ্য না রাখার অনুরোধ করছি।
২. ইফতার ব্যানারে "ফিলিস্তিনি পতাকা সংবলিত Free Palestine,Free Gaza" এই বার্তা যুক্ত করা।
আমরা আশা করি আপনারা আমাদের নিবেদন গ্রহণ করবেন।
সর্বোপরি সকলকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমনিতেই আসিস ভাই...🙂
28/03/2024

এমনিতেই আসিস ভাই...🙂

এএএকটা চড় দিমু...
27/03/2024

এএএকটা চড় দিমু...

মহান স্বাধীনতা দিবস-২০২৪ ইংকুচকাওয়াচআয়োজকঃ- জেলা প্রশাসন, শেরপুর১ম স্থানঃ- নবারুণ পাবলিক স্কুল,শেরপুরCongratulations Boy...
26/03/2024

মহান স্বাধীনতা দিবস-২০২৪ ইং
কুচকাওয়াচ
আয়োজকঃ- জেলা প্রশাসন, শেরপুর
১ম স্থানঃ- নবারুণ পাবলিক স্কুল,শেরপুর
Congratulations Boys❤️
Nabarun Public School-Sherpur
PC:- Alomgir Kobir Hridoy Sir

26/03/2024

শুভ জন্মদিন বাংলাদেশ
🇧🇩

25/03/2024

বঞ্চিতদের পাশে দাঁড়ান। খুব অল্পতেই তাদের অম্লান মুখে হাসি ফুটে। একটু বেশি কিনে পাশে থাকা পথশিশুটির হাতে তুলে দিন। এই সুখটা কোথাও পাবেন না।

আশা করি এরপর থেকে আমাদের পেইজ রামাদান ইফতারের পার্টনারশীপ থাকবে ইনশা-আল্লাহ। বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দিলাম।
24/03/2024

আশা করি এরপর থেকে আমাদের পেইজ রামাদান ইফতারের পার্টনারশীপ থাকবে ইনশা-আল্লাহ।
বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দিলাম।

Hello! polapan, Next tour এটাতে হবে😁
23/03/2024

Hello! polapan, Next tour এটাতে হবে😁

🥲
21/03/2024

🥲

Bangladesh is gradually becoming a "Non-Muslim" country. এখন-ই সচেতন হওয়ার সময়। কন্সার্ট হয়, আড্ডা হয়, অবাধে প্রেম-মাদক ...
21/03/2024

Bangladesh is gradually becoming a "Non-Muslim" country.
এখন-ই সচেতন হওয়ার সময়। কন্সার্ট হয়, আড্ডা হয়, অবাধে প্রেম-মাদক সেবন হয়, পূজা হয়। শুধু সমস্যা হয় ইসলাম পালনে। আমরা ধিক্কার জানাই সমাজপতিদের।

এসো আমার শহরেসহজে যাও ম*রে।😢
19/03/2024

এসো আমার শহরে
সহজে যাও ম*রে।😢

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন...
18/03/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷
তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও। কপি পোস্ট।।।।।।।
©️Md. Masudur Rahman

আর শিক্ষা হচ্ছে মানুষ হওয়ার জন্য।
14/03/2024

আর শিক্ষা হচ্ছে মানুষ হওয়ার জন্য।

Alhamdulillah❤️
12/03/2024

Alhamdulillah❤️

12/03/2024

নাম না থাকুক, বাড়ি না থাকুক, পরিচয় না থাকুক। তবুও কেউ যেন আগুনে না পুড়ে।

12/03/2024

যদি সারাবছর জুড়ে রমজান মাস চলে,তবে ২ শ্রেণির মানুষ খুব খুশি। মুমিন ব্যক্তি ও বাংলাদেশি ব্যবসায়ী।😢

রামাদান কারীম...❤️
11/03/2024

রামাদান কারীম...❤️

কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে...Nabarun 🍂🌺
06/03/2024

কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে...
Nabarun 🍂🌺

সংবাদপত্র/মাধ্যম জুড়ে শুধু বুয়েট,পুলিশ,ভিকি,সাংবাদিক।আর বাকি ৪০ জন কারা??? তাদের কথা কেউ বলে না।। ক্লিনারটার অবদান কম কি...
03/03/2024

সংবাদপত্র/মাধ্যম জুড়ে শুধু বুয়েট,পুলিশ,ভিকি,সাংবাদিক।
আর বাকি ৪০ জন কারা??? তাদের কথা কেউ বলে না।। ক্লিনারটার অবদান কম কিসে??? তার-ই পরিবার চলবে কেমনে?? এসব খুব কম উঠে আসে।। কোন মডেল আজ হাসল। কোন মডেলের মন খারাপ। কোন টিকটকারকে টকশো'তে এনে আজবাজে প্রশ্ন করা যায়। আজ-কাল আমাদের মিডিয়ার কাজগুলো এমন ।আসুন সবাইকে সমান চোখে দেখে মানুষের জয়গান গাই।
"আমরা সবাই মানুষ"
Collected

Happy Birthday Sir.❤️Rayhan Parvez Razz Sir
01/03/2024

Happy Birthday Sir.❤️
Rayhan Parvez Razz Sir

Address

Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Work for Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Work for Bangladesh:

Videos

Share

Category