Hena's Daily Lifestyle

Hena's Daily Lifestyle Feel free to add specific details, anecdotes, or experiences that are significant to your own life journey!

রামাদান এমন এক নেয়ামত যার জন্য প্রত্যেক  কবরবাসী উদগ্রীব হয়ে আছে। অন্ধকার মাটির ঘরে শুয়ে তারা আফসোস করে যাচ্ছে'' ইশ '...
01/04/2024

রামাদান এমন এক নেয়ামত যার জন্য প্রত্যেক কবরবাসী উদগ্রীব হয়ে আছে। অন্ধকার মাটির ঘরে শুয়ে তারা আফসোস করে যাচ্ছে
'' ইশ '' যদি আর একটি বারের জন্য হলেও রমাদান পেতাম!😞😭

28/03/2024

নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।
হযরত সুলাইমান (আঃ)

· আলহামদুলিল্লাহ।জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ উনি  সঠিক সময়ে ...
03/03/2024

·
আলহামদুলিল্লাহ।
জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ উনি সঠিক সময়ে লেপটপ টি দিয়েছিলেন বলেই আজ নিজের ঘরে বসেই কাজ করতে পারতেসি। আমি লোকাল মার্কেটপ্লেস থেকে, একটি বিদ্যালয়ের পেইজের জন্য কভার ইমেজ ও লগো ডিজাইন করে ৫০০ শত টাকা উপার্জন করেছি। সেই সাথে সেই পেইজ এ প্মোটিভেশনাল ভিডিও make করে দেয়ার জন্য অফার ও পেয়েছি। আলহামদুলিল্লাহ😍। লেগে থাকার আরেক নাম ফ্রীল্যানসিং। একদিন অনেক বড় ফ্রীল্যান্সার হবোই হবো। In Shah Allah 🥰

আমি হেনা আক্তার।
Her Power Project : Digital Marketing
Batch no: HAB-SAD-DM-01
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মেন্টর Polash Bonik স্যার কে,যিনি চমৎকার ভাবে প্রত্যেকটা কাজ গুরুত্ব দিয়ে করিয়েছেন এন্ড আমাকে সহযোগিতা করেছেন ।
মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এতবড় একটা সুযোগ কে কাজে লাগাতে পারছি সেটা সত্যি অনেক আনন্দের।
সবাই দোয়া করবেন, আমি যেন লোকাল মার্কেট প্লেস এর পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ও উপার্জন করতে পারি
🥰



03/03/2024

পরিবার একটি শিশুর শিক্ষাগত যাত্রা গঠনে মৌলিক ভূমিকা পালন করে, জীবনব্যাপী শিক্ষা এবং সাফল্যের ভিত্তি প্রদান করে।


01/03/2024

"Educating for Tomorrow, Today"🥰


01/03/2024

"Together We Learn, Together We Achieve"


😍

27/02/2024

অসাধারন সুর😍

#

#

"Chasing Dreams, Not Just Dollars""স্বপ্নের পেছনে ছুটছি, শুধু ডলার নয়"
12/02/2024

"Chasing Dreams, Not Just Dollars"
"স্বপ্নের পেছনে ছুটছি, শুধু ডলার নয়"

12/02/2024
সমাজে  প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে।যে রাধে সে চুল ও বাঁধে। কিন্তু আমি হার পাওয়ার প্রকল্পের বদৌলতে এই প্রচলিত প্রবাদ বা...
03/02/2024

সমাজে প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে।যে রাধে সে চুল ও বাঁধে। কিন্তু আমি হার পাওয়ার প্রকল্পের বদৌলতে এই প্রচলিত প্রবাদ বাক্যকে আরও একটু সুন্দর করে বলতে চাই,,

যে রাধে সে চুল ও বাঁধে, সে ফ্রিল্যান্সিং ও করতে পারে, এবং সে উদ্যোক্তা ও হতে পারে।

আলহামদুলিল্লাহ আমরাও পেয়ে গেলাম মাননীয় প্রধানমন্ত্রির স্মার্ট বাংলাদেশের ল্যাপটপ উপহার😍 সেজন্য ধন্যবাদ জানাই হার পাওয়ার প্রকল্পের সাথে জড়িত সকল ব্যাক্তি বর্গকে। যারা আমাদেরকে এমন মহৎ সুযোগ করিয়ে দিয়েছেন। এছাড়াও ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ICT প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্যারকে।এমন একটি সুন্দর মুহূর্ত আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। আর যাকে ধন্যবাদ না জানালেই নয়,যিনি হলেন আমাদের মেন্টর Polash Bonik স্যার। যিনি অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন❤️

স্বপ্ন এখন আকাশ ছোঁয়ার
নির্ভরযোগ্য প্রকল্প হার পাওয়ার প্রকল্প😍

03/02/2024♥ Memories ♥

এই একটা জিনিসে বিরাট ভাবে আটকে গেছি! এত মজা!😋😋
26/01/2024

এই একটা জিনিসে বিরাট ভাবে আটকে গেছি! এত মজা!😋😋

Finally ,,3hour's hard work successful🥰🥰🥰
25/01/2024

Finally ,,3hour's hard work successful🥰🥰🥰

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

হার পাওয়ার প্রকল্প সম্পর্কে আমাকে গত কয়েকদিন ধরে অনেক আপুরা অনেক প্রশ্ন করেছেন। আমি সময় করে বলছিলাম বলবো। সবাই একটু মন...
23/01/2024

হার পাওয়ার প্রকল্প সম্পর্কে আমাকে গত কয়েকদিন ধরে অনেক আপুরা অনেক প্রশ্ন করেছেন। আমি সময় করে বলছিলাম বলবো। সবাই একটু মন দিয়ে পোস্ট টা পড়বেন।আসা করি সব উত্তর পেয়ে যাবেন।
কম্পিউটার যাদের নেই তাদের চিন্তার কিছু নেই। সবাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এস. এস. সি পাশ হলেই হবে!
যাদের কম্পিউটার নেই ,তারা ও আবেদন করতে পারবেন। আর ,যারা বলছিলেন কোর্স করলে কি কি দেবে তাদের একটা কথা বলি শুনেন, কি দেবে সেটা পরে বুজে নিতে পারবেন। কিন্তু সবথেকে বড় কথা হলো সুযোগ পাবেন কিনা! কারণ এইখানে আবেদন করলেই যে আপনি সুযোগ পেয়ে যাবেন,এমন না ওহ হতে পারে। আপনি আবেদন করবেন ,তারপর ভাইভার জন্য আপনাকে ডাকা হবে। তখন যদি আপনি সিলেক্টেড হন বা যদি সুযোগ পান তাহলে অনেক কিছুই পাবেন। আমি ৩ মাস রানিং ক্লাস করতেছি। ডিজিটাল মার্কেটিং এ। আমরা হার পাওয়ার প্রকল্পের প্রথম ব্যাচ। আমাদের ক্লাস শেষ হলেই সেকেন্ড ব্যাচ শুরু হবে। রমজান মাসের পর থেকে আবার নিউ ব্যাচ শুরু হবে ! মে মাসে ।
কোর্স টা ৫ মাস+ ১ মাস মেন্টরশীপ । মোট ১১০ দিন ক্লাস হবে। শুধু মেয়েরা আবেদন করতে পারবেন।
সবাই কে একটা কথাই বলবো। একটা লিংক দিয়েছি নিচে! এইখানে আপনারা এই লিংক এ ঢুকে নিজেই সব কিছু যাচাই করতে পারবেন। তারপর ও যদি না বুঝেন তাহলে আপনার নিকটস্থ কম্পিউটার এর দোকানে যোগাযোগ রাখবেন।
যারা জিজ্ঞেস করছেন লেপটপ দিবে কিনা ! শুনেন আপুরা ,লেপটপ এর আসায় আবেদন করা বোকামি। কারণ ,কাজ ভালো করে শিখতে পারলে আমি মনে করি নিজের টাকায় লেপটপ কিনতে পারবনে হাজারটা। তাই কাজ শিখার আগ্রহ যাদের আছে ,নিজের অবস্থান যারা freelencing শিখে বদলাতে চান তারাই আবেদন করবেন।
এক নজরে কোর্সসমূহ
১) #গ্রাফিক্স ডিজাইন
২) ওয়েব ডেভেলপমেন্ট
৩) ডিজিটাল #মার্কেটিং
৪) ওমেন কল সেন্টার এজেন্ট
৫) ওমেন ই-কমার্স প্রোফেসনাল
৬) ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার
সুবিধাসমূহঃ
১. ৫ মাসের কোর্স+ ১ মাস মেন্টরশিপ সম্পূর্ণ #বিনামূল্যে
২. প্রশিক্ষণার্থীরা যাতায়াত বাবদ ভাতা পাবে।
৩. প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট
৪. প্রশিক্ষণ শেষে ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রাপ্তির সুযোগ।
প্রশিক্ষণের কোর্সসমূহ হচ্ছে-
১) IT Service Provider (ISP) -৮০ জন
(২) Design (GD)- ৪০ জন
(৩) Web Development (WD)-২০ জন
(৪) Digital Marketing (DM)-২০ জন
(৫) E-commerce Professional (WEP)-২৫ জন
(৬) Women Call Centre Agent(WCCA)-২৫ জন
২য় ধাপে মে ২০২৪ হতে কোর্স শুরু হবে। বাকিগুলো পর্যায়ক্রমে শুরু হবে।
আবেদন প্রক্রিয়াঃ
নিম্নে উল্লেখিত ওয়েব লিংক থেকে রেজিস্ট্রেশন করে প্রোফাইল হালনাগাদ পূর্বক আবেদন করুন।
http://herpower.gov.bd/
যে সকল উপজেলাতে প্রশিক্ষণটি হবে।
#ফেনী_সদর, #সোনাগাজী, #দাগনভূঞা
#ব্রাহ্মণবাড়িয়া সদর, #কসবা, #নবীনগর
#চাঁদপুর সদর, #মতলব দক্ষিণ, #ফরিদগঞ্জ
#লক্ষ্মীপুর সদর, #রায়পুর , রামগঞ্জ
#কক্সবাজার সদর, চকরিয়া, রামু
খাগড়াছড়ি সদর, #দিঘীনালা, মাটিরাঙ্গা
বান্দরবান সদর, #লামা, রোয়াংছড়ি
বেলকুচি, #সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া
নাটোর সদর, #সিংড়া, বড়াইগ্রাম
আক্কেলপুর, #পাঁচবিবি, জয়পুরহাট সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, শিবগঞ্জ
কলারোয়া, তালা , #সাতক্ষীরা
#মুজিবনগর, মেহেরপুর, গাংনী
নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া
চুয়াডাঙ্গা সদর, #আলমডাঙ্গা, দামুড়হুদা
শ্রীপুর, মাগুরা, মহম্মদপুর
#বাগেরহাট, মোড়েলগঞ্জ, #মোংলা
ঝিনাইদহ সদর, শৈলকূপা, কালীগঞ্জ
#ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর
পিরোজপুর সদর, নাজিরপুর, মঠবাড়ীয়া
ভোলা সদর, #বোরহান উদ্দিন, চরফ্যাশন
আমতলী, বরগুনা সদর, তালতলি
#বড়লেখা, মৌলভীবাজার, #শ্রীমঙ্গল
চুনারুঘাট, হবিগঞ্জ, মাধবপুর
সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক
নরসিংদী, #রায়পুরা, শিবপুর
কালীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর
শরিয়তপুর সদর, নড়িয়া, ডামুড্যা
আড়াইহাজার, #নারায়নগঞ্জ, রূপগঞ্জ
ভৈরব, কিশোরগঞ্জ, মিঠামইন
#মানিকগঞ্জ, দৌলতপুর, সিংগাইর
মুন্সিগঞ্জ, শ্রীনগর, গজারিয়া
রাজবাড়ী সদর, #পাংশা, বালিয়াকান্দি
মাদারীপুর, শিবচর, রাজৈর
গোপালগঞ্জ, টুংগীপাড়া, কোটালীপাড়া
পঞ্চগড় সদর, #দেবীগঞ্জ, #বোদা
লালমনিরহাট, কালীগঞ্জ,আদিতমারী
#সৈয়দপুর, কিশোরগঞ্জ, #নীলফামারী
সাদুল্লাপুর, #গাইবান্ধা, গোবিন্দগঞ্জ
#ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রানীশংকৈল
পীরগঞ্জ
#কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর
শেরপুর, নালিতাবাড়ী, শ্রীবরদী
কেন্দুয়া, পূর্বধলা, #নেত্রকোণা




10/01/2024




old is gold
15/11/2023

old is gold

 # Memories
10/11/2023

# Memories

কেমন আছেন সবাই?আমার কাজ কি মনে আছে?
10/11/2023

কেমন আছেন সবাই?

আমার কাজ কি মনে আছে?

Address

Hobiganj
Shaistaganj
3301

Alerts

Be the first to know and let us send you an email when Hena's Daily Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hena's Daily Lifestyle:

Videos

Share


Other Digital creator in Shaistaganj

Show All