23/01/2024
হার পাওয়ার প্রকল্প সম্পর্কে আমাকে গত কয়েকদিন ধরে অনেক আপুরা অনেক প্রশ্ন করেছেন। আমি সময় করে বলছিলাম বলবো। সবাই একটু মন দিয়ে পোস্ট টা পড়বেন।আসা করি সব উত্তর পেয়ে যাবেন।
কম্পিউটার যাদের নেই তাদের চিন্তার কিছু নেই। সবাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এস. এস. সি পাশ হলেই হবে!
যাদের কম্পিউটার নেই ,তারা ও আবেদন করতে পারবেন। আর ,যারা বলছিলেন কোর্স করলে কি কি দেবে তাদের একটা কথা বলি শুনেন, কি দেবে সেটা পরে বুজে নিতে পারবেন। কিন্তু সবথেকে বড় কথা হলো সুযোগ পাবেন কিনা! কারণ এইখানে আবেদন করলেই যে আপনি সুযোগ পেয়ে যাবেন,এমন না ওহ হতে পারে। আপনি আবেদন করবেন ,তারপর ভাইভার জন্য আপনাকে ডাকা হবে। তখন যদি আপনি সিলেক্টেড হন বা যদি সুযোগ পান তাহলে অনেক কিছুই পাবেন। আমি ৩ মাস রানিং ক্লাস করতেছি। ডিজিটাল মার্কেটিং এ। আমরা হার পাওয়ার প্রকল্পের প্রথম ব্যাচ। আমাদের ক্লাস শেষ হলেই সেকেন্ড ব্যাচ শুরু হবে। রমজান মাসের পর থেকে আবার নিউ ব্যাচ শুরু হবে ! মে মাসে ।
কোর্স টা ৫ মাস+ ১ মাস মেন্টরশীপ । মোট ১১০ দিন ক্লাস হবে। শুধু মেয়েরা আবেদন করতে পারবেন।
সবাই কে একটা কথাই বলবো। একটা লিংক দিয়েছি নিচে! এইখানে আপনারা এই লিংক এ ঢুকে নিজেই সব কিছু যাচাই করতে পারবেন। তারপর ও যদি না বুঝেন তাহলে আপনার নিকটস্থ কম্পিউটার এর দোকানে যোগাযোগ রাখবেন।
যারা জিজ্ঞেস করছেন লেপটপ দিবে কিনা ! শুনেন আপুরা ,লেপটপ এর আসায় আবেদন করা বোকামি। কারণ ,কাজ ভালো করে শিখতে পারলে আমি মনে করি নিজের টাকায় লেপটপ কিনতে পারবনে হাজারটা। তাই কাজ শিখার আগ্রহ যাদের আছে ,নিজের অবস্থান যারা freelencing শিখে বদলাতে চান তারাই আবেদন করবেন।
এক নজরে কোর্সসমূহ
১) #গ্রাফিক্স ডিজাইন
২) ওয়েব ডেভেলপমেন্ট
৩) ডিজিটাল #মার্কেটিং
৪) ওমেন কল সেন্টার এজেন্ট
৫) ওমেন ই-কমার্স প্রোফেসনাল
৬) ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার
সুবিধাসমূহঃ
১. ৫ মাসের কোর্স+ ১ মাস মেন্টরশিপ সম্পূর্ণ #বিনামূল্যে
২. প্রশিক্ষণার্থীরা যাতায়াত বাবদ ভাতা পাবে।
৩. প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট
৪. প্রশিক্ষণ শেষে ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রাপ্তির সুযোগ।
প্রশিক্ষণের কোর্সসমূহ হচ্ছে-
১) IT Service Provider (ISP) -৮০ জন
(২) Design (GD)- ৪০ জন
(৩) Web Development (WD)-২০ জন
(৪) Digital Marketing (DM)-২০ জন
(৫) E-commerce Professional (WEP)-২৫ জন
(৬) Women Call Centre Agent(WCCA)-২৫ জন
২য় ধাপে মে ২০২৪ হতে কোর্স শুরু হবে। বাকিগুলো পর্যায়ক্রমে শুরু হবে।
আবেদন প্রক্রিয়াঃ
নিম্নে উল্লেখিত ওয়েব লিংক থেকে রেজিস্ট্রেশন করে প্রোফাইল হালনাগাদ পূর্বক আবেদন করুন।
http://herpower.gov.bd/
যে সকল উপজেলাতে প্রশিক্ষণটি হবে।
#ফেনী_সদর, #সোনাগাজী, #দাগনভূঞা
#ব্রাহ্মণবাড়িয়া সদর, #কসবা, #নবীনগর
#চাঁদপুর সদর, #মতলব দক্ষিণ, #ফরিদগঞ্জ
#লক্ষ্মীপুর সদর, #রায়পুর , রামগঞ্জ
#কক্সবাজার সদর, চকরিয়া, রামু
খাগড়াছড়ি সদর, #দিঘীনালা, মাটিরাঙ্গা
বান্দরবান সদর, #লামা, রোয়াংছড়ি
বেলকুচি, #সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া
নাটোর সদর, #সিংড়া, বড়াইগ্রাম
আক্কেলপুর, #পাঁচবিবি, জয়পুরহাট সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, শিবগঞ্জ
কলারোয়া, তালা , #সাতক্ষীরা
#মুজিবনগর, মেহেরপুর, গাংনী
নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া
চুয়াডাঙ্গা সদর, #আলমডাঙ্গা, দামুড়হুদা
শ্রীপুর, মাগুরা, মহম্মদপুর
#বাগেরহাট, মোড়েলগঞ্জ, #মোংলা
ঝিনাইদহ সদর, শৈলকূপা, কালীগঞ্জ
#ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর
পিরোজপুর সদর, নাজিরপুর, মঠবাড়ীয়া
ভোলা সদর, #বোরহান উদ্দিন, চরফ্যাশন
আমতলী, বরগুনা সদর, তালতলি
#বড়লেখা, মৌলভীবাজার, #শ্রীমঙ্গল
চুনারুঘাট, হবিগঞ্জ, মাধবপুর
সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক
নরসিংদী, #রায়পুরা, শিবপুর
কালীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর
শরিয়তপুর সদর, নড়িয়া, ডামুড্যা
আড়াইহাজার, #নারায়নগঞ্জ, রূপগঞ্জ
ভৈরব, কিশোরগঞ্জ, মিঠামইন
#মানিকগঞ্জ, দৌলতপুর, সিংগাইর
মুন্সিগঞ্জ, শ্রীনগর, গজারিয়া
রাজবাড়ী সদর, #পাংশা, বালিয়াকান্দি
মাদারীপুর, শিবচর, রাজৈর
গোপালগঞ্জ, টুংগীপাড়া, কোটালীপাড়া
পঞ্চগড় সদর, #দেবীগঞ্জ, #বোদা
লালমনিরহাট, কালীগঞ্জ,আদিতমারী
#সৈয়দপুর, কিশোরগঞ্জ, #নীলফামারী
সাদুল্লাপুর, #গাইবান্ধা, গোবিন্দগঞ্জ
#ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রানীশংকৈল
পীরগঞ্জ
#কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর
শেরপুর, নালিতাবাড়ী, শ্রীবরদী
কেন্দুয়া, পূর্বধলা, #নেত্রকোণা