16/10/2024
শীতের শুরুতেই এই ফুলটি দেখা যায়, এই ফুলের ঘ্রাণ আমাকে খুব মুগ্ধ করে। ফুলটির নাম ছাতিম। আপনাদের অনেকের বাড়ির আশেপাশে ফুলটির গাছ আছে। ছাতিম গাছে ফুলটি যখন ফুটে তার আশে পাশের এলাকায় ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ে। ছাতিম ফুলের সুগন্ধ টা আমাকে সব শীতের আগমনে বিমোহিত করে। ছবিটা তুলেছি বেগমগঞ্জ পাইলট স্কুলের পশ্চিম পাশে পোলের নিচে খালের পাড় থেকে।