Experimental Somo

Experimental Somo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Experimental Somo, Video Creator, Savar.

জুম্মা বার
17/01/2025

জুম্মা বার

17/01/2025

জীবন আমাকে দিন দিন
নিরব করে দিচ্ছে।

ক্যালেন্ডারের পাতায় আরেকটা দিন বেচে থাকা
16/01/2025

ক্যালেন্ডারের পাতায় আরেকটা দিন বেচে থাকা

16/01/2025

সারফারাজ জানেনা ওর আব্বুর কথা। দিশাকে বার বার বলতেছিলো।নিচে চলো একটু পর ড্যাডি আসবে দেখা করবো।
আল্লাহ পরিবারের সবাইকে এই শোক সইবার তৌফিক
দান করুন। আমিন।

উপরের এই পোস্ট টা দিশার আম্মুর,,, দেখেই নিশ্বাস টা মনে হলো কয়েক সেকেন্ড আটকে গেলো।
কাল যখন ফেসবুক এসে দেখলাম তনি আপুর হাসবেন্ড মারা গেছে ভিতরে কি যে একটা কষ্ট লাগছিলো,,,, মেয়েটা কতো চেষ্টা করেছে,, কতো মানুষ কতোকি বলছে সুস্থ হবেনা নিয়া আসেন ,,,, মেয়েটা তার স্বামী বেচে আছে এটুকু জেনে শান্তি পেতে চাইছে।

আজ তনি আপুর একটা ২ লাইনের পোস্ট দেখে,, মনের অজান্তে চোখে পানি চলে আসছে।

আবার অনেকে এসব নিয়া মজা নিচ্ছে। কিভাবে পারে আমরা মানুষ হবোনা??

এই মেয়েটা যানে তার হৃদয় কি বইছে,, ছোট ছোট ২ টা বাচ্চা,,,,, ছোট বাচ্চাটা কতো অপেক্ষায় ছিলো বাবা সুস্থ হয়ে ফিরবে। যে হারায় সেই বুঝতে পারে,,, আল্লাহ তার পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দিক।

আমরা এমন কেনো তাই ভাবি,,, সব কিছু নিয়ে আমাদের কথা বলতে হয়,, কেনো ভাই। আল্লাহ এতো অর্কমা এতো গ* র্ধব বানাইয়া দিও না যেনো কার বিয়ে হচ্ছে,, কার বিয়ে করছে,,, কে কি করছে তা নিয়ে পরচর্চা আর পরনিন্দা নিয়া কাটাইতে হয়।

জীবন মানেই সুখের স্মৃতি বয়ে বেড়ানো, বেঁচে থাকা মানেই দুঃখের সঙ্গে অজান্তেই সহবাস করা।_সাতকাহন
16/01/2025

জীবন মানেই সুখের স্মৃতি বয়ে বেড়ানো, বেঁচে থাকা মানেই দুঃখের সঙ্গে অজান্তেই সহবাস করা।

_সাতকাহন

16/01/2025

Chocolate 🍫 Cake 🧁

এই রুপসী রাত আর ঐ রুপালি চাঁদবলে জেগে থাকো           কিন্তু     😁 আমার ঘুম আইছে
15/01/2025

এই রুপসী রাত আর ঐ রুপালি চাঁদ
বলে জেগে থাকো

কিন্তু 😁 আমার ঘুম আইছে

দিন ফুরিয়ে যায়,,,,
15/01/2025

দিন ফুরিয়ে যায়,,,,

আমার আবছায়া আলোর কোন,,,, খুবই সাধারণ, খুবই সাদামাটা সব কিছুতবুও কিছু আছে এর ভিতর
15/01/2025

আমার আবছায়া আলোর কোন,,,,

খুবই সাধারণ, খুবই সাদামাটা সব কিছু
তবুও কিছু আছে এর ভিতর

বেলা বয়ে যায়,,,,
15/01/2025

বেলা বয়ে যায়,,,,

টুকরো কিছু গল্প
14/01/2025

টুকরো কিছু গল্প

ছোট বেলায় আব্বা মা'র হাত ধরে পুর্নিমা বা ভরা চাঁদ রাতে হেটেছেন??  আমি হেটেছি অসংখ্য রাত,  আলহামদুলিল্লাহ। সেই পূর্নিমা র...
14/01/2025

ছোট বেলায় আব্বা মা'র হাত ধরে পুর্নিমা বা ভরা চাঁদ রাতে হেটেছেন??
আমি হেটেছি অসংখ্য রাত, আলহামদুলিল্লাহ।
সেই পূর্নিমা রাতগুলোর একটা গল্প বলি,,, যা এখন মুক্তা হয়ে ঝিনুকের আড়ালে লুকিয়ে গেছে।

আমার নানু বাড়ি খুব কাছে হেটে গেলে ১০/ ১৫ মিনিট না লাগতে পারে কখনো ঘড়ি দেখিনি। তবে কোনো যানবাহনের সাহায্য লাগেনা,আদম যানেই যাওয়া যায়। মা সংসারের কাজ আমাদের ৩ ভাই বোনকে সামলে দিনের বেলা তেমন যেতে পারতেন না কখনোই। এই ভরা চাঁদ বা পূর্নিমার সময় মাগরিবের নামাজ শেষ করে আমি আর মা বের হতাম আব্বা বাড়ির সামনে মসজিদের মাঠে অপেক্ষা করতেন। তারপর আমরা তিনজন যেতাম।
নানুবাড়ি যাওয়ার ২ টা রাস্তা ছিলো মাটি আর পিচঢালা,,,, আমরা মাটির রাস্তা দিয়ে যেতাম এটা তাড়াতাড়ি যাওয়া যেতো আর রাস্তায় মানুষ জনের সামনেও পড়া লাগতো না তাই। আব্বা সামনে হাটতো আমি মা'র হাত ধরে পিছনে হাটতাম,,, বা আব্বার হাত ধরে আমি হাটতাম মা পিছনে।
আমার আবার ভয় বেশি ছিলো অনেক, কিছু ফালানো দেখলে আর ১ পা আগাইতাম না আব্বা যতখন লাইট না মারতো। আমার জন্য আব্বার সেই পূর্নিমার রাতেও লাইট নিয়া বের হওয়া লাগতো। সেই যে তিন ব্যাটারি লাইট গুলা ছিলো,, রুপালি লাইট।

আমারা যেয়ে ঘন্টা খানি থাকতাম,,,তারপর আবার গল্প করতে করতে চলে আসতাম।
সেই মাটির রাস্তা, ফক ফকে চাঁদের আলো,,, আড়ালে আবডালে জোনাকি পোকা থাকতো, পাশে একটা খাল ছিলো আর ২ পাশে ছিলো ভাট গাছ,,,, গরমের দিনেই সমস্ত গাছ গুলায় ভাট ফুল ফুটে থাকতো।

"আমি আব্বা - মা'রে বার বার ডেকে ডেকে বলতাম দেখো আমরা যেদিক যাই চাঁদ সেদিক যায়,,, নানু বাড়ি যাওয়ার সময় আমাগো সাথে গেছে,,,, আবার এখন বাড়ি যাইতাছে " এই চাঁদের সাথে সাথে যাওয়ার মানেটা কিছুতেই বুঝতাম না ,,,,,
কতই না সুন্দর ছিলো সেই দিন গুলা,,,,

তখন কেবল বড় হতে চাইতাম,,,,,এতোটা বড় হয়ে গেছি যে,,,,,,,,,,,,,,,,,

কিছু সময়, কিছু মূহুর্ত
13/01/2025

কিছু সময়, কিছু মূহুর্ত

কথারা সব জমা হয়,,,,,এখানেই
13/01/2025

কথারা সব জমা হয়,,,,,এখানেই

কতো কতো ইচ্ছেরা স্বপ্নরা বালি চাপা পরে গেছেতবুও এই বেচে থাকা
13/01/2025

কতো কতো ইচ্ছেরা স্বপ্নরা বালি চাপা পরে গেছে
তবুও এই বেচে থাকা

নিজেকে খুজে ফিরি,,,,,,
12/01/2025

নিজেকে খুজে ফিরি,,,,,,

হালকার উপর একটু বেইজ্জতি হয়ে আসলাম😒চুলায় ডাল ভূনা আর মাছ রান্না করার মসলা কসাচ্ছিলাম। মনে হলো ধনিয়া পাতা নেই, শীতের দিন ...
12/01/2025

হালকার উপর একটু বেইজ্জতি হয়ে আসলাম😒

চুলায় ডাল ভূনা আর মাছ রান্না করার মসলা কসাচ্ছিলাম। মনে হলো ধনিয়া পাতা নেই, শীতের দিন ধনে,,,পাতা না দিলে ঠিক কেমন দেখায়। বাসার গেট খুলে হেটে ১ মিনিট লাগবে সবজির দোকানে যেতে। অনেক ভেবে চিন্তা চুলার আচ কমিয়ে চলে গেলাম। যেয়ে বললাম এক আটি ধনিয়া পাতা দেন, দিলো,,, যেহেতু চুলায় রান্নার তারা হাতে নিয়েই ভো হাটা দিলাম,,,, ও মাজ্ঞো মা পিছন দিয়া ডাক দিলো সামনে গেলুম পরে বল্লো ৭ টাকা দিছেন🥴। কেমন ডা লাগে তহন ৫ টাকার কয়েন ভেবে ২ টাকার কয়েন নিয়ে গেছিলাম একটা। যেহেতু চা আর সবজির দোকান এক সাথে সবাই তাকাই আছে। হালকা করে শরম পাইলাম আর বেইজ্জতি অনুভব করলুম।

পরে বললাম সকালে দিয়ে যাই ৫ টাকা? নাকি এখন দিয়ে যাবো? বল্লো সকালে দিয়েন,,, তারপর ভো দৌড় দিয়ে বাসাত চলে আসলাম ২ টাকা হাতে নিয়া।

এই ২ টাকাই আজকের বেইজ্জতির কারন, তাই রান্না করতে করতে তার এক্কান ছবি তুলে রাখলাম।

যেমন করে মেঘ যায় গো  উড়েআজকের আকাশটা কি সুন্দর, মনে হচ্ছে শরৎ বা বসন্তের আকাশ।  সমস্ত বিকাল আমি আকাশের দিকে তাকিয়ে ছিলাম...
12/01/2025

যেমন করে মেঘ যায় গো উড়ে

আজকের আকাশটা কি সুন্দর, মনে হচ্ছে শরৎ বা বসন্তের আকাশ। সমস্ত বিকাল আমি আকাশের দিকে তাকিয়ে ছিলাম,,,কি অসম্ভব রকমের যে টান আমার আকাশের উপর। সে মেঘলা হোক বা ঝকঝকে নীল। বড্ড ভালোবাসি আকাশ।

১২,০১,২৯২৫

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Experimental Somo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category