দিনের শুরু

দিনের শুরু Online News Portal 24x7 Diner Suru is an online news portal. You can easily find the latest news and top breaking headlines in Bangladesh and around the world.

Always news updated 24/7 hours. The portal has been providing real-time news updates using state-of-the-art technology since 2020. A group of young journalists have been working for an online news portal. www.dinersuru24.com

Thanks

দিনের শুরু একটি অনলাইন নিউজ পোর্টাল। আপনি সহজেই সর্বশেষতম সংবাদ এবং শীর্ষস্থানীয় ব্রেকিং শিরোনামগুলি বাংলাদেশ এবং বিশ্বের সর্বত্র খুঁজে পেতে পারেন।

সর্বদা 24/7 ঘন্

টা নতুন আপড। 2020 সাল থেকে পোর্টালটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল-টাইম নিউজ আপডেট সরবরাহ করে আসছে।

একদল তরুণ সাংবাদিক অনলাইন নিউজ পোর্টালে কাজ করছেন।

www.dinersuru24.com

ধন্যবাদ

২য় রমজানের সাহরি ও ইফতারের সময়সূচী
12/03/2024

২য় রমজানের সাহরি ও ইফতারের সময়সূচী

আজকের ইফতারের সময় ৬ঃ১০ মিনিট
12/03/2024

আজকের ইফতারের সময় ৬ঃ১০ মিনিট

সারাদেশের আজকের ইফতারির সময়সূচী
24/03/2023

সারাদেশের আজকের ইফতারির সময়সূচী

29/12/2022

মেট্রোরেলের ভোগান্তিতে সাধারণ জনগণ !

10/11/2022

বাংলাদেশের নারীরা কতটুকু নিরাপদ চাকরির খাতে ?

একটি ব্যক্তিমালিকানাধীন গাড়ি (প্রাইভেট কার) চালাতেন আরিফ মোল্লা। গেল ঈদুল আজহার এক দিন আগে মালিকের কেনা ছাগলের জন্য কাঁঠ...
01/09/2022

একটি ব্যক্তিমালিকানাধীন গাড়ি (প্রাইভেট কার) চালাতেন আরিফ মোল্লা। গেল ঈদুল আজহার এক দিন আগে মালিকের কেনা ছাগলের জন্য কাঁঠালপাতা পাড়তে গাছে উঠেছিলেন তিনি। তখন হঠাৎ গাছ থেকে পড়ে গিয়ে কোমরে মারাত্মক ব্যথা পান। চিকিৎসকেরা জানান, তাঁর কোমরের হাড় ভেঙে গেছে। অস্ত্রোপচার করাতে হবে। এর পর থেকে প্রায় দুই মাস ধরে বিছানায় আছেন তিনি।

আরিফের স্ত্রী রানী খাতুন। তিনি গৃহকর্মীর কাজ করেন। দুটি বাসায় ঘর মোছা, কাপড়চোপড় ও থালাবাসন ধোয়ার কাজ করে পান মাত্র আড়াই হাজার টাকা, যা দিয়ে বাসাভাড়াও হয় না। কারণ, আজিমপুরের চৌধুরীবাজার এলাকায় যে বাসায় তাঁরা থাকেন, এর ভাড়া চার হাজার টাকা।

আরিফ ও রানী দম্পতির বড় ছেলে সিয়াম মোল্লা। সে সপ্তম শ্রেণির ছাত্র। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিয়ামের সঙ্গে কথা হয় আজিমপুর ছাপরা মসজিদ এলাকায়। সেখানে খাদ্য অধিদপ্তরের খোলাবাজারে বিক্রির (ওএমএস) ট্রাক সেল থেকে চাল ও আটা কিনতে গিয়েছিল সে।

সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য : মির্জা ফখরুল‘সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মি...
26/08/2022

সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য : মির্জা ফখরুল

‘সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘এখন একেবারে নিরেট বাস্তবতা হচ্ছে, একটা ভয়াবহ ফ্যাসিবাদী দানব আমাদের সব কিছুকে দুমড়ে-মুচড়ে ধবংস করে দিচ্ছে। তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং সেখানে কবি কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি প্রাসঙ্গিক।

কবি নজরুল ইসলামকে ‘বিশ্ব মানবতার কবি’ হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘‘শোষিত, নিপীড়িত, নির্যাতিত মানুষকে জাগিয়ে তোলার জন্য তাঁর কবিতা সবসময় সবকালেই মানুষকে অনুপ্রাণিত করেছে। আজকের এই দিনে কাজী নজরুল ইসলাম বেশি প্রাসঙ্গিক। যখন ভোলাতে আমার ভাই নুরে আলমকে গুলি করে হত্যা করা হয়, যখন ইলিয়াস আলীকে গুম করে দেয়া হয়, যখন আমাদের সমস্ত নেতা-কর্মীর ওপর নির্যাতন করা হয়, তখন নজরুল ইসলাম আমার কাছে বেশি প্রাসঙ্গিক মনে হয়। মানুষকে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে জাগিয়ে তোলার শক্তি কবির মধ্যে রয়েছে। আমার মনে হয় কাজী নজরুল ইসলামকে যদি এই সময়ে স্মরণ করি, আমরা আরো বেশি অনুপ্রাণিত হবো। ’’

তিনি আরো বলেন, ‘‘আজকে নজরুল ইসলামকে ইগনোর করা হয়। বাংলা সাহিত্যের পাঠ্যক্রমের মধ্যে তাঁর বই থাকে না, কবিতা থাকে না। পত্র-পত্রিকাগুলোতে নজরুল ইসলামের জন্মদিন অথবা মৃত্যুবার্ষিকীতে যে ক্রোড়পত্র বের হত সেটাও বোধহয় আজকাল বেশি বের হয় না। এটা হচ্ছে চরম সংকীর্ণতা। ’’

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল গবেষক আবদুল হাই শিকদারে ও সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির ব্যাপারী। আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মাহবুব হাসান, জসিম উদ্দিন, বাবুল আহমেদ, ইফতেখার আলম মাসউদ, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

Address

C-21, 2nd Floor, RS Tower, Dhaka
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when দিনের শুরু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দিনের শুরু:

Videos

Share

Nearby media companies