21/02/2024
ঢাকা সাভারে যুবদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রয়রি) সকালে সাস প্রধান কার্যালয় শিমুলতলা সাভারে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সাভার ও ধামরাই এরাকার প্রায় ৫০ জন যুবক অংশগ্রহণ করেন। আয়োজিত প্রস্তুতি সভায় সাভার ও ধামরাই এলাকার শিক্ষার্থী ও বিভিন্ন পেশায় কর্মরত নারী, পুরুষ ও হিজরাদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে শ্নেহাকে সভাপতি ও মোঃ মারুফ হাসানকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য সাস ডেভেলপমেন্ট টীম গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ আফরিন জাহান আফিফা, সহ সভাপতি-২ মো: রতন ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক-১ সালমা আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক-২ মো: তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক প্রিন্স, কোষাধ্যক্ষ রানী ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মিতু ফিরোজী, দপ্তর সম্পাদক সুইটি আক্তার, প্রচার সম্পাদক-১ পূণি ঘোষাল, প্রচার সম্পাদক-২ জান্নাতুল ফেরদৌসী, নির্বাহী সদস্য-মৌসুমী আক্তার, সাদিয়া ইসলাম, লিমা আক্তার, শান্তা ইসলাম, তোহুরা খান, সুমনা আক্তার, মোর্শেদা আক্তার, মিজানুর রহমান, রেবেকা ইয়াসমিন উর্মী, শাহনাজ পারভীন, কুলছুম আক্তার, শারমীন আক্তার এবং সাজু আহমেদ।
নবগঠিত কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন সাস এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ড. রফিকুল ইসলাম মোল্লা, উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ ও তাজা খবর এর সম্পাদক তপু ঘোষাল। উক্ত অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাস এর সমন্বয়কারী বাবুল মোড়ল।
সাস ইউথ ডেভেলপমেন্ট টীম এর লক্ষ্য-জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ, অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করা। উদ্দেশ্য-স্থানীয় যুবদের (ছেলে ও মেয়ে) সংগঠিত করা; যুব সমাজের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং অধিকার অর্জনে পরিকল্পনা প্রণয়ন; নেতৃত্বের দক্ষতা উন্নয়ন; উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন দক্ষতা বৃদ্ধি; কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি এবং সরকারি কর্মসুচিসমূহে প্রবেশাধিকার বৃদ্ধি; উন্নয়নমূলক সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি সংরক্ষণ এবং জাতীয় উন্নয়নের যুবদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি; বিশেষ চাহিদাসম্পন্ন এবং সামাজিকভাবে নিগৃহিত যুবদের অগ্রাধিকার নিশ্চিত করা; পরিবেশ সংরক্ষণ, জলবায়ূ পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলাসহ জাতিগঠনমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল সৃষ্টি; সামাজিক কার্যক্রমে যুবদের ইতিবাচক অংশগ্রহণ। সাস ইউথ ডেভেলপমেন্ট টীম এর কার্যক্রম-স্থানীয় যুব নারী ও পুরুষদেরকে -সাস ইউথ ডেভেলপমেন্ট টীম এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করে সংগঠিত করা; যুব অধিকার ও ভূমিকা সম্পর্কে সচেতন করা; সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা; সহিংস উগ্রবাদ প্রতিরোধে উদ্বুদ্ধ এবং সক্ষম করে তোলার জন্য প্রশিক্ষণ সেশনের আয়োজন করা; উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাপ্রদানকারি সংস্থা/ দপ্তরের সাথে সম্পর্ক স্থাপন এবং সুযোগ সুবিধা অর্জনের জন্য যোগাযোগ রক্ষা করা (যেমন – যুব উন্নয়ন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা, সমবায়, এনজিও ইত্যাদি); সদস্যদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা; যুবদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা; বিভিন্ন জাতীয় দিবস উদযাপন কর্মসূচিসমূহে অংশগ্রহণ করা; গুরুত্বপূর্ণ ইস্যুতে সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা; শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মাদক বিরোধী কার্যক্রম এবং বাল্যবিয়ে প্রতিরোধে সদস্যদের ধারণায়ন; জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তোলা; নেতৃত্ব ও বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ; যুব উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা করা ও বাস্তবায়ন করা; জরুরী অবস্থা মোকাবেলা এবং উন্নয়নমূলক কর্মকান্ডে স্বেচ্ছাসেবা প্রদান; অসামাজিক কার্যক্রম এবং অনাচার প্রতিরোধে ইতিবাচক ভূমিকা গ্রহণ; দ্বদ্ব নিরসন করা; বিভিন্ন যুব সংগঠনের সাথে আন্ত:যোগাযোগ, সমন্বয় ও সুসম্পর্ক রক্ষা করা।
তথ্যঃ তাজা খবর