SAVAR FOCUS

SAVAR FOCUS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SAVAR FOCUS, Media/News Company, Savar.

◾দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি প্রিয় খোকা মোহাম্মদ চৌধুরী ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সকলে...
07/08/2024

◾দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি প্রিয় খোকা মোহাম্মদ চৌধুরী ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত রইল।

30/03/2024

ঈদের দিন সাভারে কোথায় মেলা বসে

27/02/2024
🟨 সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামকে গণসংবর্ধনা।🟨অনুষ্ঠানে  সভা...
27/02/2024

🟨 সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামকে গণসংবর্ধনা।
🟨অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম।

🟨 সাভারে গুণীজনদের মাঝে “সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক-২০২৪”প্রদানগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর...
27/02/2024

🟨 সাভারে গুণীজনদের মাঝে “সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক-২০২৪”প্রদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল “তাজা খবর” এর সৌজন্যে সাভারের গুণীজনদের মাঝে “সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক-২০২৪ প্রদান করা হয়েছে।

🟨 সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ওয়াসিল উদ্দিন স্মৃতি পাঠাগার কর্তৃক দ্বিতীয় বারের মতো আয়োজিত “তেঁতুলঝোড়া বইমেলার সপ্তম দিনের উদযাপন মঞ্চের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণীজন, সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তিদের মাঝে বিশেষ সম্মাননা পদক তুলে দেন “তাজা খবর” নিউজ পোর্টালের সম্পাদক তপু ঘোষাল।

🟨 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মতো গুরুত্বপূর্ণ তথ্য চিত্র ধারণ ও সংরক্ষণে বিশেষ অবদান রাখায় আমজাদ আলী খন্দকারকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।

🟨 পরিবেশ রক্ষা আন্দোলন ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ ডক্টর রফিকুল ইসলাম মোল্লাকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।

একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীনে অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনিকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।

🟨 এছাড়া আধুনিক সমাজ গঠন এবং জনগণের জীবন মান-উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় সাভার উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ ফখরুল আলম সমরকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।

এছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা দফতর সম্পাদক বরুন ভৌমিক নয়নকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পারভীন ইসলামকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।

🟨 চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইমুল হুদাকে ও সাংবাদিকতায় আব্দুল হালিমকে এবং সাভারে সৃজনশীল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফ্ফর হোসাইন জয়কে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।

🟨 এ সময় সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভার শাখা এর সভাপতি কাদের তালুকদারকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।
এছাড়াও সমাজে পিছিয়ে পড়া অবহেলিত শিশু ও পথশিশুদের নিয়ে বিশেষ ভূমিকা রাখায় মিষ্টি চৌধুরিকে স্মৃতি পদক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিনের কনিষ্ঠ পুত্র ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

এ সময় উক্ত অনুষ্ঠানে সাভারের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তথ্যঃ তাজা খবর।
#সাভার #হেমায়েতপুর #মুক্তিযোদ্ধা #বইমেলা #তেতুলঝোড়া #খবর #গুনিজন

26/02/2024

🟨 মুক্তিযোদ্ধাদের সম্মাননা।
তেঁতুলঝোড়া বই মেলায়।
হেমায়েতপুর, সাভার।
#বইমেলা #হেমায়েতপুর #সাভার #তেতুলঝোড়া
#মুক্তিযোদ্ধা

25/02/2024

🟨 তেঁতুলঝোড়া বই মেলা জমে উঠেছে, হেমায়েতপুর, সাভার।
#বইমেলা #হেমায়েতপুর #সাভার

আশুলিয়ার আউক পাড়ায় ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির বিশ একর সম্পত্তি দখলের পাঁয়তারায় চলছে মহোৎসব জানা যায় ভূমি সংস...
25/02/2024

আশুলিয়ার আউক পাড়ায় ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির বিশ একর সম্পত্তি দখলের পাঁয়তারায় চলছে মহোৎসব জানা যায় ভূমি সংস্কার বোর্ড কর্তৃক ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি ২০০৪ইং সালে বিশ একর সম্পত্তির বৈধ লিজি মালিক হয়।এরপর তারা উক্ত জমির চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করে ভিতরে ফলজ ও বনজ গাছ রোপন করে দীর্ঘদিন ভোগ দখলে আছেন ২০১০ইং সালে স্থানীয় একটি চক্র উক্ত সম্পত্তি দখল করার জন্য মালিকানা সম্পত্তি দাবি করে একটি মামলা দায়ের করেন।উক্ত মামলা দায়ের এর পর ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির বৈধ লিজিরা সেই মামলায় লড়াই করে,চক্রটি সেই মামলায় হেরে যায়।এরপর উক্ত জমিতে এসে দেখেন স্থানীয় কয়েকটি ভূমিদস্যু চক্র ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির উক্ত সম্পত্তির ওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে বনজ ফলজ গাছ কেটে অবৈধ ভাবে তৈরি করছেন ঘর বাড়ি দোকান পাট সহ স্থায়ী স্থাপনা।যেখানে সরকারি এক সোনা লীজি জমিতে স্থায়ী ভবন করার কোন আইন নাই, অথচ উক্ত জমিতে তৈরি হচ্ছে স্থায়ী বহুতল ভবন সহ অবৈধ স্থাপনা।উক্ত জমি উদ্ধারের সরকারের পক্ষে ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির আইয়ুব আলী সিকদার এবং মোতাহার হোসেন এবিষয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক দফতরে দায়ের করেছেন অভিযোগ।এবং এই বিষয়টি ভুমি সংস্কার বোর্ড কর্তৃপক্ষকে অবগত করলে তারা সরজমিন প্রতিবেদন চেয়ে একটি সমন্বয় কমিটির সহ তাদেরকে ঘটনাস্থলে পাঠান।এরই পরিপ্রেক্ষিতে(২৪শে ফেব্রুয়ারি ২৯২৪ইং)শনিবার বিকেলে উক্ত জমি পরিদর্শন করেন মোঃ আইয়ুব আলী শিকদার সভাপতি ন্যাশনাল প্লাজা সমবায় সমিতি।মোতাহার হোসেন সাধারণ সম্পাদক ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি এবং মোঃ খোকন সভাপতি বাস্তহারা সমাজ কল্যাণ সমবায় সমিতি ও সভাপতি আউপাড়া সমন্বয় কমিটি।এব্যপারে মোতাহার হোসেন সাধারণ সম্পাদক ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি বলেন ২০০৪ইং সালে ২০ একর সম্পত্তি ভূমি সংস্কার বোর্ড কর্তৃক লিজ নিয়ে শান্তিপূর্ণ বসবাস করে আসছিলাম।হঠাৎ একটি চক্র এই সম্পত্তি মালিকানা দাবি করে একটি মামলা দায়ের করে সে মামলায় লড়তে অনেক দিন কেটে যায়।এবং তারা মামলায় হেরে গেলে আমরা সজমিনে উক্ত জমিতে আসলে দেখতে পাই আমাদের জমির বাউন্ডারি ওয়াল ভেঙে গাছ গাছালি কেটে অবৈধ স্থাপনা তৈরি করছেন একটি সন্ত্রাসী বাহিনী। আমরা উক্ত জমিতে প্রবেশ করতে চাইলে তারা দিচ্ছেন বিভিন্ন হুমকি সহ প্রাণনাশের হুমকি আমি এ বিষয়ে নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি সাধারন ডায়রি করেছি।মোঃ আইয়ুব আলী সিকদার বলেন আমি উক্ত সম্পত্তি ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির পক্ষে লিজি মালিক এবং ভোগ দখলে রয়েছি।তবে একটি চক্র আমাদের স্থাপনা ভেঙে তারা উক্ত সম্পত্তি প্লট আকারে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা, ভুক্তভোগী অসহায় লিজিরা রাজস্ব হারাচ্ছেন সরকার।আমরা সরকারের পক্ষে এবিষয়ে ভূমি সংস্কার বোর্ডকে অবগত করলে উক্ত জমিতে কে বা কারা অবৈধভাবে দখল করে আছেন জানার জন্য একটি সমন্বয় কমিটি গঠন করেন এবং সজমিন তদন্ত প্রতিবেদন ভূমি সংস্কার বোর্ডেকে জমা দেওয়ার জন্য আদেশ করেন।উক্ত সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ খোকন মিয়ার সাথে ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির পক্ষে আমি ও সকল সদস্যবৃন্দ সজমিনে পরিদর্শন করেছি।এবং এ বিষয়ে সরজমিন তদন্ত প্রতিবেদন ভূমি সংস্কার বোর্ডকে জানানো হবে তারা যে সিদ্ধান্ত দেয় উক্ত সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।এবিষয়ে মোহাম্মদ খোকন সভাপতি বাস্তহারা সমাজ কল্যাণ সমিতি এবং সভাপতি আউটপাড়া সমন্বয় কমিটি বলেন সরকারি সম্পত্তি রক্ষার্থে এবং সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে বৈধ লীজিদের মধ্যে উক্ত সম্পত্তি বন্টন করে সমন্বয় করে দেয়া হবে।এর আগে কোন ব্যক্তি উক্ত স্থানে কোন ধরনের কাজকর্ম করতে পারবে না।সরকারের স্বার্থ বা সংশ্লিষ্ট কোন কাজে বাধা প্রদান বা,অপ্রীতিকর কোন ঘটনা ঘটালে ভূমি সংস্কার বোর্ড তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।সকল সমস্যার সমাধানের জন্য সকল দখলকৃত সকল দায়িত্বরত ব্যক্তিদের আগামী(২৫শে ফেব্রুয়ারি ২০২৪ইং)রবিবার ভূমি সংস্কার বোর্ডে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকার জন্য জোর দাবি জানানো হয়েছে।
#আশুলিয়া #সাভার #থানা #পুলিশ
#সাংবাদিক #এাসোসিয়েশন #সাভার #বিশ্ববিদ্যালয় #রাজনীতি

ঢাকা সাভারে যুবদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (২০ ফেব্রয়রি) সকালে সাস প্রধান কার্য...
21/02/2024

ঢাকা সাভারে যুবদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রয়রি) সকালে সাস প্রধান কার্যালয় শিমুলতলা সাভারে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সাভার ও ধামরাই এরাকার প্রায় ৫০ জন যুবক অংশগ্রহণ করেন। আয়োজিত প্রস্তুতি সভায় সাভার ও ধামরাই এলাকার শিক্ষার্থী ও বিভিন্ন পেশায় কর্মরত নারী, পুরুষ ও হিজরাদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে শ্নেহাকে সভাপতি ও মোঃ মারুফ হাসানকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য সাস ডেভেলপমেন্ট টীম গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ আফরিন জাহান আফিফা, সহ সভাপতি-২ মো: রতন ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক-১ সালমা আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক-২ মো: তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক প্রিন্স, কোষাধ্যক্ষ রানী ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মিতু ফিরোজী, দপ্তর সম্পাদক সুইটি আক্তার, প্রচার সম্পাদক-১ পূণি ঘোষাল, প্রচার সম্পাদক-২ জান্নাতুল ফেরদৌসী, নির্বাহী সদস্য-মৌসুমী আক্তার, সাদিয়া ইসলাম, লিমা আক্তার, শান্তা ইসলাম, তোহুরা খান, সুমনা আক্তার, মোর্শেদা আক্তার, মিজানুর রহমান, রেবেকা ইয়াসমিন উর্মী, শাহনাজ পারভীন, কুলছুম আক্তার, শারমীন আক্তার এবং সাজু আহমেদ।

নবগঠিত কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন সাস এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ড. রফিকুল ইসলাম মোল্লা, উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ ও তাজা খবর এর সম্পাদক তপু ঘোষাল। উক্ত অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাস এর সমন্বয়কারী বাবুল মোড়ল।

সাস ইউথ ডেভেলপমেন্ট টীম এর লক্ষ্য-জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ, অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করা। উদ্দেশ্য-স্থানীয় যুবদের (ছেলে ও মেয়ে) সংগঠিত করা; যুব সমাজের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং অধিকার অর্জনে পরিকল্পনা প্রণয়ন; নেতৃত্বের দক্ষতা উন্নয়ন; উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন দক্ষতা বৃদ্ধি; কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি এবং সরকারি কর্মসুচিসমূহে প্রবেশাধিকার বৃদ্ধি; উন্নয়নমূলক সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি সংরক্ষণ এবং জাতীয় উন্নয়নের যুবদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি; বিশেষ চাহিদাসম্পন্ন এবং সামাজিকভাবে নিগৃহিত যুবদের অগ্রাধিকার নিশ্চিত করা; পরিবেশ সংরক্ষণ, জলবায়ূ পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলাসহ জাতিগঠনমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল সৃষ্টি; সামাজিক কার্যক্রমে যুবদের ইতিবাচক অংশগ্রহণ। সাস ইউথ ডেভেলপমেন্ট টীম এর কার্যক্রম-স্থানীয় যুব নারী ও পুরুষদেরকে -সাস ইউথ ডেভেলপমেন্ট টীম এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করে সংগঠিত করা; যুব অধিকার ও ভূমিকা সম্পর্কে সচেতন করা; সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা; সহিংস উগ্রবাদ প্রতিরোধে উদ্বুদ্ধ এবং সক্ষম করে তোলার জন্য প্রশিক্ষণ সেশনের আয়োজন করা; উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাপ্রদানকারি সংস্থা/ দপ্তরের সাথে সম্পর্ক স্থাপন এবং সুযোগ সুবিধা অর্জনের জন্য যোগাযোগ রক্ষা করা (যেমন – যুব উন্নয়ন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা, সমবায়, এনজিও ইত্যাদি); সদস্যদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা; যুবদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা; বিভিন্ন জাতীয় দিবস উদযাপন কর্মসূচিসমূহে অংশগ্রহণ করা; গুরুত্বপূর্ণ ইস্যুতে সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা; শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মাদক বিরোধী কার্যক্রম এবং বাল্যবিয়ে প্রতিরোধে সদস্যদের ধারণায়ন; জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তোলা; নেতৃত্ব ও বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ; যুব উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা করা ও বাস্তবায়ন করা; জরুরী অবস্থা মোকাবেলা এবং উন্নয়নমূলক কর্মকান্ডে স্বেচ্ছাসেবা প্রদান; অসামাজিক কার্যক্রম এবং অনাচার প্রতিরোধে ইতিবাচক ভূমিকা গ্রহণ; দ্বদ্ব নিরসন করা; বিভিন্ন যুব সংগঠনের সাথে আন্ত:যোগাযোগ, সমন্বয় ও সুসম্পর্ক রক্ষা করা।
তথ্যঃ তাজা খবর

20/02/2024

◾ফেজবুকের খারাপ দিকও আছে, ভালো দিকও আছে-মোঃসাইফুল ইসলাম এমপি
◾তেঁতুল জোড়া বইমেলায়।
#বইমেলা #সাভার #সাংবাদিক #সাভার #বিশ্ববিদ্যালয়

17/02/2024

আশুলিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা হলেন মোঃ সাইফুল ইসলাম এম পি।

14/02/2024

সাভার শিমুল ফুল কোথায় ফুটেছে!?

🟨  ক্যাম্পাস  ১৫ বছরে জাবির হলগুলো টর্চার সেলে পরিণত হয়েছে: অধ্যাপক শামছুল১৫ বছরে জাবির হলগুলো টর্চার সেলে পরিণত হয়েছে: ...
14/02/2024

🟨 ক্যাম্পাস ১৫ বছরে জাবির হলগুলো টর্চার সেলে পরিণত হয়েছে: অধ্যাপক শামছুল
১৫ বছরে জাবির হলগুলো টর্চার সেলে পরিণত হয়েছে: অধ্যাপক শামছুল

🟨 গত ১৫ বছরে প্রতিটা হল টর্চার সেলে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে যে বিচারহীনতা চলছে তার প্রভাব এখানে পড়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়া‌রি) সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ৫ দফা দাবিতে নিপীড়ন বিরোধী মঞ্চের অবরোধ কর্মসূচি পালনকালে এসব বলেন তিনি।

🟨 শামসুল আলম ব‌লেন, বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে হবে আর অছাত্রদের সরিয়ে দিতে হবে। প্রশাসন আমাদেরকে বলেছিল, পাঁচ কর্মদিবসে অছাত্রদের বের করে দিবে। কিন্তু তারা সেটা পারেনি। প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে ঢাকায় দ্বারে দ্বারে ঘুরছে।

🟨 গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় লোকজ খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ...
14/02/2024

🟨 গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় লোকজ খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম বারের মতো আয়োজন করা হয়েছে পিঠা মেলা ১৪৩০।

🟨রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ মাঠে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ মেলায় অংশ নিয়েছেন উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

🟨সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন। এ সময় মেলায় বাহারী সব পিঠা দেখে মুগ্ধ হন অতিথিরাসহ নানা বয়সী দর্শনার্থী।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

🟨 সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ঘাতক স্বামী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে সাভার মডেল ...
14/02/2024

🟨 সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ঘাতক স্বামী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

🟨 মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার রাজাবাড়ি এলাকায় আব্দুল মজিদের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

🟨পুলিশ জানায়, রাজাবাড়ি এলাকায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী কোহিনুরকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী হাফিজুর রহমান।

বিষয়টি টের পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে।

পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

🟨 এ বিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন নয়ন কারকুন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী।এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAVAR FOCUS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share